Author: UkhiyaVoice24

  • ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর প্রাণ হারালো।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর প্রাণ হারালো।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
    ঝালকাঠি জেলা প্রতিনিধি

    উপজেলা প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মো. নাহিদ খান (১৪) নামে এক কিশোর।

    আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌরসভার মাটিভাঙা এলাকায় নলছিটিগামী একটি লেগুনার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় পথচারি নাহিদ খান। এসময় লেগুনার যাত্রী লালবানু বেগম, কমলা বেগম ও জান্নাতি গাড়ি উল্টে পড়ে গিয়ে আহত হয়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত নাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।নিহত নাহিত খান নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার নাসির খানের ছেলে।

    নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার জানান, ঘাতক লেগুনাটি থানায় নিয়ে আসা হয়েছে তবে চালক পালিয়েছে। নিহত নাহিদের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • হাটহাজারী মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    হাটহাজারী মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    হাটহাজারী মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১
    হাটহাজারী মডেল থানার মামলা নং-৪০, তারিখ- ২৫/০৮/২০২০খ্রি: ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) মূলে এসআই মোঃ আকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ ২৫/০৮/২০২০খ্রি: রাত ০৮.১০ টায় হাটহাজারী মডেল থানাধীন উত্তর মেখল রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ আসামী মোঃ আবু সৈয়দ(৩৮), পিতা-মৃত শামসুল আলম, মাতা-নুর জাহান বেগম, সাং-উত্তর মেখল, ০১নং ওয়ার্ড, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • যোগ্য ও প্রাজ্ঞ ব্যক্তির হাতে পটিয়া মাদরাসার জিম্মাদারি অর্পণ = ড: আ.ফ.ম খালিদ হোসাইন

    যোগ্য ও প্রাজ্ঞ ব্যক্তির হাতে পটিয়া মাদরাসার জিম্মাদারি অর্পণ = ড: আ.ফ.ম খালিদ হোসাইন

    UkhiyaVoice 24.Com

     

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    উস্তাদে মুহতরম হযরত আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী সাহেব (দা.বা.) এর প্রতি সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই তিনি তাঁর জীবদ্দশায় তাঁর উত্তরাধিকারী মনোনীত করলেন। যাকে দায়িত্ব দিলেন তিনি আমাদের প্রীতিভাজন জনাব মাওলানা ওবায়দুল্লাহ হামযা (দা.বা.)। পটিয়া মাদরাসার যিম্মাদারী সব সময় যোগ্য ও দক্ষ ব্যক্তির হাতে পড়েছে। এই ঐতিহ্য অনুকরণীয়।

    তাঁর সাথে ১৮ বছর একসাথে কাজ করেছি। আমার সাথে কোনদিন মনোমালিন্য হয়নি। আলাপচারিতায় আমি অনেক সময় তাঁকে শক্ত কথা বলেছি কিন্তু তাঁকে উত্তেজিত হতে দেখিনি। হাসিমুখে সব কথা মেনে নিয়েছেন। এই সহনশীল মানসিকতা তাঁকে ওপরে নিয়ে গেছে। তিনি আরবী সাময়িকী “বালাগুশ শারক” এর সম্পাদক ও বাংলা মাসিক “আত-তাওহীদ”এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

    মাওলানা ওবায়দুল্লাহ হামযা (দা.বা.) বহুমাত্রিক মেধা ও মননের অধিকারী। তিনি একাধারে মুহাদ্দিস, ওয়ায়েয, আলোচক, গ্রন্থকার ও খতিব।
    বাংলা, আরবি, ইংরেজি, উর্দূ ও ফার্সি ভাষায় তাঁর দক্ষতা ঈর্ষণীয়। তাঁকে কওমি সিলসিলার রত্ন বলা চলে। আমি তাঁর রচিত বহু কিতাবে অভিমত ও ভূমিকা লিখে দিয়েছি।

