Author: UkhiyaVoice24

  • মিথ্যা ও ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন- ইসলামী আন্দোলন বাংলাদেশ

    মিথ্যা ও ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন- ইসলামী আন্দোলন বাংলাদেশ

    প্রকাশিত সংবাদ পড়ুন।

    মিথ্যা ও ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই-এর নামে প্রচারিত এই বক্তব্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানাচ্ছে যে, তিনি এই ধরণের কোন কথা বলেননি। এটা ইসলামপন্থী দল ও জনতার মধ্যে বিভাজন তৈরি করা, বিতর্ক উস্কে দেয়া এবং অস্থিরতা তৈরির একটি ঘৃণ্য প্রয়াস। আমরা দেশের সকল নাগরিক ও ইসলামপন্থী জনতাকে অনুরোধ করে বলবো, এখন রাজনীতিতে মিথ্যা, অপতথ্য, ভুলতথ্যকে এক শ্রেণীর নোংরা ও অশুভ মানসিকতার লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

    এটাও তেমনি একটি অশুভ ও নোংরা প্রচারণা। সকলকে এই ধরণের অকৌশল সম্পর্কে সচেতন থাকার আহবান করছি।

  • পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের দুই দিন পর চার জনেই মারা গেছে

    পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের দুই দিন পর চার জনেই মারা গেছে

    #UkhiyaVoice24.Com

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের দুই দিন পর চার জনেই মারা গেছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রবাসী রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন।অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমী ও ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। সহকারী হিসেবে ছিলেন ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত।

    জন্মের পর মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার ভোররাত ও সকালে একে একে মৃত্যু হয় বাকি তিন নবজাতকেরও।

    পরিবারের পক্ষ থেকে ইয়াছমিনের আত্মীয় আবুল ফয়সাল ফাহিম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “একসঙ্গে চারটি প্রাণের আগমন আমাদের পরিবারের জন্য ছিল এক স্বপ্নের মতো। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না। আমরা শোকাহত।” মা ইয়াছমিন আক্তার বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় ব্যাপক শোক ও বিষাদের ছায়া ফেলেছে। স্থানীয়রা এই মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নবজাতকেরদের পিতাপ্রবাসী রবিউল আলম জানান, একজন পিতা হিসেবে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি ছিল যখন জানতে পারলাম, আমার স্ত্রী ইয়াছমিন চারটি সন্তানের মা হতে যাচ্ছে। সেই খবর আমাকে নতুন আশার আলো দেখিয়েছিল। আমি দূরে প্রবাসে থাকলেও হৃদয়ে সেই মুহূর্তগুলো বারবার জেগে উঠছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে আনন্দ আমাদের পরিবারে এসেছিল একসাথে, তা মাত্র দুই দিনের ব্যবধানে চিরতরে থেমে গেল।

  • সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

    সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

    UkhiyaVoice24.Com

    বাংলাদেশ থেকে আগত ইয়ুথ লিডার ডেলিগেট দলের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (CCECC)-এর উদ্যোগে আজ ১৯ জুন’২৫ বৃহস্পতিবার বিকাল ৫টায় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে দেশের অবকাঠামো উন্নয়নে CCECC-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং পরামর্শ দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। CCECC বাংলাদেশ এর অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার। তবে আমরা মনে করি শুধু অবকাঠামোগত উন্নয়ন‌ই একটি জাতির প্রকৃত উন্নয়ন নয়। বরং এরসাথে সামাজিক দায়বদ্ধতা, নিরাপত্তা, নৈতিকতা ও শুদ্ধতা যুক্ত হলেই কেবল তা প্রকৃত অর্থে উন্নতি হিসেবে বিবেচিত হতে পারে।

