Author: UkhiyaVoice24

  • শেখ কামালের জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

    শেখ কামালের জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। উক্ত আলোচনা সভায় জীবণী বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    এর আগে শেখ কামাল এর জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখা এর পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩ তম জন্মদিন আজ।

    ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণ হারান।

    দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির মানুষ এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি (শেখ কামাল) দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় এদেশে আধুনিক ফুটবলের পথিকৃৎ তিনি। খেলাধুলার সব শাখাতেই ছিল তাঁর মুন্সিয়ানার ছাপ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের হাতে তাঁর নির্মম হত্যাকান্ডের পর দেশের ক্রীড়াক্ষেত্রের অগ্রযাত্রা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।

    শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি এ অনার্স পাস করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতাই ছিলেন না। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে সুপরিচিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় প্রচন্ড উৎসাহ ছিল তাঁর। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

  • বাঁশখালীর ১৩ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

    বাঁশখালীর ১৩ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

    শপথ পাঠ অনুষ্ঠানের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এসময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
    শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    চট্রগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নিলেন সদ্য অনুষ্টিত হওয়া বাশঁখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন।
    ১/আসহাব উদ্দীন,স্বতন্ত্র বি এন পি।
    ২/সালাউদ্দীন কামাল স্বতন্ত্র
    ৩/জসিম হায়দার নৌকা
    ৪/তাজুল ইসলাম নৌকা
    ৫/সাহাদত আলম নৌকা
    ৬/খ -কফিল উদ্দীন নৌকা
    ৬/ক-ইবনে আমীন নৌকা
    ৭/রশিদ আহমদ নৌকা
    ৯/ক-কায়েস ছরোয়ার নৌকা
    ৯/খ-লিয়াকত আলী স্বতন্ত্র
    ১১/তারেকুর রহমান স্বতন্ত্র
    ১২/ক-হারুনর রশিদ স্বতন্ত্র
    ১২/খ-মোরশেদুল ইসলাম ফারুকী স্বতন্ত্র জামাত।

  • উখিয়া উপজেলা অন্তর্ভুক্ত রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী থিমছড়ি স্পোর্টস ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

    উখিয়া উপজেলা অন্তর্ভুক্ত রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী থিমছড়ি স্পোর্টস ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

    মোবারক হোসেন সৈকত উখিয়া উপজেলা প্রতিনিধি

    উখিয়া উপজেলা অন্তর্ভুক্ত রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী থিমছড়ি স্পোর্টস ক্লাবের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
    এতে উপস্থিত ছিলেন থিমছড়ি স্পোর্টস ক্লাব এর সম্মানিত সভাপতি মোঃ আবছার ও
    সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ
    শহিদুল ইসলাম (সহ সভাপতি)
    সহ সাধারণ সম্পাদকঃ দিদারুল আলম
    সাংগঠনিক সম্পাদকঃ ইউসুফ হাসান বাপ্পু
    সহ সাংগঠনিক সম্পাদকঃ শওকত আলি
    অফিস ও অর্থ সম্পাদকঃ নুরুল আজিম
    সহ অফিস ও অর্থ সম্পাদকঃ হারুনুর রশিদ
    টিম ম্যানেজারঃ মেহেরাব হোসেন অপি
    সহ টিম ম্যানেজারঃ নিজামুল হাসান সেকান
    প্রচার সম্পাদকঃ আবিদুল ইসলাম
    সহ প্রচার সম্পাদকঃ সাইফুল ইসলাম সোহেল
    এই সময় উপস্থিত ছিলেন।
    এ ছাড়া উপস্থিত ছিলেন থিমছড়ি স্পোর্টস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

    এই সময় সভাপতি বলেন সকলে সকলের সহযোগিতায় আমাদের থিমছড়ি স্পোর্টস ক্লাব আজ দুই বছর বর্ষপূর্তি উদযাপন করতে পারলাম।
    এবং সবাইকে একসাথে ক্লাবের প্রতি উন্নয়ন মুলক ও ক্রীড়া মুলক কাজ করার জন্য নির্দেশ দেন।

    সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ বলেন,ক্রীড়াই আমাদের মূল লক্ষ্য, ক্রীড়াই পারবে আমাদের মাদক থেকে দূরে রাখতে এবং সকলকে ক্লাবের প্রতি উন্নয়ন করতে।

    সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই বলেন ক্লাব কে উন্নয়নমূলকের দিকে নিয়ে যেতে হলে পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে এবং সভাপতি ও সাধারণ বাধা কাকে বলে আমাদের হিমছড়ি স্পোর্টস ক্লাবের আর 2 বছর বর্ষপুর্তি সকলের সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে এবং সামনে আরো এইরকম কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন।

