Category: ইসলামি রাজনৈতিক

  • কাঠালবাড়ীতে স্পিডবোট ডুবিতে ২৭জনের মৃত্যুতে শোক প্রকাশ-পীর সাহেব চরমোনাই

    কাঠালবাড়ীতে স্পিডবোট ডুবিতে ২৭জনের মৃত্যুতে শোক প্রকাশ-পীর সাহেব চরমোনাই

    এইচ এম আলমগীর ইসলামবাদী, চট্টগ্রাম।

     

    স্পিডবোট ও বালুর জাহাজ সংঘর্ষে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে
    -মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই

    কাঠালবাড়িতে স্পিডবোট ও নোঙ্গর করা বালুভর্তি জাহাজের সাথে সংঘর্ষে নারী-পুরুষ, শিশুসহ ২৭ জন মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

    আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে মাওয়া থেকে ছেড়ে যাওয়া স্পিডবোটটি কাঠালবাড়ীতে বালুভর্তি জাহাজের সাথে সংঘর্ষে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। মাহে রমজানের শেষপ্রান্তে এমন ঘটনায় নিহতদের পরিবারে যাদের কারণে শোকের ছায়া নেমে এসেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    তিনি বলেন, দুর্নীতিবাজদের কারণে বার বার একই ঘটনা ঘটলেও ঘটনার আসল রহস্য উদঘাটিত না হওয়ায় দোষীরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। তিনি বলেন, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। পীর সাহেব বলেন, মাওয়া ঘাটসহ দেশের সকল নদীবন্দরের স্পিডবোট এবং সকল নৌযান চলাচলে সরকারী বিধি যথাযথভাবে অনুসরণ করে পরিচালনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, কোষ্টগার্ড ও নৌ-পুলিশকে জবাবদিহিতামূলক প্রত্যেক যানের ছবিসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে।

  • চরম মিথ্যাচার ও তথ্য সন্ত্রাসের স্বীকার ইসলামী আন্দোলন বাংলাদেশ।।গাজী আতাউর রহমান

    চরম মিথ্যাচার ও তথ্য সন্ত্রাসের স্বীকার ইসলামী আন্দোলন বাংলাদেশ।।গাজী আতাউর রহমান

    ডেস্ক রিপোর্ট

    কিছুদিন ধরে একটি অনাকাঙ্খিত বিষয় লক্ষ করছি; একটি বিশেষ মহল সংঘবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর শীর্ষ নেতৃত্ত্ব- পীর সাহেব চরমোনাই, শায়খে চরমোনাই এমনকি মরহুম পীর সাহেব চরমোনাই রহ. এর বিরুদ্ধেও নগ্নভাবে ঝাপিয়ে পড়েছে।
    এমনকি তাদের জঘন্ন আক্রমন থেকে বাদ যাচ্ছেন না পীর সাহেবের অন্যান্য ভাইগণও।
    বিশেষ এই মহলটি এমন এমন মিথ্যাচারও ছড়াচ্ছে, যা কোন মুসলমানতো দূরের কথা সভ্য মানুষের কাজ হতে পারে না।
    কোন একটি রাজনৈতিক দলের সমালোচনা হতেই পারে। রাজনৈতিক নেতাদের সমালোচনাও দোষনীয় নয়। আমরা যে কোন গঠনমূলক সমালোচনাকে অবশ্যই শ্রদ্ধা এবং মূল্যায়ন করি। একটি রাজনৈতিক দল গতিশীল এবং ইফেক্টিভ হয় গঠনমূলক সমালোচনার মধ্যদিয়ে।
    কোন রাজনৈতিক দলের এবং কোন জাতীয় নেতার সমালোচনা না হলে, বুঝতে হবে, জনগণের মধ্য থেকে তারা হারিয়ে গেছে।
    অতএব, আমরা প্রত্যাশাই করি, আমাদের দল এবং আমাদের নেতৃত্বের বেশি বেশি গঠনমূলক সমালোচনা হোক। কিন্তু সম্প্রতি একটি শ্রেণী অনলাইনে চরম মিথ্যাচার ও তথ্য সন্ত্রাস চালাচ্ছে। যা খুবই দূঃখজনক।
    তারা কেন, কী উদ্দেশ্যে এহেন মিথ্যাচার ছড়িয়ে অনলাইনে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে, তা আমাদের বোধগম্য নয়।

