Author: UkhiyaVoice24

  • আগামী ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে সরই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট”২০২৩ইং

    আগামী ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে সরই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট”২০২৩ইং

    বিশেষ প্রতিনিধি,

    “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রতি বছরের ন্যায়ায় এইবারেও শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

    আগামী ১৫ ফেব্রুয়ারী”২০২৩ইং বুধবার সরই ইয়ং সোসাইটি সংগঠনের আয়োজনে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির মাঠে এ টুর্ণামেন্টটি শুরু হবে।

    টুর্ণামেন্টে এন্ট্রি ফি ধার্য্য করা হয়েছে ১৫৫১ টাকা।ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ফেব্রুয়ারী।

    টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে থাকছে ১৫ হাজার টাকা এবং রানার্স আপ ট্রফি সহ ১০ হাজার টাকা প্রাইজমানি। সম্পূর্ণ খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে।

    যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে এই নাম্বারে ০১৮৭৪-৭৫৪৩৬৮ যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।

  • সাংবাদিকরা নিরব জাতীর পাহারাদার বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

    সাংবাদিকরা নিরব জাতীর পাহারাদার বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    স্বাধীন বাংলাদেশের ঠিক অল্প কিছুদিন পর ১৯৮২ সালের এই দিনে ঢাকায় কিছু প্রবীণ সাংবাদিকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। সাংবাদিক ও সাংবাদিকতায় অনন্য অবদান রাখা সরকারী নিবন্ধিত সংবাদকর্মীদের এই সংগঠনটির আজ গৌরবের ৪১ বছর পূর্ণ হতে যাচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর উদযাপন করেছে সংগঠনটি। একইভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটির উদ্যোগে
    ০৩ ফেব্রুয়ারী-২৩ইং শুক্রবার বিকাল ৫ টায় নগরির আগ্রাবাদস্থ রাজ প্রাসাদ কমিউনিটি সেন্টারে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
    প্রবীণ এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলমগীর গনী, ইলিয়াস আহমেদ, মো.খায়রুল ইসলাম, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
    এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।
    এতে আরো উপস্থিত ছিলেন, মাসুদ আলম সাগর, নুরুল আলম, কে এম রুবেল, মনজুর আহমেদ সোহেল, বশির আহমেদ, মোবারক হোসেন ভূইয়া, শাকিল, বাবুল মিয়া বাবলা, আনোয়ারুল হক, মিয়া ফারুক, তুষার কান্তি বড়ুয়া, মো. সেলিম উদ্দিন ভুইঁয়া, মো. কামরুল ইসলাম,আলমগীর ইসলামাবাদীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার ও দিলরুবা খানম।

  • ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অনেক বিজ্ঞ প্রফেসর ডারউইনের বিবর্তন মতবাদকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে প্রমাণ করেছেন। ইতিমধ্যে রোমানিয়া, সাউথ কোরিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, বৃটেন, আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্রে সিলেবাস থেকে এই থিউরি বাদ দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশে ইংলিশ মাধ্যমের শিক্ষা; যা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির সিলেবাস অনুযায়ী প্রবর্তিত, সেখানে এ লেভেল পযন্ত এই বিবর্তনের উল্লেখই নেই। ৬ষ্ঠ শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ অনুশীলনী বইয়ে বিবর্তনবাদের ইতিহাস উল্লেখ করে বানর থেকে ধারাবাহিকভাবে মানুষে রুপান্তর হওয়ার অবৈজ্ঞানিক এবং অবান্তর চিত্র দেখানো হয়েছে। বিবর্তনবাদ নিয়ে নুতন করে বলার কিছু নেই। এটা স্পষ্টত ইসলামসহ বিশ্বের সকল ধর্মের মৌলিক ধারণার বিরুদ্ধে। এই বিবর্তনবাদকে বাংলাদেশের কোমলমতি বাচ্চাদের মনে চাপিয়ে দেয়া আদতে কোন বিজ্ঞান চর্চা না বরং ইসলাম ও ধর্ম বিরোধী একটি এজেন্ডা। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরণের কোন বিতর্কিত ধারণা বাংলাদেশের শিক্ষার্থীদের শিখতে দেয়া যাবে না।

