Category: অপরাধ

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

    কফিল উদ্দিন জয়
    নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পাহাড়ের ঝিরির পথ থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী এলাকার সীমান্তের ৪৯ নং পিলার সংলগ্ন ঢেকুবুনিয়া গ্রামের একটি গহীন পাহাড়ের ঝিরির পথ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ বলছে, নিহত ওই পুরুষের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।

    পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যারদিকে ওই এলাকার গহীন পাহাড়ের ঝিরির পথে অর্ধগলিত অবস্থায় ওই পুরুষ লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ৮টারদিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুরুষ লাশ উদ্ধার করে।

    ২৭ জুন রবিবার সকালে
    বিষটি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

    ঘটনাস্থলে লাশের সুরতহাল করেছেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

    পুলিশ জানান, ওই পুরুষ লাশটি পচে-গলে গেছে। দেখে এলাকাবাসীরা কেউ চিনতে পারছেন না। ধারণা করা হচ্ছে, প্রায় ১০-১৫ এক দিন আগে থেকেই ওই স্থানে লাশটি পড়ে আছে।

    তবে স্থানীয়রা লাশটির শরীরের কাপড়চোপড় দেখে প্রাথমিক ভাবে ধারনা করছেন মায়ানমারের বিদ্রোহি সংগঠন “আরসা” এর সদস্য হতে পারে।

    ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই লাশটির পুরুষ পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।
    এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

  • খরুলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

    খরুলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

    মোহাম্মদ জিয়া কক্সবাজার সদর প্রতিনিধি।

    কক্সবাজার সদরের ঝিংলজার ইউনিয়নের খরুলিয়ায় ঘাটপাড়ায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিঘাতে মোর্শেদ আলম (২২) নামের এক যুবক খুন হয়েছেন।

    শনিবার বিকাল ৪টার দিকে ঘাটপাড়া বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র।

    সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানিয়েছন, নিহত মোর্শেদ ও কোনার পাড়ার ফরিদুল আলমের পুত্র কফিল উদ্দীনের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে একজন অন্যজনকে ইয়াবা ব্যবসায়ী বলে তিরস্কার করেন। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ আলমকে ছুরিকাঘাত করেন কফিল উদ্দীন। এতে গুরুতর জখম হয় মোর্শেদ আলমের। দ্রুত তাকে উদ্ধার করে লিংকরোডের মেরিন সিটি হাসপাতালে নেয় হয়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মারা যান মোর্শেদ আলম। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

  • আমেরিকা প্রবাসী আহমেদ লিমন নামে ভূয়া ফেইসবুক আইডি বানিয়ে অপপ্রচার

    আমেরিকা প্রবাসী আহমেদ লিমন নামে ভূয়া ফেইসবুক আইডি বানিয়ে অপপ্রচার

    আলাল আহমদ এর প্রতিবেদন

     

    মৌলভীবাজার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া
    গ্রামের আমেরিকা প্রবাসী লিমন আহমেদের ছবিও নাম ব্যবহার করে হবিগঞ্জের চুনারুঘাট আমতলার হাজী চাঁন মিয়ার ছোট ছেলে হারুনুর রশীদ জুনেল সৌদি প্রবাসী দীর্ঘ দিন ধরে ভুক্তভোগীর ছবি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সংগ্রহ করে অপপ্রচার ও মানহানি জনক কর্মকাণ্ড করে আসছে। ভুক্তভোগীর ভাই বলেন হারুনুর রশীদ জুনেল দীর্ঘ দিন ধরে এমন অসম্মান জনক বিভিন্ন মেসেঞ্জারের অশ্লীল ছবি দিয়ে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে আসছে আমরা অনেক দিন বিষয়টি সামাজিক ভাবে অসম্মান জনক মনে করে চুপ ছিলাম পরে বাধ্য হয়ে হারুনের বাবা হাজী চাঁন মিয়াকে জানাই তিনি বিষয়টি আমলে নেন নি উনার ছেলেকে কোনরুপ জিজ্ঞাসাবাদ করেন নি তাই বাধ্য হয়ে আমরা আইন আইনুক ভাবে লিমন আহমেদ নামে ভূয়া ফেইক আইডিটি অনেক চেষ্টাকরেও বন্ধ করতে সক্ষম হয়নি।

  • বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মানববন্ধন

    বান্দরবানে নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মানববন্ধন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দিনদিন পাহাড়ে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েই চলছে।
    ৯২% মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক দেশে প্রকাশ্যে একজন নওমুসলিম মসজিদের ইমামকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা চরম ধৃষ্টতা।

    গত ২০ জুন’২১ রোজ রবিবার সন্ধ্যা ৭ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের ইমাম নওমুসলিম মোঃ ওমর ফারুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নগরীর দেওয়ানহাট চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা কারী দিদারুল মাওলা উপরিউক্ত মন্তব্য করেন।

    মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তানভির হোসেন। তিনি বলেন, “সারা বিশ্বে মুসলিমরা আজ শোষিত, বঞ্চিত এবং নির্যাতিত। তারই একটি নজির হলো বান্দরবানের নওমুসলিম ইমাম হত্যা। বাংলাদেশ একটি সাম্প্রতির বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, বাংলাদেশে প্রতিনিয়ত পার্বত্য অঞ্চলগুলোতে মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। যেখানে মুসলিমরা সংখ্যালঘু হওয়াতে তারা তাদের ন্যায্য অধিকারটুকুও পাচ্ছে না। তারই ধারাবাহিকতা গতকালের এই ঘটনা। এটা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। অনতিবিলম্বে এই নৃশংস অপরাধের সঠিক বিচার করুন। অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করুন।

    উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিশ্ববিদ্যালয় সম্পাদক শাজাহান হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মদ সাব্বির, নির্বাহী সদস্য সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ সহ অন্যান নগর ও থানা নেতৃবৃন্দ।

  • টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০,১০০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও ১টি টমটমসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০,১০০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও ১টি টমটমসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০.১০০
    ( দশ হাজার একশত )
    পিস ইয়াবা (মাদক) উদ্ধার মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ও ১টি ব্যাটারি চালিত টমটমসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে অদ্য ২০/০৬/২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৬:১৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন বাইতুস শরফ জামে মসজিদের পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারের সামনে হতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাকের (২৮), পিতা-মৃত আঃ মুনাফ, ২। মোঃ কেফায়েত উল্ল্যাহ (২২), পিতা-মোঃ আমিন, উভয়সাং-বড় হাবিব পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয়ের এর হেফাজত হতে ১০,১০০( দশ হাজার একশত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি ব্যাটারিচালিত টমটমসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারি আটক

    টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ নারী-পুরুষ দুই মাদক কারবারি আটক

    ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

    টেকনাফে র‌্যাব—১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী—পুরুষ দুই মাদক কারবারীকে আটক করেছে। জব্দকৃত নগদ টাকা ও ইয়াবাসহ আটক নারী—পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

    র‌্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদকদ্রব্য বহনের গোপন সংবাদ পেয়ে ১৫ জুন (মঙ্গলবার) বিকাল পৌনে ৩টার দিকে র‌্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোছনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় করে নাইট্যংপাড়ার মোঃ হাফেজ আহমদের পুত্র মোঃ ফয়েজুল ইসলাম (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিদা আক্তারকে (২৫) একটি শপিং ব্যাগসহ আটক করে।

    স্থানীয় সূত্রে জানান, মাদককারবারী টেকনাফ সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য। তাকে শপিং ব্যাগটি তল্লাশী করে ২০ হাজার ১০ পিস ইয়াবা, কিছু নগদ টাকা ও আইডি কার্ড পাওয়া যায়।

  • অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ী আটক

    অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ী আটক

    অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা। অদ্য ১৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরালীপাড়া এলাকা থেকে এই রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

    কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নুরালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ানশুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

    কক্সবাজার র‍্যাব-১৫ মিডিয়া কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‍্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় টেকনাফের ২৬ নং ক্যাম্পের ব্লক আই/৯ এর রোহিঙ্গা মোস্তফা কামালের ছেলে নুর হাসান প্রকাশ বাইন্নাকে আটক করা হয়।
    পরবর্তীতে উপস্হিত লোকজনের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি দেশীয় ওয়ানশুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

  • ভোলার মনপুরায় দুইশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ নারী ব্যবসায়ী আটক ১

    ভোলার মনপুরায় দুইশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ নারী ব্যবসায়ী আটক ১

    ভোলা প্রতিনিধি।

    অফিসার ইনচার্জ, মনপুরা থানা ভোলার সার্বিক তত্ত্বাবধায়নে এসআই (নিরস্ত্র) মোঃ ইব্রাহিম হোসেন নয়ন ও সংগীয় অফিসার ফোর্স মনপুরা থানা ভোলা ০১নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী আসামী ১। মোসাঃ আসমা আক্তার মিতু (৩৫), স্বামী-মোঃ শাহআলম, সাং- চরফৈজুদ্দিন ০৮নং ওয়ার্ড, পোস্ট হাজিরহাট, ০২নং হাজিরহাট ইউনিয়ন, থানা- মনপুরা, জেলা-ভোলাকে ২০০ (দুই শত) পিছ মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

    এ বিষয়ে মাদকের প্রচলিত আইনে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

    কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক

    অদ্য ২৪/০৫/২০২১ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রামু থানাধীন রাজাকুল ইউপিস্থ রামু বোটানিক্যাল গার্ডেন এর সামনে রামু টু মরিচ্যাগামী পাকা রাস্তার উপর একটি টমটম গাড়ি হতে গ্রেফতারকৃত আসামী ১নং মোঃ আবুল হাশেম (২৩) , পিতা- রশিদ আহমদ, সাং- করইবনিয়া।
    ২নং মোঃ আলম (২১), পিতা- আবু ছিদ্দিক, সাং- কুতুপালং, ক্যাম্প নং-০৬, ব্লক- এ/১১, সর্ব থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়ের হেফাজত হতে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিচ ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ৫জনক পিটিয়ে আহত করার অভিযোগ

    লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ৫জনক পিটিয়ে আহত করার অভিযোগ

    লালমোহন প্রতিনিধিঃ

    লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ৫জনক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের ৬নং ওয়ার্ডে ২২ মে বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
    জানা যায়, বালুরচর গ্রামে বালুরচর হাট এলাকার ইব্রাহিমদের সাথে একই বাড়ির রফিজলরা শত্রুতা করে আসছে। সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে বকাবকি, হামলা ও মারপিট করে। অর্থ বিনষ্ট করে এবং নানাভাবে হয়রানি করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ইব্রাহিমদের হাঁস পুকুরে নামলে রফিজল ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় রফিজল, শাহাবুদ্দিন শাফু, হাবিবুল্লাহ হাবু ও মিনারাসহ আরো কয়েকজন মিলে ইব্রাহিমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার মাথায় রক্তাক্ত কাটা জখম হয়। তাকে উদ্ধার করতে এলে আরজু, ইসমাইল, মফিজকে পিটিয়ে আহত করে। মারপিটের সময় হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। আহতদের লালমোহন হাসপাতালে আনা হয় এবং গুরুতর আহতদের ভর্তি করা হয়। তারা ন্যায় বিচার দাবী করেন।