    আমরা আরো একটি আপত্তিকর বিষয় লক্ষ্য করেছি, মহল বিশেষের মিথ্যাচার এবং পরিকল্পিত উস্কানির জবাব দিতে গিয়ে অনেকেই আমাদের হীতাকাঙ্খী বা অনুসারী সেজে, বিভিন্ন রকম আপত্তিকর ও উত্তেজনাকর শব্দ প্রয়োগ করছে।
    আবার কেউ কেউ কোন ব্যাক্তির আক্রমনাত্ত্বক ও উস্কানীমূলক বক্তব্যের জবাব দিতে গিয়ে, কোন বিশেষ সংগঠনের ওপর দায় চাপাচ্ছে।
    এসব অভদ্রতা ও অসৌজন্যতা কোন সংগঠনের জন্যেই কল্যাণকর নয়। ভোগবাদী সেক্যুলার দলগুলোর কথা বাদ দিলে সকল ইসলামী সংগঠনেই ভদ্রতা ও সৌজন্যতাবোধ শিক্ষা দেয়া হয়।
    অতএব, সকল পক্ষের প্রতি আমার অনুরোধ থাকবে, কোন ইসলামী সংগঠনের বা ব্যাক্তির সত্যিকারের হীতাকাঙ্খী কেউ মিথ্যাচার, অভদ্রতা ও অসৌজন্যতা প্রকাশ করবেন না। ব্যক্তির উস্কানীর দায় কোন সংগঠনকে দিবেন না।

    আরো একটি বেদনাদায়ক বিষয় আজকে উল্লেখ করছি; কারো নাম বা উপাধী বিকৃত করা ইসলামী শরিয়তে গুনাহের কাজ। দূঃখজনক বিষয় হলো, এই গুনাহের কাজে অনেক ইসলামী সংগঠনের কর্মী সমর্থক এমনকি কিছু অবিবেচক আলেমও ব্যাপকভাবে লিপ্ত হয়ে গেছেন।
    চরমোনাই একটি জায়গার নাম হলেও এটি বিগত পৌনে একশত বছর যাবৎ ‘পীর সাহেব চরমোনাই’ নামে শুধু বাংলা দেশে নয়, বিশ্বময় একটি পবিত্র উপাধী হিসাবে কোটি কোটি মানুষের অন্তরে শ্রদ্ধা এবং ভক্তির জায়গা দখল করে আছে।
    কারো কাছে চরমোনাই ভালো নাও লাগতে পারে; তাই বলে চরমোনাইকে বিকৃত করে উপহাস করার অধিকার কারো নেই।
    কিন্তু আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি, কিছু বিকৃত মানসিকতার নিচু শ্রেণীর মানুষ অনলাইনে ‘চরমোনাই’ শব্দটিকে বিকৃত করে নোংরা আনন্দ অনুভব করে।
    এই অভদ্র মানুষগুলোকে বোঝা উচিৎ, তাদের বিকৃত উল্লাশে লাখো মানুষের অন্তরে রক্তক্ষরণ হয়।
    অতএব, যারা চরমোনাইকে বিকৃতভাবে উপস্হাপন করে এতোদিন গুনাহের কাজ করেছেন, আশা করি তারা তওবা করে এহেন অন্যায় কাজ থেকে ফিরে আসবেন।
    পরিশেষে সবাইকে বলবো, আমরা সকলের কল্যাণ চাই।
    দলের ভিন্নতা, মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু
    আমরা সবাই দেশটাকে ভালবাসি। একজন মুসলমান হিসাবে আমরা ইসলামের আদর্শের আলোকে সবাই ঐক্যবদ্ধ হতে চাই। মানুষের মুক্তির জন্যে সত্যিকারের ইসলামী ঔক্য ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্খার বিষয়। সেই কাঙ্খিত ঐক্যের জন্যেই ইসলামী আন্দোন বাংলাদেশ বিগত ৩৪ বছর ধরে প্রহর গুণছে।

    যুগ্ম-মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  • আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে-পীর সাহেব চরমোনাই

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে-পীর সাহেব চরমোনাই

    এইচ এম আলমগীর ইসলামবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানীর কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

    আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের গ্রেফতার ও হয়রানীর কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। তিনি বলেন, যে মুহুর্তে মহামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দূর্বিষহ হয়ে উঠছে এবং সর্বত্র মানুষ আতঙ্কিত; এহেন পরিস্থিতিতে আলেম ওলামাদের অযথা হয়রানী নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না।

    তিনি বলেন, দেশে মাদরাসা শিক্ষকসহ আলেম-ওলামাদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমাযানের শুরুতেই দেশের আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।

    পীর সাহেব চরমোনাই বলেন, গত কয়েক দিনে সারাদেশে শত শত নিরীহ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক ও ছাত্র গ্রেফতার করা হয়েছে। যেকোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেম-ওলামার নৈতিক দায়িত্ব। তাদের এই নৈতিক দায়িত্ব পালনে বাধাদান ও তাদেরকে গ্রেফতার মেনে নেয়া যায় না। তিনি আলেম ও মাদরাসা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশের কোনো শ্রেণিপেশার মানুষই আজ নিরাপদ নয়। বাঁশখালীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পবিত্র রমজানের ইফতার, সাহরি ও তারাবিহ ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা। কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখতে হবে। পবিত্র রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেওয়া যায় না।

    পীর সাহেব চরমোনাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

  • নিরস্ত্র শ্রমিকের উপর নির্বিচারে গুলি চালানো চরম অমানবিক- ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ

    নিরস্ত্র শ্রমিকের উপর নির্বিচারে গুলি চালানো চরম অমানবিক- ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গন্ডামারা ইউনিয়নে কয়লা বিদ্যুৎ শ্রমিকের উপর নির্বিচারে পুলিশের গুলি চালানোকে অমানবিক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা।আজ সংগঠনের সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী এবং সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।নেতৃবৃন্দ বলেন,পবিত্র রমজান মাসে শ্রমিকরা ইফতার ও নামাজের জন্য সময় বরাদ্দ এবং বেতন ভাতা আদায়ের লক্ষ্যে কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি পেশ করেন।তাতে কোন সমাধান না পাওয়ায় আজ শ্রমিকরা দাবি আদায়ে প্রতিবাদ সভা করেন।সেই প্রতিবাদ সভায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে যা সংবিধান পরিপন্থী।

    দেশের সংবিধান মানুষের কথা বলার অধিকার দিয়েছে।অথচ শ্রমিকরা দাবি আদায়ে মাঠে নামার কারণে তাদের উপর নির্বিচারে গুলি চালানো চরম অমানবিক।পবিত্র রমজানে শ্রমিকের রক্তে লাল আজ বাঁশখালীর মাটি।নিরস্ত্র শ্রমিকের উপর এভাবে গুলি চালানো বাংলাদেশ সংবিধান অনুযায়ী কি বৈধ? কেন নীরহ শ্রমিকের উপর গুলি চালাবেন? ইতোমধ্যে ৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।শতাধিক শ্রমিক আহত হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।নেতৃবৃন্দ নিহত পরিবার গুলোকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা খরচ দেওয়ার দাবি জানিয়েছে।যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের আইনের আওয়াতার আনার জোর দাবি করেন তারা।মানবাধিকার সংগঠন গুলোকে সোচ্চার হওয়ারও আহবান জানান নেতৃবৃন্দ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা কমিটির শপথ ও দোয়ো মহফিল অনুষ্টিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা কমিটির শপথ ও দোয়ো মহফিল অনুষ্টিত

    নির্বাহী সম্পাদক

     

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ মার্চ-২১ জুমাবার বিকেল ৩.৩০টা থেকে “বাঁশখালী দারুল করীম মাদ্রাসা” মিলনায়নে স্বাধীনতার ৫০ তম বর্ষে সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং উপজেলা শাখার ২০২১-২২ সেশনের নবনির্বাচিত পুর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্টিত হয়।
    অনুষ্টনে সভাপতিত্ব করেন, আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি: মাওলানা হাশেম বিন কাদের, সেক্রেটারি : মাওলানা আব্দুর রহিম জিহাদী। ইশা ছাত্র আন্দোলন উপজেলা সহ-সভপতি : মুহাম্মদ লোকমান হাকিম, সেক্রেটারি : মুহাম্মদ সরওয়ার হোসাইন তামিম সহ প্রতিনিধি দল।