  • টিউমার থেকে বাঁচতে চায় উখিয়ার সিরাজুল হক।

    টিউমার থেকে বাঁচতে চায় উখিয়ার সিরাজুল হক।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    দরিদ্র পরিবারের সন্তান সিরাজুল হক। বয়স প্রায় ৫২ বছর। তার পেটে খাদ্য থলিতে বিশালকার একটি টিউমারের যন্ত্রণায় ছটফট করছে সিরাজুল হক।

    সে শুধুই কাঁদছে এবং বলছে আমাকে বাঁচান। দীর্ঘ ১ বছর থেকে এই টিউমার রোগে আক্রান্ত সিরাজুল হক । টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পারায় সম্প্রতি মরণ ব্যাধি হয়ে দাড়াচ্ছে। ডাক্তাররা বলেছেন, জরুরিভাবে তাকে অপারেশন করা না হলে তাকে আর বাঁচানো যাবে না।

    কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগিলিয়া গ্রামের মৃত আলিমিয়ার বড় ছেলে সিরাজুল হক (৫২)। অসহায় দরিদ্র সিরাজ’কে সুস্থ করার আশায় সহায় সম্পদ যা ছিলো সবই বিক্রি করে নি:স্ব এখন পরিবারটি।এ-পরিবারটির নেই মাথা গোজার ঠাই, আর নেই কোন ছেলে, একা স্ত্রী নিয়ে বসবাস করে সাংসারিক খরজ জোগায়। সিরাজকে বাঁচাতে যে অর্থ প্রয়োজন, তা যোগাড় করতে পারছে না পরিবারটি। ফলে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সিরাজুল হক ।

    সিরাজকে সুস্থ করতে সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের সহযোগিতা চেয়েছেন সিরাজের স্বজন ও এলাকাবাসী। টিউমার আক্রান্ত সিরাজের ছোট ভাই ফরিদুল আলম বলেন, প্রায় ১ বছর আগে থেকে খাদ্যের (থলি)তে দেখা দেয় ছোট আকারের একটি টিউমার। দিন যতোই যায় ততোই টিউমারটি ফুলে বড় হতে থাকে। ’পরে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার ফুয়াদ আল খাতীব হাসফাতালে একটি ক্লিনিকে অস্ত্রোপচারও করান। ভালোই ছিলেন এক বছর। পরে ধিরে ধিরে টিউমারটি আবার বড় হতে থাকে। সেই সাথে বাড়তে থাকে অসহ্য নরক-যন্ত্রণা। মাঝে মাঝে টিউমার এর যন্ত্রনায় নিশ্বাস এর ক্ষতির প্রভাব পেলে। তখন অন্যর সাহায্যে ছাড়া চলতে পারেন না।

    অসহায় সিরাজুল হক চরম হতাশে বলেন, আমি বাঁচতে চাই। দয়া করে আপনারা আমাকে বাঁচান। কাজকর্ম করতে না পারায় আমার সংসার চলে না। সংসার না চলায় আমার স্ত্রীকে কে দেখবে! তার ছোট ভাই ফরিদুল আলম বলেন, দেশের ও দেশের বাহিরের বিত্তবান ও উখিয়া উপজেলা ইউএনও এবং রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ কক্সবাজার জেলার সকল সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট আমার বড় ভাই’র চিকিৎসার্থে সহায়তা চাই। আমার বড় ভাই’ স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে বাচতে চাই।

    দুর্বিষহ টিউমার নিয়ে১ বছর ধরে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে সিরাজের। সুস্থ হয়ে বেঁচে থাকতে নিরূপায় হয়ে ছোট ভাই ফরিদুল আলম তার পক্ষ হয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

    সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, সিরাজকে বাঁচাতে হলে দ্রত অপারেশন করতে হবে। অপারেশন না করালে টিউমারটি ক্যান্সারে পরিণত হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়বে,এবং অপারেশন করতে আনুমানিক ২-৩ লক্ষ টাকা প্রয়োজন বলে ডাক্তার পরামর্শ দেন ও তারাতাড়ি অপারেশন করার জন্য বলেন।

    অসহায় সিরাজের ছোট ভাই আরো বলেন, বড় ভাই সিরাজকে সুস্থ করতে সম্পদ যা ছিলো তা বিক্রি করে এখন আমরা নিশ্ব। তাছাড়াও গত ১ বছর আগে থেকে টিউমার আক্রান্ত হয়ে দু’বেলা খাবার জোটানোও দু:সাধ্য হয়ে পারছে না সিরাজ। দেখতে দেখতে সিরাজে টিউমারটি অস্বাভাবিক বড় হয়ে গেছে। এ কারণে সে স্বাভাবিক চলাফেরা করতে পারেছে না। অপারেশন ও চিকিৎসা না করলে কোনোভাবেই সিরাজকে বাঁচানো যাবে না। সিরাজকে বাঁচাতে সমাজের তথা দেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও তার ছোট ভাই। সহায়তা পাঠাতে ও বিস্তারিত জানতে পারেন এই (পার্সনাল বিকাশ নাম্বার) 01825-259956 ও কনটাক্ট নাম্বার।

  • মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    নিয়োগ বিজ্ঞপ্তিঃ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অধিনে মহেশখালী উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে এমন কিছু লোক প্রয়োজন।

    বেতনঃ- (কর্ম দক্ষতা অনুযায়ী) আলোচনা সাপেক্ষে।

    “আগ্রহীগন দ্রুত যোগাযোগ করোন” শাকের তালুকদার 01890105841

    পদ সংখ্যাঃ- ১০ জন__(ছেলে /মেয়ে উভয় কে অগ্রঅধিকার দেওয়া হবে, এবং (মহেশখালী উপজেলার স্থানীয় লোক হতে হবে)

    শিক্ষাগত যোগ্যতাঃ- সততা+ধৈর্য্য এবং, SSC পাস হতে হবে।

    যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ 01890105841

    শাকের তালুকদার মহেশখালী টিম প্রধান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

  • উখিয়াতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    উখিয়াতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    নিয়োগ বিজ্ঞপ্তিঃ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অধিনে উখিয়া উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে এমন কিছু লোক প্রয়োজন।

    বেতনঃ- (কর্ম দক্ষতা অনুযায়ী) আলোচনা সাপেক্ষে।

    “আগ্রহীগন দ্রুত যোগাযোগ করোন” 01871336231

    পদ সংখ্যাঃ- ১০ জন__(ছেলে /মেয়ে উভয় কে অগ্রঅধিকার দেওয়া হবে, এবং (উখিয়া উপজেলার স্থানীয় লোক হতে হবে)

    শিক্ষাগত যোগ্যতাঃ- সততা+ধৈর্য্য এবং, SSC পাস হতে হবে.!!

    যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ   01871336231

    Badurul Alam Sagor_TC-Ukhia Upazila….!!

  • চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত

    চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত

    চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের
    ১২ পর্যটক নিহত

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
    চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তবে পর্যটকগণ হাটহাজারী থেকে ঝর্ণা দেখতে এসেছলো।
    বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।
    তিনি বলেন, চট্টগ্রাম হাটহাজারী থেকে খৈয়ারছড়া ঝরনায় যাওয়ার পথে একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১২ যাত্রী নিহত হয়েছেন।
    নিহতদের বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর যুগীরহাট বলে জানাগেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের নসিব দান করুন।

  • উখিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা

    উখিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা

    কাজল আইচ উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব জাহাঙ্গীর কবির চৌধুরী ও প্রত্যক্ষ কাউন্সিল বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা।

    ২৮ জুলাই ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের কার্যক্রম বিকালের দিকে সুসম্পন্ন হয়।

    অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করে পায়রা উড়িয়ে ১ম অধিবেশন শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

    বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

    উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

    সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ টিম প্রধান এডভোকেট রনজিত দাশ।

    কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের জাতীয় সংসদ সদস্য শাহীনা আক্তার এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
    কক্সবাজার রামু আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাঈমুন সরওয়ার কমল এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব এইচ এম ইউনুস বাঙ্গালী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরীসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

    উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও ডেলিকেট বৃন্দ।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন নেতৃবৃন্দ। এতে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হন, পরে ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থীর
    লড়াই শেষে প্রাপ্ত ভোট পেয়েছেন কামাল উদ্দিন মিন্টু তালা মার্কা ৭৬, নুরুল হুদা আপেল মার্কা ১৩৯, ফরিদুর আলম কন্ট্রক্টর ফুটবল মার্কা নিয়ে ১০ ভোট।

    সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই উখিয়া উপজেলা আওয়ামী লীগ এবং দলকে শক্তিশালী করে এগিয়ে নিবে এই প্রত্যাশা করেন।

  • আধুনিক সভ্যতার বিবর্তনে হারিয়ে গেছে গরুর গাড়ি

    আধুনিক সভ্যতার বিবর্তনে হারিয়ে গেছে গরুর গাড়ি

    আধুনিক সভ্যতার বিবর্তনে হারিয়ে গেছে গরুর গাড়ি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহি গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটছে, পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্য। উন্নয়ন ঘটছে, পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্য।

