Category: অপরাধ

  • উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

    গতকাল ২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

    এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ, গত ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

    নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

  • সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব এর আলটিমেটাম ও মানববন্ধন

    সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব এর আলটিমেটাম ও মানববন্ধন

    বিশেষ প্রতিনিধি

    দৈনিক প্রথম আলো’র সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা’র প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    মানববন্ধনে সভাপতির বক্তব্যে তুহিন খন্দকার বলেন,গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা মানেই সঠিক তথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।স্বাস্থ্য বিভাগের দূর্ণীতির ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের কাল হয়েছে। স্বাস্থ্য বিভাগের গুটি কয়েক দূর্ণীতিবাজ আমলার রোশানলে পরে কারাগারের অন্ধকারে বন্ধি রোজিনা। রাষ্ট্রের সম্পদ চুরি করে যদি তারা দন্ডিত নাহয়, তাহলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে তথ্য সংগ্রহ করা কেন অপরাধ হবে? তথ্য সংগ্রহে বাধা প্রদান ও শারীরিক নির্যাতনকারী কতিপয় আমলার বিচার করতে হবে এবং সহকর্মী রোজিনাকে অতি দ্রুত নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার যদি নাকরা হয় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব প্রত্যেকটি উপজেলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি ও আলটিমেটাম দেন বক্তারা।

    আজ শনিবার (২২ই মে) সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দৈনিক প্রথম আলো’র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী,
    জাতীয় সাংবাদিক ফোরাম ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নেতা মাহমুদুল হাসান ফাহাদ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম সরোয়ার ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক জাকির হোসেন পারভেজ, সাংগঠনিক মিজানুর রহমান সোহেল, বোরহান উদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ এম এরশাদ, লালমোহন অনলাইন প্রেসক্লাব সভাপতি সালমা জাহান ভুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, দক্ষিন আইচা অনলাইন প্রেসক্লাব সভাপতি এ্যাড.ফরিদুল উদ্দিন, সাধাণ সম্পাদক এস হাসান লিটন,
    এ সময় অনলাইন প্রেসক্লাবের সদস্য আরো উপস্থিত ছিলেন, সৌরভ আলী, নুরুদ্দিন, মো.আলী, মো.ইব্রাহিম, হালিম রানা, আল শাহরিয়ার হিমু, ইকবাল হোসেন নয়ন, রাকিব হোসেন, মাসুদ রানা, জাহিদুল ইসলাম, মো.নাইমুল ইসলাম রনি, হাসান ফরাজী,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ভোলার আন্তর্জাতিক সম্পাদক মো.জাফর ইসলাম, আমজাদ হোসেন, তারেক, গোলাম রসুল টিপু, রাহুল সাহ্, সৌরভ পাল, সঞ্জয় পাল প্রমুখ।

  • বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় মনকিচর মাদ্রাসার সহকারী পরিচালক সহ আহত ৩

    বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় মনকিচর মাদ্রাসার সহকারী পরিচালক সহ আহত ৩

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম বড় মাদ্রাসার সহকারী পরিচালক সহ ৩ জন আহত হয়েছেন। রবিবার (০৯ মে ২১) সন্ধা ৫ টা ৪০ মিনিটের দিকে মনকিচর বড় মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে ইফতার সামগ্রী ক্রয় করতে গেলে এই সন্ত্রাসীহামলার ঘটনাটি ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শীলকূপ ইউনিয়নের মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার ছাত্রদের সাথে স্থানীয় সুন্নী মতাদর্শের কয়েকজন অনুসারী যুবকের সাথে ৮-৯ মাস পূর্বে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাটি সালিশী বৈঠকে দ্বিপক্ষীয় সমাধান হয়। কয়েকমাস পূর্বে এই মীমাংসিত ঘটনাটিকে সুন্নী মতাদর্শী ক্ষতিপয় স্থানীয় যুবক এলাকায় বিভিন্ন জনসমাগমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপত্তিকর লেখালেখি করেন। এ নিয়ে পুনরায় ২ মতাদর্শীদের মধ্যে বিরোধ দেখা দেয়। রবিবার ৯ মে সন্ধায় মাদ্রাসার পাশ্বর্বতী দোকানে মাও. ওবাইদুর রহমান (৩০) ইফতার সামগ্রী ক্রয় করতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা লাঠি ও দা কিরিচ দিয়ে হামলা চালায়। এ সময় তার শোরচিৎকারে মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ আনিছুর রহমান (৩৫) ও তার অপর বড় ভাই আতিকুর রহমান (৩৮) এগিয়ে এলে তাদের উপরও সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় স্থানীয়রা আহত ৩ ভাইকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    আহতরা শীলকূপ মনকিচর ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আবু বক্করের পুত্র।