    তিনি CCECC-এর প্রজেক্ট সমূহে কর্মচারীদের নিরাপত্তা ও অসহায়দের সহযোগিতা কার্যক্রমের প্রশংসা করেন। এবং কোম্পানির ঢাকা অফিস উদ্বোধন ও মোংলা পোর্ট সংলগ্ন ইকোনমিক জোন তৈরিতে বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন এতে আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ দৃঢ় হবে এবং দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সহযোগি ভূমিকা পালন করবে। সভায় উপস্থিত ছিলেন CCECC-এর ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াং শিয়াংডং, অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ-এর বিজ্ঞান গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ঝাং জিয়ান এবং একই বিভাগের কর্মকর্তা গুয়ো জিয়াওয়ে, সেন্টার ফর চাইনিজ স্টাডিজ (বাংলাদেশ)-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ঝু শিচেং। বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্রুপ লিডার ড. মো. রাকিবুল হক, সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. ইয়াহিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাওসিফ এহসান ও মেহনাজ সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, চায়না মিডিয়া গ্রুপ-এর ফিচার এডিটর ফয়সাল মো. আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হাসান, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর উত্তরাঞ্চলীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আসাদুল্লাহ আল গালিব, ডেইলি স্টার-এর প্রতিবেদক মো. আব্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ও সাজ্জাদুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এডিটিং অ্যাসোসিয়েট মো. নাসিমুল হুদা, বিআইআইএসএস-এর গবেষণা কর্মকর্তা নুর আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, সবুজ খাম-এর সহ-প্রতিষ্ঠাতা প্রমি দেওয়ান, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল-এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং সাইনো-বাংলা ইমপ্যাক্ট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. সাইব।

  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার সম্মেলন সম্পন্ন।

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার সম্মেলন সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, নিউজ এডিটর।

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন শাখার ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হয়। অদ্য ১৮ জুন ২০২৫ খ্রি: বুধবার বিকাল ২ ঘটিকার দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার আওতাধীন পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন- ২০২৫ শাখা সভাপতি যুবনেতা শহিদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামের সঞ্চালনায় পালংখালী বাজারস্থ নিউরন ল্যাবের পাশে লিগ্যাল হল রুমে অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফেজ শফিউল আলম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠা লাভ করে আজ পর্যন্ত নীতি ও আদর্শের উপর অটল থেকে ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনগুলো বর্তমানে দেশের সর্বস্তরের জনগণের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিতব্য জেলার প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী বাছাই উপলক্ষে যৌথ সভা সফল করতে আহ্বান জানান। প্রধান বক্তা হাফেজ শফিউল আলম তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়ক হিসেবে আদর্শবান যুবকদের বিশ্বস্ত ঠিকানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুবসমাজ যদি এ কাজে ঝাঁপিয়ে পড়ে, তাহলে এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে বেশি সময় লাগবে না। তাই উপস্থিত যুব সমাজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একনিষ্ঠ ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। উক্ত ইউনিয়ন যুব সম্মেলনে আরো বক্তব্য রাখেন।

    বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আহমদ হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি সফল যুবনেতা ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী , বাংলাদেশ মুজাহিদ কমিটি পালংখালী ইউনিয়ন শাখার ছদর মাওলানা ক্বারী আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ পালংখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা মুহাম্মদ রাসেল সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে প্রধান বক্তা সংগঠনের নিয়মানুযায়ী পরামর্শ সাপেক্ষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে আগামী সেশনের জন্য কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ রফিক উদ্দিন, সহ-সভাপতি মনোনীত হয়েছেন ওসমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা ক্বারী এনাম। নবনির্বাচিত দায়িত্বশীলদের প্রতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপালং ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

    UkhiyaVoice24.Com

  • মহাসমাবেশ বাস্তবায়নে ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত।

    মহাসমাবেশ বাস্তবায়নে ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    ২৮ জুন ঢাকায় সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবীতে গণবিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ- অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে আগামী ২৮ জুন, শনিবার, সোহরাওয়ার্দি ময়দানের মহাসমাবেশ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট ছাত্র, যুব , শ্রমিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আজ ১৭ জুন মঙ্গলবার, বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে দেশে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার বাংলার বুকে হতেই হবে। এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতেই হবে। এটাই জুলাইয়ের আকাংখা। এই আকাংঙ্খা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে আগামী ২৮ জুন ঢাকায় গণবিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মহাসমাবেশ বাস্তবায়নে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইকে প্রধান করে ২৪ সদস্যের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি করা হয়েছে। এবং সমাবেশকে সফল করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১২ টি কমিটি করা হয়েছে। সমাবেশের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পিআর পদ্ধতির সাথে একমত পোষণ করে এমন সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে দাওয়াত দেয়ার কাজ চলমান রয়েছে। তারা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন।

