Author: UkhiyaVoice24

  • ৮ আগস্ট কওমি মাদরাসা শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত স্থগিত করলো হাইআতুল উলিয়া।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    ৮ আগস্ট কওমি মাদরাসা শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত স্থগিত করলো হাইআতুল উলিয়া।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    উখিয়া ভয়ের 24 ডটকম

     

     

    ওসমান আল হুমাম,কক্সবাজার প্রতিনিধি।  

     

    কুরবানী ঈদের আগে কওমী মাদ্রাসা খোলার সিদ্ধান্তে দেশের ১৪ লাখ কওমী শিক্ষার্থীর বিষন্নতা খানেকটা শিথিল হয়েছিল। আজ আবারো বন্ধের দিনক্ষন বাড়াল কওমী মাদ্রাসা নীতি নির্ধারক কতৃপক্ষ।
    পরিস্থিতি পর্যালোচনা করে ৮ আগস্ট কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত স্থগিত করেছে কওমি মাদরাসা সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

    আজ বুধবার সকাল ১১টা থেকে হাইয়াতুল উলিয়ার নিজস্ব কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আল-হাইআতুল উলয়া বাংলাদেশের অফিস সম্পাদক, মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২৩ জুলাই ১০টায় কওমী মাদ্রাসার সর্বোচ্চ সম্মেলিলিত শিক্ষা বোর্ড (আল-হাইয়াতুল উলয়া লিল-জা’মিয়াতিল কওমিয়া) জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়ছিলো। বৈঠকে আগামী ৮ আগস্ট ২০২০, শনিবার থেকে সারাদেশের সকল কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো।

    আজ ৫ আগস্ট নতুন করে কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম আগামী ৮ আগস্ট চালু হবে না বলে ঘোষণা দিয়েছেন হাইয়াতুল উলিয়া। সকালে হাইয়াতুল উলিয়া ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

    (ক) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর পক্ষ হতে ৮ আগস্ট ২০২০, শনিবার থেকে দেশের সকল কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত এ সিদ্ধান্ত স্থগিত করা হয়। মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর তারিখ পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পক্ষ হতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

    (খ) ৮ আগস্ট ২০২০, শনিবার দেশের সকল মাদরাসায় দু‘আর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, আল-হাইআতুল উলয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি মুহা. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হালীম বুখারী, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা ছফীউল্লাহ। মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল জব্বার জেহাদী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা।

    উল্লেখ্য, কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা সাধারণত শাবানে অনুষ্ঠিত হয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আলেমদের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে সীমিত পরিসরে হিফজ বিভাগ খুলে দেয় সরকার। ৮ জুলাই এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
    সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মাদ্রাসা, ৪ হাজার ৫৯৯টি। সবচেয়ে কম বরিশালে, ১ হাজার ৪০টি। বেশির ভাগ মাদ্রাসাই মফস্বল এলাকায় অবস্থিত। এসব মাদ্রাসার শিক্ষকরা গত ৫মাস যাবত মানবেতর জীবন কাটাচ্ছে।

  • মেজর রাশেদ হত্যার ঘটনায় এসআই লিয়াকত ওসি প্রদীপসহ ৯জনকে আসামী করে মামলা দায়ের।।। UkhiyaVoice24.Com

    মেজর রাশেদ হত্যার ঘটনায় এসআই লিয়াকত ওসি প্রদীপসহ ৯জনকে আসামী করে মামলা দায়ের।।। UkhiyaVoice24.Com

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    সিনহা মো:রাশেদ খান হত্যার ঘটনা এখন আদালতের দৈাড়গোড়ায় পৌছে গেছে। টেকনাফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেজর অব: সিনহা’র বোন শারমিন শাহরিয়া ফেরদৌসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফ বাহারছড়া পুলিশ ফাড়ীর প্রত্যাহারকৃত ইনচার্জ লিয়াকত কে প্রধান আসামী করে ৫ আগস্ট সকালে মামলাটি আদালতে ফাইল করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন মামলার প্রধান সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ মোস্তফা। উক্ত মামলায় বাহারছড়া পুলিশ ফাঁড়ীর আরো ৮জনকে আসামী করা হয়েছে।
    বিস্তারিত আসছে…

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মনোনীত।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মনোনীত।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

    কক্সবাজার।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন শাখার ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী জননেতা মওলানা মুহাম্মদ শোয়াইব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ হোসাইন।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল হক, শ্রমিক আন্দোলন উখিয়া উপজেলা সভাপতি জনাব আলী আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ রত্নাপালং ইউনিয়ন এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোরশেদুল আলম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, মাওঃ মোঃ আব্দুল আলীম, মাও. জামাল উদ্দিন, ফরিদ আলম, যুবনেতা মোঃ ফুরকান উদ্দিন রানা, খুরশেদ আলম, আজিজুল হক প্রমুখ।
    আজকের সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রত্নাপালং ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অত্র ইউনিয়নের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোরশেদ আলমকে মনোনীত করা হয়।

  • সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. এর নামাজে জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. এর নামাজে জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

     

    শোক বার্তা

     

    কক্সবাজারের আলোকিত মানুষ, প্রখ্যাত মুবাল্লিগ, বিদগ্ধ আলেমেদ্বীন, জেলা তাবলীগ জামাতের আমীর ও রামুর অফিসেরচর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম, রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
    ৩ আগষ্ট ( সোমবার) সকাল ১১ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযায় শরিক হন বিপুল সংখ্যক শোকার্ত তৌহিদী জনতা।
    বিশাল নামাজে জানাযায় ইমামতি করেন, মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. এর একমাত্র ছেলে মাওলানা হাফেজ তারেক।
    জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস এবং তাবলীগ জামাতের চট্টগ্রাম জেলা আমীর মুফতি জসিম উদ্দিন, চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা ফুরকানুল্লাহ খলীল, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মরহুমের ছোট ভাই, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, কাকরাইল মসজিদের প্রতিনিধি মাওলানা বেলায়ত হোসাইন, রামু ইসলামী সম্মেলন পরিষদের সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন।
    সংক্ষিপ্ত স্মৃতিচারণ পর্ব সঞ্চালনায় ছিলেন, রামু এমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিনিধি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
    নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

    উল্লেখ্য, মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী ২ আগষ্ট ( রবিবার) বিকাল ৪ টা ৪৫ মিনিটে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীরপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

    তিনি রামুর ঐতিহ্যবাহী পরিবারের বিশিষ্ট জমিদার ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব মরহুম সুলতান আহমদ সওদাগর ( সাব সুলতান) এর ৭ম ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে এবং অসংখ্য ভক্ত, গুণগ্রাহী রেখে যান। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
    মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরী রহ. ছিলেন, তাবলীগ জামাতের জাতীয় মজলিসে শুরা সদস্য এবং কক্সবাজার জেলা আমীর ( জিম্মাদার)। তিনি দীর্ঘদিন রামুর ঐতিহ্যবাহী ফতেখাঁরকুল অফিসেরচর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ মাদ্রাসা জামে মসজিদেই তিনি মৃত্যুর আগেরদিন (শনিবার) পবিত্র ঈদুল আযহা এবং এর আগের দিন পবিত্র জুমার নামাজে ইমামতি করেন। তিনি রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি অনেক ধর্মীয়, সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।
    তিনি ছিলেন, একজন বিজ্ঞ আলিম, প্রাজ্ঞ মুফতি ও বিদগ্ধ মুহাদ্দিস। তিনি বিশ্বসমাদৃত ইসলামী শিক্ষাকেন্দ্র ভারতের দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদীস পাশ করেন। এর পরে তিনি অতিরিক্ত ৪ বছর ইসলামী ফিকাহ বিষয়ে গবেষণা করেন ৷ ইতঃপূর্বে দেওবন্দ মাদ্রাসা থেকে অধ্যয়ন শেষ করে ইংরেজি, আরবি,ফার্সী ও উর্দু নিয়ে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ৷
    দাওয়াতে তাবলীগে সম্পৃক্ততা জড়িত এবং মুবাল্লিগ হিসাবে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করার সুবাদে বাংলা ছাড়াও আরবি ,ইংরেজি, উর্দু,ফার্সী ও তুর্কি ভাষায় তিনি বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তাঁর হাত ধরে দেশে-বিদেশে অনেক অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন ৷ তিনি একজন সুপ্রতিষ্ঠিত ইসলামী স্কলার হিসাবে পরিচিত ছিলেন।
    শিরক–বিদআতসহ যাবতীয় কুসংস্কার ও অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি ছিলেন একেবারেই আপসহীন ও বলিষ্ঠ প্রতিবাদী। দ্বীনি দাওয়াত ও ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর কীর্তিময় অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

  • কক্সবাজারের শীর্ষ আলেম বিশ্ববরেণ্য মুবাল্লিগ মূফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকাল।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    কক্সবাজারের শীর্ষ আলেম বিশ্ববরেণ্য মুবাল্লিগ মূফতি মুর্শিদুল আলম চৌধুরীর ইন্তেকাল।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    খিয়া ভয়েস 24 ডটকম