    আন্দোলন বাঁশখালী উপজেলা পুর্ণাঙ্গ কমিটি

    ১. সভাপতি- মাও. আতাউল্লাহ ইসলামাবাদী
    ২. সহ-সভাপতি- মাও. মোজ্জাম্মেলুল হক
    ৩. সহ-সভাপতি- মাও. আবুল কালাম ছানুবী
    ৪. সেক্রেটারী- মাও.জসিম উদ্দীন মিছবাহ
    ৫. জয়েন্ট সেক্রেটারী- মাও. মোজ্জাম্মেল হক ইউনুস
    ৬. সাংগঠনিক সম্পাদক- মাও. জয়নুল আবেদীন মুনতাসির
    ৭. সহঃ সাংগঠনিক সম্পাদক- মাওলানা মাহমুদুল ইসলাম বাঁশখালী
    ৮. প্রচার ও প্রকাশনা বিষয়ক সঃ- মাও. আমির হোছাইন নাছিরী
    ৯. সহঃ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মাও. গোলাম কিবরিয়া
    ১০. দফতর সম্পাদক- মাও. নেজাম উদ্দীন
    ১১. সহকারী দপ্তর সঃ- মাও. আব্দুর রহমান
    ১২. অর্থ সম্পাদক- মাও. আজিজুর রহমান
    ১৩. সহ অর্থ সম্পাদক- মাও. আব্দুল কাদের
    ১৪. প্রশিক্ষণ সম্পাদক- মাও. আবু হানিফ
    ১৫. সহ প্রশিক্ষণ সঃ- মাও. এরফানুল হক
    ১৬. ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাও. মুফতি কেফায়েত উল্লাহ
    ১৭. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- সাংবাদিক, অালমগীর ইসলামাবাদী
    ১৮. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মাও. ওছমান গণী
    ১৯. কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক- মুহাম্মদ সোলাইমান
    ২০. মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- মাও. সাদ্দাম হোসাইন
    ২১. সমাজ কল্যাণ সম্পাদক- মাও. নুরুল আলম ফারুকী
    ২২. সংখ্যালঘু বিষয়ক সম্পাদক- মাও. নাছিরুল আলম
    ২৩. সদস্য- মুফতি নুরুল আমিন
    ২৪. সদস্য- মাও. আবু তৈয়ব
    ২৫. সদস্য- মুহাম্মদ বেলাল উদ্দীন
    উক্ত কমিটিকে আল্লাহ কবুল করুক।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা কমিটির শপথ ও দোয়ো মহফিল অনুষ্টিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা কমিটির শপথ ও দোয়ো মহফিল অনুষ্টিত

    নির্বাহী সম্পাদক

     

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ মার্চ-২১ জুমাবার বিকেল ৩.৩০টা থেকে “বাঁশখালী দারুল করীম মাদ্রাসা” মিলনায়নে স্বাধীনতার ৫০ তম বর্ষে সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং উপজেলা শাখার ২০২১-২২ সেশনের নবনির্বাচিত পুর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্টিত হয়।
    অনুষ্টনে সভাপতিত্ব করেন, আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ। উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি: মাওলানা হাশেম বিন কাদের, সেক্রেটারি : মাওলানা আব্দুর রহিম জিহাদী। ইশা ছাত্র আন্দোলন উপজেলা সহ-সভপতি : মুহাম্মদ লোকমান হাকিম, সেক্রেটারি : মুহাম্মদ সরওয়ার হোসাইন তামিম সহ প্রতিনিধি দল।

