Author: UkhiyaVoice24

  • নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১

    নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক-১

    মোঃ ইফসান খান ইমন -নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নে ইয়াবা সহ রহমত উল্লাহ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র।

    শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ একটি পুলিশের টিম ঘুমধুম ইউপির ৫ নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা কালে সন্দেহ জনক আচরণের কারনে তাকে আটক করে।
    আটককৃত ব্যক্তির নিকট হতে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়,যার বাজার মূল্য ৬লক্ষ টাকা।
    আটককৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ এর মৃত ফয়েজ উল্লাহ’র পুত্র।
    এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

  • নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আগুনে পুড়েছে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়

    নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে আগুনে পুড়েছে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়

    মোঃ ইফসান খান ইমন -নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ‍্যংছড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আগুনে বিজিবির অস্থায়ী চেকপোস্ট সহ বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে গেছে।

    জানা যায় গত ১ মার্চ রাত ৯টার সময় নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ৪৪ পিলার এলাকার মধ্যবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বড়ছোনখোনা নামক এলাকায় কাঠ ব্যবসায়ী খালেক (৩৫), পিতা-জালাল আহমদ, সাং- গোয়ালমারাঝিরি, ৬নং ওয়ার্ড, সদর ইউনিয়নের, নাইক্ষ্যংছড়ি, নিজের ক্রয়কৃত বাগানে আগাছা পরিস্কার করার জন‍্য আগুন দিলে বিস্তৃর্ণ পাহাড়ী এলাকা পুড়ে যায়।
    উক্ত আগুনে বিজিবির সাপমারাঝিরি পোস্ট ও বড়ছোনখোনা পোস্ট ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। তবে আগুনের ঘটনায় বিজিবির চেকপোস্টে এর খুঁটি পুড়ে যায়। এছাড়া কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে আগুন মিয়ানমারের কিছু ভিতরে গিয়েও জ্বলতে দেখেছে বলে স্থানীয় কয়েক জন জানান।

  • রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

    রেজাউল আজিম -বাঁশখালী-প্রতিনিধি,

    আজ ২ ই মার্চ বৃহস্প্রতিবার চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী)  মাদ্রাসায় শ্রেণী ভিত্তিক মেধা ও সর্বোচ্চ ফলাফল প্রাপ্তদের পুরষ্কার এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদানসহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জনাব আছেফুর রহমান ফারুকী, সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ ইছমাইল এবং এতে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকসহ গভর্ণিং বডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    বক্তারা এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে আরও ভাল ফলাফল অর্জন করতে উদ্বুদ্ধ করেন।
    সবশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও পরবর্তী সভার কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ঈদগাঁও’তে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঈদগাঁও’তে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    জনতাই পুলিশ, পুলিশ ই জনতা শ্লোগান কে সামনে রেখে ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ডাকাত, সন্ত্রাস,মাদক,ব্যাল্য বিবাহ চুরি ও ছিনতাইকারী প্রতিরোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হল রুমে ঈদগাঁও পুলিশিং কমিউনিটি সভাপতি বীর মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে ও ঈদগাঁও ইউনিয়ন পুলিশিং কমিউনিটি সভাপতি কায়ুম উদ্দিন ডিসেন্টের সন্ঞ্চালানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কমিউনিটি পুলিশিং এর উপ পরিদর্শক জনাব কাজী গোলাম মুহি উদ্দিন, যুবলীগ নেতা জামিল উদ্দিন শাম, সহ আরো অনেকে

    উক্ত মতবিনিময় সভায় বক্তারা ডাকাত,সন্ত্রাস, মাদক, ব্যাল্যবিবাহ, চুরি ও ছিনতাইকারী প্রতিরোধ ও নিরসনকল্পের বিষয়ে আলোচনা

    উক্ত সভায় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।

  • নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ সিএনজি সহ আটক ৩

    নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ সিএনজি সহ আটক ৩

    মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ্যংছড়িতে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ এবং একটি সিএনজি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

    বুধবার ১ লা মার্চ রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটককৃতরা হলো- কক্সবাজার জেলা ইদগাও উপজেলার সুলতান আহমদের পুত্র আলী আকবর(৪২)
    সিএনজি চালক আবদুর রহমানের পুত্র জুবায়ের( ৪০)
    মোহাম্মদ নাছিরের পুত্র ফরিদুল আলম (৪৫)

    পুলিশ সুত্র জানায়, বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ সিএনজি গাড়ীটিকে জব্দ করে এবং গাড়ীর চালক ছাড়াও ২ জন মদ পাচারকারী কে আটক করা হয়।
    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশীয় তৈরী চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