    তিনি সোশ্যাল ইসলামি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শরীয়াহ এডভাইজারি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পৃথিবীর বহুদেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, পাকিস্তান, হংকং, থাইল্যান্ড, ওমান, আমিরাত, বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক একাডেমিক সেমিনারে অংশ নেন।

    ১৯৯২ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করেন। ১৯৯৪-২০০০ পর্যন্ত সৌদি আরবের প্রতিরক্ষা ও বিমানচলাচল মন্ত্রণালয়ে অনুবাদকের দায়িত্ব পালন করেন।

    আমরা জনাব মাওলানা ওবায়দুল্লাহ হামযা (দা.বা)-কে পটিয়া মাদরাসার সহকারী পরিচালক নিযুক্ত হওয়ায় মুবারকবাদ ও অভিনন্দন জানাই।

    পটিয়া মাদরাসার আরেক রত্ন ছিলেন ড. মাওলানা মাহমুদুল হাসান আযহারী (দা.বা.)। বেফাকুল মাদারিসিল আরবিয়ার অধীনে তিনিও প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তিনি বহুদিন পটিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও অধ্যাপক ছিলেন। তাঁর মেধার বহুমাত্রিকতা বিস্ময়কর। এই মানুষটাকে পটিয়া মাদরাসায় ধরে রাখতে পারলে কতই না ভাল হতো। সব আল্লাহ তায়ালার ইচ্ছে। এখন তিনি লন্ডনে অবস্থান করে সারা দুনিয়াব্যাপী ইসলামের খিদমত আঞ্জাম দিয়ে চলেছেন।

    পটিয়া মাদরাসা যুগে যুগে ইলমের তারকাপুঞ্জ জন্ম দিয়ে আসছে, যারা বিশ্বব্যাপী সমাদৃত। এটা সম্মানিত উস্তাদ ও মুরব্বিদের নেক নযরের বরকত। দোয়া করি আল্লাহ তায়ালা আমাদের মুরব্বি ও উস্তাদ হযরত আল্লামা আবদুল হালিম বোখারী (দা.বা.)-কে স্থায়ী সুস্থতা ও সমৃদ্ধ জীবন দান করুন এবং নবনিযুক্ত সহকারী পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযা (দা.বা)-কে সুষ্ঠুভাবে মাদরে ইলমি পরিচালনার তাওফিক দান করুন, আমিন, আমিন।

  • বাঁশখালীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু, মোড় ঘুরানোর চেষ্টা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    বাঁশখালীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু, মোড় ঘুরানোর চেষ্টা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    বিদ্যুৎ ও ডিস লাইনের বিলকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে এক ভাইয়ের হাতের ছুরির আঘাতেই আরেক ভাইয়ের মৃত্যুর হয়। ২৫ আগস্ট সকাল ১০ টার দিকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ২নং সাধানপুর ইউনিয়নের কচুজুম পাহাড়ি এলাকায় ইছাইয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। একটি মহল ঘটনাটির মোড় অন্যদিকে ঘুরানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তাদের পরিবার।

    জানা যায়, ইছাইয়ার বড় সন্তান এমদাদ (২৫) তার ছোট ভাই আমজাদ (২৩) এর ছুরিকাঘাতে মৃত্যুর আগে তাদের মাতা আমেনার সাথে কারেন্ট বিল ও ডিস লাইন বিলের বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় এমদাদের।