    আজ ০৩ ফেব্রæয়ারী ২০২৩ইং শুক্রবার, বাদ জুমা, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইটে ওয়াসা চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল কবির ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি, শ্রমিকনেতা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নগর সংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতী ইবরাহীম আনোয়ারী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর এর সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুহাম্মদ শরীফ চৌধুরী, ডবলমুরিং থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন শিপন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

    প্রধান অতিথি আরো বলেন, সাম্প্রতি সুইডেনে ও নেদারল্যান্ডে যেভাবে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। ইসলামের সাথে পশ্চিমাদের আচরনে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি। সুইডেনে ও নেদারল্যান্ডে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।
    জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বর থেকে লালখানবাজার হয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।

  • নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে আসা গরু বৈধ করার নিরাপদ স্থান ‘খামার’

    নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে আসা গরু বৈধ করার নিরাপদ স্থান ‘খামার’

    মোঃ ইফসান খান ইমন:- নাইক্ষ‍্যংছড়ি,

    নাইক্ষ‍্যংছড়ি- মায়ানমার সীমান্তবর্তী এলাকার গহীণ অরণ্য অবৈধ বার্মিজ গরু মজুদের নিরাপদ স্থান। সম্প্রতি আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় কৌশল পাল্টেছে চোরাকারবারীরা। এবার তারা ভ্যাটেনারি বিভাগ থেকে বৈধতা নিয়ে খামার গড়ে তুলছে। যেখানে অবৈধ বার্মিজ গরু এনে বৈধ করা হচ্ছে প্রতিদিন।

    বিগত কিছু দিনে বান্দরবানে তিন ক্যাটাগরিতে অন্তত ৩১টি গবাদি পশুর খামারের অনুমোদন দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।
    মিয়ানমারের গরু পাচারের নিরাপদ এলাকাগুলোতে তড়িঘড়ি করে এসব খামারের জন্য সুপারিশ করেছে উপজেলা ভ্যাটেনারি দপ্তরগুলো। তবে ‘তড়িঘড়ি করে খামার অনুমোদন’ বিষয়টি অস্বীকার করে বান্দরবান জেলা ভ্যাটেনারি কর্মকর্তা পলাশ কান্তি চাকমা বলেন, দুধ, ডিম, মাংসের চাহিদা পূরণের জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মেনেই খামারের অনুমোদন দেওয়া হয়েছে।
    তবে খামারে অবৈধ কোন কাজ করলে অবশ্যই আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নিবেন।

    জানা গেছে, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত অনুমোদন দেওয়া খামারগুলোর মধ্যে অধিকাংশ নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায়। চলতি মাসে নাইক্ষ্যংছড়ি উপজেলায় গরু মোটাতাজাকরণ ও হৃষ্টপুষ্ট খামারের অনুমোদন নিয়েছেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম। মের্সাস আলম গবাদিপশু খামার নামে তিনি উত্তর বাইশারী এলাকায় খামারটি করেছেন বলে জানা গেছে, ভ্যাটেনারি বিভাগে দেয়া তথ্যমতে তার খামারে ১৪০টি দেশীয় গবাদিপশু রয়েছে।
    এছাড়া করলিয়ামুরা এলাকায় মের্সাস আবুল কালাম ফার্মের অনুমতি নিয়েছেন সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম।
    তার খামারে ১২৮টি গরু থাকার তথ্য দিয়েছেন। কাগজিখোলা এলাকায় মেসার্স সুলতান গবাদিপশু খামার অনুমোদন নিয়েছেন মো. ইব্রাহিম। তার খামারে ৫০টি এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মৌজা হেডম্যান মংওয়াইন মারমা মের্সাস প্যারেন্ট ফার্ম নামে অনুমোদন নিয়েছেন। বর্তমানে তার খামারে ৫০টি গবাদি পশুর রয়েছে বলে তথ্য দিয়েছেন।

