Author: UkhiyaVoice24

  • রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    কপিল উদ্দিন জয়,বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    রামুর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহি কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মিয়ানমার থেকে আসা ইয়াবা,পলথিনসহ অবৈধ পণ্যের বাণিজ্য চলছে স্থানীয় প্রশাসনের কতিপয় লোকজনকে ম‍্যানেজ করে।
    অবৈধ এসব ব‍্যাবসা থামানো যাচ্ছে না কোন ভাবেই,এমন পরিস্থিতিতে শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়েন দু’ইয়াবা ব্যবসায়ী।
    আটক হওয়া দু’জনই ব্যবসায়ী একজনের নাম মোঃ হারুন ( ৩১) পিতা নুরুল হক,সেসুপারী ব্যবসায়ী। অপর জন ছৈয়দ আলম ( ৩০) সে পান ব্যবসী, তার পিতা নুর আহমদ তাদের দু’জনের বাড়িই কচ্ছপিয়া ইউনিয়নের মাষ্টার পাড়ায়।
    তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে নিন্চিত করেন ককসবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,তারা এদের কাছ থেকে ১০ হাজার ২ শত ইয়াবা উদ্ধার করে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

    এ দিকে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,এ বাজারের সুনাম ক্ষূণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী।
    তারা ঐতিহ্যবাহী এই বাজারটিকে বর্তমান ও ভবিষ্যৎ সুনাম ক্ষুন্ন করার জন্য ব্যস্ত হইয়ে পড়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে আটক দুই ব্যবসায়ী আটকের ঘটনা।
    গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,তিনি ২ জন ইয়াবা ব্যবসায়ী আটকের খবর শুনেছেন।

  • ঈদগাঁও’তে  চোলাই মদসহ ইউপি মেম্বার আটক

    ঈদগাঁও’তে  চোলাই মদসহ ইউপি মেম্বার আটক

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    কক্সবাজারের নব ঘোষিত ঈদগাঁও উপজেলায় চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় ঈদগাঁও সদর ইউনিয়নের পালপাড়াস্থ নিজ বাড়ির সামন থেকে মদসহ তাকে আটক করা হয়। আটক প্রদোষ পাল মুন্না (৫৫) ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কের পাহাড়ি এলাকা ঈদগড়ের দিক থেকে গাড়িযোগে এসে নিজ বাড়ির সামনে নামেন মুন্না মেম্বার। এ সময় তার হাতে ছোট আকারের দুটি প্লাস্টিক ট্যাংকভর্তি তরল দ্রব্য ছিল। এর কিছুক্ষণ পরেই ঈদগাঁও থানার পুলিশ ফোর্স এসে বাংলা মদসহ তাকে আটক করে ও থানায় নিয়ে যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আটক মুন্না মেম্বার মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। মুন্না ও তার ভাই বাচ্চু পালের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে বাংলা মদ বিক্রি করে আসছেন।

    তবে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, আটক মুন্না মেম্বার মাদকসেবী হলেও ব্যাবসায়ী নয়। মদসহ মেম্বার আটক হওয়ায় ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, চার লিটার বাংলা মদসহ মুন্না মেম্বারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

  • রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে ও কক্সবাজার জনসভাকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ধারাবাহিক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা চলমান রয়েছে। আজ তাঁরই ধারাবাহিকতায় রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বিএ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা মোঃ সালাহ উদ্দিন মেম্বার, প্রধান বক্তার বক্তব্যে রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ।

    ২৯ নভেম্বর, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক। আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
    এর আগে অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অত্র ওয়ার্ডের সভাপতি- সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

  • বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    আবদুল্লাহ আল যোবাইর উখিয়া, কক্সবাজারঃ-

    উখিয়া উপজেলা ইয়ুথ এ্যাম্বেসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ” বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে অদ্য সকাল ১১: ০০ ঘঠিকায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ।