    অাহত মাওলানা আতিকুর রহমান বলেন, স্থানীয় সুন্নী মতাদর্শের জিয়াউল হক, শাহাদাত, বোরহান ও সাখাওয়াত আমাদের কওমী মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ আমাদের পরিবারের উপর ক্ষিপ্ত। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। বেশ কিছু দিন পূর্বে ও আমার পিতার উপর ও তারা হামলা করেছিল তারা ।

    এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, মনকিচরে হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জন

    বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জন

    এইচ এম আলমগীর ইসলামবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

    বাঁশখালী থানার অফিসার্স ইনসার্স শফিউল কবীরের নির্দেশনায়
    আজ বৃহস্পতিবার (০৬ মে ২১) এসআই(নিঃ) দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ ০৫/০৫/২০২১খ্রি: বিকাল ০৩.১০ টায় বাঁশখালী থানাধীন পুইছড়ির ফুটখালী ব্রীজ এলাকায় বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ আসামী ১। মোহাম্মদ আব্দুল্লাহ (২০)কে গ্রেফতার করে। একই তারিখ বিকাল ০৪.২০ টায় এসআই(নিঃ) দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ আসামী-২। খাদিজাতুল কোবরা প্রকাশ খাদিজা প্রকাশ তানিয়া (২৮)কে গ্রেফতার করে। এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • নাইক্ষ্যংছড়িতে ছয় রাউন্ড পিস্তলের গুলিসহ একজন আটক

    নাইক্ষ্যংছড়িতে ছয় রাউন্ড পিস্তলের গুলিসহ একজন আটক

    নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ জহিরুল মামুন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পার্শ্ববর্তী উখিয়া – টেকনাফ সড়কের সংলগ্ন টিভি টাওয়ারের পার্শ্বের নাইক্ষ্যংছড়ি উপজেলার
    আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকায় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল মামুন (২৯) আটক করা হয়।

    থানা সূত্রে জানান, উপজেলার সীমান্ত ঘুমধুমের পার্শ্ববর্তী টেকনাফ-উখিয়া সড়কের টিভি টাওয়ার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ইয়াহিয়া গার্ডেন এলাকার প্রবেশ মূখে পাকা রাস্তার উপর চেক পোষ্টে ডিউটি অবস্থায় টহল অবস্থায় সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা কর্মকর্তার দিক নির্দেশনায় এবং ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরির্দশক মো,দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে এবং এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনজুমান পাড়ার বাসীন্দা ছৈয়দ নুরের ছেলে জহিরুল মামুন(২৯) কে ৬ (ছয়) রাউন্ড তাজা গুলিসহ আটক করতে সক্ষম হয়।
    ৩ মে সোমবার দুপুরে
    উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আলমগীর হোসন জানান, গোপন সংবাদে তাঁর নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের টহল দল অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে জহিরুল মামুন নামে এক ব্যাক্তির থেকে ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ আটক করা হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, আটককৃত জহিরুল মামুন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়ার পূর্ব ফারিরবিল এলাকার ছৈয়দ নুরের পুত্র। অবৈধ অস্ত্রের গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলায় রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • ভোলার লালমোহনে স্বাস্থ্য বিধি নামা ও মেয়াদ উত্তীর্ণ খাবার দোকানে রাখার কারণে ১০,০০০ টাকা অর্থদন্ড

    ভোলার লালমোহনে স্বাস্থ্য বিধি নামা ও মেয়াদ উত্তীর্ণ খাবার দোকানে রাখার কারণে ১০,০০০ টাকা অর্থদন্ড

    সাহিদুর রহমান,লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ

    ০২.০৫.২০২১ তারিখ স্বাস্থ্যবিধি না মানা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি রাখায় ৪ টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা ভ্রাম্যমান আদালত।

    আজ রবিবার লালমোহন থেকে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

    সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ৪ টি মামলায় ৪ জনকে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সাতকানিয়াতে এক মাফিয়ার তামার বোতল বানিয়ে কোটি টাকার স্বপ্ন ভঙ্গ করে দিলো পুলিশ প্রশাসন

