Author: UkhiyaVoice24

  • নাইক্ষ্যংছড়িতে ৩ মেয়ের মারধর ও কামড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পিতা।

    নাইক্ষ্যংছড়িতে ৩ মেয়ের মারধর ও কামড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পিতা।

    কপিল উদ্দিন (জয়) নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    নাইক্ষ্যংছড়ি ২০ আগস্ট ২২ ইং
    নাইক্ষ্যংছড়িতে সম্পত্তির লোভে ৩ মেয়ে, জামাই ও জি নাতীর হাতে আহত সদর ইউনিয়নের আসারাফ মিয়া পাড়ার অসহায় পিতা আব্দুল জব্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্হানীয় সুত্রে জানা যায়, আব্দুল জাব্বির একজন আলেম ও হাজী। সে বেশিরভাগ সময় তাবলীগ জামায়াত ও মসজিদেরই সময় কাটান। শেষ বয়সে তিনি মসজিদ, মাদ্রাসায় কিছু জমি দিতে চাইলে তার জীবিত ৩ মেয়ে ও জামাইরা বাধা দে। এ নিয়ে ৭২ বৎসরেরে বৃদ্ধ আব্দুল জব্বারকে বেশ কয়েক বার হামলা করেছে। সর্বশেষ গত ১৭ আগস্ট তাকে প্রাণে মেরে গুম করে তার সম্পত্তি দখলে নেওয়ার হুমকি দেওয়ায়, ১৮ আগস্ট’২০২২ তিন মেয়ে, তিন জি জামাই কে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছে তিনি। এ বিষয়ে অসহায় পিতা আব্দুল জব্বার হাসপাতালের বিছানায় শুয়ে কেঁদে কেঁদে এই প্রতিবেদক কে বলেন, তিনি তার বড় মেয়ের নাতি আনোয়ারুল ইসলাম কে ৭ শতক জমি দেওয়ায় শুক্রবার ১৯ আগস্ট সাকাল ৮ ঘটিকায় আমি মরগেজ থেকে বাড়িতে এসে ভাত খাওয়া অবস্থায়, মেয়ের জামাই ফকির আহমদ, আব্দুর রহিম, মোঃ রফিক এবং স্হানীয় এক জনপ্রতিনিধি সহযোগিতায়, আমার মেয়ে গোলতাজ খাতুন, আমেনা আক্তার, ও নাসিমা আক্তার সহ তাদের ছেলেদের নিয়ে আমাকে প্রাণ নাশের উদ্দেশ্য মারধর করে আর বলে সমস্ত জমি আমাদের লিখে দে না হয় তোকে প্রাণে মেরে ফেলবো বলে আমাকে মাটিতে পেলে আমার দাঁড়ি টেনে ছিড়ে ফেলে আর গলা টিপে ধরে এবং ৩ মেয়ে ও ২ নাতি আমার শরীরে কামড়ে ধরে আমার জমানো ৭০ হাজার টাকা ছিনিয়ে নেই। স্হানীয় মাদ্রাসার পরিচালক মওলানা ফরিদুল আলম, জহির আলম,শাহাব উদ্দিন, আব্দুল আজিজ জানান, হুজুরের শো চিতৎকারে আমরা এসে তাকে তাদের হাত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। বর্তমানে তার অবস্থা আশংকা জনক, এলাকাবাসী এসমস্ত কু সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতায়ধীন ১৫ আগস্ট শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

    শনিবার ২০ আগস্ট, জালিয়াপালং ইউনিয়ন ইনানী ফরেস্ট রেস্ট হাউজে অনুষ্ঠিত শোক সভায় সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করে দিনব্যাপী কর্মসূচি শুরু করে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে একে একে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
    এদিকে সকাল ১০টায় জালিয়াপালং ইউনিয়নের আওতাধীন ইনানী ফরেষ্ট রেস্ট হাউজ থেকে মেরিন ড্রাইব সড়কে বের করে বিশাল শোক র‍্যালী,এসময় জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সাড়ে ১১টায় ইনানী ফরেস্ট রেস্ট হাউজ প্রঙ্গণে কোরআন তেলোয়াত, ত্রীপিটক ও গীতা পাঠ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরের গণভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে জালিয়াপালং ইউনিয়নড় আওয়ামী লীগের উদ্যোগে ২০ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ পালন করা হয়।

    উখিয়া উপজেলা আওতাধীন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    জেলার সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এসময় আরো সিনিয়র নেতৃবৃন্দ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা ও
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী উপস্থিত ছিলেন।

