Author: UkhiyaVoice24

  • আল্লামা মুফতি গোলাম কাদের সাহেবের ইন্তেকালে=ড: আবু রেজা নদভী এমপি’র গভীর শোক জ্ঞাপন

    আল্লামা মুফতি গোলাম কাদের সাহেবের ইন্তেকালে=ড: আবু রেজা নদভী এমপি’র গভীর শোক জ্ঞাপন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার সাবেক সিনিয়র উস্তাদ ও চট্টগ্রাম বায়তুস সালাম মাদরাসার প্রধান মুরব্বিী, পীরে কামেল হযরত আল্লামা মুফতি গোলাম কাদের ছাহেব প্রকাশ সাতকানিয়া হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন।

    চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। শোক বাণীতে ড. আবু রেজা নদভী এমপি বলেন, বুজর্গ আলেমদের বিষয়ে বলা হয়, ‘মওতুল আলেমে, মওতুল আলাম’ অর্থাৎ একজন আলেমের মৃত্যু যেন একটি জাহানের মৃত্যু। আলেমরা হচ্ছেন- পৃথিবীর বুকে হেদায়েতের বাতিস্বরূপ। সুতরাং, অল্প সময়ের ব্যবধানে এতজন প্রতিথযশা, শ্রদ্ধাভাজন ও শীর্ষস্থানীয় আলেমের ইন্তেকাল নিঃসন্দেহে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় ও অশনি সংকেত।

    তিনি বলেন, প্রথিতযশা আলেমদের মধ্যে মৃত্যুর মিছিলে সর্বশেষ যোগদানকারী মাওলানা মুফতি গোলাম কাদের (রাহঃ) ছিলেন কওমী ঘরানার অন্যতম মুরব্বী। তিনি পুরো জীবনটাই অতিবাহিত করেছেন ইলমে দ্বীনের খেদমতে। সুন্নতে রাসূলের পরিপূর্ণ অনুসরণ ছিল তাঁর অন্যতম চারিত্রিক ভূষণ। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অসংখ্য কৃতি ছাত্র, যাঁরা বিভিন্ন অঙ্গনে দ্বীনের খেদমতে নিয়োজিত। ড. আবু রেজা নদভী এমপি আরো বলেন, স্বল্পভাষী অত্যন্ত অমায়িক স্বভাবের এই বুজর্গ আলেম মুফতিয়ে আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ’র দীর্ঘ ৩৫ বছরের সান্নিধ্যপ্রাপ্ত প্রিয় ছাত্র। তিনি আমার মরহুম আব্বা আল্লামা ফজলুল্লাহ (রাহঃ) এরও ছাত্র ছিলেন এবং ইন্তেকালের আগ পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখতেন।

    তিনি গত ১ মার্চ আমার দাওয়াতে সাতকানিয়া মাদার্শা বাবুনগর মাদ্রাসায়ে ইয়াছিন মক্কী আল্ কাছেমিয়্যাহ, হেফজখানা,ও এতিমখানা এবং আল্লামা নুরুল হুদা স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে বিশেষ মেহমান হিসেবে তশরীফ রেখেছিলেন। আজীবন শিক্ষাদীক্ষার পাশাপাশি তিনি তাওয়াতে তাবলিগের মেহনতেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন।
    উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগ ও বিশেষভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর রাত ১০.৪৫ টায় হযরত আল্লামা মুফতি গোলাম কাদের ছাহেব ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

    বার্তা প্রেরক
    (স্বাক্ষরিত)
    অধ্যাপক শাব্বির আহমদ
    প্রেস সচিব, মাননীয় সাংসদ

  • কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপ নির্বাচন কাল

    কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপ নির্বাচন কাল

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাল (২০ অক্টোবর)। রোহিঙ্গা অধ্যূষিত বহুল আলোচিত বখতিয়ার মেম্বারের মৃত্যু পরবর্তী ৯নং ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উখিয়া উপজেলা নির্বাচন।

    নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে৷ তৎমধ্যে মোরগ, আপেল,ফুটবল প্রতীকের নাম উঠে এসেছে ভোটারদের নিকট থেকে। তবে কে হচ্ছেন এই জনপদে ইউপি সদস্য মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    নির্বাচন অফিস সূত্রে জানা গেছে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫০জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩০৬ জন ও মহিলা ভোটার ২১৪৪।

  • বরিশালে জেলা স্কাউটের পক্ষ থেকে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ সম্পন্ন

    বরিশালে জেলা স্কাউটের পক্ষ থেকে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ সম্পন্ন

    পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

    আজ ১৯ অক্টোবর সোমবার সকাল ১১ঘটিকায় বরিশাল নগরীর লঞ্চ ঘাট জেলা স্কাউট ও স্কাউট লিডারদের পক্ষ থেকে লঞ্চ ঘাটে আগত যাত্রীদের মাঝে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

    উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন, আঞ্চলিক পরিচালক জেলা স্কাউট আক্তারুজামান, তুষার কান্তি এলটি জেলা স্কাউট, মিজানুর রহমান এলটি জেলা স্কাউটসহ অন্যান্য লিডার বৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা স্কাউট এর পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ফেস্টুন এবং সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন এর উদ্যোগে ৫ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

    পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে বিতরণের জন্য ৫ হাজার মাস্ক ও ৫০ টি ফেস্টুন হস্তান্তর করেন স্কাউট লিডার বৃন্দরা।

    উক্ত অনুষ্ঠানে লঞ্চ ঘাট এলাকায় জেলা প্রশাসক মাস্ক পরিহিত ব্যতীত আগত যাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেন।

  • চট্টগ্রামের কালুঘাটে নতুন সেতু : উচ্চতা হবে ১২.২ মিটার, ব্যয় বাড়ছে তিন গুণ

    চট্টগ্রামের কালুঘাটে নতুন সেতু : উচ্চতা হবে ১২.২ মিটার, ব্যয় বাড়ছে তিন গুণ

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কালুরঘাট সেতুর উচ্চতা নিয়ে সৃষ্ট জটিলতা কাটল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দাবি অনুযায়ী ১২ দশমিক ২ মিটার উচ্চতায় দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পরিচালক (প্রকিউরমেন্ট) মো. গোলাম মোস্তফা।
    যদিও শুরু থেকেই ৭ দশমিক ২ মিটার উচ্চতায় সেতুটি নির্মাণ করতে চেয়েছিল রেলওয়ে।

    গোলাম মোস্তফা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ১২ দশমিক ২ মিটার উচ্চতায় কালুরঘাট সেতুর নির্মাণ হবে। যদিও আমরা ৭ দশমিক ২ মিটার উচ্চতায় করতে চেয়েছিলাম। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, তাই আমরা ১২ দশমিক ২ মিটার উচ্চতায় সেতুটি তৈরি করব।’

    এক্ষেত্রে তিন গুণ ব্যয় বাড়বে বলে জানান গোলাম মোস্তফা। বলেন, ‘৭ দশমিক ২ মিটার উচ্চতায় সেতুটি নির্মাণ করতে খরচ ধরা হয়েছিল দুই হাজার কোটি টাকা। ১২ দশমিক ২ মিটার উচ্চতায় করতে গেলে তিন গুণ ব্যয় বাড়বে। এক্ষেত্রে সেতুর মোট ব্যয় দাঁড়াবে ছয় হাজার কোটি টাকায়।’
    তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার পর নতুন করে দাতা সংস্থার সঙ্গে বৈঠক করতে হবে। এছাড়া নতুন নকশা প্রণয়ন ও ভূমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয় নতুন করে করতে হবে।’
    রেলওয়ের এই কর্মকর্তা জানান, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রেল লাইন অ্যালাইনমেন্টে উচ্চতা সর্বোচ্চ ৯ মিটার পর্যন্ত করা যাবে। কিন্তু বিআইডব্লিউটিএ জানিয়েছে, দুঃসময়ে জাহাজ পারাপারে সেতুটি যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে সেজন্য সেতুর উচ্চতা বাড়াতে হবে।