    গ্রামবাংলার এক সময়ের জনপ্রিয় গরুর গাড়ি এখন যেন রুপকথার গল্প। সভ্যতার প্রায় উন্মেষকাল থেকেই বাংলাদেশের সবর্ত্রই যাতায়াত ও পরিবহনের জন্য একটি গুরুত্বপূণর্ যান ছিল ‘গরুর গাড়ি’। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে যন্ত্রচালিত লাঙল বা পাওয়ার টিলার এবং নানা যন্ত্রযানের উদ্ভবের ফলে বিলুপ্তি প্রায় ‘গরুর গাড়ি’।

    জানা যায়, গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রিস্টজন্মের ১৬০০-১৫০০ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল, যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলায় এ ঐতিহ্য আজ তা বিলুপ্তির পথে।

    একসময় উত্তরাঞ্চলের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। বিশেষ করে এই জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বাহন।

    মাঝেমধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি গরুর গাড়ি চোঁখে পড়লেও শহরাঞ্চলে একেবারেই দেখা যায় না। সে কারণে শহরের ছেলেমেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও গরুর গাড়ি শব্দটির সঙ্গে পরিচিত নয়। এমনকি অনেক শহুরে শিশু গরুর গাড়ি দেখলে বাবা-মাকে জিজ্ঞেস করে গরুর গাড়ি সম্পর্কে।

    গরু গাড়ি দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা এক প্রকার বিশেষ যান। এ যানে সাধারণত একটি মাত্র অক্ষের সাথে চাকা দুটি যুক্ত থাকে। গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ জুটি মিলে গাড়ি টেনে নিয়ে চলে। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। আর পেছনে বসেন যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় গাড়ির পেছন দিকে। বিভিন্ন কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক।

    দুই যুগ আগেও গরুর গাড়িতে চড়ে বর-বধূ যেত। গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনাও করা যেত না। বিয়ে বাড়ি বা মাল পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র পরিবহন বাহন। গরুর গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল।

    আর তাই চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে ‘ওকি গাড়িয়াল ভাই’ কিংবা ‘আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া ন্যাং মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল’ এরকম যগান্তকারী সব ভাওয়াইয়া গান।

    মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য বাহন হিসেবে ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমনসহ বিভিন্ন মালগাড়ি। মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, বেবিট্যাক্সি, অটোরিকশা ইত্যাদি।

    ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়ে না গরুর গাড়ি। অথচ গরুর গাড়ির একটি সুবিধা হলো, এতে কোনো জ্বালানি লাগে না। ফলে ধোঁয়া হয় না। পরিবেশের কোনো ক্ষতিও করে না। এটি পরিবেশবান্ধব একটি যানবাহন।

  • চট্টগ্রাম আদালতে দুর্নীতি মামলায় আলোচিত ওসি প্রদীপের ২০ বছর, স্ত্রী চুমকির ২১ বছরের কারাদণ্ড।

    চট্টগ্রাম আদালতে দুর্নীতি মামলায় আলোচিত ওসি প্রদীপের ২০ বছর, স্ত্রী চুমকির ২১ বছরের কারাদণ্ড।

    চট্টগ্রাম আদালতে দুর্নীতি মামলায় আলোচিত ওসি প্রদীপের ২০ বছর, স্ত্রী চুমকির ২১ বছরের কারাদণ্ড।

     

    “আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি,,
    অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারনকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

    বুধবার (২৭ জুলাই) সকালে সোয়া ১১টায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় দেন। দুদক আইনজীবী মাহমুদুল হক এই তথ্য নিশ্চিত করেন।

    দুদক সূত্র জানায়, প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

    মেজর সিনহা হত্যা মামলার পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন প্রদীপ। দুর্নীতির এই মামলায় গত ২৩ মে প্রদীপের স্ত্রী চুমকি কারন আদালতে আত্মসমর্পণ করেন।

    দুদকের মামলায় প্রদীপের যেসব অবৈধ সম্পদের অভিযোগ আনা হয় তার মধ্যে রয়েছে চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটায় একটি ছয়তলা বাড়ি, ষোলশহরে সেমিপাকা ঘর, ৪৫ ভরি সোনার গয়না, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস এবং কক্সবাজারে ফ্ল্যাট।

    সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২০ সালের ২৩ অগাস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলাটি দায়ের করা হয়।

    দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী দায়ে দায়েরকৃত এই মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

    পরবর্তীতে এই মামলার তদন্তকালে টাকার অংকে কিছু পরিবর্তন আনে দুদক। ২০২১ সালের ২৮ জুলাই দুদকের মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আসামি প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

    অভিযোগপত্রে সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়।

    গত ১৮ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে এ মামলায় দুদকপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারক ২৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।

    এই মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে দুদকের পক্ষে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের ২ জন সাফাই সাক্ষী দেন। রায় ঘোষণার সময় ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।