Author: UkhiyaVoice24

  • মাত্র ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু টেকনাফের মাহিন চৌধুরী

    মাত্র ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু টেকনাফের মাহিন চৌধুরী

    কফিল উদ্দিন আরমান, প্রতিনিধি টেকনাফ উপজেলা।

    দশ বছর বয়সের শিশু মাহিন চৌধুরী মাত্র ৬ মাসে পবিত্র কুরআন শরীফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে চমক সৃষ্টি করেছেন। মাহিন চৌধুরির পিতা আলহাজ নুরুল আমিন বলেন, আমার ছেলে মাহিন চৌধুরীকে জন্ম থেকে কুরআনের হাফেজ হিসেবে গড়ার প্রতিজ্ঞা ছিল মা-বাবা দুজনেরই। সে লক্ষে টেকনাফের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানযিমুল আফনান টেকনাফে গেলবছর ভর্তি করাই। নাজেরা থেকে হিফজ পর্যন্ত খুব দ্রুত সময়ে সম্পন্ন করেন। তার শিক্ষক হাফেজ আব্দুল মালেক নাঈমের একান্ত আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র ৬ মাসে কুরআন হিফজ করতে সক্ষম হয়েছে। মাহিন চৌধুরীর ভাই আবছারুল আমিন ও রায়হানসহ তিন জনকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অভিভাবকত্ব গ্রহন করেন তাদেরই আপন চাচা ও আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার। যাদের সহযোগিতায় আমি কুরআনে হাফেজের বাবা হতে পেরেছি আমি তাদের কাছে কৃতজ্ঞ।
    এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে তানযিমুল আফনান টেকনাফে বিশেষ সম্মাননা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে দুই জন ছাত্রকে দ্রুতসময়ে হিফজ সম্পন্ন করায় সম্মাননা প্রদান করা হয়। মাত্র ছয় মাসে হিফজ সম্পন্নকারী মহিন চৌধুরীর পাশাপাশি অপর শিশু হাফেজ মোহাম্মদ আরাফাত বিন আব্দুর রহিমকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তানযিমুল আফনান-এর বোর্ড অব ডিরেক্টর’স সভাপতি, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া তানযিমুল আফনান টেকনাফ-এর ডিরেক্টর মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার, সাংবাদিক এম আমানুল্লাহ আমান। অভিবাবক রেজাউল করীম (রেজু মেম্বার), তাওহীদিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, আয়েশা ছিদ্দিকা বালিকা মাদরাসার পরিচালক হাফেজ এনায়েতুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য টেকনাফ পৌরসভার প্রাণ কেন্দ্র আলো শপিং কমপ্লেক্সে অবস্থিত’তানযিমুল আফনান টেকনাফ ইতিমধ্যে হিফজ এবং জেনারেল শিক্ষা সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

  • হাজী দেলোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হাজী দেলোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ ওয়াশিম চট্টগ্রাম

    বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা হাজী দেলোয়ার হোসেনের ৬৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ চট্টগ্রামের একটি রেষ্টুরেন্টে রাত ৭টায় সময় জি,এম মাহবুব হোসেনের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
    বিশেষ অতিথি ছিলেন,
    ফোরামের উপদেষ্টা রোটারিয়ান শফিউল্লাহ,ফোরামের সহ-সভাপতি মুর্তজা জাকির হোসেন,লায়ন জানে আলম,সেলিম উদ্দিন,হাবিবুর রহমান,অলি উদ্দিন হাওলাদার ও সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
    উক্ত অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো:নাঈম উদ্দিন,সহ-সাংগঠনিক
    সম্পাদক জাহানারা আক্তার তানিয়া,রোজি আকতার,আয়শা আকতার,মনজুর আলম বাবুল,ফরিদা ইয়াছমিন,ফাতেমা আকতার ডলি,মোহাম্মদ রিদুয়ান আলম,আবদুর রউফ,সাংবাদিক মোহাম্মদ ওয়াসিম,রেহেনা আহমেদ মনি,সাংবাদিক ইমরান সোহেল,ছদরুল ইসলাম আনিস সহ ফোরামের নেতৃবৃন্দরা।

    আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয় এবং ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাজী দেলোয়ার হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানা।

  • চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন

    চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    অদ্য ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে মাননীয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মো. আশরাফউদ্দীন আমি কে.এম. সালাহউদ্দীন কামাল ও সচিব নোবেল ভট্টাচার্য-কে শ্রেষ্ঠত্বের এ সম্মাননা প্রদান করেছেন।
    জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এর সভাপতিত্বে ডিডি (এলজি) জনাব বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক-স্হানীয় সরকার ড. প্রকাশ কান্তি চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাকাওয়াত উল্লাহ, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।

    কাজের স্বীকৃতি পেয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কে এম সালাউদ্দীন কামাল ববলেন আমি সত্যিই আনন্দিত। এ সম্মান সম্মানিত সাধনপুর ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
    জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম প্রধান হিসেবে কাজ করছি মাত্র। এ কাজে আমাকে শ্রম দিয়েছেন ইউপি সচিব, সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তা।

    সার্বিক নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।

    উল্লেখ্য, চট্টগ্রাম জেলার ১৯১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিগত ২ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক টার্গেটের চেয়ে অধিক এবং এ কার্যক্রমে সৃজনশীল ও ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করায় সাধনপুর ইউনিয়ন পরিষদ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

  • রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    ব্রেকিং নিউজঃ

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আমতলী ঘাট হইতে মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন পর্যন্ত রাস্তার চলমান ঢালাই এর কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে রাস্তার সাইট।

  • টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    মোস্তাক আহমদ টেকনাফ:

    কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হল বনিয়া সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে নারী পুরুষসহ, শেষ খবর পাওয়া পর্যন্ত চার দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং তিন (৩) জনকে সমুদ্র সৈকত ভাসমান মৃত্যু অবস্থা পাওয়া যায়।

    গত সোমবার ( ৩ অক্টোবর) সন্ধ্যা অবৈধ ভাবে ট্রলার যোগে গোপনের মাধ্যমে মালায়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে সমুদ্র উপকূলে এই দুর্ঘটনাটি হয় বলে জানা যায়। স্থানীয় দালালের মাধ্যমে গোপনে বিভিন্ন আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ কে সংগ্রহ করে মালায়েশিয়া পাচার করা হয়।

    উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, বিশেষ করে নারীরা বলে যে, তাদের স্বামীরা মালায়েশিয়া বসবাস করে সেজন্য তারা সেখানে পাড়ি জানাচ্ছে। তারা বলে লোকাল দালালরা ক্যাম্প থেকে আমাদেরকে (রোহিঙ্গাদের) নিয়ে প্রথমে তারা গোপনের বিভিন্ন পাহাড়া বা ঘরের মধ্যে লুকিয়ে রেখে সন্ধ্যা নামলে সেখান থেকে তাদেরকে ছোট ছোট ট্রলার যোগে নিয়ে যাওয়া হয়।

    রহিম নামের এক ব্যক্তি বলেন আমরা প্রায় প্রথমে ১২-১৫ মতো সন্ধ্যায় ট্রলারে উঠি তারপর ট্রলার কিছু দূর যেতে না যেতে আরও কিছু স্থান থেকে লোক আমাদের ট্রলারে ওঠে। কিন্ত আমি দেখেছি যে, সেখানের ধারণ ক্ষমতা থেকে বেশি ট্রলারে ওঠায় কিছু দূর যেতে ট্রলারটি ডোবে যায় আমি আর কিছুই জানি না সবাই চিৎকার দিয়ে উঠেছিল।

    স্থানীয় একজন বলে আমি সকালে সমুদ্র তীরে এসে দেখতে পারি যে, বিভিন্ন লোকজন তীরে ছোটাছুটি করতেছে তখন আমি কোস্টগার্ডকে খবর দিয়। তারপর তারা এসে মালায়েশিয়াগামীদেরকে(রোহিঙ্গা) বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সমুদ্রে তীরে এক জায়গায় জড়ো করে তারপর তারা তাদের স্পিড বোট দিয়ে বাকীদেরকে উদ্ধারের কাজ করে।

