Author: UkhiyaVoice24

  • ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

    ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ ও কঠিন চীবর দান উদযাপন কমিটি আয়োজিত ৬ নভেম্বর ২০২১ইং, দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুবৃন্দ ও হাজার- হাজার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    বুদ্ধ ও শ্রাবক প্রশংসিত বস্ত্রাধিরাজ শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ২০২২ এ উপলক্ষে আগত পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে ১ম পর্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ, ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সহ সকলকে সশ্রদ্ধ পূজা ও বন্ধনা সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে পালন করে ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ।

  • সারা দেশের ন্যয় বিরামপুরে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

    সারা দেশের ন্যয় বিরামপুরে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে সারাদেশব্যাপী ন্যায় একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্রের পরীক্ষা।

    এ বছর পরীক্ষা নেয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জানাযায়, বিরামপুর সরকারি কলেজ কেন্দ্রে মোট ৩১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৯ জন অনুপস্থিত। বিরামপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪১৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৪ জন অনুপস্থিত। বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৯৪ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ৯ জন ছাত্রছাত্রী অনুপস্থিত । বিরামপুর বিএম কলেজ কেন্দ্রে ১৮২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন ।করোনার কারণে চলতি বছর সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।বিরামপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন, বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত , বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার নুর আলম।

    পরীক্ষা কেন্দ্রে এসে, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, আমি অত্র উপজেলায় এইচএসসি পরীক্ষার সবকটি কেন্দ্র পরিদর্শন করলাম. খুব সুন্দর লাগলো পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। ওসি সুমন কুমার মহন্ত তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটনার সম্ভাবনা নেই । ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ।

  • টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ডে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    ৫ নভেম্বর শনিবার সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড হারিয়া খালি সাইক্লোন শেল্টারের নিচ তলায় এ আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন পরিষদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা।
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড ইউথ গ্ৰুপের উপদেষ্টা মোঃ রাশেল,৩ নং ওয়ার্ডের যুব সম্প্রীতি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত উসমান, একলাবের সহকারী মোঃ তারেক, আব্দুর রাজ্জাক,মোঃ আয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিফা,মিনারা আক্তার,ছমিরা আক্তার প্রমুখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
    একলাবের সহযোগিতায় এইরকম মানব সেবা মুলক কাজ করতে পেরে, যুব সম্প্রীতি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একলাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের দিনও ঘোষণা করা হয়েছে। ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

  • উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজরের উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৪ নভেম্বর, জুমার নামাজ শেষে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সকল প্রকার দেশী-বিদেশি টাইলস ও সেনেটারী সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে “ইরতিজা টাইলস এন্ড সেনেটারী” নামক এ প্রতিষ্টানের প্রোপ্রাইটরঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী ও মোঃ নজরুল ইসলাম অপু।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী প্রতিষ্টানটি শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, মাস্টার শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক মেম্বার মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও মুরব্বীগন।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী, এইখানে সব ধরনের মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
    যোগাযোগঃ ০১৮৭২৬১৫১৭৮, ০১৮৭৭৬১৪০৬৯।

  • বিরামপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

    বিরামপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    শুক্রবার ( ৪ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, দিওড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার হোসেন, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, চরকাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক- ই আজম, বিরামপুর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুর রহমান, রামকৃষ্ণপুর দিমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জুলফিকার মতিন, প্রমুখ।প্রধান অতিথি পৌর মেয়র বলেন, দীর্ঘ ৫০ বছর পর জাতীয় সংবিধান দিবস ২০২২ সরকার প্রজ্ঞাপন জারি করেছেন, এজন্য সরকারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে প্রতিটি বছর এই দিবস টি যেন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

    এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, সুধীজন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, , চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্তরায়।

  • কক্সবাজারে আসতেছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম

    কক্সবাজারে আসতেছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদকঃ

    অদ্য ৪নবেম্বর২২ইং কক্সবাজার শহরে আসতেছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা সম্পাদক ও প্রকাশক।

    আগামী ২৪/২৬ নবেম্বরে অনুষ্ঠিত পত্রিকার প্রতিষ্টাবার্সীক উপলক্ষে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা’র (২৪)তম প্রতিষ্টা বার্সীক উৎযাপন করা হবে।

