Category: অপরাধ

  • বাঁশখালীতে কয়লা প্রকল্পের মামলায় নিরীহ লোকদের আসামী করার অভিযোগ

    বাঁশখালীতে কয়লা প্রকল্পের মামলায় নিরীহ লোকদের আসামী করার অভিযোগ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালীতে গত শনিবার এস আলম কয়লা বিদ্যুৎ প্রকল্পে সংঘটিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৫ শ্রমিক নিহত ও অর্ধ শতাধিক লোক আহত হওয়ার জের ধরে কয়লা প্রকল্পের পক্ষে দায়ের করা মামলায় যে ২২ জনকে এজহার নামীয় আসামী করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে নিরীহ লোকদের আসামী করে প্রকৃত ইন্দনদাতাদের আড়াল করা হয়েছে বলেও অভিযোগ করেছে স্থানীয়রা। তাছাড়া মামলার আসামীদের কয়েকজন ছাড়া প্রায় সকলে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। হয়তো কোন কুচক্রি মহলের ইন্দনে মামলায় নিরীহ লোকদের আসামী করে মামলার মোটিভ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যিনি মামলার বাদী ফারুক আহমদ তিনি স্থানীয় কেউ নয়। যাদের আসামী করা হয়েছে তাদের তিনি চিনেন বলেও মনে হয়না। এপযর্ন্ত দায়ের করা দুটি মামলায় পুলিশ বাদী হয়ে করা মামলাটিতে কারো নাম নেই।

    সেখানের সবাই অজ্ঞাতনামা। আর কয়লা প্রকল্পের পক্ষে করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে বাকীদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে। দুটি মামলার আসামী প্রায় সাড়ে ৩ হাজার। মামলার পর গ্রেফতার আতংকে বর্তমানে গন্ডামারা বড়ঘোনা পুরুষ শুন্য। লোকজন যে যার।মত এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে পুলিশ বলছে, মামলা হলেও নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। ভিডিও ফুটেজ এবং তথ্য প্রমাণের ভিক্তিতেই কেবল গ্রেফতার করা হবে।

    স্থানীয় লোকজন জানান, মামলাটি এস আলম কর্তৃপক্ষের পক্ষে করা হলেও এখানে লেয়াকত আলীর প্রতিপক্ষ লোকগুলোকেই কেবল এজহার নামীয় আসামী করা হয়েছে। হয়তো তার ইশারাতেই এসব করা হয়েছে বলে সন্দেহ এলাকাবাসীর। সুত্র জানায়, শুধুই লেয়াকত বিরোধী হওয়ায় গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের মেম্বার আলী হায়দার আসিফকে আসামী করা হয়েছে। তিনি লেয়াকত বিরোধী হিসেবে পরিচিত। তাছাড়া ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রার্থী আবুল হোসেন সিকদার আবুকেও করা হয়েছে সরাসরি আসামী। তিনিও লেয়াকত বিরোধী এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা। যাকে মুলহোতা বলে এজহার নামীয় ১নং আসামী করা হয়েছে সেই আবদুর রশিদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আবদুর রশিদকেও বানানো হচ্ছে জামাত নেতা হিসেবে। এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলী হায়দার আসিফ জানান, আমরা কয়লা প্রকল্পের জন্য জমি দিলাম, পক্ষে ভূমিকা রাখলাম। এখন যারা এই প্রকল্পের বিরোধী তাদের বিরাগভাজন হয়ে মামলার আসামী হলাম। তিনি চ্যালেন্জ দিয়ে বলেন, কোন ভিডিও চিত্র কিংবা শ্রমিক আন্দোলনে আমার কোন ধরণের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে যে কোন শাস্তি।মাথা পেতে নেব। আওয়ামীলীগ নেতা আবুল হোসাইন সিকদার আবু বলেন, আমরা লেয়াকত বিরোধী হওয়ায় আমাদের এই মামলায় ফাসানো হয়েছে। তিনি তদন্ত পুর্বক প্রকৃত ইন্দনদাতাকে খুজে বের করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

    গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা শাহ নেওয়াজ চৌধুরী জানান, হয়তো বড় রাগব বোয়ালদের আড়াল করতে এই মামলায় নিরীহ লোকদের জড়ানো হয়েছে। মামলায় নিরীহ লোকদের আসামী করার ঘটনা দুঃখজনক। এমনকি শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয়াও অমানবিক। যারা গুলি খেল, যারা মারা গেল দিন শেষে তারাই আসামী। বর্তমানে শ্রমিকরা গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে বলেও জানান তিনি।
    বাঁশখালী থানার ওসি সফিউল কবির জানান, গন্ডামারার ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন আলামত ও ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তিনি জানান, কোন অবস্থাতেই নিরীহ কাউকেই গ্রেফতার করা হবে না।

  • ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    ঘুমধুমে ৩৬৬০ পিছ ইয়াবাসহ ওমর ফারুক আটক

    এমডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সুযোগ্য অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানার দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক/নিঃ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধায়নে ১৮/০৪/২০২১খ্রিঃ তারিখ নাইক্ষ্যংছড়ি থানাধীণ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/নিঃ মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম এলাকায় অভিযান পরিচালনা করে ২৩.১৫ ঘটিকার সময় আসামী ওমর ফারুক এর হেফাজত হইতে ৩৬৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

  • বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক পুলিশের গুলিতে নিহত-৫, আহত শতাধিক

    বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক পুলিশের গুলিতে নিহত-৫, আহত শতাধিক

    নির্বাহী সম্পাদক

    বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় এস আলম কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলনের জের ধরে এই হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন- শুভ (২৩), হাফেজ মো. রাহাত (২৪), আহমদ রেজা মিয়াখান (১৯) ও রনি হোসেন (২২)। গুলিবিদ্ধ আরেক শ্রমিক হাবিবুল্লাহ (২৫)কে উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৭ এপ্রিল) শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম রেন্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় এলাকায় আবারো ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এর আগে ২০১৬ সালে কয়লা বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষে ৪ গ্রামবাসী নিহত হয়েছিল। তাছাড়া কয়লা প্রকল্পের জমি অধিগ্রহন নিয়ে এলাকাবাসীর সাথে এসআলম গ্রুপ এবং কয়লা প্রকল্পের লোকজনের সাথে বিরোধ, দাঙ্গা হাঙ্গামা অনেকটা লেগেই আছে। স্থানীয় একটি চক্র বার বার প্রকল্পের সাথে স্থানীয়দের বিরোধ লাগিয়ে দিতে কলকাঠি নাড়ছে বলে মনে করেন সাধারণ মানুষ।

    আহত শ্রমিকরা জানিয়েছেন, এস আলম গ্রুপের মালিকানাধীন বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রের পরিচালনায় ছিল চীনা নাগরিকরা। দীর্ঘদিন ধরে চীনাদের সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মতবিরোধ ও অসন্তোষ চলে আসছিল। শ্রমিকরা মুলত: রমজান মাসে কর্ম ঘন্টা ৮ ঘন্টা করা, ইফতারের জন্য সময় বরাদ্দ দেয়া, কর্মী ছাঁটায়ের ১মাস পূর্বে জানিয়ে দেয়া এবং সাথে সাথে সম্পূর্ণ বেতন পরিশোধ করা, বেতন বৃদ্ধির করা এং শুক্রবার এক বেলা কাজ করার দাবী জানিয়ে আসছিল। এ নিয়ে শুক্রবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। আজ শনিবার সকাল ১০টায় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ার শেষ ও রাবার বুলেট ছুড়ে। এসময় গুলিতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনসহ ৫ শ্রমিক নিহত হয়। সংঘর্ষ ও গুলিতে শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের বাঁশখালী সরকারী হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাকালে নেয়ার পথে হাবিবউল্লাহ নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
    বাঁশখালী থানার ওসি সফিউল কবির জানান, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে পুলিশ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় র্যাব ও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

    এদিকে ঘটনার পর পরই পুলিশ এবং প্রকল্প কর্মকর্তাদের বেশ কয়েকটি গাড়ি এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প এরিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধরা। এতে কয়লা প্রকল্পের বহু স্থাপনা পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে শ্রমিকদের আন্দোলন থেকে গতকাল শুক্রবার ১৫ জন এবং আজ শনিবার ঘটনার পর আরো বেশ কিছু লোককে আটক করা হয়েছে।

  • রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেনের পেট কেটে বের করলো ইয়াবা

    রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেনের পেট কেটে বের করলো ইয়াবা

    উখিয়া প্রতিনিধি।

    কক্সবাজারের শরনার্থী শিবিরের রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেন। বয়স-২২।

    শুক্রবার দুপুরে প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ভর্তি হয় কক্সবাজারের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের ১৪০৭ নাম্বার রুমে।

    রোগির প্রচন্ড রকমের পেট ব্যাথা লক্ষণ দেখা দেয়ায় তার অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসক দল।

    এসময় চিকিৎসক দল অপারেশনের (পেট কাটা হয়)পর তার পেট থেকে কালো কসটেপ মোড়ানো ৩৯টি ছোট ছোট প্যাকেট বের করে আনে। বিষয়টি সন্দেহজনক হওয়া খবর দেয় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়েরকে।

    পরে চকরিয়া থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যায়।এসময় প্যাকেটগুলো থেকে এক এক করে ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি বের করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

    ১৬ এপ্রিল শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পেট কেটে ইয়াবা উদ্ধার করা যুবক কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প -০২ এর ব্লক-০১ এর মো.ইলিয়াসের ছেলে।

