Category: কক্সবাজার জেলা

  • ইয়াবা ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নুরুল আলম সিকদারকে হত্যার হুমকি: থানায় জিডি

    ইয়াবা ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নুরুল আলম সিকদারকে হত্যার হুমকি: থানায় জিডি

    নিজস্ব প্রতিবেদক:

    কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের পর পর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক নবচেতনার কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় নুরুল আলম সিকদার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি লিপিবদ্ধ করেন।

    জিডিতে তিনি উল্লেখ করেন, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া নামক স্থানে আমার পৈতৃক সম্পত্তি প্রায় ৪০ বছর যাবৎ পৈতৃক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। গত ১৭ জানুয়ারি দুপুর আনুমানিক ২ ঘটিকায় একই ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মৃত রোশন আলীর পুত্র মোঃ মোজাহের মিয়া (৪৮) ও পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকার মোঃ সেকান্দারের পুত্র রাশেদুল ইসলাম (২৭) ঘটনাস্থলে পূর্ব শত্রুতার জের ধরে প্রাণ নাশের হুমকি দেয়।

    খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক নুরুল আলম সিকদারের পৈতৃক সম্পত্তি জবর দখল করে একটি চক্র দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। হুমকি দাতা রাশেদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। হুমকি দাতা মোজাহের মিয়া ও রাশেদুল ইসলাম সম্পর্কে জামাই শশুর। দীর্ঘদিন ধরে এই চক্রটি জমি দখল ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিরোধীয় জমি নিয়ে কক্সবাজারের বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যাহার এম. আর মামলা নং – ৯৭/২০২৩, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অমান্য করে জমি দখলে নিতে মরিয়া এই ইয়াবা সিন্ডিকেট।

    এদিকে, সাংবাদিক নুরুল আলম সিকদারকে প্রাকাশ্যে প্রাণ নাশের হুমকির কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।

    এক বিবৃতিতে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী বলেন, অবিলম্বে হুমকি দাতা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে। দখলবাজ ও ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

    এঘটনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়। সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঈদগাঁওতে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

    ঈদগাঁওতে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন সুমন

    দশ পেরিয়ে এগারতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন,এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজার ঈদগাঁও উপজেলায় এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

    অদ্য ১৮ই জানুয়ারী রোজ বুধবার বিকাল তিনটার সময় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হল রুমে এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মোঃ ওসমান গনি ইলি এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর স্থাপনা পরিচালক ডাক্তার ইউছুফ আলী,ঈদগাঁও প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি সম্রাট জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শেফাইল উদ্দিন,ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ওয়েগনার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু,সদস্য আজিজুর রহমান রাজু,রাশেদ কামাল,পল্লী চিকিৎসক মোহাম্মদ ওসমান গনি, ব্যবসায়ী মোহাম্মদ নূরুল হুদা ও আবছারসহ রাজনৈতিক সহ সাংবাদিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দিন অনুষ্ঠান সঞ্চলনা করেন আজিজুর রহমান ও মিছবাহ। অনুষ্ঠানের শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

  • নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের সীমান্তে শূন্যরেখায় আরসা-আরএসও’র গোলাগুলি, নিহত ১ গুলিবিদ্ধ ১

    নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের সীমান্তে শূন্যরেখায় আরসা-আরএসও’র গোলাগুলি, নিহত ১ গুলিবিদ্ধ ১

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধি

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তের কোনারপাড়ার শূণ্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

    বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে এ গোলাগুলির ঘটনা ঘটছে বলে দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকে তমব্রু সীমান্তের শূণ্যরেখায় থেমে থেমে গোলাগুলির খবর স্থানীয়দের মাধ্যমে জেনেছেন।
    ইউএনও আরও বলেন, ঘটনাটি যেহেতু শূন্যরেখায় সেখানে আন্তর্জাতিক রীতি মতে বিজিবিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। তারপরও সীমান্তের উদ্ভূদ পরিস্থিতি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।”
    দুপুরের দিকে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় কুতুপালং আশ্রয়শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
    তিনি বলেন, “এ সময় হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
    অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
    নিহত রোহিঙ্গার নাম হামিদ উল্লাহ (২৭)। আর আহত হয়েছেন মহিদ উল্লাহ (২৫)।
    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, সকাল থেকে অব্যাহত গোলাগুলির শব্দ শুনা যাচ্ছে। সেখানে কী হচ্ছে বলা যাচ্ছে না। ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছে।