    স্থানীয়রা আরও বলেন মিয়ানমারের বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে যখন তুমুল লড়াই চলছে। সেখানকার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ( রোহিঙ্গা গোষ্ঠী)। মিয়ানমারের অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হচ্ছে। সে হিসেবে ভয়ভীতির মধ্যে এই দুঘর্টনা হতে পারে।

    এ বিষয়ে বাহার ছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুর মোহাম্মদ বলেন খবর ফেরে আমাদের পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।
    কোস্টগার্ড স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার শুরু করে দিয়েছি এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের কে আমরা সমুদ্র তীরে একত্রিত করে ঝাউ বাগানে রেখেছি, এ পর্যন্ত নারী পুরুষ চার দালালসহ ৪৫ কে জীবিত উদ্ধার ও সমুদ্রর তীরের বিভিন্ন জায়গা থেকে তিন জনের মরা দেহ উদ্ধার করা হয়েছে।

  • উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলার শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৪ অক্টোবর ২০২২, রোজ মঙ্গলবার রাতে উখিয়া উপজেলাতে (৫) টি পুজা মন্ডপে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত শারদীয় দূর্গা পূজায় পরিদর্শনে আসেন মাননীয় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার ভূমি উখিয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া দারোগা বাজার সমাজ কমিটির সভাপতি বাবু মৃদুল আইচ, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন দে, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু,
    রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওমর খান, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নমমীতে উখিয়া উপজেলার উখিয়া সদর পূজা মন্ডপ, হারাশিয়া পুজা মন্ডপ, রাজাপালং কাশিয়ারবিল বিষ্ণু মন্দির, কাশিয়ারবিল হরি মন্দির ও বৃহত্তর হিন্দু ধর্মাবলম্বি এলাকা শর্মাপাড়া ধুরুমখালী পূজা মন্ডপে অংশগ্রহণ করেন, এবং ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে মত বিনিময় করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মতবিনিময় কালে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। আরো বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

    “ধর্ম যার যার উৎসব সবার”
    এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজার উখিয়াতেও শতবছর ধরে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে।

  • আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী’র মোটর সাইকেল মার্কার সমর্থনে আয়োজিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উখিয়া উপজেলার জনপ্রতিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর ইনানী অর্কিড ব্লো’তে সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,

    উক্ত মতবিনিময় সভায় উখিয়া উপজেলার জনপ্রতিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী।

    উক্ত জনপ্রতিনিধি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মকুল, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম,

    আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ১৭ নভেম্বর মোটর সাইকেল মার্কার সমর্থনে মোস্তাক আহমেদ চৌধুরীকে উখিয়া উপজেলা জনপ্রতিধিদের সর্বসমর্থনে জয়যুক্ত করার আহ্বান জানান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে (৪ ই অক্টোবর) মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

    এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন,
    এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নারী, কন্যা শিশুসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

    বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

    নিউজ ডেস্ক।

    গত ৩০ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর ২০২২ ইং ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দলের ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য সৈনিক মোঃ আশিকুর রহমান তাজ শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে বিশ্ব শিশু দিবস পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে বিশ্ব শিশু দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়েছে, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩ টায় দিকে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন, প্রমুখ।

    বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২২ উপলক্ষে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, শিশু মুশফিকা আক্তার অহনা ও রিমা

    এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে বক্তব্যে বলেন, শিশুরাই আগামী দেশের ভবিষ্যৎ তাই শিশুর প্রতি কোন প্রকার অবহেলা না করা হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি যত্ন নিতে হবে, তারা যেন সঠিকভাবে মেধা সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পিতা-মাতার মতো তাদেরকে ভালোবাসা দিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হবে।