    আন্দোলন বাঁশখালী উপজেলা পুর্ণাঙ্গ কমিটি

    ১. সভাপতি- মাও. আতাউল্লাহ ইসলামাবাদী
    ২. সহ-সভাপতি- মাও. মোজ্জাম্মেলুল হক
    ৩. সহ-সভাপতি- মাও. আবুল কালাম ছানুবী
    ৪. সেক্রেটারী- মাও.জসিম উদ্দীন মিছবাহ
    ৫. জয়েন্ট সেক্রেটারী- মাও. মোজ্জাম্মেল হক ইউনুস
    ৬. সাংগঠনিক সম্পাদক- মাও. জয়নুল আবেদীন মুনতাসির
    ৭. সহঃ সাংগঠনিক সম্পাদক- মাওলানা মাহমুদুল ইসলাম বাঁশখালী
    ৮. প্রচার ও প্রকাশনা বিষয়ক সঃ- মাও. আমির হোছাইন নাছিরী
    ৯. সহঃ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মাও. গোলাম কিবরিয়া
    ১০. দফতর সম্পাদক- মাও. নেজাম উদ্দীন
    ১১. সহকারী দপ্তর সঃ- মাও. আব্দুর রহমান
    ১২. অর্থ সম্পাদক- মাও. আজিজুর রহমান
    ১৩. সহ অর্থ সম্পাদক- মাও. আব্দুল কাদের
    ১৪. প্রশিক্ষণ সম্পাদক- মাও. আবু হানিফ
    ১৫. সহ প্রশিক্ষণ সঃ- মাও. এরফানুল হক
    ১৬. ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাও. মুফতি কেফায়েত উল্লাহ
    ১৭. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- সাংবাদিক, অালমগীর ইসলামাবাদী
    ১৮. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মাও. ওছমান গণী
    ১৯. কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক- মুহাম্মদ সোলাইমান
    ২০. মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- মাও. সাদ্দাম হোসাইন
    ২১. সমাজ কল্যাণ সম্পাদক- মাও. নুরুল আলম ফারুকী
    ২২. সংখ্যালঘু বিষয়ক সম্পাদক- মাও. নাছিরুল আলম
    ২৩. সদস্য- মুফতি নুরুল আমিন
    ২৪. সদস্য- মাও. আবু তৈয়ব
    ২৫. সদস্য- মুহাম্মদ বেলাল উদ্দীন
    উক্ত কমিটিকে আল্লাহ কবুল করুক।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২১ অনুষ্ঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২১ অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    ইসলামাী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে
    আজ (০৫ মার্চ ২১) শুক্রবার বিকেল ৩টা থেকে বাঁশখালী উপজেলাস্থ দারুল করীম মাদ্রাসা মিলনায়তনে উপজেলা সম্মেলন অনুষ্টিত হয়।

    উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবী। সম্মেলনে উপস্থাপনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারি, মাওলানা জসিমউদদীন মিসবাহ্,
    আইএবি বাঁশখালী উপজেলা সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী,সাবেক সফল সভাপতিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা।

    প্রধান অতিথি ছিলেন, লেখক গবেষক,
    মু. ছগির আহমদ চৌধুরী, সভাপতি: ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, সেক্রেটারি : আইএবি চট্টগ্রাম দক্ষিণ জেলা। আরো বক্তব্য রাখেন, আইএবি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক : হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি: মাওলানা জয়নুল আবেদীন মুনতাসির, যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভপতি : মাওলানা ফয়জুল্লাহ, ইসলামী
    আন্দোলন সরল ইউনিয়ন পশ্চিম শাখা সভাপতি : মুফতি নুরুল আমিন, সেক্রেটারি : মাওলানা মাহমুদুল ইসলাম, সরল ইউনিয়ন পুর্ব শাখা সভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন শাখা সভাপতি: মাওলানা আবুল কালাম, সেক্রেটারি : মাওলানা মুজ্জাম্মেলুল হক ইউনুস, বাহারছড়া ইউনিয়ন শাখা সহ-সভপতি : মাওলানা ওসমান গণী, শেখেরখীল ইউনিয়ন শাখা সভাপতি: এইচ এম আলমগীর ইসলামাবাদী, বৈলছড়ী ইউনিয়ন সেক্রেটারি : মাওলানা আব্দুল কাদের, পুকুরিয়া ইউনিয়ন শাখা সভাপতি : হাঃ মাওলানা আইয়ুব, ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভপতি : মুহাম্মদ লোকমান হাকিম। আরো উপস্থিত ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মাওলানা এহছান উল্লাহ, মাওলানা আমান উল্লাহ, যুবনেতা, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা জাহাঙ্গীর, ছাত্রনেতা সরওয়ার হোসাইন তামিম প্রমুখ