    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো.যুবায়ের বলেন, শুক্রবার দুপুরে জাকির হোসেন নামের এক রোহিঙ্গা যুবকের পেট অপারেশন করে কালো কসটেপ মোড়ানো বেশ কিছু প্যাকেট বের করা হয়েছে বলে খবর দেয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের আবাসিক সার্জন ডা.স্টিফেন কেলী।

    পরে থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় পেট কেটে বের করা ৩৯টি প্যাকেটের ভিতর থেকে প্রতি প্যাকেটে ৫০ পিস করে মোট ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

    তিনি আরো বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী রোহিঙ্গা যুবক জাকির হোসেনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে

  • বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫, আহত শতাধিক

    বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫, আহত শতাধিক

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আজ শনিবার (১৭ এপ্রিল ২১) দুপুর ১২ টার দিকে
    চট্টগ্রামের বাঁশখালীতে বেতন ভাতার দাবিতে বিক্ষোভে গন্ডামারা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।

    স্থানীয়রা জানান, বেতনভাতার দাবিও পবিত্র রমজানে নামাজ ও রোজা রাখতে বাধা সৃষ্টি করায় গতকাল থেকে বিদ্যুতকেন্দ্রে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এর জের ধরে সকালেও বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    এর আগে বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষে প্রাণ যায় ৪ জনের। বেসরকারি উদ্যোগে বাঁশখালীর সমুদ্র উপকূলে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে এসআলম পাওয়ার।

  • আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।। আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী

    আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।। আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হাটহাজারী থেকে গত রাত গুম হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক হওয়া হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদি সহ সারা দেশে গ্রেফতার হওয়া হেফাজত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী

    আজ ( ১২ ই এপ্রিল২১) সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত। গত রাত থেকে এখন পর্যন্ত তাঁর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দেশের একজন বড় আলেম ও সচেতন নাগরিক হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সরকার, প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিলো। অনতিবিলম্বে আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এবং দক্ষ আলেম মুফতী ও খানকার পীর,মারকাজুল কুরআন মাদরাসার মোহতামীম মুফতি ইলিয়াস হামিদি সহ আটককৃত হেফাজতের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেফতার ও হামলা মামলা বরদাশত করা হবে না।

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন,কিছুদিন আগে
    পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতাকর্মীদেরকে শহীদ করেছে,রক্তাক্ত করেছে। এরপরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতাকর্মীদের নামে। এতো জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দূর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেয়বাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

    হুশিয়ারি উচ্চারণ করে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের নিকট খবর এসেছে,
    গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। হেফাজতে ইসলাম দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চায় না। হেফাজত ইসলাম শান্তি চায়। হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় সংগঠন। তবে নেতাকর্মীদের উপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকবো না। দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

  • টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

     

    টেকনাফে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার সদরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদীন সুফির ছেলে সোহেল (১৯) ও উখিয়ার বালুখালী পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ (১৯)।

    র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে টেকনাফের হ্নীলার রঙ্গীখালী গ্রামের মইন উদ্দিন কলেজের বিপরীতে টেকনাফ-কক্সবাজার মেইন রোডের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী ব্যাগসহ পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী র‍্যাব তাদের ধৃত করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া রিপোর্ট

    গতকাল ০৯/০৪/২০২১ খ্রি. তারিখ দুপুর টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ০২নং রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার সাকিনে কোর্টবাজার মসজিদ রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দক্ষিন পাশের গলির রাস্তার জনৈক আব্দুস শুকুর এর লন্ডির দোকানের সামনে হইতে রফিকুল ইসলাম (২৬ ), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত গোলচেহের, সাং- পশ্চিম রত্না (নুরুল হুদার বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পোষ্ট- উখিয়া, ০২নং রত্নাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এর নিকট হইতে হাতে নাতে নগদ বাংলাদেশী জাল (২৫,০০০/-) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলা প্রতিনিধিঃ-

    ভোলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।

    আসামিরা মোঃ আজাদ মিয়া (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার, আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ ধন মিয়ার ছেলে ও মোঃ ইকবাল হোসেন (২৮) জেলার একই এলাকার বাসিন্দা -মৃত আরব আলীর ছেলে এবং জসিম উদ্দিন (২৬) জেলার একই থানার সাং আমানগনডার বাসিন্দা হিরন মিয়ার ছেলে।

    থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর হইতে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন।আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভোলায় তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ভোলায় তিন কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাহিদুর রহমানঃ

    অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে আজ মঙ্গলবার ১৮.৩৫ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা ফেরিঘাটের ২নং পল্টুন এর উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল হাওলাদার (২৮), পিতা-আলী আকবর হাওলাদার, মাতা-আকলিমা বেগম, সাং-রুপাতলী ২৫নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বিএমপি বরিশাল এর হেফাজত হইতে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এব্যাপারে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।