    এদিকে নতুন গড়ে উঠা খামারের বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের মেম্বার সাদেক হোসেন ও আবু তাহের এর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাদের এলাকায় খামারগুলোতে ৮-১০টির মত গরু রয়েছে। অন্যদিকে স্থানীয়রা জানান, মায়ানমার থেকে আনা চোরাইগরু মজুদের জন্য মূলত খামারগুলো গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময় আইনশৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে খামারগুলোতে বার্মিজ গরু আনা-নেওয়া হয় বলে ব‍্যাপক জন শ্রুতি রয়েছে।
    দিনের বেলায় একরকম গরু দেখা গেলেও পরের দিন তা দেখা যায় না বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান।

    নাইক্ষ্যংছড়ি ও আলীকদম দুই উপজেলার সীমান্ত দিয়ে গত তিন মাসের অধিক সময় ধরে মায়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার বেড়েছে। গরুর আড়ালে একটি সিন্ডিকেট মাদকও নিয়ে আসছে বলেও লোকমুখে ব‍্যাপক বলাবলি চলছে। বিশেষ করে আলীকদম-দোছড়ি-বাইশারী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী-কম্বনিয়া-ফুলতলী, জারুলিয়াছড়ি সীমান্তে প্রতিদিন বার্মিজ গরুর সঙ্গে পাচার হচ্ছে মাদক। সম্প্রতি আলীকদম ও নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকের বিষয়টি নিয়ে কথা বলেন বিজিবির কর্মকর্তারা।

    নাইক্ষ্যংছড়ির বাইশারী, আশারতলী, কম্বনিয়া ও আলীকদম সদরে সরেজমিনে স্থানীয়রা জানান, কিছু জনপ্রতিনিধি ও স্থানীয় ক্ষমতাসীন দলের ব্যাক্তিদের কাছের মানুষগুলো হঠাৎ করেই খামার গড়ে তোলাই এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জানান, চোরাকারবারীরা মায়ানমার থেকে আনা চোরাই গরু পাহাড়ে এবং খামারে মজুদ করে। পরবর্তীতে বাজার ইজারাদার থেকে রশিদ সংগ্রহ করে খামারীর গরু পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। সচেতন মহলের মতে, আপাতদৃষ্টিতে গরু ব্যবসায় স্থানীয় এক শ্রেণি উপকৃত হলেও বিপরীতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে গরু ব্যবসার আড়ালে মাদকের চালানও ছড়িয়ে পড়ছে সর্বত্র।

  • মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মো: রেজাউল আজিম:- বাবাঁশখালী-প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলাস্থ পশ্চিম মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জুমাবার সকাল ১০ টা থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ২ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলের আজ দ্বিতীয় দিনে ৩ ফেব্রুয়ারি সকাল থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রথম দিন আলোচনা করেছেন, আল্লামা মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী বড় মাদ্রাসা। আল্লামা ফরিদ আহমদ আনছারী, মহাদ্দিস দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম। মাওলানা সৈয়দুল আলম কুতুবী, মাওলানা আনিছুর রহমান মেখল মাদ্রাসা, সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, পরিচালক বাঁশখালী মডেল মাদ্রাসা। মাওলানা ইমাম জাফর কক্সবাজার, মাওলানা আনিছুর রহমান, পরিচালক মনকিচর বড় মাদ্রাসা। মুফতি হেলাল উদ্দিন, শিক্ষক মনকিচর মাদ্রাসা। মাওলানা মোয়াজ্জেম হোসেন ফটিকছড়ি।