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    কক্সবাজার জেলার কৃতিসন্তান, বিশ্ববরেণ্য আলেমেদীন, জেলা তাবলীগ জামাতের আমীর ও রামুর অফিসের চর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মোরশেদুল আলম চৌধুরী গতকাল রবিবার (২ আগষ্ট) বিকাল ৪ টা ৪৫ মিনিটে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীরপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি রামুর বিশিষ্ট জমিদার মরহুম সুলতান আহমদ সওদাগরের ৭ম ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে এবং অসংখ্য ভক্ত, গুণগ্রাহী ছাত্র রেখে যান।

    মাওলানা মূফতি মোরশেদুল আলম চৌধুরী বাংলাদেশের তাবলীগ জামাতের কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য এবং কক্সবাজার জেলা তাবলীগ জামাতের আমীর (জিম্বাদার)। তিনি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ মুবাল্লীগ।
    তিনি পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস ছিলেন। তাবলীগের জামায়াতের দাওয়াত প্রচার করতে গিয়ে তিনি বিশ্বের ৪০টিরও বেশী দেশে ভ্রমণ করেছেন।

    তিনি দীর্ঘদিন রামুর ঐতিহ্যবাহী ফতেখাঁরকুল অফিসেরচর ইসলামিয়া কওমিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ মাদ্রাসা জামে মসজিদেই তিনি মৃত্যুর আগেরদিন (শনিবার) তিনি পবিত্র ঈদুল আযহা এবং দু’দিন আগে পবিত্র জুমার নামাজে ইমামতি করেন। তিনি রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি ছিলেন। উল্লেখ্য তিনি রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি ও উখিয়া কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল আলম চৌধুরীর বড় ভাই।

    এছাড়া তিনি অনেক ধর্মীয়, সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তার হাতে গড়া বহু এতিমখানা, মসজিদ, মকতব প্রতিষ্ঠিত হয়েছে।

    তার মৃত্যুতে কক্সবাজার ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, কক্সবাজার সদর, রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল শোক প্রকাশ করেন।

    আজ সোমবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সর্বজন শ্রদ্ধেয় এ আলেমেদ্বীনের ইন্তকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
    পুরো দক্ষিণ চট্টগ্রামে একজন আলেম ওলামার দরদী অভিভাবক হারাল।

  • পবিত্র ঈদুলআযহা উপলক্ষে উখিয়া ছাত্রলীগ সভাপতির বাড়িতে মানুষের ঢল।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    পবিত্র ঈদুলআযহা উপলক্ষে উখিয়া ছাত্রলীগ সভাপতির বাড়িতে মানুষের ঢল।।। উখিয়া ভয়েস 24 ডটকম

    খিয়া ভয়েস 24 ডটকম

     

     

    এম শফিউল বিন নূরী।

     

    মহামারী করোনার এই পরিস্থিতিতে অনেকদিন লকডাউনে বন্ধী থাকার পর আমাদের মাঝে আবার ফিরে এলো ঈদুল আযহা।এদিন হলো মুসলমানের দিন,
    এই খুশীর দিনে আনন্দ ভাগাভাগি করতে
    একঝাঁক নেতাকর্মী দেখা করতে চলে আসলো
    উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক
    বর্তমান উখিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি
    মকবুল হোসাইন মিথুন এর ঘরে। তিনি উখিয়া উপজেলায় এক বীরের বেশে আছেন।
    যেমন সৎ তেমন বিনয়ী,
    হাজার হাজার ছাত্রলীগ কর্মী সৃষ্টি করার কারিগর হিসেবে পরিচিত এই মানুষটি। আপনার মতো একজন উদার মনের মানুষ, নজীর বিহীন, এভাবে আপনাকে সামনের দিকে এগুতে হবে
    মানুষের ভালোবাসা নিয়ে,এমন বক্তব্যও দিয়েছেন নেতা কর্মীরা। এদিকে সকলের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন ছাত্রলীগ সভাপতি মিথুন। তিনি খুশি হয়ে, আগত প্রায় ২-৩ হাজার মানুষের খানার ব্যবস্থা করে, সকলের অন্তরে জায়গা করে নিয়েছেন বলে মিডিয়া কর্মীদের জানিয়েন, আগত অসংখ্য মেহমানরা। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এই প্রিয় নেতা মিথুন।

    ভালোবাসা
    প্রকাশ করেছেন

    জিন্টু সরমা
    যুগ্ম আহবায়ক
    রাজাপালং ৪নংওয়ার্ড ছাত্রলীগ

  • কক্সবাজার জেলার টেকনাফ পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত।।।উখিয়া ভয়েস 24 ডটকম

    কক্সবাজার জেলার টেকনাফ পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত।।।উখিয়া ভয়েস 24 ডটকম