    এই বিষয়ে আমেনা বলেন, তার বড় ছেলে এমদাদ মাঝেমধ্যে নেশাদ্রব্য সেবন করত। সকালে আমেনা তার এক আত্মীয়কে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য বের হওয়ার আগে তার বড় ছেলে নিহত এমদাদকে তার ভাগের বিদ্যুৎ বিল ও ডিস লাইনের বকেয়া পরিশোধের জন্য বলে। এরপর থেকে এমদাদ তার মাতা আমেনাকে গালিগালাজ ও স্ত্রী আকিকে মারধর সহ ঘরের জিনিসপত্র ভাংগার চেষ্টা করে। তখন আমেনা বলে উঠে, “আমাকে কিছু করতে না পেরে বউকে মারধর আর জিনিসপত্র ভাংতেছস কেন?”। এই কথা বলায় এমদাদ তার মায়ের দিকে মারার জন্য এগিয়ে আসতে দেখে আমজাদ গিয়ে সবার চক্ষুর আড়ালে ছুরি মেরে দেয়। পরে এমদাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুঠে পড়লে সাথে চিকিৎসার জন্য মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান।

    পাশের বাড়ির আসমার মাতা বলেন, প্রতিদিনের ন্যয় ঘটনার দিন সকালে তিনি খাবারের বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে দেখে এমদাদ ঘরের বাহির থেকে গালিগালাজ করতেছে। এই অবস্থা দেখে তিনি আর ঘর থেকে বের হয়নি। তার পরক্ষণে এমদাদকে তার ভাই আমজাদ ছুরি মেরে দিছে শুনে ঘটনাস্থলে যান। এইসময় রক্তাক্ত অবস্থায় এমদাদকে হাসপাতালের নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে তিনি জানান।

    খুনি আমজাদের স্ত্রী সোলতানা বলেন, সকালবেলা তার শ্বাশুড়ি আমেনা তার ভাসুর এমদাদকে বিদ্যুৎ বিল ও ডিসলাইনের বকেয়া বিল পরিষোধের কথা বলার সাথে সাথে তার ভাবি আকিকে মারধর শুরু করে দেই তার ভাসুর এমদাদ। পরে তার শ্বাশুড়িকে গালিগালাজ সহ মারধরের চেষ্টা করতে দেখে সোলতানার স্বামী আমজাদ সিড়িতে থাকা ছুরি নিয়ে এমদাদকে মেরে দেয় বলে জানান।

    নিহত এমদাদের শাশুর নাজিম উদ্দীন বলেন, নিহত এমদাদ চট্টগ্রাম শহরে চাকুরী করত। চাকুরীতে না যাওয়া সকাল থেকে এমদাদকে মারধর করে। একপর্যায়ে এমদাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পিতা ইছাইয়া ধরে থাকলে আমজাদ গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। নাজিম উদ্দিনের কাছে ঘটনাস্থলে ছিলেন কিনা এবং তিনি ঘটনাস্থলে অনুপস্থিত থেকে এমন ঘটনা কিভাবে বিস্তার করলেন জানতে চাইলে তিনি বলেন, তার মেয়ে আকি অর্থাৎ এমদাদের স্ত্রী তাকে বিস্তারিত ঘটনা এই বর্ণনা করে বলে জানান।

    এদিকে বিষয়টি নিশ্চিতের জন্য নিহত এমদাদের স্ত্রী আকির কাছে তার পিতার বলা ঘটনাটির সত্যতা জানতে চাইলে তিনি কিছুটা অস্বীকার করে বলেন, সকালে মা আর সন্তানের মধ্যে কারেন্ট বিল ও ডিসলাইন বিলের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এমদাদ তার মাতা আমেনাকে গালিগালাজ করলে আমজাদ গিয়ে ছুরি মেরে দেয়। এছাড়াও তার কাছে এইঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার দেবর আমজাদকে আসামী করে হত্যা মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তার কাছ থেকে ঘটনাটির সাথে আমজাদ ছাড়া অন্যকেউ জড়িত আছে বলে মনে করেন কিনা জানতে চাইলে বলেন, তিনি অন্যকারো জড়িত থাকার বিষয়ে প্রত্যক্ষ করতে পারেননি তাই আমজাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।

    নিহতের শাশুড়ী ইয়াছমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনিও আকির দেয়া বক্তব্যের সাথে মিল রেখে বলেন, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আকির কাছে ঘটনাটি শুনছেন। আর তার মেয়ে আকি যা বলেছে তা তিনি এই প্রতিবেককে বিস্তার করেন।