    সাতকানিয়াতে এক মাফিয়ার তামার বোতল বানিয়ে কোটি টাকার স্বপ্ন ভঙ্গ করে দিলো পুলিশ প্রশাসন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের সাতকানিয়ায় (২৯ এপ্রিল ২১) বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেরানীহাট সংলগ্ন রয়েল রিসোর্ট এর সামনে থেকে গোপন সংবাদ পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম তামার তৈরী একটি বোতল, একটি ডিজিটাল লকার ও নগদ ৫ লক্ষ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

    সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হল পটিয়া উপজেলার জিরি এলাকার খোরশেদ আলম, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া এলাকার মো. রফিক আহমদ ও সাতকানিয়া রামপুর এলাকার মো. নুরুল আমিন।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসমাীরা একটি প্রতারক চক্র তারা বিভিন্নজনকে প্রলুব্ধ করে মহামূল্যবান ধাতব জিনিস বলে তামার বোতলটি ক্রয়েরর উদ্দ্যেশে এসেছিল।
    তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • উখিয়ার পালংখালী তেলখোলার ইয়াবা সাদ্দাম অধরা,বীরদর্পে চালিয়ে যাচ্ছে ব্যবসা

    উখিয়ার পালংখালী তেলখোলার ইয়াবা সাদ্দাম অধরা,বীরদর্পে চালিয়ে যাচ্ছে ব্যবসা

    নির্বাহী সম্পাদক, প্রতিবেদক

    উখিয়ার পালংখালী ইউনিয়নে তেলখোলা গ্রামের ইয়াবা সম্রাট মৃত সোনালীর ছেলে সাদ্দাম (২৬)সিন্ডিকেট পের সক্রিয় বেশ কিছু দিন আত্মগোপনে গেলে ও এখন প্রকাশ্যে নাইন ওয়ান নামক অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ঘুরে ফিরে বীরদর্পে বেচাঁবিক্রী চালিয়ে যাচ্ছে ইয়াবা ট্যাবলেট। চালান হচ্ছে বৃহত্তর রোহিঙ্গা ক্যাম্পেও।

    সুত্রে জানা যায়, সাদ্দামের মত মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আইন -শৃংখলা বাহিনীর নাকের ডগায়।সে জিরো থেকে ইয়াবার উছিলায় এখন কোটিপতি । ইয়াবা পাচারের মামলা থেকে রক্ষা এবং ইয়াবার তকমা লোকাতে লাখ টাকার মিশন নিয়ে পুলিশের নিকট না গেলেও দালাল ফড়িয়ার দারস্থ হয়। তাই তার নেতৃত্বে বিরামহীন পাচারযজ্ঞ চালিয়ে যাচ্ছে তার সিন্ডিকেট।

    সে একেক সময় একেক রকম ইয়াবা পাচারের পদ্ধতি ব্যবহার করে সারাদেশে ইয়াবা পাঠাচ্ছে।সরাসরি মায়ানমার কেন্দ্রীক মাদক কারবারি হওয়ার সুবাদে স্থানীয় ইয়াবা গডফাদারদের সাথে গড়ে তুলেছে ইয়াবা ব্যবসার বিশাল সিন্ডিকেট।এলাকায় প্রভাবশালী হওয়াতে তার বিরুদ্ধে মুখ খুলছে না কেউই।সে গত কয়েক বছর আগেও একজন দরিদ্র বাবার সন্তান ছিলো আর এখন রাজপুত্র।

    সচেতন মহলের দাবী এইসব অবৈধ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনের আরো কঠোর নজরদারী প্রয়োজন, স্থানীয়দের দাবী সাদ্দামদের মত ইয়াবা গডফাদারকে আইনের আওতায় না আনলে মাদক নির্মূল সম্ভব নয়।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন,মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ ভূমিকায় আছে। যখনই মাদকের খবর পাওয়া যাচ্ছে,তখনই অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে।

  • চাঁদা না দেয়ায় ঘুমধম ৮নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ রুবেল ও তার বাবা কে মারধর

    চাঁদা না দেয়ায় ঘুমধম ৮নং ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ইউনিয়ন যুবলীগ কর্মী মোঃ রুবেল ও তার বাবা কে মারধর