    উক্ত আয়োজিত আলোচনা সভায় জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদারের সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থিতি বক্তব্য রাখেন জালিয়া পালং ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ ও সিনিয়র নেতৃবৃন্দ।

    যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম জাতীয় শোক দিবস পালনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালী ও আলোচনা সভা শেষে গনভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন করা হয়েছে।

  • বিরামপুর পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন- জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম

    বিরামপুর পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন- জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম

    বিরামপুর পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন- জেলা
    নির্বাচন অফিসার শাহীনুর আল

     

     

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২২ এর দ্বিতীয় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক।

    শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল ৩টায় বিরামপুর পৌর সভায় ১,২,৩নং ওয়ার্ডর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ছবি উত্তোলন পরির্দশন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক।

     

    এসময় বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক আতাউর, বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন, ১নং পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, ২নং পৌর কাউন্সিলর নুরে আলম, ৩নং পৌর কাউন্সিল প্রফেসর মোজ্জামেল হক, সুপারভাইজার মিজানুর রহমান মিজান, তথ্যসংগ্রহকারীদ্বয় মেজবাউল হক মাসুম, তাইজুল ইসলাম তাজুল, শারমিন আক্তার চুমকি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

     

    ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় ধাপ ছবি উত্তোলন পরির্দশন শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক বলেন, আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে তথ্যসংগ্রহ করেছেন। সেই সঙ্গে ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতায়ধীন, পালঙখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫ আগস্ট শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

    শুক্রবার ১৯ আগস্ট সকাল ৯ টায় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতহয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করে দিনব্যাপী কর্মসূচি শুরু করে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ। পরে একে একে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
    এদিকে সকাল ১০টায় থাইংখালী স্টেশন থেকে শোক র‌্যালি বের করে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সাড়ে ১১টায় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন তেলোয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরের গণভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পালংখালী ইউনিয়নড় আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়।

    উখিয়া উপজেলা আওতাধীন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক সভার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্রোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    জেলার সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এসময় আরো সিনিয়র নেতৃবৃন্দ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা ও
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী উপস্থিত ছিলেন।

    আলোচনা সভার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর শুক্রর মেম্বারের সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থিতি বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমির উদ্দিন, পালংখালী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মঞ্জুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সাধারন সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুর মোহাম্মদ শেখর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম জাতীয় শোক দিবস পালনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালী ও আলোচনা সভা শেষে গনভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন করা হয়েছে।

  • কক্সবাজার সদর উপজেলাধীন খুরুলিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

    কক্সবাজার সদর উপজেলাধীন খুরুলিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ০৫ নং ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া সওদাগরপাড়া এলাকায় একজন দুষ্কৃতিকারী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৭/০৮/২০২২ ইং তারিখ অনুঃ ১৭.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে একজন ব্যক্তিকে হাতে প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করতে দেখে। তখন বর্ণিত ব্যক্তি র‌্যাবের আভিযানিক সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক সফিজ উদ্দিন (৩৬), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-মৃত খোদেজা বেগম, সাং-ভূমরা দহ, ওয়ার্ড নং-০৮, ভূমরাদহ, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁওকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ০১ টি থ্রিকোয়ার্টারগান ও ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে ঠাকুরগাঁও জেলার একজন স্থানীয় বাসিন্দা, পেশাদার অস্ত্র/ইয়াবা ব্যবসায়ী এবং প্রায়শই সে কক্সবাজারে এসে অস্ত্র/ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এছাড়াও সে জানায়, কক্সবাজারে সন্ত্রাসী গ্রপের কাছে জব্দকৃত অস্ত্রের বিনিময়ে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ে গিয়ে ইয়াবা ব্যবসা করার পরিকল্পনা করেছিল এবং তা বাস্তবায়নের পূর্বেই র‌্যাব তাকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • বাঁশখালীতে বিভিন্ন হোটেল-রেস্টোরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

    বাঁশখালীতে বিভিন্ন হোটেল-রেস্টোরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৭ টি হোটেল-রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

    অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় উপজেলার হোটেল নিউ সাফরানকে ২৫ হাজার টাকা, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার,ইয়েলো ক্যাফসিকেম ১৫ হাজার ,চাম্বল আদিবা ভাত ঘর এন্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা,পুঁইছুড়ি হোটেল নিউ ধান সিঁড়িকে ১৫ হাজার , বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা এবং চাম্বল বাজার তাসফিয়া ইলেকট্রনিকস দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ৭টি হোটেল-রেস্টুরেন্ট ও একটি অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এক ইলেকট্রনিকস দোকানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পুরা বাঁশখালীতে অব্যাহত থাকবে।