    সংঘাত নয় ,ঐক্যের বাংলাদেশ চাই,এই স্লোগানকে ধারণ করে ,বহুদলীয় ছাত্র সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভাটির আয়োজন করে উখিয়া
    ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপ।
    উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব আলম লিপি। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উখিয়া ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব কামরুন্নেসা বেবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পিএফজির কো- আর্ডিনেটর ও বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উক্ত পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহীন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পাতাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন , জয়েন্ট কো – অর্ডিনেটর মোঃ ইবনে আলম কাফি ও সুমাইয়া সারমিন , সুশীল সমাজের সদস্য মোঃ তাজুল ইসলাম , জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক , মোঃ নোমান প্রমুখ।

    আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন , বাল্য বিবাহ বন্ধ করতে হলে সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাল্য বিবাহের জন্য কিশোর প্রেম হল বড় সমস্যা। তাই ছাত্র ছাত্রীদের প্রেমে জড়িয়ে পড়া যাবেনা। এই বিষয়ে সচেতন হতে হবে, এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। নারীদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ,নারীদের সহিংসতা থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করতে হলে অভিভাবকদের ও সচেতন হতে হবে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জয়নাব আলম লিপির আলোচনা সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয় । উল্লেখ্য, আলোচনা সভার শেষে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও সংঘাত মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান অতিথি উপস্থিত ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান ।

  • হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে উখিয়া উপজেলা আওতাধীন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    ২১ নভেম্বর, বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত আগামী ৭ ডিসেম্বর ২০২২ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা আওতাধীন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে।

    উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।

    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।

    সভার বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী,যুবলীগ লীগ নেতা আবুল হোসাইন আবু।

    হলদিয়াপালং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অতিথি বৃন্দদের সাথে।
    এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি/সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    ‍ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    অদ্য সন্ধা ২০ নভেম্বর রবিবার ২২ ইং কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা কবরস্থান মাঠ সংলগ্ন দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় দুই দিন ব্যাপি বার্ষিক সভা ও তাফসির মাহাফিল আয়োজন করা হয়।

    এতে সভাপতি করেন,মাওলানা সিরাজুল হক।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি  ও রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রত্নাপালং ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান ও চাকবৈঠা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জনাব নুরুল কবির চৌধুরী।

    সভায়,প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন,বরিশাল থেকে আগত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, চট্রগ্রাম জিরি মাদ্রাসার মহতামিম মাওলানা হুভাইব। দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদীর সহ ২০ হাজার শ্রুতা বৃন্দু।

    এতে পরিচালক মুফ্তি রিদুয়ান কাদির বলেন,এই বছরের দারুল হেদায়া মাদ্রাসা থেকে ৩ জন ছাত্র হিফ্জ সমাপ্ত করেছেন
    তারা হলো মোহাম্মদ উসমান পিতা হাফেজ হারুন অর রশিদ, মোঃমিজান পিতা আবুল হোসেন,মোঃ সোহেল পিতা আব্দুল হালেখ
    এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ১০ জনকে মাহাফিল শুরুতে পুরুষ্কার প্রধান করবে বলে জানান।

    সভায় হিফ্জ সমাপ্তিকারীকে দস্তর(পাগড়ি) প্রধান করেন,মাওলানা হুভাইব মুহতামিম চট্টগ্রাম জিরি কাওমী মাদ্রাসা।
    এতে প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    কক্সবাজারের উখিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজিত পিএফজির ফলোআপ মিঠিং অনুষ্ঠিত হয়।

    ওমর ফারুক উখিয়া, কক্সবাজার।

    শনিবার ১৯ নভেম্বর বেলা ১২ঘটিকায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে হল কক্ষকে এই আয়োজন করা হয়।

    এতে পিএফজির কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান’র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার সাহিত্য কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী।

    এতে তিনি বলেন,দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অর্থ সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে। যে যার মত করে সম্পদ লুট করেছে। দেশের সমস্যা সমাধানে দেশ প্রেম নিয়ে কাজ করলে আজ সোনার বাংলা হতো। সোনার মানুষের বড়ই অভাব রয়েছে। নদ-নদী ও খালের পানিতে চাষ করা যায়। কিন্তু এই পানি খাওয়া যায় না।