    খিয়া ভয়েস 24ডটকম

     

     

    মোহাম্মদ ছৈয়দ হামজা।

    কক্সবাজারের পাহাড়ি এলাকায় ডকুমেন্টারি ফিল্মের শ্যুটিং শেষে ফেরার পথে টেকনাফের শামলাপুর চেকপোষ্টে সেনাবাহিনীর মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ খানকে গুলি করে হত্যা করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত। সেনাবাহিনীর ‘এএসইউ’র সার্জেন্ট আইয়ুব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবিদ্ধ মেজর সিনহার ছবি তুলতে চাইলে তার পরিচয়পত্রসহ মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউটিউব চ্যানেলের জন্য নির্মিতব্য ভ্রমণ সহায়ক একটি ডকুমেন্টারির শ্যুটিংয়ের কাজ করছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। গত ৩ জুলাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ফিল্ম এন্ড মিডিয়া’ বিভাগের তিনজন শিক্ষার্থীকে সাথে নিয়ে শ্যুটিংয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় যান তিনি। প্রায় ১ মাস যাবত বিভিন্ন এলাকায় চিত্র ধারণ শেষে গত ৩১ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এক শিক্ষার্থীকে সাথে নিয়ে পাহাড় থেকে ফেরার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ‘ডাকাত’ সন্দেহ করে পুলিশকে অবহিত করে।

    পাহাড় থেকে নেমে মেজর সিনহা এবং তার সাথে থাকা সিফাত নামের শিক্ষার্থী নিজস্ব প্রাইভেট কার নিয়ে মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার জেলা শহরের উদ্দেশ্যে রওয়ানা করেন।

    পথে শামলাপুর বিজিবি চেকপোষ্টে তাদের তল্লাশী করা হয় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেয়া হয়। কিন্তু রাত ৯ টায় শামলাপুর পুলিশ চেকপোষ্টে পৌঁছার সাথে সাথে এসআই লিয়াকত তাদেরকে থামান। এসময় মেজর সিনহা তার পরিচয় দিলে প্রথমে চলে যাওয়ার ইঙ্গিত দেন লিয়াকত। কিন্তু পুনরায় গাড়িটি থামিয়ে মেজর সিনহা এবং সিফাতের দিকে পিস্তল তাক করে গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে নামার সাথে সাথে কোন কথাবার্তা বলার সুযোগ না দিয়েই সিনহার বুকে পর পর তিন রাউন্ড গুলি করেন লিয়াকত।

    প্রতিবেদনে আরো বলা হয়, গুলি করার পর রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর ‘এএসইউ’র একজন সার্জেন্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেজর সিনহাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এএসইউ’ র ওই সদস্য নিজের পরিচয় দিয়ে সিনহার গুলিবিদ্ধ অবস্থার একটি ছবি তুলতে চাইলে তার পরিচয়পত্রসহ মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। পরবর্তীতে পুলিশের একটি মিনি ট্রাকে করে রাত ১ টা ৪৫ মিনিটে মেজর সিনহাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অপরদিকে, মেজর সিনহার সাথে থাকা শিক্ষার্থী সিফাতকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশের ভাষ্যমতে, তাদের গাড়ি থেকে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়ে। এছাড়া তাদের হোটেলের কেবিনেও দেশি-বিদেশি মদ ও গাঁজা পাওয়া গেছে।

    তদন্ত কমিটি:

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখা-২ থেকে মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিবেন।

    কমিটির অন্য দুই সদস্য হলেন কক্সবাজার জেলা পুলিশর সুপারের মনোনীত একজন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি। ঊর্ধতন কতৃপক্ষের নির্দেশে গতকাল শনিবার (১ আগস্ট) মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমীন স্বাক্ষরিত এই চিঠিটি মন্ত্রীপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তর সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, মেজর সিনহা মোঃ রাশেদ খান ২০১৮ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোঃ এরশাদ খান একজন মুক্তিযোদ্ধা। অবসর গ্রহণের পর থেকে মেজর সিনহা ‘জাস্ট গো’ নামের একটি ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরি করতেন।। বাংলাদেশ প্রতিদিন 

  • নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর ঈদ শুভেচ্ছা ? ঈদ মোবারক

    নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর ঈদ শুভেচ্ছা ? ঈদ মোবারক

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    ঈদ মোবারক

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    মোহাম্মদ ছৈয়দ হামজা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।

  • আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

    আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বঞ্চিত সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    রবিবার দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত বার্তায় বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।

    ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তিনি অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

    এবারের নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির এই মেয়র। তবে দল তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়। তখনই ধারণা করা হচ্ছিল, সাঈদ খোকনকে ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হতে পারে।