    সম্মেলনের শেষ পর্যায়ে জেলা সভাপতিঃ মু. ছগির আহমদ চৌধুরী পুর্বের কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষনা করে শপথ বাক্যপাঠ করান।
    নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী।
    সেক্রেটারি : মাওলানা জসিম উদ্দীন মিছবাহ।

  • ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটির শপথপাঠ অনুষ্ঠিত।। UkhiyaVoice24.Com

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটির শপথপাঠ অনুষ্ঠিত।। UkhiyaVoice24.Com

    ইসলামি রাজনৈতিক ডেস্ক

     

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটির শপথপাঠ অনুষ্ঠিত। আজ বাদ ইশা নগর কার্যালয়ে ২০২১-২২ সেশনের জন্য মনোনীত দায়িত্বশীলদের শপথ পাঠ করান নগর সভাপতি মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন। বিভিন্ন বিভাগের দায়িত্বপাপ্তগণ হলেন যথাক্রমে-

    সভাপতি- মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন
    সহ-সভাপতি- এইচএম জামশেদ
    সাধারণ সম্পাদক- আল-মিজান মোঃ নোহেল
    যুগ্ম সম্পাদক- আবুল হাসনাত তানিম
    সাংগঠনিক সম্পাদক- আবু হানিফ এরশাদ
    দফতর সম্পাদক- মাহফুজুর রহমান
    অর্থ সম্পাদক- মোঃ রবিউল হাসান
    প্রচার সম্পাদক- মুহাম্মদ ইকবাল হোসাইন
    প্রকাশনা সম্পাদক- সাইয়েদ সিদ্দিকী
    দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক- মুহাম্মদ আকরাম হোসাইন
    যুবকল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক- ডা. মুহাম্মদ নাজিম উদ্দিন
    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- হাদিস হাওলাদার
    আইন সম্পাদক- রিজওয়ান ইসলাম আবু হানিফ
    শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
    তথ্য ও গবেষণা সম্পাদক- মুহাম্মদ আসহাব উদ্দিন
    সমাজকল্যাণ সম্পাদক- আবরার সালেহ
    শিল্প ও বাণিজ্য সম্পাদক- শিহাব উদ্দিন ওবাইদী
    মানবাধিকার সম্পাদক- মুহাম্মদ আরিফ
    মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- মুহাম্মদ রফিকুল ইসলাম
    সংখ্যালঘু বিষয়ক সম্পাদক- মুহাম্মদ মনিরুজ্জামান
    উপ-সম্পাদক- মুহাম্মদ দিদারুল ইসলাম
    উপ-সম্পাদক- শাহীনুর ইসলাম
    উপ-সম্পাদক- মাসুদুর রহমান
    উপ-সম্পাদক- এইচএম শামসুল আলম রিয়াদ

  • ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত।
    বৃহস্পতিবার (০৪ মার্চ ২১) বাদ এশা (আইএবি)চট্টগ্রাম মহানগর কার্যালয়ে ২০২১-২২ সেশনের জন্য মনোনীত দায়িত্বশীলদের শপথ পাঠ করান যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন।