    তিনি বলেন, সাগরের পানি লবণাক্ত। খাল ও নদীর পানি যখন সাগরে মিলিত হয় তখন এই পানিও লবণাক্ত হয়ে যায়। আমাদের রাজনৈতিক অবস্থাও আজ খাল ও নদীর পানির মতো হয়েছে। আমাদের একটি লবণাক্ত সাগর দরকার। সমতার ভিত্তিতে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সবাই মানুষ হিসেবে স্রষ্টার গুণে-গুণান্নিত হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে কাজ করি তাহলেই আমরা প্রশান্তি খুঁজে পাবো।

    এসময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি,রতন কান্তি দে, সিনিয়র সহ সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ,জয়নব আলম লিপি, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা মহিলা লীগ, রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মৃদুল আইচ, দারোগাবাজার সমাজ কমিটির সভাপতি।জন্নাত আরা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি। সৈয়দ হোসেন চৌধুরী, আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি, উখিয়া,জাহাঙ্গীর রফিক, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন, উখিয়া উপজেলা শাখা, হুমায়ুন কবির জুসান, সহ সভাপতি, উখিয়া প্রেস ক্লাব ফারুক আহমদ, সাংবাদিক ও সদস্য, উখিয়া প্রেস ক্লাব, সুবীর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য
    মনোয়ারা, রাশেদা বেগম, জেসমিন আক্তার, রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আব্দুল মোস্তফা, জয়দীপ রুদ্র, কাজল আইচ,
    ইয়ুথ এ্যাম্বাসেডরঃ ইমরান মোহাম্মদ কাফি, তরুণ সাংবাদিক ওমর ফারুক, তাজুল ইসলাম, সুমাইয়া সারমিন, সালমা আক্তার মিমি, নুরুল ইসলাম সহ প্রমুখ।

  • সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    স্টাফ রিপোর্টার,

    ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মানীয় কাউন্সিলর ও নতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ, ১৮ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। নবঘোষিত উপজেলার সুপরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে এই কাউন্সিল ও নির্বাচিত কর্মকর্তাদের ভূমিকা হবে অতি তাৎপর্যপূর্ণ।

    এই প্রেক্ষিতে ঈদগাঁর কিংবদন্তীতুল্য শিল্প উদ্যোক্তা মরহুম আলহাজ আনুমিয়া সিকদারের সুযোগ্য সন্তান, আমাদের ছোটভাই, নির্লোভ নিরহংকার ও নিবেদিতপ্রাণ সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদারের বিজয়ও উপজেলাবাসীর সমৃদ্ধির স্বার্থে অতি গুরুত্বপূর্ণ।

    আমাদের করিম ফিলিং স্টেশন এর সত্যায়ি আহমদ করিম সিকদার সব সময় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ঐতিহ্যসূত্রে আপনাদের প্রতি এই দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি যে, দেওয়াল ঘড়ি মার্কায় আপনার মূল্যবান রায় প্রদান করে আহমদ করিম সিকদারকে বিজয়ী করুন- সবাই সম্মিলিতভাবে সবসময় আপনাদের পাশে থাকবে ইনশা-আল্লাহ।  

  • প্রতারককে ধরিয়ে দিন

    প্রতারককে ধরিয়ে দিন

    কক্সবাজার জেলা প্রতিনিধি- মোঃ হোসেন (সুমন),

    সাহেরা বেগম স্বামী মিজানুল রহমান, ছেলে মোঃনকিবুল রহমান,পিতাঃমোঃ মিজানুল রহমান এই দুইজন মা ও ছেলে এই লোক গুলি কক্সবাজার পূর্ব কলাতলী চন্দিমা মাঠ বাসা ভাড়া থাকতো ২বছর ধরে,এবং এই প্রতারকদুইজনে চাউলে ব্যাবসা করবে বলে লোকের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রায় ৭/৮জন লোকের কাছে থেকে ৬লাখ টাকা নিয়ে আজ দুপুর ৩টার সময় উধাও হঠাৎ করে।

    যে কোন লোকে এই প্রতারক গুলিকে সামনে দেখতে পাইলে নিচের নাম্বারটা যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো–01884146519,01824463586।