    নৌপরিবহন অধিদফতর দেশের সব নদীকে তিনটি শ্রেণিতে ভাগ করে সরকারি গেজেট প্রকাশ করেছে। যেখানে দেশের প্রধান নদীসমূহ যেমন- পদ্মা, মেঘনা, যমুনা, গোমতী, কর্ণফুলীসহ বেশ কয়েকটি নদী প্রথম শ্রেণিভুক্ত। এর মধ্যে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনা থেকে শাহ আমানত সেতু পর্যন্ত অংশকে প্রথম শ্রেণিভুক্ত এবং শাহ আমানত সেতু থেকে হালদা নদীর মোহনা পর্যন্ত দ্বিতীয় শ্রেণিভুক্ত করা হয়েছে।

    নৌপরিবহন অধিদফতরের গেজেট অনুযায়ী, প্রথম শ্রেণির নদীতে সেতু করতে হলে তার উচ্চতা হতে হবে ১৮ দশমিক ৩ মিটার, দ্বিতীয় শ্রেণিভুক্ত নদীতে সেতু হলে উচ্চতা হতে হবে ১২ দশমিক ২ মিটার আর তৃতীয় শ্রেণিভুক্ত নদীতে সেতু হলে উচ্চতা হতে হবে ৭ দশমিক ২ মিটার। তাই কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে রেলওয়ে সেতুটি ১২ দশমিক ২ মিটার উচ্চতায় করতে হবে।
    ব্রিটিশ আমলে মিয়ানমারের (বার্মা) সঙ্গে সৈন্য আনা-নেয়ার কাজে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হয় ১৯১৪ সালে। ১৯৩০ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ৯০ বছর বয়সী সেতুটি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে বর্তমানে মরণদশায় পরিণত হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে দিনে লক্ষাধিক মানুষ সেতুটি ব্যবহার করছেন।

  • কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

    কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

    কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বখাটে যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

    রবিবার দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টুইল্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

    আটক দুই যুবক হলেন, টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসা পাড়ার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৮) ও জুমপাড়ার মো. পেঠানের ছেলে নুরুল আমিন (১৭)।

    ভিকটিমের বাবা জানায়, আমার মেয়েসহ চার শিশু টুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে যায়। এ সময় তিন যুবক এসে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। জসিম উদ্দিন আমার মেয়ের মুখ চেপে ধরে। এ সময় চিৎকার দিলে স্থানীয় কয়েকজন নারী পুরুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়

  • ৭ নভেম্বর বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত জাতীয় সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ৭ নভেম্বর বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত জাতীয় সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আগামী ৭ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত ‘শাহ ওয়ালিউল্লাহর চিন্তাধারা, দারুল উলুম দেওবন্দের ইতিহাস ঐতিহ্য এবং আল্লামা শাহ আহমদ শফি’র জীবনাল্লেখ্য’ শীর্ষক জাতীয় সেমিনারের এক প্রস্তুতি সভা ১৭ অক্টোবর শণিবার রাত আটটায় নগরীর চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নদভী প্যালেসে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান মেহমান ছিলেন ইসলামী ঐক্যজোটের (একাংশের) চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন বায়তুশ শরফের সম্মানিত পীর সাহেব আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী ম.জি.আ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
    উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের ডাইরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার,
    মাদরাসাতুল মদিনা ঢাকা’র প্রিন্সিপ্যাল মাওলানা বোরহান উদ্দিন আল আজিজী, প্রফেসর মোহাম্মদ শফিউর রহমান।

    বার্তা প্রেরক
    (স্বাক্ষরিত)
    অধ্যাপক শাব্বির আহমদ
    প্রেস সচিব, মাননীয় সাংসদ

  • বরিশালে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বরিশালে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

    গতকাল ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে, শিশু একাডেমি বরিশাল এর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আবৃতি প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ শিশু একাডেমি পুরস্কার বিজয়ী শিশুরা এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