  • জাতির জনকের ১৫ আগস্ট, শোককে শক্তিতে রূপান্তরের উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    জাতির জনকের ১৫ আগস্ট, শোককে শক্তিতে রূপান্তরের উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ১৫ আগস্ট, ২০২২ শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আজ সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগ প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে, একে একে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
    এদিকে, সকাল ১০টায় উখিয়া সদর স্টেশন থেকে শোক র‌্যালি বের করে উখয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বি়ভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সাড়ে ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন তেলোয়াত, ত্রীপিটক ও গীতা পাঠ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরের গণভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনছুর চৌধুরী।

    আলোচনা সভায় সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, আরো বক্তব্য রাখেন রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারন সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবরীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক লীগের সভাপতি সরোয়ার কামাল পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুর মোহাম্মদ শেখর, সাবেক ছাত্রলীগের সভাপতি মকবুল হোছাইন মিথুন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন দে, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা এডভোকেট রবীন্দ্র দাশ রবি, ছাত্রনেতা তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল ও অন্যান্য নেতৃবৃন্দ।

    যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

  • বিরামপুরে এক যুবকের মরদহ উদ্ধার

    বিরামপুরে এক যুবকের মরদহ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর পৌর শহর এলাকা দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাকিব পাবর্তীপুর উপজেলার সংকরপুর গ্রামের মিন্টু প্রামানিক এর ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগানে মাহবুব আলম সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আরো জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে থেঁতলানো এবং গলায় গামছা পেঁচানো ছিলো। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি রংয়ের টি-সার্ট রয়েছে।

    বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
    নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

  • বাঁশখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ

    বাঁশখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন বাঁশখালীর পক্ষ হতে ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ (দফাদার, মহল্লাদার) সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৬ আগষ্ট ২২) বিকালে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ে ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত (দফাদার, মহল্লাদার) ১৩৫ জনের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরনের অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

    এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম,বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ঘূর্ণিঝড় প্রস্তুত্তি কর্মসুচী (সিপিপি) উপজেলা সমন্বয়কারি কল্যাণ বড়ুয়া, ইউপি সদস্য রশিদ আহমদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত(দফাদার, মহল্লাদার) ১৩৫ জনের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরন সহ সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।

  • উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত ও র‍্যালি আয়োজন করা হয়।

    উখিয়ার গয়ালমারা দাখিল মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত ও র‍্যালি আয়োজন করা হয়।

    ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা’র ২নং রত্নাপালং ইউনিয়ন এর গয়ালমারা দাখিল মাদ্রাসায় র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহাফিল উদযাপন করা হয়।

    আজ(১৫আগষ্ট২০২২)গয়ালমারা দাখিল মাদ্রাসা সংলগ্ন হলরুমে এই আয়োজন করা হয়।এতে প্রথম শ্রেনি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র/ছাত্রী উপস্থিত থেকে এক কিলোমিটার পথ অতিক্রম করে র‍্যালি ও মাদ্রাসার হলরুমে রচনা,কবিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিত্র অংকনের প্রতিযোগীতার আয়োজন করা হয়।

    সভায় প্রথম অধিবেশনে( সুপার) মাওলানা দিল মুহাম্মদ এর সভাপতিত্বে মাস্টার হাসেম এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার আবুল হোসাইন।

    তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। তিনি আরো বলেন, আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

    মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম বলেন,বঙ্গবন্ধু আপদমস্তক একজন বাঙালী ছিলেন, বাঙালী জাতির মুক্তির ত্রাতা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা।

    সভায় সভাপতির বক্তৃতায় অত্র প্রতিষ্টানের পরিচালক মাওলানা দিল মুহাম্মদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি এবং অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা। তাঁর মতো জাতীয়তাবাদী নেতা সমসাময়িক বিশ্বে ছিল বিরল। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, বাঙালীকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন।

    আলোচনা শেষে অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকা মিলে ছাত্র ছাত্রীদের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন।

    এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে কোরআনের কিছু সুরা তেলওয়াত করে এবং বিশেষ দোয়ার আয়োজন শেষে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।