Author: UkhiyaVoice24

  • লালমোহনে দশ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার

    লালমোহনে দশ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার

    স্টাফ রিপোর্টঃ

    লালমোহন বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।
    ৩ জানুয়ারী/২১ ইং তারিখ রবিবার রাত্র-অনুমান সাড়ে দশটার সময় এস আই শক্তিপদ মৃধার নেতৃত্বে এএসআই(নিঃ),মোঃ অহিদুল ইসলাম, এএসআই(নিঃ),গনেশ চন্দ ঘরামী, এএসআই(নিঃ),সুমন চন্দ্র তালুকদার, এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান-২ কর্তৃক বিশেষ অভিযানে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের দঃ পেয়ারী মোহন এলাকার বাবুর প্রাইমারি স্কুলের সামনে হইতে উপজেলার রায়চাদঁ ৬ নং ওয়ার্ডের ছিটু মিয়ার ছেলে মোঃ জামাল(৩৪), কে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ০৪/০১/২০২১ ইং তারিখে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) দ্বারায় থানায় মামলা করা হয়। লালমোহন থানায় মামলা নম্বর-১। এব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে পুলিশি অভিযান সব সময় চলমান থাকবে।

  • উখিয়া-টেকনাফের স্থানীয়দের বাদ দিয়ে, রোহিঙ্গাদের চাকুরী দিয়েছে ওয়ার্ল্ড ভিশন

    উখিয়া-টেকনাফের স্থানীয়দের বাদ দিয়ে, রোহিঙ্গাদের চাকুরী দিয়েছে ওয়ার্ল্ড ভিশন

    মোঃ শহিদ উখিয়া।

     

    কক্সবাজারের উখিয়া-টেকনাফ ক্যাম্পে স্থানীয়দের চাকুরীচ‍্যুত করে রোহিঙ্গা শরনার্থীদের অবৈধভাবে চাকুরী দিয়েছে আন্তর্জাতিক এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

    ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী অমানবিক নির্যাতনের শিকার হয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয় নিয়েছে, যার অধিকাংশই রোহিঙ্গা পালংখালী ইউনিয়নে বসবাস করে আসছে।

    বাস্তুচ্যুত এই রোহিঙ্গা জনগোষ্ঠী ও হোস্ট সম্প্রদায়ের জন্য এনজিও ও আইএনজিও এর মানবিক কার্যক্রম প্রশংসনীয়। কিন্তু স্থানীয় জনগোষ্ঠী এই বিশাল সংখ্যক শরণার্থীদের জন্য অর্থনৈতিক, সামাজিক ও বাস্তুসংস্থান জনিত সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, তাই RRRC ও এনজিও ব্যুরো স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে।

    কিন্তু World Vision নামক সংস্থা জিএফএ প্রকল্পে মাঠ পর্যায়ে কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম করে যাচ্ছে। সরকারি নির্দেশনায় রোহিঙ্গাদের চাকরিতে না নেয়ার ব্যাপার নির্দেশনা থাকলেও প্রতিনিয়ত উল্লেখিত আইএনজিও স্থানীয়দের সুযোগ না দিয়ে চাকুরী থেকে ছাটাই করছে এবং রোহিঙ্গাদের অগ্রাধিকার দিচ্ছে।যার কারণ হচ্ছে স্থানীয়দের চেয়ে কম মজুরি দিয়ে কাজ করা যায় রোহিঙ্গাদের দিয়ে।

    যার ফলে স্থানীয়দের মাঝে সৃষ্টি হচ্ছে ক্ষোভ যা অপ্রিতিকর ঘটনার জন্ম দিতে পারে। World Vision নামক আইএনজিও ক্যাম্প- 8E, 8W, 9, 10, 11, 12, 17,18, 20, 20 ext এ চাকুরী থেকে কিছু স্থানীয়দের ছাটাই করেছে এবং ২০৬ জন রোহিঙ্গা শরণার্থীদের চাকুরী দিয়েছে।

    যার ১২৪ জন রোহিঙ্গা মাসিক বেতনে এবং ৮২ জন রোহিঙ্গা দৈনিক বেতনে চাকুরী করছে। যা এনজিও ব্যুরো এবং আরআরআরসি (RRRC) নিয়ম পরিপন্থী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, চাকুরীর নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার বিষয়টি স্পষ্ট থাকলেও পালংখালী ইউনিয়নের বা স্থানীয়দের অবহেলা করা হচ্ছে।