    ঐ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, প্রাই সময় এমদাদ নেশাদ্রব্য সেবন করে ঘরে ঝগড়াঝাটি করত। তবে ঘটনারদিন আমজাদ সবার চক্ষুর আড়ালে তাৎক্ষণিক ভাবে ছুরিকাঘাত করে তার বড় ভাই এমদাদকে হত্যা করেন। ঘটনাটিকে অন্যদিকে প্রভাবিত করার উদ্দেশ্য কিছু কুচক্রী মহল ভিন্ন তথ্য ছড়াচ্ছেন বলে জানান তারা।

    সাধনপুর ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের ইউ‌পি‌ সদস‌্য মোঃ বাদশা ব‌লেন, আপন ছোট ভাই‌ আমজা‌দের ছু‌রিকাঘা‌তে গুরতর জখম অবস্থায় এমরান‌কে হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত‌্যু ঘ‌টে।

    এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, সাধনপুর ইউনিয়নের কচুজুম পাহাড়ি এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাটানো হয়েছে।

  • ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

    ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত।

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    সাইফুল্লাহ আল মুনির, বরিশাল জেলা প্রতিনিধি।

    ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হয়ে এগিয়ে যেতে হবে আমাদের। ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত একটি সুস্থ সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে ইসলামী যুব আন্দোলনকেই পালন করতে হবে স্বেচ্ছাসেবকের ভূমিকা। ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার মাসিক বৈঠকে উপরোক্ত কথা বলেন শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম আল হাদী। এসময় বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত যুবকদের কর্মসংস্থান এবং দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসন ও প্রয়োজনীয় সহোযোগিতা করার জন্য দেশবাসী ও সরকারের কাছে উদাত্ত আহবান জানান তিনি। বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও কেন্দ্রীয় সার্কুলারের আলোকে আগামী মাসের কর্মসূচি নির্ধারণকরা হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ ইবরাহীম আল হাদীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ্ এর সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ রুম্মান গাজী আল আমিন, দফতর সম্পাদক মাওঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ মোঃ তরিকুল আজাদ রেদওয়ান, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন খানসহ অন্যান্য জেলা দায়িত্বশীলবৃন্দ।

    বার্তা প্রেরক
    মুহাঃ নুরুল আলম
    প্রচার সম্পাদক
    ইসলামী যুব আন্দোলন, ঝালকাঠী জেলা
    মোবাইলঃ 01727-585543

  • লোহাগাড়ায় দরবেশহাট মাওলা পাড়ায় আগুনে পুড়ল দু্ই বসতঘর।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    লোহাগাড়ায় দরবেশহাট মাওলা পাড়ায় আগুনে পুড়ল দু্ই বসতঘর।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    লোহাগাড়ায় আগুনে পুড়ল দু্ই বসতঘর
    চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের মাওলা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গরু ও মারা গেছে বলে জানা গেছে।
    সাতকানিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    সাতকানিয়া ফায়ার স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন বলেন, দরবেশহাট মাওলা পাড়া এলাকায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে। রাত ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

  • চান্দগাঁওয়ে মা ও ছেলেকে জবাই করে হত্যা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    চান্দগাঁওয়ে মা ও ছেলেকে জবাই করে হত্যা।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক মা ও তার নয় বছর বয়সি শিশু সন্তানকে গলাকেটে খুন করেছে দুষ্কৃতিকারীরা।
    পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে সোমবার (২৪ আগস্ট) আনুমানিক রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে ধারনা পুলিশের।

    নিহত দুইজন হলো- মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।
    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। নিহতদের গলায় ছুরিকাঘাতের চিণ্হ পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কেন বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

  • চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা; অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

    চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা; অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

    UkhiyaVoice24.Com

     

