Author: UkhiyaVoice24

  • বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ আহত ২০-২৫ জন

    বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ আহত ২০-২৫ জন

    মোস্তাক আহমদ টেকনাফ :

    কক্সবাজারের টেকনাফ উপজেলা হ্নীলা স্টেশন চত্বরে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা সংঘর্ষ হয়। এতে ২০-২৫ জন আহত হয় বলে জানা যায়।

    বিকেলে (শনিবার ১১ ফেব্রুয়ারী) হ্নীলা স্টেশন চত্বরে দক্ষিণ দিকে এম সোলাইমান মার্কেটের সামনে আওয়ামী লীগের শান্তি সম্মেলন হয় এবং হ্নীলা উত্তর দিকে পালকি টিকেট কাউন্টার সামনে ইউনিয়ন উত্তর-দক্ষিণ বিএনপির পদযাত্রা সমাবেশ চলছিল। আওয়ামী লীগের শান্তি সম্মেলন শেষে মিছিল নিয়ে উত্তর দিকে ঘুরে আসতে না আসতে বিএনপি সমাবেশ থেকে একটি তাৎক্ষণিকভাবে সামনে একটি মিছিল বাহির করে এতে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষ পাল্টা ধাওয়া পাল্টা সংঘর্ষ হয় প্রায় ২ ঘন্টা মতো দোকান পাট এবং গাড়িচোড়া ভাংচুর করা হয়। টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন আমরা হ্নীলা স্টেশন চত্বরের দক্ষিণ দিকে আমাদের দলের শান্তি ও স্মার্ট বাংলাদেশ প্রত্যয় নিয়ে সমাবেশ করেছিলাম, সমাবেশ শেষ করে মিছিল নিয়ে উত্তর দিক থেকে আসার পথে তারা আমাদের পথযাত্রাকে অচল করে দেয় এবং আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আমার গাড়ি ভাংচুর করে। যারা জড়িয়ে তাদের শান্তি আওতায় আনতে হবে বলে জানায়।

    উপজেলা বিএনপি সভাপতি এডঃ হাসান সিদ্দিকী বলেন আমাদের পূর্ব ঘোষিত ইউনিয়ন পদযাত্রা সভা দেশে দ্রব্য মূল্য উর্ধ্বগতি মিথ্যা মামলা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দশ দফা কর্মসচী নিয়ে হ্নীলা উত্তর-দক্ষিণ শাখা সমাবেশ কর্মসূচী করেছিলাম। এ সময় আওয়ামী লীগের শান্তি কর্মসূচী নামের আমাদের সমাবেশের দিকে এগিয়ে এসে শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে। তাদের আক্রমণে আমাদের ১০-১২ জন নেতা কর্মী আহত হয়েছে।

  • চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    জাতীয় সাংবাদিক সংস্থা ৪২তম বছরে পদার্পণ করায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির উদ্যোগে আজ ১২ ফেব্রুয়ারী২৩- সোমবার সকাল ১১ টায় ন্যাশনাল গ্রামার স্কুল, বাড়ি নং৪/এ, লেইন নং ০৭, রোড নং ০১ব্লক- এ, হালিশহরে, চট্টগ্রামে বিভাগের বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি জনাব খায়রুল ইসলামের সভাপতিত্বে কেক কেটে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে
    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেফায়েত উল্লাহ কায়সার, বাবুল মিয়া বাবলা, মাসুদ আলম সাগর, কেএম রুবেল, মোবারক হোসেন ভূঁইয়া, বশির আহমেদ রুবেলসহ জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

  • লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

     নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।(১১ই ফেব্রুয়ারি) শনিবার গজালিয়া বাজার ও গতিরাম পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রবিউল্লা মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগ দপ্তর সম্পাদক ও বান্দরবান কৃষকলীগ এর অন্যতম সদস্য অজাহা ত্রিপুরা। সমাবেশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক উশোঞোয়াই মার্মা জয়, গজালিয়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক ইলিশাই ত্রিপুরা মেম্বার। জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক মোঃ মুছা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ অত্র ইউনিয়ন সকল গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত বর্তমান সরকারের উন্নয়ন দেখে হতাশ হয়ে পড়েছে। এখন তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্দেশনামতে তৃণমূল পর্যায়ে আমরা রাজপথে আছি। বিএনপি- জামাত যতই শক্তিশালী হোকনা কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামীলীগ, কৃষক লীগের, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন-এদেশের স্বাধীনতা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন- এ দেশের অর্থনৈতিক মুক্তি।যেকোন পরিস্থিতি মোকাবিলায় সহযোগী সংগঠন সহ বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে থাকবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবে।

    এসময় আওয়ামীলীগের নেতা বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে”।

    বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় যাতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে”।

  • উখিয়ায় শান্তি সমাবেশ পালন করে বাংলাদেশ আওয়ামী উখিয়া উপজেলা ও রাজাপালং ইউনিয়ন শাখা

    উখিয়ায় শান্তি সমাবেশ পালন করে বাংলাদেশ আওয়ামী উখিয়া উপজেলা ও রাজাপালং ইউনিয়ন শাখা

    কাজল আইচ, উখিয়া

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দুপুর ২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ।

    ১১ফেব্রুয়ারি-২৩ দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।

    আরো বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা আলী হোছান খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক রতন দে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরোওয়ার কামাল পাশা মেম্বার, রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বিএ, উখিয়া উপজেলা যুব মহিলা লীগের নেতৃ ও রাজাপালং ইউপি সদস্যা খুরশিদা বেগম, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখর, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার শেখ ও অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান সভা সঞ্চালনা করেছেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ।

  • উখিয়ার মরিচ্যা বাজার মা”হাদ আল ফুরকানে অভিভাবক সম্মেলন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়ার মরিচ্যা বাজার মা”হাদ আল ফুরকানে অভিভাবক সম্মেলন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর রিপোর্ট।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা বাজার উত্তর স্টেশন ইকবাল টাওয়ারের ৩য় তলায় ইসলামিক ও পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ গড়ার কারখানা মা”হাদ আল ফুরকান

    গত ৯ ফেব্রুয়ারী-২০২৩ ইং বৃহস্পতিবার মা’হাদ আল-ফুরকানের অভিভাবক সম্মেলন, সবক প্রদান ও ২০২২ইং শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    উক্ত সবক প্রদান অনুষ্ঠান মা’হাদ আল ফুরকানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা জায়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ সাহেব (দাঃবাঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী সোলাইমান কাসেমী, রত্নাপালং বায়তুশ শরফের হিফজ বিভাগীয় প্রধান হাফেজ নুরুল আমিন, ছাদিরকাটা মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী আবু নাছের প্রমুখ।

    অভিভাবক সম্মেলন ও ২০২২ইং শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা’হাদ আল ফুরকানের ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর মুহাম্মদ সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং এমদাদুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, ডিগলিয়াপালং রহমানিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল খালেক, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের মাস্টারট্রেইনার মাওলানা আমান উল্লাহ, ইসলামিক ফাউণ্ডেশন উখিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা আমিনুল ইসলাম হেলালী ও রত্নাপালং বায়তুশ শরফের হিফজ বিভাগীয় প্রধান হাফেজ নুরুল আমিন প্রমূখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা এম জাহাঙ্গীর রফিক, মাওলানা মোহাম্মদ হোছাইন, ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

  • কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন ও সেভেন রিংস্ সিমেন্টের মিলনমেলা অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন ও সেভেন রিংস্ সিমেন্টের মিলনমেলা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া

    কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন ও সেভেন রিংস্ সিমেন্ট এর আয়োজিত পিকনিক বার্ষিক সাধারণ সভা ও পিকনিক -২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-৩ সদর, রামু, ঈদগাহ জনাব সাইমুন সরওয়ার কমল এমপি।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল হাসান মিল্কি উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক রাসেল চৌধুরী, রত্না পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, উখিয়া উপজেলা যুবরীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মঞ্জুর।