    মাওলানা ইউনুস আহমেদ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান রেখে বলেন, এই মহাসমাবেশকে সামনে রেখে দেশের প্রতিজন নাগরিকের কাছে দাওয়াত পৌছাতে হবে। পিআর পদ্ধতির সুফল মানুষকে বোঝাতে হবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের প্রতি তাদের আগ্রহের আরেকটি প্রদর্শন হতে হবে আগামী ২৮ জুন। যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব গিয়াস উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর, হাজি মনির, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, মাওলানা লোকমান হোসাইন জাফরি, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ প্রমুখ।

  • জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে- মোহাম্মদ ইলিয়াস হোসাইন

    জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে- মোহাম্মদ ইলিয়াস হোসাইন

    প্রেস বিজ্ঞপ্তি

    জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে- মোহাম্মদ ইলিয়াস হোসাইন

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ১৬ জুন’২৫ শুক্রবার সন্ধ্যা ৭ টায় আই এ বি মিলনায়তনে নগর সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ এর সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন থানা শাখার অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন- এদেশের হক্কানী ওলামায়ে কেরাম দেশ গঠনে অংশ নিয়েছেন, তাঁরা কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করেননি, দেশের সম্পদ বিদেশে পাঁচার করেননি। সুতরাং আগামীর বাংলাদেশে জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে।

    তিনি আরো বলেন, আগামীতে এদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনবে না, তারা দেশের সংস্কারকামী ও নীতিবান দলকে ক্ষমতায় আনবে। জনগণ বারবার ভুল করতে চায় না, এবার তারা এদেশের আদর্শিক গতিপথ স্থির করতে চায়।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনির হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

    আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি শওকত উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন মীনা, প্রকাশনা সম্পাদক রায়হানুল ইসলাম, অর্থ সম্পাদক হাসানুজ্জামান হিমেল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ কাওসার ফরাজী, উপ-সম্পাদক সাইফুল্লাহ মাঝী, মুহাম্মদ কবির হোসেন, মাওলানা ফরহাদ হোসেন সহ বক্তব্য রাখেন থানা দায়িত্বশীল বৃন্দ।

    বার্তা প্রেরক
    মুহাম্মাদ রায়হান উদ্দিন মীনা
    প্রচার সম্পাদক,
    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,
    ঢাকা মহানগর দক্ষিণ।
    মোবাইল- ০১৭১৪-৮০৬৬৩৫

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা সম্পন্ন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর রিপোর্ট।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা ১৩ জুন (জুমাবার) বিকাল ৩টায়, কোট বাজার উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি হাফেজ কলিম উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ এম. জাহাঙ্গীর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মাওঃ মুহাম্মাদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সেক্রেটারী মাওঃ এ. আর. এম ফরিদুল আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ক্বারী আবু নাছের, কক্সবাজার জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ হোছাইন, কক্সবাজার জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুর্শেদ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।

     