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    গত ২৪ আগস্ট-২০২০ পেশাগত দায়িত্ব পালনকালে এভাবেই হামলার শিকার হন নয়াদিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক মুহা. আক্তার হোসাইন সহ আরো অনেকে।

    চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘মুক্তিযোদ্ধা সন্তান ও কমান্ডারদের’ মানববন্ধন কর্মসূচীতে অতর্কিত হামলা চালায় বাঁশখালীর আওয়ামীএমপি মোস্তাফিজের অনুসারিরা। এসময় হামলাকারীরা সাংবাদিকদের উপরও চড়াও হয়ে মারধর করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় প্রায় ১০ জন সাংবাদিক আহত হয়।

    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি রিদুয়ানুল হক শামসী, সহ-সভাপতি তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক মুহা. নাজিম উদ্দিন আজ ২৫ আগস্ট-২০২০ এক যৌথ বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করা কলম সৈনিক সাংবাদিকদের উপর এমন সন্ত্রাসী হামলা কিছুতেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারী ও হামলায় নির্দেশদাতা এবং ইন্ধনদাতাদেরও খুঁজ বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।

    প্রেস বিজ্ঞপ্তি

    মুহা. ইব্রাহিম খলিল
    প্রচার ও প্রকাশনা সম্পাদক
    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর।
    মোবাইলঃ 01839429093

  • জামিয়া পটিয়ার নবনির্বাচিত নায়েবে মুহতামিমকে আন্তরিক শুভেচ্ছা ? ও সংক্ষিপ্ত পরিচিতি এবং হজুরের ভিডিও বয়ানের লিংক দেওয়া আছে নিচে = UkhiyaVoice24.Com

    জামিয়া পটিয়ার নবনির্বাচিত নায়েবে মুহতামিমকে আন্তরিক শুভেচ্ছা ? ও সংক্ষিপ্ত পরিচিতি এবং হজুরের ভিডিও বয়ানের লিংক দেওয়া আছে নিচে = UkhiyaVoice24.Com

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    তিনি খ্যাতিমান তাফসীরকার, যশদ্ধী ইসলামী অর্থনীতিবিদ, বহু ভাষার সাহিত্যিক, শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব দাঃ বাঃ।

    তিনি ১৯৭২ সালে কক্সবাজারের উখিয়া আলহাজ্ব মাওলানা আমির হামযার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ৷

    তিনি জামিয়া পটিয়া হতে ১৯৯২ সালে বেফাকুল মাদারিস বোর্ড হতে তাকমিল শ্রেণীতে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেন ৷

    ১৯৯৪ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত ৬বছর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে কাজ করেন ৷

    ২০০১ সাল থেকে এপর্যন্ত জামিয়া ইসলামিয়া পটিয়ায় পাঠ দান করে যাচ্ছেন ৷ এছাড়া জামিয়ার বিভিন্ন আরবি, ইংরেজি, বাংলা ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেন ৷

    তিনি দীর্ঘ দিন পর্যন্ত দেশ বিদেশে ওয়াজ, লেকচার, সেমিনারের মাধ্যমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন ৷

    তিনি ২০০৫ সালে সাউথ আফ্রিকায় Radio Islam এ প্রোগ্রাম করেন ৷ ২০০৮ সালে সৌদি বাদশার আমন্ত্রণে মক্কা শরিফে অনুষ্ঠিত ধর্মীয় সংলাপ ও কনফারেন্সে অংশ গ্রহণ করেন ৷

    ২০১২ সালে বৈরুত, লেবনানে আরব লীগ Ice cream এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবিক আইন শীর্ষক কোর্সে অংশ গ্রহণ করেন ৷