    ১০ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ৭টায় ইনানী রয়েল রিসোর্টে অনুষ্ঠিত মিলনমেলায়
    কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন ও সেভেন রিংস্ সিমেন্ট এর আয়োজিত পিকনিক ও বার্ষিক মিলনমেলা সভায় বিভিন্ন সিমেন্ট কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাইফুল আলম সিকদার এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেছেন জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ কায়ছার শহীদ। আমাদের অংশীদারদের ধন্যবাদ, আপনি খুঁজে পেতে পারেন ties অনলাইনে প্রতিটি পছন্দ এবং বাজেটের সাথে মানানসই, বাজেট থেকে শুরু করে শীর্ষ-অব-দ্য-রেঞ্জ সুপার স্টাইলিশ মডেল।

    আরো বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এমডি আলহাজ্ব লায়ন হাকিম আলী, সেভেন রিংস সিমেন্ট লিমিটেডের মহা ব্যবস্থাপক, এম বি এম ইফতেখার আলম ছিদ্দিকী, গোল্ডেন ইস্পাত এন্ড এইচ এম স্টিল লিমিটেডের পরিচালক শামসুল আলম, গোল্ডেন ইস্পাত এন্ড এইচ এম স্টিল লিমিটেডের ডিজিএম জয়নাল আবেদীন, রয়েল সিমেন্ট লিমিটেডের এজিএম মোঃ আনোয়ার কামাল সহ অনেকেই।

    পরে অতিথিবৃন্দদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

  • বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ আলোচনা সভা রেজিঃ নং ৭২৬ বিশাল আলোচনা সভা ও সুধী সমাবেশ। (১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালবেলা ফাইতং স্টেশন।
    অনুষ্ঠান উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, প্রধান অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. ওমর ফারুক, বিশেষ অতিথি আওয়ামিলীগ সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ এইচ এম আহসান উল্লাহ, শ্রমিক ইাউনিয়ন সমিতি, সাধারণ সম্পাদক আবু মুছা, বরইতলী ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর, যুবলীগ নেতা সাদ্দাম হোসাইন শাহীন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, সাংবাদিক মোঃ ইসমাইলুল করিম, মহিলা মেম্বার মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা।

    আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি থোয়াইম্রা মার্মা, সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরসহ ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সদস্য বৃন্দা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উক্ত সমিতি সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস, সঞ্চালনায় করেন ফরহাদ আহমদ সজল।

    বিশেষ অতিথি সাদ্দাম হোসাইন জয় বক্তব্য বলেন, পুরো ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম এই ইউনিয়নে যাত্রী সাধারণের যোগাযোগ পরিসেবার ক্ষেত্রে ইজিবাইক টমটম যুগান্তকারী ভূমিকা রাখবে বলে এ সমিতির নেতারা আশাবাদী। সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।

    বিশেষ অতিথি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, ‘সমগ্র ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ’ নামে এ সংগঠন ইতোমধ্যে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন নং- ৭২৬। সম্প্রতি ফাইতং বাজারের এ সমবায় সমিতির কমিটি গঠিত হয়। সমবায় সমিতি আইন ২০০১এর ১৮(২) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধিমতে কমিটি গঠিত হয়েছিল।