    ২০২৫-২৬ শেসনের নবগঠিত কমিটি নিম্নরূপ
    ১। ১। সভাপতি হাফেজ কলিম উল্লাহ, ২। সহ-সভাপতি-মুফতি মুসলিম উদ্দিন, ৩। সহ-সভাপতি-ক্বারী আবদুল গণি, ৪। সহ-সভাপতি- মাওঃ নুরুল আমিন, ৫। সেক্রেটারী মাওঃ এম. জাহাঙ্গীর রফিক, ৬। জয়েন্ট সেক্রেটারী-হাফেজ ইকবাল হোছাইন তাওহিদী, ৭। এসিস্ট্যান্ট সেক্রেটারী-হাফেজ নজির আহমদ,৮ সাংগঠনিক সম্পাদক-মাওঃ মোজাম্মেল হক, ৯। প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক-হাফেজ অলি উল্লাহ মাহমুদ, ১০। দপ্তর সম্পাদক-মাওঃ আমির হোছাইন, ১১। অর্থ ও প্রকাশনা সম্পাদক-হাফেজ ফরিদুল আলম, ১২। প্রশিক্ষণ সম্পাদক-মাওঃ রায়হান শফিক হাবিবী, ১৩। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক-মাওঃ খাইরুল আমিন, ১৪। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-হাফেজ নুরুল হক, ১৫। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক-মাওঃ নুর মোহাম্মদ, ১৬। কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক-মাওঃ ফরিদুল আলম, ১৭। মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক-হাফেজ মুহাম্মদ শাহেদ, ১৮। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক-হাফেজ হামিদুল হক, ১৯। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-জনাব জহির উদ্দিন, ২০। সংখ্যালঘু বিষয়ক সম্পাদক-মুফতি এমদাদুল্লাহ রফিক
    ২১। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক-মাস্টার জসিম উদ্দিন, ২২। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক-মাওঃ আবদুল গফুর, ২৩। সহ-সাংগঠনিক সম্পাদক-মাওঃ আহমদ হোছাইন, ২৪। সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক-হাফেজ শাহাব উদ্দিন তাওহীদ, ২৫। সহ-দপ্তর সম্পাদক-মোঃ গিয়াস উদ্দিন, ২৬। সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক-হাফেজ বশির আহমদ, ২৭। সহ-প্রশিক্ষণ সম্পাদক-হাফেজ কামাল উদ্দিন, ২৮। নির্বাহী সদস্য-মাওঃ মোহাম্মদ ইউসুফ, ২৯। নির্বাহী সদস্য-মাওঃ আবদুল মান্নান, ৩০। নির্বাহী সদস্য-মাওঃ মোস্তাফিজুর রহমান, ৩১। নির্বাহী সদস্য-মাওঃ আবদুল জলিল শওকত
    ৩২। নির্বাহী সদস্য-জনাব বেলাল উদ্দিন
    ৩৩। নির্বাহী সদস্য-হাফেজ মাহমুদুল হক।

    বার্তা প্রেরক:
    মাওলানা হাফেজ অলি উল্লাহ মাহমুদ
    প্রচার সম্পাদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা।

  • উখিয়া রাজাপালং ওলামা ঐক্য পরিষদের নির্বাহী কমিটির আলোচনা সভা সম্পন্ন।

    উখিয়া রাজাপালং ওলামা ঐক্য পরিষদের নির্বাহী কমিটির আলোচনা সভা সম্পন্ন।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর রিপোর্ট

    কক্সবাজার জেলার দক্ষিণ অঞ্চলের সুপরিচিত উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং জোড় পুকুর সংলগ্ন হিফজ খানা ও নুরানী মাদ্রাসায় রাজাপালং ওলামা ঐক্য পরিষদের নির্বাহী কমিটির উদ্যোগে গতকাল ৮ জুন ২০২৫ খ্রিঃ রবিবার রাত ৯ ঘটিকার দিকে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামী রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আলী নাজির সাহেব ( দা:বা:), এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও ইসলামী রাজনীতিবিদ ও অত্র সংগঠনের সহসভাপতি মাওলানা কবির আহমদ সাহেব, ডিগলিয়া পালং রহমানিয়া কাছেমুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ হামজা সাহেব। আরো উপস্থিত বিশিষ্ট ওয়ায়েজ, ইসলামী সাহিত্যিক, তরুণ মুফাচ্ছির ও তরুণদের আইডল মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির সাহেব হাফিজাহুল্লাহ, তরুণ বক্তা ও জামিয়া দারুল উলুম রামু চাকমারকুল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুফতি এমদাদুল্লাহ শামসী সাহেব হাফিজাহুল্লাহসহ রাজাপালং ওলামা ঐক্য পরিষদের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

    এবং সকল দায়িত্বশীলদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ১২ জুন ২০২৫ খ্রি: বৃহস্পতিবার ডিগলিয়া পালং রহমানিয়া কাছেমুল উলুম মাদ্রাসায় অত্র সংগঠনের আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ও মরহুম মাওলানা আব্দুল খালেক (রহ:) এর শরণ সভা অনুষ্ঠিত হবে।।

