Author: UkhiyaVoice24

  • কাজিপুরে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

    কাজিপুরে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যরকম বিদ্যানিকেতনের সাফল্য

    এনামুল হক মনি) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

    উপজেলা পর্যায়ে শেখ রাসেল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাজিপুরের অন্যরকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছয়জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় গ বিভাগে দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজিদ সরকার । খ বিভাগে তূতীয় স্থান পেয়েছে ষষ্ঠ শ্রেণির সাজিদ। গ বিভাগে তৃতীয় হয়েছে ১০ম শ্রেণির নাইম সরকার। খ বিভাগে ৩য় স্থান পেয়েছে সুমাইয়া খাতুন ৮ম শ্রেণি।

    এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে ৩য় শ্রেণির আরবী সুলতানা সখ। ২য় স্থান পেয়েছে ইবনে ছোয়াদ সুপ্ত। প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম।
    এসময় উপস্থিত বিচারক মন্ডলীর সদস্য উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তহুরা খাতুন প্রমূখ।
    এদিকে এই সাফল্যের বিষয়ে অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, আমরা সবেমাত্র সরকারিভাবে পাঠদানের অনুমতি পেয়েছি। বারো বছরের সাধনায় আমরা আজ এ অবধি আসতে পেরেছি। আশা করি সামনে আমাদের বিদ্যালয় আরও ভালো ফলাফল করবে ইনশা আল্লাহ।

  • আগামী-১৯ ও ২০ নভেম্বর উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা ৪র্থ তম বার্ষিক সভা

    আগামী-১৯ ও ২০ নভেম্বর উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা ৪র্থ তম বার্ষিক সভা

    এইআ এম শাহাবউদ্দিন তাওহীদ,উখিয়া।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্ব অঞ্চলের নবগঠিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা”র ৪র্থ তম বার্ষিক সভা ও ইসলামী সম্মেলন।

    উক্ত ৪র্থ তম বার্ষিক সভা ও ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, দেশবরেণ্য মোফাচ্ছিরে কোরআন বর্তমান সময়ের সাড়াজাগানো বক্তা, সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা বরিশাল)।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী।

    উক্তা সভায় এছাড়া আরো দেশবরেণ্য ওলামায়েকেম ও বুজুর্গানে দ্বীনগন তাশরিফ আনবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

    নিবেদকঃ
    হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব
    পরিচালক অত্র মাদ্রাসা, উখিয়া কক্সবাজার।
    যোগাযোগ ০১৮১২-৭৬৬৮৯৩

  • উখিয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    উখিয়া থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া থানাস্থলে অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ ও পুলিশ সুপার পিপিএম-বার মোঃ মাহফুজুল ইসলাম সভাপতিত্ব পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সানে রেখে উখিয়া থানা কমিউনিটি পুলিশিং সভার উখিয়া সার্কেল বিপিএম শাকিল আহাম্মেদ এর সঞ্চালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ত ভাবে সুসম্পন্ন হয়।

    পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সানে রেখে
    মাদক, সন্ত্রাস, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং, সাইভার ক্রাইম,কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ মূলক বক্তব্য রাখেন
    উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং নুরুল হুদা ও উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার।

    আরো বক্তব্য রাখেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোঃ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান সাজু, ইউপি সদস্য স্বপন শর্মা রনি, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিয়ার হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমা আক্তার রোমানা, ছাত্রনেতা মোঃ ইব্রাহীম, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুক্রুর মেম্বার, রত্না পালং ইউনিয়ন থেকে কার্শেদ নুর ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

    এর আগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • উচ্ছেদ আতঙ্কে শত পরিবার সরকারি ঘর নিতে চাইনা কেউ ঈদগাঁও’তে