    বিভিন্ন বিভাগের দায়িত্বপাপ্তগণ হলেন যথাক্রমে-
    সভাপতি- মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন
    সহ-সভাপতি- এইচএম জামশেদ
    সাধারণ সম্পাদক- আল-মিজান মোঃ নোহেল
    যুগ্ম সম্পাদক- আবুল হাসনাত তানিম
    সাংগঠনিক সম্পাদক- আবু হানিফ এরশাদ
    দফতর সম্পাদক- মাহফুজুর রহমান
    অর্থ সম্পাদক- মোঃ রবিউল হাসান
    প্রচার সম্পাদক- মুহাম্মদ ইকবাল হোসাইন
    প্রকাশনা সম্পাদক- সাইয়েদ সিদ্দিকী
    দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক- মুহাম্মদ আকরাম হোসাইন
    যুবকল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক- ডা. মুহাম্মদ নাজিম উদ্দিন
    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- হাদিস হাওলাদার
    আইন সম্পাদক- রিজওয়ান ইসলাম আবু হানিফ
    শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক-
    তথ্য ও গবেষণা সম্পাদক- মুহাম্মদ আসহাব উদ্দিন
    সমাজকল্যাণ সম্পাদক- আবরার সালেহ
    শিল্প ও বাণিজ্য সম্পাদক- শিহাব উদ্দিন ওবাইদী
    মানবাধিকার সম্পাদক- মুহাম্মদ আরিফ
    মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- মুহাম্মদ রফিকুল ইসলাম
    সংখ্যালঘু বিষয়ক সম্পাদক- মুহাম্মদ মনিরুজ্জামান
    উপ-সম্পাদক- মুহাম্মদ দিদারুল ইসলাম
    উপ-সম্পাদক- শাহীনুর ইসলাম
    উপ-সম্পাদক- মাসুদুর রহমান
    উপ-সম্পাদক- এইচএম শামসুল আলম রিয়াদ প্রমুখ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য; প্রতিহিংসার রাজনীতি কারো কাম্য নয়
    -সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ২০২১-২২ সেশনের নব গঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের শপথগ্রহণ আজ (২১ ফেব্রুয়ারি২১) শুক্রবার বিকাল ৩ টায় আনোয়ারা চাতুরী চৌমুহনী মদিনা হোটেলে এর ৩য় তালায় হল রুমে অনুষ্ঠিত হয়।জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নব নির্বাচিত সভাপতি মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী।

    অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে গণমানুষের কল্যাণ নেই তা কেউ করতে পারে না। তিনি বলেন, রাজনীতি কোনো ভোগের বিষয় নয় বরং মানবতার কল্যাণে নিবেদিত। রাজনীতির এক শ্রেণির উচ্চাভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যাণকামী ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়।

    তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে সুস্থ ধারার রাজনীতি নেই। মানুষের নাগরিক ও মানবিক অধিকার ভুলুণ্ঠিত। দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করে রেখেছে সরকার। তিনি বলেন, সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে সর্বত্র দুর্নীতি, লুটপাট কায়েম করছে।

    তিনি আরো বলেন, দেশকে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে। তিনি মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে ২০২১-২২ সেশনের নব গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির দায়িত্বশীলগণ শপথ গ্রহণ করেন। এরপরে তাদেরকে নিম্মোক্ত বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়।

    ১ সভাপতি- মাওলানা মুজাহিদ ছগীর আহমদ চৌধুরী
    ২ সহ সভাপতি- মাওলানা মোহাম্মদ হারুন
    ৩ সহ সভাপতি- মাওলানা আনিছুর রহমান
    ৪ সেক্রেটারী- আলহাজ্ব এইচ এম রুহুল্লাহ তালুকদার
    ৫ জয়েন্ট সেক্রেটারী- মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী
    ৬ সাংগঠনিক সম্পাদক- ইন্জিনিয়ার মোস্তাক আহমেদ
    ৭ সহ- সাংগঠনিক সম্পাদক- মাষ্টার আবু ফাইজা
    ৮ প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- মাওলানা আনোয়ার
    ৯ সহ- প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- আলমগীর ইসলামাবাদী
    ১০ দফতর সম্পাদক- হাফেজ মাওলানা আরিফ উদ্দিন
    ১১ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মাওলানা মিজানুর রহমান বাদশা
    ১২ সহ- অর্থ ও প্রকাশনা সম্পাদক-
    মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী
    ১৩ প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা হাবিবউল্লাহ
    ১৪ সহ- প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আমিনুল ইসলাম
    ১৫ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওলানা জয়নাল আবেদীন
    ১৬ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-হাফেজ মাওলানা আইয়ুব
    ১৭ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আবদুল আলিম
    ১৮ সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ সাইফুল ইসলাম খোকা
    ১৯ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- মাওলানা আইয়ুব পুকুরিয়াবী
    ২০ সদস্য- মাওলানা মোজাম্মেলুল হক
    ২১ সদস্য- মু.সাইফুদ্দীন দৌলতপুরী

    বার্তা প্রেরকঃ-
    আলমগীর ইসলামাবাদী
    সহ-প্রচার ও দাওয়াহ্ সম্পাদকঃ
    ইসলামী আন্দোলন বাংলাদেশ
    চট্টগ্রাম দক্ষিণ জেলা।