    পরে অতিথিরা শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচনা করেন।

    অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • প্রফেসর মোজাফফর আহমদ স্যার কে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হামলা ও হত্যার চেষ্টা

    প্রফেসর মোজাফফর আহমদ স্যার কে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হামলা ও হত্যার চেষ্টা

    মাষ্টার মুক্তার আহমদের প্রতিবেদক

    উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের এনামুল হক-এর ছেলে এবং চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারী কলেজের প্রফেসর জনাব মোজাফফর আহমদ স্যার মাদক ও সন্ত্রাসী প্রতিরোধ বক্তব্য এবং মাদক মুক্ত এলাকা করার লক্ষে কঠোর অভিযান চালান।
    সেই দূষে স্যারকে গতকাল উখিয়া স্টেশন থেকে ফেরার পথে গয়ালমারা স্টেশনের পূর্ব দিকে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয় এবং গুরুতর আঘাত করেন।
    স্যার বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় আছেন বলে জানান স্যারের ছোট ভাই গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুক্তার আহমদ এনান।

    সন্ত্রাসী হচ্ছ একয় এলাকার ১ জাহাঙ্গীর কবির
    পিতা সৈয়দ কাশেম।
    ২ মঞ্জুর আলম পিতা আজিজুর রহমান।
    ৩ সাদ্দাম হোসেন পিতা আবুল হোছাইন।
    ৪ মঞ্জুর আলম পিতা মোঃ আবু তাহের।

    ইয়াবা গডফাদার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

  • থানায় এসে দালাল ছাড়া সরাসরি আমার সাথে কথা বলুন: উখিয়া থানার নবাগত ওসি আহমেদ সন্জুর

    থানায় এসে দালাল ছাড়া সরাসরি আমার সাথে কথা বলুন: উখিয়া থানার নবাগত ওসি আহমেদ সন্জুর

    ওসমান আল হুমাম কক্সবাজার জেলা প্রতিনিধি।

    শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় কক্সবাজার উখিয়া উপজেলার ২ নং ইউনিয়নের রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং হারুন মার্কেট দক্ষিণ স্টেশনে ২নং বিট পুলিশিং এর উদ্যোগে ধর্ষণ,
    সন্ত্রাস,জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মাস্টার মোজাম্মেল হকের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
    প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফের নবাগত এডিশনাল এসপি মহোদয়, উখিয়া থানা নির্বাহী কর্মকর্তা আহমদ সন্জুর মোরশেদ।
    বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইমাম হোসাইন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২নং রত্না পালং ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান জনাব খায়রুল আলম চৌধুরী।

    এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত বক্তব্যের স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে সিনিয়র আইনজীবী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আব্দুর রহিম।
    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এলাকা ভিত্তিক ধর্ষণ, জঙ্গিবাদ, মাদক ও সস্ত্রাস বিরোধী সমাবেশের অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। আপনারা জানেন মুক্তিযুদ্ধে যেমন দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভাবে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে ।

    তেমনি এই গ্রাম থেকে মাদক নির্মূলে ছাত্র, যুব সমাজ সহ সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

    মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ কারো একক সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা। পুলিশ এবং জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া ধর্ষণ, ইভটিজিং, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস দমন করা যাবে না। আজকে আমাদের এইখানে চৌকস পুলিশের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত আছেন। তুনি উখিয়া থানার নবাগত ওসি সম্পর্কে বলেন, স্যারের ঘোষণা থানায় এসে আমার সাথে সরাসরি কথা বলুন কোন মাধ্যম লাগবেনা। স্যারের এই উদ্যোগে আমাদেরকে অনুপ্রাণিত করেছে।
    ইনশাআল্লাহ আমরা সাধ্য অনুযায়ী প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাব।