    উচ্ছেদ আতঙ্কে শত পরিবার সরকারি ঘর নিতে চাইনা কেউ ঈদগাঁও’তে

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও

    ঈদগাঁও ইউনিয়নের পুর্ব দরগাহ পাড়া প্রকল্পের নামে দুই শতাধিক পরিবারের দীর্ঘদিনের জনবসতিপুর্ণ এলাকায় উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ২৩ই সেপ্টেম্বর ২০২২ইং রোজ জুমাবার বিকাল ৪টায় এতে ভুক্তভোগী একশত পরিবারের মাঝে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে উচ্ছেদ আতঙ্কে ভুক্তভোগীদের পক্ষে নুরুল আবছার সহ সকলে জানান আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উদ্যেগ কে স্বাগত জানাই, কিন্তু ঈদগাঁও ইউনিয়নের পুর্ব দরগাহ পাড়া মকবুল ফকির পাহাড়টি স্বাধীনতার যুদ্ধের আগ থেকে ১০-১২ টি পরিবার এইখানে বাস করলে ও ১৯৯১ সনে চট্টগ্রাম ও কক্সবাজারের সব চেয়ে বড় ঘুর্ণিঝড় এর পরে উদ্বাস্তু হয়ে আশ্রয়ের সন্ধানে এই পাহাড়ি জনপদ বসবাসের জন্য এই পুর্ব দরগাহ পাড়ায় শরণার্থী মতো বসবাস শুরু করে।


    এতে দীর্ঘ বছর পাহাড়ি পশুর সাথে লড়াই করে জীবন চালিয়ে যাচ্ছিলো ২০০০সালের পরে আরো ভুমিহীন মানুষ উক্ত জায়গায় বসবাস শুরু করলে স্থানীয় ভোমরিয়া ঘোনা রেঞ্জের ও বন বিভাগের ঘর উচ্ছেদ মামলা হামলা নানান কষ্টের শিকার হয় তবু ও আশ্রয় হীন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পাহাড়ে বিদ্যুৎ বিহীন পানি ও চলাচলের রাস্তা ছাড়া দীর্ঘ বছর কেটে দেয়। এরি মাঝে নতুন আরেক আতঙ্কে মুজিব বর্ষের ঘর উপহার দিতে গিয়ে কক্সবাজার সদরের নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভুমি সহ সরকারের লোক জন এই স্থানে ঘর নির্মাণ করতে গেলে মানুষের মাঝে উচ্ছেদ আতঙ্ক সহ নানান ভয়ে সঞ্চার ঘটে, খেটে খাওয়া মানুষ গুলি তাদের অল্প অল্প ভিটি উপর ফলজ বনজ নানান গাছ গাছালী ফলে ফুলে ভরা এই ভিটি কিছুতেই আমরা ছাড়তে চাইনা প্রয়োজনে পলিথীনের ঘরে সন্তান সন্ততি নাতি নাতনী সকলকে নিয়ে খেয়ে পরে বেচে আছি।

    কিন্তু মুজিব বর্ষের ঘর উপহার নামে দুই রুমের ঘর গুলিতে আমাদের বসবাস করা সম্ভব নয় আমরা আমাদের বাড়ি চার পাশে শাক সবজির বাগান হাস মুরগী পালন করতে বর্তমানে অবস্থানে আমরা সুখে আছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি একটাই অনুরুধ আমাদের উচ্ছেদ করা ঘর গুলি আমরা চাইনা এই ব্যাপারে কক্সবাজার জেলা প্রসাশকের কাছে আমরা ঘন স্বাক্ষর সম্বিলিত আবেদন ও জানিয়েছি এই ব্যাপারে যতাযত কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী

  • বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজকে অভিনন্দন জানালেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক,আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া

    বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজকে অভিনন্দন জানালেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক,আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি প্রতিযোগী দেশের হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

    শুক্রবার (২৩ সেপ্টেম্বর২২) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মাত্র ১৩ বছর বয়সের কিশোর হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীমের এই বিজয় মুসলিমবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় বিজয় এটা প্রমাণ করেছে যে, শতপ্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই। হাফেজ তাকরীমের বিজেয়ে দেশের কিশোর-তরুণ থেকে শুরু করে সর্বস্তরের জনতা যে খুশী ও আনন্দ উদযাপন করছে, তাতে সহজেই বুঝা যায় এই দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করেন।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বিজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানদেরকে আবশ্যিকভাবে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরষ্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে উঠার পথ খুঁজে পাবে।