    এতে কক্সবাজার জেলার সকল প্রতিনিধির সাথে যৌথ সভা ও হোটেলে বুকিংয়ে ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা দেয় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম।

    আগামীকাল ৫ই নবেম্বর সকাল১১টার সময় সকল প্রতিনিধির সাথে মতবিনিময় করে সটিক দিন ধার্য্য করে ভালো উন্নতমানের হোটেল বুকিং করবে বলে জানান জেলা সদর থানা প্রতিনিধি রাশেদুল আলম রাশেদ।

    এতে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কক্সবাজারে পৌঁছাতে শুভেচ্ছা জ্ঞাপন করেন,কক্সবাজার জেলা উখিয়া উপজেলা প্রতিনিধি ওমর ফারুক।

  • উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।

    উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা আলী হোসাইন খাঁন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ শেখর ও যুবনেতা জাহেদ আলম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা আজকের দিনটিকে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো দিন হিসাবে পালন করে আসছে।

  • টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক-১০

    টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক-১০

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মানবপাচার ও পরোয়ানাভুক্ত আসামীসহ ১০ জন অপরাধী কে আটক করা হয়েছে।
    টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, বৃহস্পতিবার (৩অক্টোবর)
    ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত কক্সবাজার জেলার পুলিশ সুপার, মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), মহোদয় এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, মোঃ শাকিল আহমেদ (বিপিএম) মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং ওসি মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত ১ জন সন্দিগ্ধ আসামী হোয়াইক্যং ইউনিয়ন,
    ৫নং ওয়ার্ড, কানজনপাড়া এলাকার বকতার আহমদের ছেলে মোঃ সাইমুন (১৯)
    অপহরণ মামলার ০১ জন এজাহার নামীয় আসামী সাবরাং ইউনিয়ন,১নং ওয়ার্ড, মুন্ডার ডেইল এলাকার বদল্যার পুত্র সোনা মিয়া (৩২)
    ৫ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামী
    কচ্ছপিয়া ফয়াজী পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র আব্দুল্লাহ,
    হ্নীলা ইউনিয়ন,৯নং ওয়ার্ড,জাদিমুড়া বৃটিশ পাড়া এলাকার আবু বক্কর এর স্ত্রী রিনা আক্তার (২৫)টেকনাফ সদর ইউনিয়ন, ৬নং ওয়ার্ড গোদার বিল এলাকার মকবুল আহমদের পুত্র শাহ আলম (৩২)টেকনাফ সদর ইউনিয়ন, নতুন পল্লান পাড়া এলাকার কালুর পুত্র জাবেদ,
    টেকনাফ পৌরসভা নাইট্যংপড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র শমসুল আলম(৪৯)
    ৩জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামী
    হ্নীলা ইউনিয়ন,দমদমিয়া পাড়া এলাকার
    সৈয়দ হোসেন এর পুত্র আব্দুল লতিফ,
    দমদমিয়া এলাকার শফির পুত্র এনায়েত উল্লাহ,
    জাদিমুড়া এলাকার মৃত আব্দুল শুক্কুরের পুত্র মোঃ ইলিয়াছ, সহসর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসীদেরকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বিরামপুরে চেয়ারম্যান পদ শূন্য ও ইউডিসি উদ্যোক্তা কে অব্যাহতি

    বিরামপুরে চেয়ারম্যান পদ শূন্য ও ইউডিসি উদ্যোক্তা কে অব্যাহতি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নের ৯ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সরকার।

    সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউপির চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়।চিঠিতে উল্লেখ, বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার বিরুদ্ধে বয়স্কভাত, বিধবাভাতা, ভিজিড়ি, ভিজিএফ’র চাল ও মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহারের চাল বিতরণে অনিয়মসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন ওই ইউপি’র ৯ জন সদস্য।

    ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণার বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৫ (২) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের পদ শূন্য ঘোষণা হয়েছে। শিগগিরই এ–সংক্রান্ত গেজেট জারি করা হবে।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আমার বিরুদ্ধে ইউপি সদস্য কর্তৃক আনীত অভিযোগগুলো সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি খুব শীঘ্র এ বিষয়ে হাইকোর্টে রিট করব।

    অপরদিকে স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে দিওড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।