    এই বিষয়ে অধিকার বাস্তবায়ন কমিটি, ৫নং পালংখালী ইউনিয়ন, উখিয়া সংশ্লিষ্ট সিআইসি মহোদয়ের কাছে লিখিতভাবে অভিযোগ দেন এবং চাকুরীচ‍্যুত স্থানীয়দের চাকুরীতে পূণর্বহালসহ রোহিঙ্গাদের চাকুরী থেকে ছাটাই করে উক্ত স্থলে স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার জন্য সিআইসির হস্তক্ষেপ কামনা করেন।

    আগামী ১০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না করলে ১১ জানুয়ারি ২০২১ থেকে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে,উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর বলেন,এনজিও ও আই এনজিও চরিত্র এপিট ওপিট,শুধু নিয়োগ ক্ষেত্রে একই চরিত্র।এনজিও ও আই এনজিও রোহিঙ্গা ক্যাম্পে ও গ্রামীণ উন্নয়নের নামে দূর্নীতির আশ্রয় নিয়ে কাউকে তোয়াক্কা করছে না।রোহিঙ্গাদের বাদ দিয়ে স্থানীয় বেকার যুবক-যুবতীদের চাকুরী না দিলে উখিয়া-টেকনাফে বৃহত্তর আন্দোলনের মূখে পড়তে হবে এনজিও ও আই এনজিওদের।

  • উখিয়ায় ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

    উখিয়ায় ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

    মোঃ শহিদ উখিয়া

     

    কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা র‌্যাব- ১৫ এর সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও র‌্যাবের আরেক সদস্য।

    সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামি এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে র‌্যাবের ২ সদস্য আহত হন। তার মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, হোয়াইক্যংয়ের র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র‌্যাব সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে লেন্স নায়ক তরিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর আহত সদস্য কাউসারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • খালেদা জিয়া জামাতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষ মেরেছে- আ জ ম নাছির উদ্দীন

    খালেদা জিয়া জামাতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষ মেরেছে- আ জ ম নাছির উদ্দীন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রাম মহানগর আাওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে। বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে তার জবাব দিতে হবে। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে।

    আজ(০২ জানুয়ারি২১) বিকালে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

  • বরিশালে নতুন বছর উদযাপন উপলক্ষে ওয়ালটনের সৌজন্যে শোভাযাত্রা ও আনন্দ উৎসব পালিত

    বরিশালে নতুন বছর উদযাপন উপলক্ষে ওয়ালটনের সৌজন্যে শোভাযাত্রা ও আনন্দ উৎসব পালিত

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    নতুন বছর উদযাপন এবং সিজন ৯ প্রচারনা উপলক্ষে ওয়ালটন গ্রুপের সৌজন্যে বরিশালে শোভাযাত্রা ও অানন্দ উৎসব পালিত।

    বরিশাল নগরীতে জিলা স্কুলের সম্মুখ থেকে সকাল ১১ টায় এ আনন্দ উৎসব শুরু হয় এবং এতে অংশ নেয় ওয়ালটন গ্রুপের প্লাজা সেলস উন্নয়ন ৩ এর হেড আল-মাহফুজ খান, বরিশাল জোন ক্রেডিট মনিটরিং সাগর আহম্মেদ, বরিশাল জোন এরিয়া ম্যানেজার সুব্রত কুমার পান্থ।

    এছাড়া এসময়ে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বরিশাল শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব আঃসেলিম,ওয়ালটন প্লাজা বাংলাবাজার শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব মোঃজাহাঙ্গীর হোসেন,ওয়ালটন প্লাজা নথুল্লাবাদ শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব শিপন কাজী এবং ওয়ালটন গ্রুপের সকল কর্মকর্তা /কর্মচারী বৃন্দ।

    উক্ত শোভাযাত্রাটি বরিশালের বিভিন্ন প্রধান সড়ক মোটরবাইক, রিক্সা শো ডাউন করে এবং আনন্দমুখর পরিবেশের সৃস্টি হয়।

  • সফটওয়্যারে মাধ্যমে ঘরে বসেই পাবে ভূমি সেবা আনোয়ারা

    সফটওয়্যারে মাধ্যমে ঘরে বসেই পাবে ভূমি সেবা আনোয়ারা

     

    আনোয়ারা উপজেলায় ২নং বারশত ও ৩ নং রায়পুর ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজের শুভ উদ্বোধন করা হয়।

    ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, বিগত ৫ বছরে ভূমি মন্ত্রণালয়ে আমুল পরিবর্তন হয়েছে। ভূমি অফিসের সব কাজ যেন ব্যাংকের মত সহজলভ্য হয় সেই ব্যবস্থা চলছে। সকল প্রকার হয়রানি থেকে মুক্ত করতে ডিজিটাল ভূমি জরিপ করে ভূমি সংক্রান্ত সব কাজ সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসা হবে। আগামী ২ বছরের মধ্যে খতিয়ান ও অন্যান্য বিষয় এ সফটওয়্যারে পাওয়া যাবে। ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চালুর কারণে আগের দিনের মতো নিয়ম বর্হিভুত ভাবে সম্পত্তি দখলে রাখার সুযোগ নেই। কোন কারণে জরিপ কার্যক্রমে ভুলত্রুটি দেখাদিলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। শীঘ্রই সিএসএসএ ও এআরএস জরিপের ম্যানোয়াল পদ্ধতি পরিবর্তন করে বিডিএস পদ্ধতি চালু করে ভূমির মালিকানার সহজলভ্য করা হবে। খুব শীঘ্রই ভূমি দখল আইন সংশোধন করে সংসদের মাধ্যমে নতুন ডিজিটাল আইন বাস্তবায়ন করা হবে। আগামী ১০০ বছর এই আইন দিয়ে দেশ এগিয়ে যাবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কাজ চলছে।

     

    শনিবার(২ ডিসেম্বর) বেলা ১১ টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরোয়াপাড়া জৈদ্দার হাট এলাকায় বারশত ও রায়পুর ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

    চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ও যুগ্ন সচিব এটিএম নাসির মিয়া, অনলাইন ম্যানেজমেন্ট এন্ড সার্ভে সফটওয়্যার এর উদ্ভাবক উপ সচিব মোঃ মুমিনুর রশীদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারি কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম,জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারু ইসলাম সিকদার, ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সচিব এড. ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতাদের মাঝে,ফজলুল করিম চৌধুরী বাবুল,আনোয়ার হোসেন কন্ট্রাক্টর,সুগ্রীব মজুমদার দোলন,হাফেজ আবুল হাসান কাশেম, এমএ রশিদ, আলমগীর আজাদ, ছালামত উল্লাহ চৌধুরী, মো. ইলিয়াছ, চেয়ারম্যানদের মাঝে মোহাম্মদ সোলাইমান, ইয়াছিন হিরু, জানে আলম, অসিম কুমার দেব, এমএ কাইয়ুম শাহ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের মাঝে আমিন শরিফ, মহিউদ্দিন, নুরুল আজিজ চৌধুরী, মাঈনুদ্দিন চৌধুরী খোকন, যুবলীগের আহব্বায়ক শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবু ও নজরুল ইসলাম।

  • সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শফিউল করিম স্যারের বিদায়।।। ডাঃ রবি

    সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শফিউল করিম স্যারের বিদায়।।। ডাঃ রবি

    Dr. Rabiur Rahman Robi

     

    আমার নাড়ীর প্রতিষ্ঠান,যেখানেই আমার ভিত্তি প্রোতিত, উখিয়া উপজেলার সোনারপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব শফিউল করিম স্যারের বিদায় উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা ও মিলন মেলায় অন্যরকম একটা দিন কাটালাম!
    পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা। একই সাথে বেদনা ও আনন্দের!স্যারের বিদায় শব্দটা শুনে বুকের ভেতরটা মোছড় দিয়ে উঠল!কতনা স্মৃতি স্যারের সাথে!
    স্যার ছিলেন আমাদের অবিভাবক আর প্রশাসক! স্যারের সুযোগ্য নেতৃত্বে আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এসেছে!

    আপনার ভবিষ্যত জীবন সুন্দর হোক!
    সবসময় ভাল থাকুন প্রিয় স্যার!