    আল্লামা ইয়াহইয়া বলেন, বাংলাদেশের আলেম-উলামারা কখনোই নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদার বিপক্ষে নয়। দুষ্টু মানুষদের লোলুপ দৃষ্টি থেকে নিজেদের হেফাজত রাখা এবং নিজেদের ইজ্জত-সম্মান ও নিরাপত্তা অটূট রাখার স্বার্থেই ইসলামের নির্দেশনা মতে আলেমরা নারীদেরকে পর্দা মেনে শালীনভাবে জীবন যাপনের উপদেশ দিয়ে থাকেন। কিন্তু নারী অধিকারের মোড়কে তথাকথিত ভোগবাদিরা এমন উপদেশকে তাদের উদ্দেশ্য সিদ্ধির পথে প্রতিবন্ধক ধরে নিয়ে আলেম-উলামাদেরকে নারীবিদ্বেষী বলে মিথ্যাচার করে যাচ্ছে। সম্প্রতি নেপালে সাফ ফুটবলে নারী খেলোয়াড়দের বিজয়ে গায়েপড়ে আলেম-উলামা ও ইসলামবিদ্বেষী প্রচারণা তার সর্বশেষ উদাহরণ।

    তিনি বলেন, ১১১ দেশের অনেক বড় পরিসরের কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদের বিজয়ে দেশের সর্বস্তরের জনতা যে হারে বিপুল আনন্দ উদযাপন করছে, তাতে প্রমাণ হয় দেশের ১৮ কোটি জনতা ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদিদের মিথ্যাচারে কখনো বিভ্রান্ত হন না। এদেশের প্রতিটি মুসলমানের অন্তরে ইসলাম ও আলেম-উলামাদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ গেঁথে আছে।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হাফেজ সালেহ আহমাদকে গত রাতে বিমানবন্দরে অভিনন্দিত করায় ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করবো ধর্মমন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন।

  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থানকারী তাকরিমকে অভিনন্দন জানান ইসলামী ছাত্র সংস্থা

    আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থানকারী তাকরিমকে অভিনন্দন জানান ইসলামী ছাত্র সংস্থা

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশের তাকরিমকে ডেইলপাড়া করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিম

    ২২ সেপ্টেম্বর-২০২২ খ্রিঃ বুধবার রাতে মক্কার পবিত্র হারামাইন শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। হাফেজ সালেহ আহমদ তাকরিম গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম এর প্রতিষ্ঠিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র শিক্ষার্থী। উল্লেখ্য, তাকরিম গত ২৮ শে মে ২০২২ খ্রিঃ তারিখে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।

    কুরআন হিফজের এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়। হাফেজ সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

    প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকরিমকে ১ লক্ষ রিয়াল, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    ১১১ দেশের ১৫৩ জন হাফেজে কোরআন এর মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমদ তাকরিমকে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক সমাজিক সংগঠন ডেইলপাড়া করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

  • কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মাদরাসা পরীক্ষার্থীর মৃ’ত্যু

    কিশোর গ্যাংয়ের ছু’রিকাঘাতে মাদরাসা পরীক্ষার্থীর মৃ’ত্যু

    তালহা চৌধুরী রুদ্র :

    কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সিয়াম (২২) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার তিতাস উপজেলার গাজীপুর মাদরাসার সামনে এ ঘটনা ঘটেছে।

    নিহত সিয়াম মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন।

    বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন দাস।

    তিনি বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে সত্য। আমাদের অফিসাররা কাজ করছে এটা নিয়ে। আমি কুমিল্লায় মিটিংয়ে আছি। থানায় গিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাব।

  • বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

    টেকনাফ প্রতিনিধি::

    টেকনাফে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে হোয়াইক্যং সার্ভিস সেন্টার টেকনাফ, কক্সবাজার অফিসে প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (পিএফটি) মিটিং এর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে আরটিএম ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় প্রজনন স্বাস্থ্য সেবার কার্যক্রম পুরুষ- মহিলা, বালক-বালিকা এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে স্থানীয় এবং জোরপূর্ব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সেবা. মানসিক স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

    উক্ত প্রকল্পের আওতায় ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পাতিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বন্ধুর, হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এর শুভেচ্ছা বক্তব্য এবং জানুয়ারী’২০২২ থেকে আগষ্ট’২০২২ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিষয় উপস্থাপন করেন মো: আমিনুর রহমান, সার্ভিস সেন্টার ম্যানেজার এবং উন্মুক্ত আলোচনায় সকলের প্রশ্নোত্তর প্রদান করেন মো: নাজমুল হক, ট্রেনিং কাম প্রোগ্রাম স্পেশালিষ্ট। একজন সমাজ সেবক হিসাবে পিএফটি সদস্যের দায়িত্ব এবং আগামীতে পিছিয়ে পড়া লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীকে কিভাবে সমাজের বোঝা নয় সম্পদ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে ’কাউকে বাদ দিয়ে নয়’ শ্লোগানকে সামনে রেখে সকল পিএফটি সদস্যগণ কাজ করার জন্য একমত পোষন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য জালাল আহমেদ, স্থানীয় গন্যমান্য, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, ছাত্র এবং আরটিএম ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডা: মারুফা আক্তার কোয়ালিটি এ্যাসুয়েরেন্স অফিসার এবং মো: মোদাসির হক ফিল্ড মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার প্রমুখ।

  • মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মহেশখালীতে মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান: চোলাই ও ওয়াশ মদ সহ আটক-২

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালীর গহীন পাহাড়ে মদ তৈরির কারখানায় অভিযান। প্রস্তুতকৃত ৩০০লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ ২ ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

    বুধবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর এই অভিযানটি পরিচালনা করেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় একটি ফোর্স।

    মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়ার গহীন পাহাড়ে নির্মিত স্থানীয় ফারুকের উক্ত মদ কারখানায় থানা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাই, ২০০০ লিটার ওয়াশ মদ ও মদ তৈরীর সকল উপকরণ জব্দ করা হয় এবং প্রস্তুতকৃত মদ সহ শাহাদাত উল্লাহ (২৮) পিতা: মৃত মোহাম্মদ ছিদ্দিক ও মহিম উদ্দিন(২২) পিতা: আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এবং কারখানা মালিক মোহাম্মদ ফারুক পিতা: ওসমান, নামের অপর একজন পালিয়ে যায়। তাঁরা সকলে অত্র ইউনিয়েনের দেবাঙ্গ পাড়ার বাসিন্দা বলে জানা যায় ৷

    এব্যাপারে অভিযানটির নেতৃত্বদানকারী মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর দেবেঙ্গা পাড়ার মূল সড়ক হতে প্রায় ১ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে ৷ অভিযানে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদ, ওয়াস মদ জব্দ সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন সহ আটককৃতদের জবানবন্দি অনুযায়ী অপরাপর মাদক ব্যাবসায়ী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • ফটিকছড়িতে বেড়েছে চোখ ওঠা রোগ। ফটিকছড়ি প্রতিনিধি

    ফটিকছড়িতে বেড়েছে চোখ ওঠা রোগ। ফটিকছড়ি প্রতিনিধি

    তালহা চৌধুরি রুদ্র,

    চট্টগ্রামের ফটিকছড়িতে চোখ ওঠা রোগের প্রকোপ বেড়েছে। প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এ রোগে আক্রান্ত হচ্ছেন। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। চিকিৎসকরা বলছেন, গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে কনজাংটিভাইটিস বা কনজাংটিভার বলা হয়। তবে স্থানীয়ভাবে এ সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াচে। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

    হাসপাতাল সূত্রে জানা যায় অন্য সময়ের তুলনায় দুই থেকে তিনগুন চোখের রোগী বেড়েছে।

    সরজমিনে ফটিকছড়ি কয়েকটি চক্ষু চিকিৎসক এর চেম্বারের ঘুরে দেখা যায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগির মধ্যে ১৪ থেকে ১৫ জনই ছিলেন চোখ ওঠার রোগী।

    ফটিকছড়ির পাইন্দং ইউপির বেড়াজালীর একটি স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র তাসিন হঠাৎ চোখ ওঠা রোগে আক্রান্ত হলে চিকিৎসক এর পরামর্শ নিলে চোখের ড্রপ দে। চিকিৎসকের পরামর্শ নিলেও এর পর দিনই তার ছোট ভাই তামিম’র ও একি রোগে আক্রান্ত হয়।

    ফটিকছড়ির কয়েকটি ফার্মেসীর মালিকদের সাথে কথা বলে জানা যায় গত কয়েকদিনে আগের তুলনায় চোখের ড্রপের চাহিদা বেড়েছে দুই থেকে তিনগুণ।

    ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘চোখ ওঠা ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই সচেতন হতে হবে আর আক্রান্তরা উদ্বিগ্ন না হয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাসায় আইসোলেশনে থাকতে হবে। চোখের রোগের জন্য আমদের আলাদা সেবা কর্ণার আছে। আমরা সেখান থেকে পর্যন্ত সেবা দিচ্ছি।