    আজ দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্বেরাত, হিফয ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ক্বারি জাকারিয়া, শিক্ষক মনকিচর বড় মাদ্রাসা। হাফেজ এরশাদ, শিক্ষক দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম।শিল্পী আজগর হোসাইন ফাহিম, শিল্পী আব্দুল্লাহ আল মামুন, শিল্পী মোঃ রেজাউল আজিম, মাওলানা সেলিম, শিক্ষক মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসা। এতে আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আতিকুর রহমান,মাওলানা আব্দুর রহিম, মাওলানা মনছুর আলম, মাওলানা হাসান, মাওলানা ফিরোজ।

    সুন্দর ও সুষ্ঠুভাবে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা জুমার নামাজের পূর্বে সমাপ্ত ঘোষণা করেন।

  • চুনতীর লাম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ১লক্ষ ঘনফুট বালু জব্দ

    চুনতীর লাম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ১লক্ষ ঘনফুট বালু জব্দ

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়া হতে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১১টি স্তুপে প্রায় ১লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

    ০১ ফেব্রুয়ারি”২০২৩ইং বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে ১১টি স্তুপে প্রায় ১লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের সময় স্পটে কাউকে পাওয়া যায়নি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদার সহ সার্বিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

    জনস্বার্থে ও জনকল্যাণে পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানকালে উপস্থিত ছিলেন, চুনতি সাতগড় বিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, ডলুবিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

  • বাঁশখালীতে প্রিয় নবীর অবমাননাকারী শাহেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    বাঁশখালীতে প্রিয় নবীর অবমাননাকারী শাহেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

    বাঁশখালীতে কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে আয়োজিত আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রিয় নবিজী (সাঃ) কে অবমাননাকারী কু লা ঙ্গা র শাহেদ বিন কাসেমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা শাহ শাহ ফিরোজ আহমদ মসরুর। দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন, পুকুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মামলার বাদী ও বাঁশখালী ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ওসমান গণি, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, রাজনীতিবীদ এম মনসুর আলী, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ আহমদ, মনকিচর মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ, নদওয়াতুল ওলামা মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন, সরল মদীনাতুল উলুম পরিচালক মুফতি নুরুল আমিন, আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুনুর রশীদ, কনজুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সোহাইল মাহমুদ, বৈলছড়ি মারকাজুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা কারী ইমরান, মনসুরিয়া তাজবীদুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক, বৈলছড়ি মারকাজুন নুর মাদরাসার পরিচালক মাওলানা ইউনুস, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাধনপুর জমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা খালেদ, মাওলানা ইসমাইল, শিল্পী মাওলানা আজগর হোসাইন ফাহিম প্রমুখ।
    এসময় বক্তারা অবিলম্বে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে কটুক্তি ও ইসলাম ধর্মের অবমাননাকারী শাহেদ বিন কাসেমকে গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবী জানান। একই সাথে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিতে যারা এই ঘটনায় ইন্দন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে দাবী জানানো হয়েছে। পরে মাওলানা ফিরোজ আহমদ মসরুর সাহেবের মুনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।

  • অনশন ভাঙলেন গর্জনিয়ার সেই কলেজ ছাত্রী

    অনশন ভাঙলেন গর্জনিয়ার সেই কলেজ ছাত্রী

    মোঃ ইফসান খান ইমন: নাইক্ষ্যংছড়ি

    রামুর গর্জনিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চলে যাওয়া সেই কলেজ ছাত্রী চার দিন পর নিজের অনশন ভেঙেছেন। এদিকে পালিয়ে বেড়ানো প্রেমিক আরিফকে আটক করেছে রামু থানা পুলিশ। আরিফের বাড়ি গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে। তাঁর বাবার নাম কামাল উদ্দিন।

    রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল হোসাইন বলেন- প্রেমিক আরিফকে বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সেই কলেজ ছাত্রী বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেছে।

    স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীটি আরিফের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক আরিফকে পুলিশ আটক করলে সে অনশন ভাঙেন।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার পরিবারের বরাত দিয়ে বলেন- কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

    নাইক্ষ‍্যংছড়ির তমব্রুতে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

    মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি:

    নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ তুমব্রু কোনার পাড়া শূন্য লাইনস্হ রোহিঙ্গ্যা শিবির ও তুমব্রু বিওপি পরিদর্শ করেছেন বিজিবির মহা পরিচালক।

    বৃহস্পতিবার ১টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বিজিবির নবনিযুক্ত মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান NDC, PSC, নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপি এবং তুমব্রু বিওপির দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থান তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গ্যা শিবির ক্যাম্প পরিদর্শন করেন।

    গত ১৮/০১/২৩ ইং জাতিগত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ARSA এবং RSO গ্রুপের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের পরবর্তীতে অগ্নিসংযোগের ফলে উক্ত রোহিঙ্গ্যা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।
    পরিদর্শনকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, তুমব্রু বিওপিতে কোনার পাড়া রোহিঙ্গ্যা ক্যাম্প ও চলমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফ প্রদান করেন।
    পরে মহাপরিচালক তুমব্রু বিওপি’র সৈনিক লাইন,ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সঙ্গীয় অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
    পরিদর্শনশেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টর এর উদ্দেশ্য রওনা করেন বলে সুত্রে জানা যায়।
    উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেনঃ কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য অফিসার গণ।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ছাত্র ও যুব সমাজের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ছাত্র ও যুব সমাজের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদের প্রতিবেদন।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের পূর্ব অঞ্চলের স্বনামধন্য সংগঠন, পূর্ব ডিগলিয়া পালং, করইবনিয়া ছাত্র ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ১ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করা হয়।

    উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব আলহাজ্ব মরহুম মীর কাশেম চৌধুরীর সুযোগ্য সন্তান তিন তিনবার নির্বাচিত সফল জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক ও সৎ যোগ্য শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী। প্রধান বক্তার আলোচনা পেশ করেন, ঢাকা খিলগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এইচ এম হাবিবুল্লাহ মিসবাহ সাহেব।

    আমরা মুসলিম জাতি কখনো কারো ধর্মের উপর আঘাত করি না কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান বিধর্মীরা আমাদের ধর্মের উপর আঘাত করে কেন, কিছুদিন আগেই সুইডেন ও নেদারল্যান্ডে আমাদের পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আমরা মুসলিম জাতি কখনো থাদের গীতা ও বাইবেল আগুন জ্বালিয়ে দিয় নাই, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম জাতিকে জুলুম নির্যাতন হত্যা করছেন অমুসলিমরা, পরিমনি মদের বোতল নিয়ে অপরাধে জেলখানায় গেলে মেহেদী সাজে আর সত্য কথা উচ্চ কন্ঠে বলতে গিয়ে হাজারো আলেম ওলামা জেলখানায় বন্দী করে জুলুম নির্যাতন করে।
    শুধু তাই নয় যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কোরআনুল কারিমের আইন বাস্তবায়ন না হবে, সুশাসন সুশাসনকারী নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি ফিরে আনা সম্ভব নয়।

    তোমরা মনে করিওনা এইদিন চিরদিন, ক্ষমতা চিরদিনের জন্য নয়, এই দেশ আলেম ওলামার, এই দেশ মুসলিম জাতির দেশ, যে দেশের সূর্য উঠে আজানের ধ্বনিতে, সূর্য ডুবে আজানের ধ্বনিতে সেই দেশে শিক্ষাক্রমে লিখা হয়েছে মানুষ নাকি বানরের বাচ্চা।

    শিক্ষাক্রম পাঠ্য বইয়ের মধ্যে দেখা যায় মন্দির গীর্জার ছবি, প্রধানমন্ত্রীর দেওয়া মডেল সরকারি মসজিদের একটি ছবিও দিতে তারা ব্যার্থ হয় বলে প্রধান বক্তার আলোচনায় তিনি এসব একথা বলেন।

    নিউজ ডেস্কঃ উখিয়া ভসেস২৪ ডটকম।