    বার্তা প্রেরণ: এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রচার সম্পাদক: রাজাপালং ওলামা ঐক্য পরিষদ, উখিয়া কক্সবাজার।

  • ইসলামপন্থীদের মধ্যে ঐক্য এখন সময়ের দাবি- সাবেক ছাত্রনেতা রিয়াদ

    ইসলামপন্থীদের মধ্যে ঐক্য এখন সময়ের দাবি- সাবেক ছাত্রনেতা রিয়াদ



    নিউজ ডেস্ক: উখিয়া ভয়েস ২৪ ডটকম

    ইসলামপন্থীদের মধ্যে ঐক্য এখন সময়ের দাবি!বাংলাদেশের মানুষকে খাই খাই রাজনীতি থেকে মুক্ত করতে হলে ইসলামপন্থীদের ঐক্যের বিকল্প নাই।সিন্ডিকেট, চাঁদাবাজী, খুনাখুনি এসব অপরাজনীতির বিকল্পই এখন ইসলাম। সাধারণ মানুষ অতিষ্ঠ! গত ১৬ বছরের তান্ডবের শেষ না হতেই পুরাতন এক পার্টি হাজির হয়েছে বাজার, খেয়াঘাট, গরুর হাট দখলের রাজনীতি নিয়ে। আবার নিজেরা নিজেরা কিলাকিলি করে খুনাখুনিতেও শতক ছাড়িয়ে গেছে। এখনই সুযোগ ওদের রাজনীতির বিরুদ্ধে ইসলামী রাজনীতি খাড়া করানো। যেটা আমরা অতীতে কখনো পারিনি!

    আমাদেরকে নিয়ে ওরা খেলেছে। আমাদেরকে রাজনৈতিক পুতুল বানিয়ে ওরা ক্ষমতা কুক্ষিগত করেছে।১/২ আসন নয়, এবার আমরা খেলবো পুরো সংসদ বিজয় করার জন্য। জনগণ প্রস্তুত। ইসলামপন্থীদের বাক্স ভরে দিতে। তবে ইসলামপন্থীরা এবারের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে যেতে না পারলে কপালে শনি আছে।জনগণ মারবেতো মারবে! গালাগালিও করবে! তবে আশার বাণী হলো ইসলামপন্থীদের নির্বাচনি জোট ঘোষণা এখন অপেক্ষা মাত্র! ইনশাআল্লাহ। এবার ইতিহাস পাল্টে যাবে। আগামী নির্বাচনে নতুন এক ইতিহাস রচনা হবে ইসলামের পক্ষে। কেউ ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ঠিক হবে না। এবার ভোট চোরদের মুকাবিলা করা হবে শক্ত হাতে। এবার জনগণকে সাথে নিয়ে ইসলামকে বিজয় করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ- শরিফুল ইসলাম রিয়াদ।

  • প্রতিবাদ লিপি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রতিবাদ লিপি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রতিবাদ ডেস্ক:

    প্রতিবাদ লিপি। তারিখ: ২৬ মে ২০২৫ইং প্রেরক: ছৈয়দ হামজা, ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড, প্যানেল চেয়ারম্যান ২, ৪নং রাজা পালং ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার।

    বিষয়: উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ। সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ সংক্রান্ত একটি বিভ্রান্তিকর ও মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১০ কেজি-চালের কার্ড প্রদানের ক্ষেত্রে ৩০০ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে”, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

    আমি পরিষ্কারভাবে জানাতে চাই, সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ কার্ড ও চাল বরাদ্দ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিধিসম্মত উপায়ে বিতরণ করা হয়েছে। চাল বিতরণের প্রতিটি ধাপ স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্টদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগটি পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

    আমি গণমাধ্যমসহ সর্বসাধারণকে বিনীত অনুরোধ জানাচ্ছি- অনুগ্রহ করে যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার বা বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

    বিনীত,
    ছৈয়দ হামজা, ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড, প্যানেল চেয়ারম্যান ২, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ,
    উখিয়া, কক্সবাজার।