    অনুষ্ঠান উদ্বোধন মোহাম্মদ ছালেকুজ্জমান এবং অতিথিরা বক্তব্য বলেন, ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনা প্রদান করেন। এতে দেশ ও দশের কল্যাণে এই সমিতি’কে কাজ করার আহ্বান জানান। ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন সহযোগিতা এ ধরনের আয়োজনে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ ওমর ফারুক বলেন, ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সবার আখেরাত কে আজীবন স্মরণ রেখে শ্রমিকদের টমটম চালানো আহবান এবং যাত্রীদের সর্বদা সম্মানের সহিত ব্যবহার করে গাড়ি চলাতে বলে। তিনি আরো বলেন, এক সময়ে এলাকায় রাস্তা তেমন গাড়ি চলাচল করতে পারতো না। বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়ন বাংলাদেশ করার কারণে সব শ্রমিকরা সহজে গ্রামে গাড়ি চলাচল করছে। যা একটি উন্নয়ন অভূতপূর্ব পরিবর্তন বলে তিনি দাবি করেন।

    পরিশেষে সকল অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

  • নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম থেকে ৯৪ ক‍্যান বিদেশী বিয়ার উদ্ধার

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম তদন্ত পুলিশ ফাড়ি কর্তৃক ঘুমধুম ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকা হতে মালিক বিহীন ৯৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার রাত ১২ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে মালিক বিহীন অবস্থায় বেদেশী তৈরি উক্ত বিয়ার গুলো উদ্ধার করা হয়েছে।
    এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের ব‍্যাপক তৎপরতা অব্যাহত আছে।

  • খাগড়াছড়ি’তে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    খাগড়াছড়ি’তে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি,

    বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার রফিকুল ইসলামের সঞ্চালনা ও জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. থোয়াই চিং মং চাক ও ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, বর্তমান সরকারের নৈরাজ্য ও লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি দ্রুত কমিয়ে না আনলে গণঅধিকার পরিষদ দেশের আপামর জনসাধারণকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। প্রধান বক্তা লোকমান হোসেনের বক্তব্যে বলেন তেল, গ্যাস ও বিদ্যুৎ বিল বর্তমান সরকার যে হারর বৃদ্ধি করছে তা অনতিবিলম্বে কমাতে হবে। আরো বলেন তিন পার্বত্য জেলায় সংসদীয় আসন বৃদ্ধি করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে ন্যায়বিচার ও বৈষম্য মূলক বাংলাদেশ গড়ার জন্যে গণ অধিকার পরিষদে যোগ দিন। আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ।

    বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিল, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ছাত্র অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার জাতি-গোষ্ঠী বিষয়ক সম্পাদক পাইশিখই মারমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির ৪দিনের অভিযানে ৬৯ লক্ষ টাকার মিয়ানমারের অবৈধ গরু আটক

    নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির ৪দিনের অভিযানে ৬৯ লক্ষ টাকার মিয়ানমারের অবৈধ গরু আটক

    মোঃ ইফসান খান ইমন:- নাইক্ষ‍‍্যংছড়ি,

    নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক বিভিন্ন জায়গাতে চোরাচালানী অভিযান পরিচালনার মাধ্যমে ৬৯,৬০,০০০/-(ঊনসত্তর লক্ষ ষাট হাজার) টাকা মূল্যবানের বার্মিজ গরু আটক করা হয়েছে গত কয়েকদিনে।

    সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নির্ঘুম রাতজেগে ঘনকুয়াশার মধ্যে শীতের প্রকোপ উপেক্ষা করে দেশ মাতৃকার সেবায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যগণ সার্বক্ষনিক নিয়োজিত থেকে গবাদিপশুসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচলনা করে যাচ্ছে।
    এরই ধারাবাহিতকতায় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, রিজিয়ন কমান্ডার, কক্সবাজার রিজিয়ন, সেক্টর কমান্ডার, রামু এবং অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি ) এর বলিষ্ঠ দিক নির্দেশনায় গত ০৩ ফেব্রুয়ারি হতে অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত বার্মিজ গরুর আনুমানিক সিজার মূল্য- ৬৯,৬০,০০০/-(ঊনসত্তর লক্ষ ষাট হাজার) টাকা।

    সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ। এই অবৈধ চোরাচালানের ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান। যে সকল ব্যক্তিবর্গ এধরণের চোরাচালানী কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সে যেই হোক চিহ্নিত করতঃ তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।