    উল্লেখ্য বাইশারী থেকে উৎপাদিত চোলাই মদ এলাকার চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী কক্সবাজার জেলার বিভিন্ন জায়গাই পাচার করে আসছে একটি সিন্ডিকেটের সদস্যরা।

  • নাইক্ষ‍্যংছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী

    নাইক্ষ‍্যংছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী

    মোঃ ইফসান খান ইমন- নাইক্ষ‍্যংছড়ি,

    বৃহস্পতিবার ২ মার্চ সকাল ১০টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্রাঙ্গনে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, ইমরান চেয়ারম্যান দোছড়ি ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা,মোঃ সৈয়দ নূর সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ,আলম কোম্পানি বাইশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

    নাইক্ষ‍্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম কাজল,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি সহ অনেকেই উক্ত র‍্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

  • নাইক্ষ‍্যংছড়ি সিমান্ত দিয়ে আসা রাজস্ব বিহীন অবৈধ গরুর বৈধতা দিচ্ছে ইজারাদাররা

    নাইক্ষ‍্যংছড়ি সিমান্ত দিয়ে আসা রাজস্ব বিহীন অবৈধ গরুর বৈধতা দিচ্ছে ইজারাদাররা

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির কঠোর তৎপরতার পরও থামছেনা মিয়ানমারের অবৈধ গরু আসা।
    রামু উপজেলার গর্জনিয়া বাজার ঘুরে দেখা যায় শত শত মিযানমারের চোরাই গরুতে ভরপুর বাজার টি,গরু বেচা বিক্রি হচ্ছে দেদারসে কোন বাধা-বিপত্তি ছাড়া।
    সাপ্তাহিক দুই হাটবারের সোমবার এবং বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলে রাত ১০টা পযর্ন্ত সামান্য দুরে গর্জনিয়া পুলিশ ফাড়ি থাকলেও তারা ঐ অবৈধ রাজস্ব বিহীন গরু কি করে বাজারে ঢুকে রশীদের মাধ্যমে বৈধ হয়ে যায় সে বিষয় কোন হস্তক্ষেপ করেন না।

    স্থানীয় অনেকেই সংশ্লিষ্ট এই প্রতিবেদকে জানান গরু বাজারটির মুল ইজারাদার রোশন আক্তার নামে এক মহিলা হলেও পরিচালনার দায়িত্বে আছেন তার স্বামী হামিদুল হক সহ মোট ১২ জনের এক সিন্ডিকেট।

    অভিযোগ রযেছে সিমান্তের ফুলতলি, ভাল্লুক খাইযা জামছড়ি,নিকোছড়ি সীমান্তে দিয়ে রাতের বেলাতে বেশী গরু আসছে।
    সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোদে নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির তৎপরতাকে ফাকি দিযে এসব গরু বাংলাদেমের অভ্যান্তরে নিযে আসছে চোরা কারবারিরা। এই কাজে কম হলেও তিন শতাধিক লোক জড়িত রয়েছে, মিয়ানমার থেকে এসব গরু আনতে গিযে সিমান্তে মাইন বিস্ফোরণে আহত নিহতের ঘটনা ঘটছে মাঝে মধ্যেই তবুও থামছেনা এই কর্ম।

    নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তের কিছু দুর্গম জায়গা দিয়ে বিজিবি সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে চোরাকারবারিরা রাজস্ব বিহীন অবৈধ গরু বাংলাদেশের অভ‍্যন্তরে এনে গর্জনিয়া বাজারে বিভিন্ন ভাবে ঢুকিয়ে টাকার বিনিময়ে ইজারা দারদের থেকে
    রশিদ ক্রয় করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে বাজার জাত করে আসছে।
    স্থানীয় সূত্রে জানা যায় এসব অবৈধ গরু পাচারে ব্যাবহার করা হচ্ছে পাহাড়ি বিভিন্ন বিকল্প পথ।
    গরু চোরাচালানের সঙ্গে সীমান্ত এলাকার কিছু জন প্রতিনিধি জড়িত থাকার খবর রয়েছে,
    এছাড়াও পাচার হচ্ছে সোনাইছড়ির জারুলিয়াছড়ি সড়ক,ঘুমধুমের বিভিন্ন পযেন্টে দিযে,এবং বাইশারি গহিন পাহাড়ি রাস্ত দিযে সশস্ত্র পাহারা দিয়ে প্রায় সময়
    গরুর চালান যাচ্ছে বলে একাধিক মানুষ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন

  • চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ

    চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ

    নিজস্ব প্রতিবেদন

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা মার্চ ২০২৩

    চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে
    অনুষ্ঠিত হয়।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাজার মুহাম্মদ বদরুল আলম।

    বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট এটিএম রশিদ, চাকবৈঠা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বার বার নির্বাচিত জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, বিদ্যালয় এসএমসি সদস্য আহসান উল্লাহ, উখিয়া কোস্ট ফাউন্ডেশনের টিম লিডার মোঃ ইউনুস ও বাহাদুর, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেদ ফরহাদ, পরিকল্পিত উখিয়া চাই আহ্বায়ক সিনিয়র সাংবাদিক নুর মোঃ সিকদার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম আজাদ, আওয়ামী লীগ নেতা ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিদুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

    পরে দেখাযায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলীকে বিদায়ী সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন অত্র বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানের পক্ষথেকে চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী আব্দুল খালেদ।

    প্রধান অতিথি বক্তবে বলেন, গেল পাঁচ বছরের মধ্যে এ প্রতিষ্টানটি আলোকিত হয়েছে, পাশাপাশি এলাবাসী ও ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় স্বতঃস্ফূর্ত ভাবে সাজানো গুছানো দেখে সন্তুষ্ট হয়ে বিদ্যালয়ের আরো শিক্ষা প্রশারের জন্য বিদ্যালয়ের কক্ষের বেঞ্চ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

  • ঘুমধুমে সাংবাদিকের উপর হামলা’কারি, খালেদা মেম্বার ও আজিজ হক রানা সহ অজ্ঞাত ১৪ জনের নামে থানায়  মামলা

    ঘুমধুমে সাংবাদিকের উপর হামলা’কারি, খালেদা মেম্বার ও আজিজ হক রানা সহ অজ্ঞাত ১৪ জনের নামে থানায় মামলা

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অল্প উত্তরে মৈত্রী সড়কের পশ্চিম পাশে অর্ধ শত বছরের চলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করছে প্রভাবশালী খালেদা মেম্বার ও তার অনুসারীরা। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার ২-৫ শত বাসিন্দারা।

    এলেকা বাসীর এমন অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলার ও মারধরের শিকার হন গ্লোবাল টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুল হাকিম ও ক্যামেরা ম্যান।

    আব্দুল হাকিম জানান তাদের উপর অতর্কিত হামলা করেন ঘুমধুম ইউনিয়ন (৪,৫,৬) ওয়ার্ডের (মহিলা মেম্বার) খালেদা, এবং এস্থানী সন্ত্রাসী আজিজুল হক রানা,সহ অজ্ঞাত আরো ১৪-১৫ জন,
    হামলার একপর্যায়ে ক্যামেরা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।

    এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৪ নের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যার নাইক্ষ্যংছড়ি থানা মামলা নং১০/২৬।

    নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ শাহজাহানের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান
    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২.০০ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানায় আবদুল হাকিম (স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৪ নের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

    জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অল্প উত্তরে মৈত্রী সড়কের পশ্চিম পাশে অর্ধ শত বছরের চলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করছে খালেদা মেম্বার ও তার অনুসারীরা। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার ২-৫ শত বাসিন্দারা।

    এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার জন্য এসপি স্যারের নির্দেশ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

  • পোকখালীতে দূর্ধর্ষ ডাকাতি,আহত ৪, নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

    পোকখালীতে দূর্ধর্ষ ডাকাতি,আহত ৪, নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

    ইমরান তাওহীদ রানা  ঈদগাঁও,

    কক্সাবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী পশ্চিম নাইক্যংদিয়া এলাকায় এক বসতবাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের প্রহারে ৪ জন আহত হয়েছে। নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ন, মোবাইল সেটসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ২৬ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম নাইক্যংদিয়া গ্রামের মৃত ছৈয়দ আকবরের ছেলে অলি আহমদের বসতবাড়ীতে।

    অলি আহমেদ জানায়, ঘটনার সময় ১০/১২ জনের স্থানীয় চিহ্নিত ডাকাত দলের সদস্যরা জমি বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে বসতবাড়ির দরজা জানালা ভাংচুর করে বাড়িতে প্রবেশ করে লুটপাট চালায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেসহ ছেলে আরিফুল্লাহ, মেয়ে আসমাউল হোসনা, স্ত্রী ছবুরা খাতুনকে দা, লোহার রড, কিরিচ দিয়ে কুপিয়ে এবং মারধর করে গুরুতর আহত করে৷তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
    স্থানীয়রা উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে৷ তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঈদগাঁও থানার একদল পুলিশ।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আহতদের আত্মীয় মোস্তাক আহমদ৷ সংগঠিত ডাকাতির ঘটনায় কাউকে আটক কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করা যায়নি।

    এদিকে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জমি এবং সীমানা বিরোধ নিয়ে ঘটনা বলে জানা গেছে। মামলা বা অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।