  • বরিশালের জন নন্দিত সাংবাদিক লিটন বাইজিদ এর শুভ জন্মদিন আজ

    বরিশালের জন নন্দিত সাংবাদিক লিটন বাইজিদ এর শুভ জন্মদিন আজ

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

     

    বরিশালের জনপ্রিয় ও স্বনামধন্য দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ লিটন বাইজিদ এর ৩৪ তম শুভ জন্মদিন আজ। ১৯৮৭ সনের ২রা জানুয়ারি তার নিজ বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার আলহাজ্ব অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন আহমেদ এর বড় ছেলে। বর্তমানে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা ছাড়াও তিনি বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন পত্রিকা বরিশাল প্রেস, বরিশাল পিপলস, একুশের সময়, বরিশাল সংবাদ২৪, আলোকিত সময়, বিএসএল ক্রাইম নিউজ এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেছেন।

    সাংবাদিকতায় তিনি ইতিমধ্যে নিজ কর্মদক্ষতায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। জন্মদিনে তাকে তার শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।

  • দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

    দিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

    ইসলামি রাজনৈতিক

     

    মজলিসে সাদারাত
    * মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
    * অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
    * মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
    * মাওলানা নুরুল হুদা ফয়েজী
    * মাওলানা আব্দুল আউয়াল
    * মাওলানা আব্দুল হক আজাদ
    * অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
    * অধ্যাপক আশরাফ আলী আকন
    * মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী
    * অধ্যাপক মাহবুবুর রহমান

    আমীর
    মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

    নায়েবে আমীর
    * মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
    * মাওলানা আব্দুল আউয়াল
    * মাওলানা আব্দুল হক আজাদ

    মহাসচিব
    অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

    যুগ্ম মহাসচিব
    * মাওলানা গাজী আতাউর রহমান
    * আলহাজ্ব আমিনুল ইসলাম
    * ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

    সহকারী মহাসচিব
    * মাওলানা আব্দুল কাদের
    * মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
    * মাওলানা ইমতিয়াজ আলম

    সাংগঠনিক সম্পাদক
    কে এম আতিকুর রহমান

    সহ সাংগঠনিক সম্পাদক
    * অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন
    * মাওলানা খলিলুর রহমান
    * বরকতুল্লাহ লতিফ
    * জি এম রুহুল আমিন
    * মাওলানা শোয়াইব আহমাদ
    * মাওলানা সিরাজুল ইসলাম
    * এডভোকেট মাহমুদুল হাসান

    দফতর সম্পাদক
    * মাওলানা লোকমান হোসেন জাফরী

    প্রচার ও দাওয়াহ সম্পাদক
    * মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম
    প্রচার ও দাওয়াহ সম্পাদক
    * হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ

    অর্থ ও প্রকাশনা সম্পাদক
    * আলহাজ্ব হারুনুর রশিদ
    সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক
    * আলহাজ্ব মনির হোসেন

    ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
    * মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের

    শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
    * মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন

    আইন ও মানবাধিকার সম্পাদক
    * এডভোকেট লুৎফর রহমান
    সহকারী আইন ও মানবাধিকার সম্পাদক
    * এডভোকেট শওকত আলী হাওলাদার

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
    * ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার

    স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক
    * প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন

    তথ্য ও গবেষণা সম্পাদক
    * মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী

    সংখ্যালঘু বিষয়ক সম্পাদক
    * মাওলানা মকবুল হোসেন

    সদস্য
    * আলহাজ্ব সেলিম মাহমুদ

  • আগামীকাল ৩ জানুয়ারি ২১,বাঁশখালীতে আসছেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)

    আগামীকাল ৩ জানুয়ারি ২১,বাঁশখালীতে আসছেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ তারুণ্যের আইডল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা ) হুজুর। তিনি আগামীকাল রবিবার (৩ জানুয়ারী ২১) গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা উজির আলী তালুকদার বাড়ী প্রকাশ (আবুল খাইর বাড়ী) একতা সংঘের উদ্যােগে ৩য় তম ইসলামী মহা সম্মেলনে প্রধান ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব নুরুল হক সিকদার।

    এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন, চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার মুহাদ্দিস ও চট্টগ্রাম হালিশহর জামিয়া বাইতুল করিম মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ খোবাইব,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন,হালিশহর জামিয়া বাইতুল করিম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন,হাফেজ মাওলানা মহসিন, পশ্চিম পটিয়া শাহ মীরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইসহাক,জামিয়া মিল্লিয়া বৈলছড়ি মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, পশ্চিম বড়ঘোনা দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক,চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল,পাহাড়তলী সেগুনবাগান তালী’মুল কুরঅান কমপ্লেক্সের সিনিয়র শিক্ষক মাওলানা নেছার আহমদ প্রমূখ।