    ২০১৭ সালে আমেরিকা যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে “ধর্মশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ গ্রহণ করেন ৷ একই বছরে ইন্দোনেশিয়ার আররানিয়ান ইউনিভার্সিটিতে “আন্তর্জাতিক মানবিক আইন” শীর্ষক সেমিনারে স্পীকার হয়ে প্রবন্ধ পাঠ করেন ৷
    ২০১৮ সালে মক্কা নগরীতে অনুষ্ঠিত রাবেতাতুল ইসলামিয়ার সেমিনারে ১ম স্থান অর্জন করেন ৷

    এছাড়া দেশ বিভিন্ন ব্যাংক, সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ৷

    হুজুরের যোগ্যতার সবচে বড় দলিল হল হুজুরের কোন ধরণের সরকারি সনদ না থাকা সত্বেও ঢাকা সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে হুজুরের সুযোগ মত কম পক্ষে মাসে ১বার হলেও লেকচারের জন্য প্রস্তাব আসে ৷
    হুজুরের লিখিত বই ১. Charity in Islam, ২. Respect for the dead বহির্বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে ৷
    এছাড়া হুজুরের বিষয় ভিত্তিক তত্ব বহুল বয়ানের বই প্রকাশিত হয়েছে ৷

    এক কথাই বললে ওনি সকলের সুপরিচিত মুখ বহু ভাষার অধিকারী মাওলানা হারুন ইসলামাবাদীর প্রতিচ্ছবি ৷

    আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন

     

    https://www.facebook.com/410183906264668/posts/700397230576666/

  • বরিশালে রিকশা চালক কর্তৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    বরিশালে রিকশা চালক কর্তৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করলো এয়ারপোর্ট থানা পুলিশ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    মুহাম্মাদ সাইফুল্লাহ আল মনির
    বরিশাল জেলা প্রতিনিধি

    বরিশালে রিকশা চালক কর্তৃক এক নারীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে চালককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।এ সময় ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত একটি ব্যাটারী চালিত রিকশা জব্দ করা হয়েছে।

    আটক রিকশা চালক কাশীপুর বিল্লাবাড়ী এলাকার বাসিন্দা মৃত খালেক হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার(৫০)।

    সোমবার ২৪আগষ্ট দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি আরও জানান,বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার বাসিন্দা মোসাঃ লাইজু বেগম (৪২) ২৩ আগষ্ট ভোরে লঞ্চে ঢাকা থেকে বরিশাল এসে রহমতপুর মেয়ের বাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারী চালিত রিকশায় ওঠেন। প্রায় ২০ মিনিট পরে রিকশা চালক কাশীপুর মহামায়ার পোল এর পশ্চিম পার্শে লাদেন সড়কের মধ্য একটি কালভার্টের উপর রিকশা থামায়। রিকশা থামানোর কারন জিজ্ঞাসা করিলে রিকশা চালক লাইজু বেগমকে খুন করার ভয় ভীতি দেখিয়ে তার গলা চেপে ধরে কানের দুল এবং সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয় এ সময় লাইজু বেগম ভয়ে চিৎকার করিলে রিকশা চালক তাকে ধাক্কা দিয়ে ময়লা আবর্জনার ড্রেনের মধ্য ফেলে দিয়ে চলে যায়।পরে লাইজু বেগম স্থানীয়দের সহযোগিতায় অন্য একটি রিকশায় রহমতপুর তার মেয়ের বাড়ি চলেযান এবং তার মেয়েকে জানান।পরে ২৩ আগষ্ট দুপুরে লাইজু বেগম তার মেয়েকে নিয়ে রিকশা চালককে খুঁজতে বরিশাল আসেন।এক পর্যায়ে ভাগ্যক্রমে রিকশা চালককে বিবির পুকুরের পশ্চিম পার্শে দেখতে পেয়ে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করলে তারা এসে রিকশা চালকে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।

    পরে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় রিকশা চালক ছালাম হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে লাইজু বেগমের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।

    উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটক রিকশা চালক ছালাম হাওলাদারকে জব্দ করা রিকশা সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।