    ২নং রত্নাপালং উনিয়নের চেয়ারম্যান জনাব খায়রুল আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা অপরিসীম, আমাদের চৌকস পুলিশ বাহিনী ইতোপূর্বে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে ব্যাপক ভূয়সী প্রংশসা পেয়েছে। তবে আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে আমাদের উখিয়াকে একটি মডেল উপজেলা পরিনত করতে ভূমিকা রাখবে।
    তারা আমাদের বলেছেন, সন্ত্রাস নির্মুলে যে কোন পরিস্থিতিতে তারা আমাদের সাথে থাকবে এবং জনগণকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।

    উখিয়া থানার নবাগত ওসি আহমদ সন্জুর বলেন, থানায় এসে আমার সাথে সরাসরি কথা বলবেন, কোন মাধ্যম লাগবে না। সাধারণ ডায়েরি করতে কোন টাকা পয়সা চাইলে আমাকে জানাবেন। আর কোন ব্যক্তি মাদক কারবার ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে চাইলে আমি তাকে সহযোগিতা করব। দূর্যোগে দুঃসময়ে আপনাদের পাশে থাকব।

    সমাবেশের প্রধান অতিথি উখিয়া-টেকনাফের এডিসনাল এসপি মহোদয় বলেন, যারা মাদক কারবারি রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ঘৃণীত পেশা ছেড়ে দিয়ে সুস্থ পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলুন। এলাকার সচেতন অভিভাবকদের উদ্যেশে বলেন আপনারা আপনার ছেলে মেয়েদের প্রতি খবর নিন কোথায় যাচ্ছে, কি করছে। কথিত সোর্সকে উদ্দেশ্যে বলেন মাদকের সাথে সংশ্লিষ্টতা পেলে একচুলও ছাড় নয়। সংশোধন হয়ে যান। মাদক পাচারকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান। তাদের বিরুদ্ধে অচিরেই চিরুনি অভিযান শুরু হবে ইনশাআল্লাহ ।
    যদি আপনারা মাদক কারবারিদেরকে নির্মূল করতে সহযোগিতা না করেন তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন সেই মাদকের বিষাক্ত ছোবলে আপনার আদরের সন্তানটি আপনার অজান্তে জড়িয়ে পড়বে।

    বক্তারা আরও বলেন, ভালুকিয়া পালং শান্তির গ্রাম। এখানে কেউ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করতে পারবে না।

    চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী জানায়, গত কয়েক বছর থেকে তাদের গ্রামের কিছু মাদক কারবারিদের সহযোগীতায় বাহিরের মদ্যপরা এসে গ্রামের সুস্থ পরিবেশকে বিনষ্ট করছে, এদের বিরুদ্ধে প্রশাসনের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। বহিরাগত মাদকাসক্তদের বিচরণে গ্রামবাসীর জীবন বিষিয়ে তুলেছে।
    উক্ত সমাবেশে উখিয়া উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও রত্না পালং ইউনিয়নের ইউপি সদস্যগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • উখিয়া জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পন্ন

    উখিয়া জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা সম্পন্ন

    মুহাম্মদ আব্দুল হক

     

    কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু তাহের মেম্বার।

    প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দীন চৌধুরী ।

    বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু।

    প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান

    জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয়

    এসময় জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন সদ্যবিদায়ী সভাপতি দলের পদ ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই। বিএনপি – জামাতের সাথে আঁতাত করে আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করছে। এদের পরিহার করতে দলের নেতাকর্মীদের আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, এড: জমির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, বাহাদুর আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এড: রুহুল আমিন রাসেল চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগেরর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক ফজল কাদের ভূট্রো, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রশিদ আহমদ, সৈয়দ মোহাম্মদ নোমান,আদনান চৌধুরী, ফজল করিম, ছালামত উল্লাহ, মিজানুর রহমান, মোকতার আহমদ, জুহুর আলম, আবু তাহের, জিয়াউল হক জিয়া, এড:রিদোয়ান হাসান, কৃষকলীগের নেতা জানে আলম ও ওয়াহিদুর রহমান সোহাগ প্রমুখ ।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাজী গুরা মিয়া। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক আবুল কাশেম বাবুল।