    এ ব্যাপারে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

  • ব্যান্ডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইজন নিহত

    ব্যান্ডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইজন নিহত

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন সুমন

    কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের পরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে দুইজন। তাঁরা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)
    সোমবার (১৬ জানুয়ারী২০২৩ইং) রাত ১১ ঘটিকার সময় বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩) এবং কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী।
    প্রত্যক্ষদর্শী শামসুল আলম শ্রাবণ ও নিহতদের স্বজন খোরশেদ জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সাথে তাদের ঝগড়া -বিবাদ হয়। পরে জয়নাল, মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।এবং আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
    কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের কারণে মৃত্যু হয়েছে।
    বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা বলেন-খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। জড়িতদের ধরতে অভিযান চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

  • কক্সবাজ রামু থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

    কক্সবাজ রামু থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

    কক্সবাজার জেলা প্রতিনিধিঃ- মোঃ হোসেন সুমন,

     

    রামু ফতেখাঁরকুল ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮,৭২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

    গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব-১৫, রবিবার রাত ১০টা ৫০ ঘটিকার সময় কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সোমবার ১৬ জানুয়ারী Rab-15 সংবাদ সুত্রে এসব তথ্য জানাগেছে।

    রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া এলাকায় মোঃ আব্দুর রহিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তায় এক অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃত ব্যক্তি মোঃ শফিকুল অালমের দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা এবং অাবুল কাশেম এর দেহ হতে ২ হাজার ৭শ ২০ পিস ইয়াবাসহ সর্বমোট ৮ হাজার ৭ শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয়ের পরিচয় নতুন মিয়াজী পাড়ার বদি অাহমদের পুত্র মো: শফিকুল অালম (৩৪), খায়রুল অামিনের পুত্র অাবুল কাশেম (২০)।

    এছাড়া আরো জানায়, দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • সদর উপজেলা ইউএনও’র পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন

    সদর উপজেলা ইউএনও’র পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাকারিয়ার সহযোগিতায়,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গনি (ইলি)।

    (জানুয়ারি ১৪) শনিবার রাত দশটা’র সময় পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব পোকখালী ছৈয়দ পাড়া ও ৩নং ওয়ার্ড আবুল ফজল পাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে
    এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সদস্যরা।

    সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের খোঁজে বের করে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গনি (ইলি)। কনকনে শীতের মধ্যে হঠাৎ শীতবস্ত্র হাতে পেয়ে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। খুশিতে উৎফুল্ল হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জন্য দোয়া করার জন্য সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষ গুলো।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ঈমন,সিনিয়র সদস্য সলিম উদ্দীন,সদস্য জাহাঙ্গীর আলম, জুবার,মহিউদ্দিন, আজিজুল হকসহ আরো অনেকেই। প্রতিষ্টাতা পরি চালক মোঃ ওসমান গনি ইলি বলেন প্রতি বছরের ন্যায় এই বছরো শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তিনি আরো বলেন ফেব্রুয়ারি মাসে দু’শ জনেমত রোগীদের ফ্রি চিকিৎসার সেবা দেওয়া’র জন্য প্রস্তুতি গ্রহন করতেছি।

  • অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

    অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়ন খরুলিয়ায় অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে অসহায় শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন অমাখোঁ পরিবার।
    প্রসঙ্গত উক্ত সমাজিক সংগঠন খরুলিয়ায় অসহায় পরিবার খুজে বিভিন্ন সময় অসহায় পরিবারের নগদ অর্থ ও বস্ত্র খাদ্য পানীয় এবং অসহায় পরিবারের কোমলমতি শিশুদের শিক্ষা উপক্রম দিয়ে স্কুল ও মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন।
    অসহায় মানুষের খুঁজে এমন এক অমাখোঁ সদস্য বলেন, আমরা সমাজের অসহায় খুঁজে খুঁজে বের করে তাদেরকে আর্থিক সচ্ছলতার চেষ্টা করে যাচ্ছি।
    এর ধারাবাহিকতায় আজ আমরা সমাজের অসহায় পরিবার খুজে ২০ টি পরিবারের মধ্যে উন্নতমানের বিদেশি সোলারন কম্বল বিতরণ করি।
    আগামী ১৪ই জানুয়ারি শনিবার অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের অসহায় পরিবার খুজে ২০টি পরিবারের মধ্যে উন্নত বিদেশি কম্বল বিতরণ করা হবে।
    অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের বিত্তবান প্রতি উদাত্ত আহ্বান জানান যে, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সমাজের অসহায় পরিবার শীতার্ত মানুষের পাশে দাড়ান।

  • টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    কক্সবাজারের টেকনাফে নাফনদী বেড়ীবাঁধ এলাকা থেকে ৩কেজি ৩২০গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও ৫কেজি কারেন্ট জাল সহ সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২ বিজিবি।

    বুধবার(১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ ২বিজিবি শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ ওবিএম পোস্ট এলাকা নাফনদী সংলগ্ন বেড়ীবাঁধ থেকে মো. ইয়াছ নুরকে স্বর্ণের বার ও কারেন্ট জাল সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর দিকে ওবিএম পোস্ট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে টেকনাফ সদর ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ একটি টহলদল নাফনদী বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করেন।

    কিছু সময় অবস্থা করার পর টহলদল দেখে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে কেওড়া বাগানের ভেতর দিয়ে এক যুবক বেড়ীবাঁধ উঠলে।ওই সময় টহল দল তাকে গ্রেপ্তার করেন।

    এসময় তাকে তল্লাশী করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মুড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং ৫কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।পরবর্তীতে বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩২০ গ্রাম।

    ২বিজিবি’র অধিনায়ক আরও জানান,গ্রেপ্তারকৃত যুবকের স্বীকারোক্তিতে উক্ত স্বর্ণ পাচারের সাথে আরও ২ জন চোরাকারবারী জড়িত রয়েছে।অভিযানে উদ্ধার হওয়া কারেন্ট জাল টেকনাফ কাষ্টম অফিসে ও স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে।এবং ধৃত যুবক সহ জড়িত আরও দু’জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয় বলে অধিনায়ক জানায়।

  • উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজীর পাড়া সীরত কমিটির উদ্যোগে মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক (৩৩ তম) সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনী (৩য়) দিনে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা ড. লুৎফুর রহমান সাহেব, ঢাকা।

    উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রাহঃ) এর ইছালে ছাওয়াব ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী (৩৩তম) হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপ-অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব হযরত মাওলানা খায়রুল বশর সাহেব এর সভাপতিত্বে সমাপনী দিনের দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন হযরত আল্লামা সাদিকুর রহমান আল-আযহারী-ঢাকা।

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সহ অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৮ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হাজীরপাড়া সীরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মাহফিল সঞ্চালনা করেন
    হাজীরপাড়া সীরাত কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আহমদ উল্লাহ।

  • বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম স্যারের নিকট হতে “বস্তুনিষ্ট সাংবাদিকতায়” বিশেষ অবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” গ্রহন করছেন আরজেএফ’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার ও দি বাংলাদেশ ডায়েরি পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুর রাজ্জাক।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
    বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান
    মিছবাহুর রহমান চৌধুরী,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
    ইসমত কাদির গামা,এস এ টিভির হেড অব দা নিউজ মাহমুদ আল ফয়সাল ও আরজেএফ’র চেয়ারম্যান,এস,এম জহিরুল ইসলাম।
    স্থানঃ- কচি কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা।।
    তারিখঃ ০৭/০১/২০২৩ ইংরেজি।