    কফিল উদ্দিন জয়, নাইক্ষ্যংছড়ি রিপোর্টার

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া ০৮ নং ওয়ার্ড এর চাইঙ্গাপ্রু চাকমা এর ছেলে সনজীব তংচংগ্যা(প্রকাশ)কান্ডালী কতৃক চাঁদা না দেয়ায় অত্র ওয়ার্ডের স্হানীয় বাসিন্দা ঘুমধুম ইউনিয়ন যুবলীগ কর্মী মো রোবেল ও তার বাবা কে মারধরের অভিযোগ উঠেছে।

    ★★রোবেল এর বাবা অভিযোগ করে বলেন,তারা খেটে খাওয়া মানুষ সে কারণে গত ২১-০৪-২১ সকাল ০৮ টার দিকে নুরুল কবীর চৌধুরীর মালিকানাধীন পাহাড়ে কাজ করতে যাই রোবেলের বাবা সহ ১৫ জন মানুষ।তখন উপরে উল্লেখিত সনজীব চাকমা প্রকাশ কান্ডালী চাকমা গিয়ে তাদের কাছে চাঁদা দাবী করে।তখন কিসের টাকা, কি জন্য কারন জানতে চাইলে কান্ডালী চাকমা জাফর আলম কে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে।খবর পেয়ে ঘটনা স্হলে রোবেল পৌঁছে কান্ডালী চাকমার কাছে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে কোন কথা ছাড়াই রোবেল কে ঐ একই লাঠি দিয়ে এলোপাতাড়ি মারলে অন্যান্যরা এসে রোবেল নিয়ে সবাই ০৮ নং ওয়ার্ডের মেম্বার কে অবিহিত করে।এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়,অভিযুক্ত কান্ডালী চাকমা সন্ত্রাসী টাইপের লোক।তার বিরুদ্ধে এলাকার মান্য গণ্য মানুষদের মারধরের অভিযোগ রয়েছে।উখিয়ার রত্বাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবীর চৌধুরী বলেন,অভিযুক্ত কান্ডালী চাকমা নুরুল কবীর চৌধুরীর কাছেও চাঁদা চেয়ে তিনার গাড়িতে হামলা করেছিলেন।উক্ত বিষয়ে রোবেল বাদি হয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
    আমি ঘুমধুম ইউনিয়ন যুবলীগের কর্মী হিসাবে নাইক্ষ্যংছড়ি থানার সুদক্ষ অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় জনাব আলমগীর হোসেন স্যারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশ রাখছি।

  • পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১।। UkhiyaVoice24.Com

    পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১।। UkhiyaVoice24.Com

    ভোলা প্রতিনিধিঃ

    দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে এক নারীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা।

    বুধবার রাত (২১ শে এপ্রিল) রাত আনুমানিক ১০ টায় এই হামলার ঘটনা ঘটে।

    এতে শাহনাজ(২২) নামের এক গৃহবধু আহত হয়েছেন বলে জানা যায়।

    এই বিষয়ে শাহনাজের স্বামী বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য বাজারে যায়।এবং বাজার থেকে ফেরার পথে ফোন করে আমার জন্য আগানোর কথা বলি। বাড়ির কাছাকাছি আসলে দেখি আমার স্ত্রী মাটিতে পড়ে আছে আহত অবস্থায়।আমি তাৎক্ষণিক আমার সেলোক কে ফোন দেই এবং অটো যোগে বোরহানউদ্দিন হাসতাপালে ভর্তি করি।

    এই বিষয়ে শাহানাজ বলেন – আমার স্বামী ফোন করে তাকে আগানোর জন্য আমি বাসা থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর আমার সাথে সালাউদ্দিন (২৮) তার বড় ভাই আমার পাশ দিয়ে অতিক্রম করে যায় আর গালমন্দ করে আমি প্রতি উওর করলে পিছন থেকে আমাকে পিঠের উপর বাড়ি মারে, একপর্যায় আমার সাথে হাতাহাতি হয়, আমাকে টানাহেঁচড়া করে মাথা বরাবর আঘাত করলে আমি মাটিতে পরে যাই। এরপর আমি অজ্ঞান হয়ে যায়।

    বোরহানউদ্দিন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি বলেন – হাসপাতালে আনার পর তার পিঠে বাড়ির চিহ্ন ও জখম দেখা যায় এবং প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করে রাখি।

    পুরো ঘটনা নিয়ে আহত শাহানাজের স্বামী মিজানের কাছে জানতে চাইলে তিনি জানান – আমরা আইনের আশ্রয় নিব।