Category: কক্সবাজার জেলা

  • উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    কক্সবাজারের উখিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজিত পিএফজির ফলোআপ মিঠিং অনুষ্ঠিত হয়।

    ওমর ফারুক উখিয়া, কক্সবাজার।

    শনিবার ১৯ নভেম্বর বেলা ১২ঘটিকায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে হল কক্ষকে এই আয়োজন করা হয়।

    এতে পিএফজির কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান’র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার সাহিত্য কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী।

    এতে তিনি বলেন,দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অর্থ সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে। যে যার মত করে সম্পদ লুট করেছে। দেশের সমস্যা সমাধানে দেশ প্রেম নিয়ে কাজ করলে আজ সোনার বাংলা হতো। সোনার মানুষের বড়ই অভাব রয়েছে। নদ-নদী ও খালের পানিতে চাষ করা যায়। কিন্তু এই পানি খাওয়া যায় না।

    তিনি বলেন, সাগরের পানি লবণাক্ত। খাল ও নদীর পানি যখন সাগরে মিলিত হয় তখন এই পানিও লবণাক্ত হয়ে যায়। আমাদের রাজনৈতিক অবস্থাও আজ খাল ও নদীর পানির মতো হয়েছে। আমাদের একটি লবণাক্ত সাগর দরকার। সমতার ভিত্তিতে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সবাই মানুষ হিসেবে স্রষ্টার গুণে-গুণান্নিত হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে কাজ করি তাহলেই আমরা প্রশান্তি খুঁজে পাবো।

    এসময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি,রতন কান্তি দে, সিনিয়র সহ সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ,জয়নব আলম লিপি, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা মহিলা লীগ, রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মৃদুল আইচ, দারোগাবাজার সমাজ কমিটির সভাপতি।জন্নাত আরা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি। সৈয়দ হোসেন চৌধুরী, আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি, উখিয়া,জাহাঙ্গীর রফিক, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন, উখিয়া উপজেলা শাখা, হুমায়ুন কবির জুসান, সহ সভাপতি, উখিয়া প্রেস ক্লাব ফারুক আহমদ, সাংবাদিক ও সদস্য, উখিয়া প্রেস ক্লাব, সুবীর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য
    মনোয়ারা, রাশেদা বেগম, জেসমিন আক্তার, রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আব্দুল মোস্তফা, জয়দীপ রুদ্র, কাজল আইচ,
    ইয়ুথ এ্যাম্বাসেডরঃ ইমরান মোহাম্মদ কাফি, তরুণ সাংবাদিক ওমর ফারুক, তাজুল ইসলাম, সুমাইয়া সারমিন, সালমা আক্তার মিমি, নুরুল ইসলাম সহ প্রমুখ।

  • প্রতারককে ধরিয়ে দিন

    প্রতারককে ধরিয়ে দিন

    কক্সবাজার জেলা প্রতিনিধি- মোঃ হোসেন (সুমন),

    সাহেরা বেগম স্বামী মিজানুল রহমান, ছেলে মোঃনকিবুল রহমান,পিতাঃমোঃ মিজানুল রহমান এই দুইজন মা ও ছেলে এই লোক গুলি কক্সবাজার পূর্ব কলাতলী চন্দিমা মাঠ বাসা ভাড়া থাকতো ২বছর ধরে,এবং এই প্রতারকদুইজনে চাউলে ব্যাবসা করবে বলে লোকের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রায় ৭/৮জন লোকের কাছে থেকে ৬লাখ টাকা নিয়ে আজ দুপুর ৩টার সময় উধাও হঠাৎ করে।

    যে কোন লোকে এই প্রতারক গুলিকে সামনে দেখতে পাইলে নিচের নাম্বারটা যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো–01884146519,01824463586।

  • উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    কক্সবাজারের দক্ষিণ,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন’র থাইংখালী উত্তর জামতলী এলাকায় অবস্থিত হজরত আয়েশা ছিদ্দিকা (রা) মহিলা হিফ্জ খানা ও এতিম খানায় এক বছরে পাঁচজন মহিলা শিক্ষার্থী হিফয সমাপ্তি করাই দোয়া মাহফিল এর আয়োজন সমাপ্তি করা হয়।

    অদ্য ১৬ই নভেম্বর ২২ইং বুধবার বিকাল ২ঘঠিকা থেকে মাদ্রাসা হল রুমে পবিত্র কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত দিয়ে এই আয়োজন শুরু করা হয়।

    এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার প্রবিণ মুরব্বি,হাফেজ আব্দুল হাকিম।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, থাইংখালি দারুত তাহ্জীব কওমী  মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুস সত্তার, পালংখালী রহমানিয়া মাদ্রাসার পরিচালক, মাওলানা জিয়াউর রহমান।

    এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজার  এর উখিয়া উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক দুরন্তের সহকারী পরিচালক সাংবাদিক ওমর ফারুক, পালংখালী ইউনিয়ন এর ইউপি সদস্য মোফিদুল আলম সিকদার সহ প্রমূখ।

    অত্র মাদ্রাসা থেকে ২২ সালের শিক্ষাবর্ষে যারা হিফ্জ সমাপ্তি করেছে তারা হলো প্রথম জন, টেকনাফ উপজেলার  হোয়্যাইক্যং ইউনিয়ন’র লম্বাবিল এলাকার হাফেজ আব্দুল গণির বড় মেয়ে খুদে হাফেজা শফিকা আক্তার(১৪)।  দ্বিতীয় জন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন’র মনখালী গ্রামের আক্তার হোসেন’র বড় মেয়ে খুদে হাফেজা তৌহীদা ইয়াসমিন।
    তৃতীয় জন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর জামতলী এলাকার আবুল বশরের মেয়ে খুদে হাফেজা ফাহিমা আক্তার কাজল।
    ৪র্থ জন, পালংখালী ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামাল হোসেন এর মেয়ে খুদে হাফেজা  ছালেহা খাতুন কামাল( কোবরা)।
    ৫ম জন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন এর দরগাহ পাড়া এলাকার মুহাম্মদ নুর এর মেয়ে খুদে হাফেজা হারেসা আক্তার।

    এ-ব্যাপারে অত্র মাদ্রাসার প্রধান পরিচালক বলেন, এ- মাদ্রাসাটি ২০২০ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে সম্পূর্ণ পর্দা সহকারে পাঠদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ গত ২১ সালে ৫ জন হিফ্জ সমাপ্ত করে দস্তর(পাগড়ি) দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে।

    বর্তমান চলিত বছরে ৫জন হিফ্জ সমাপ্তি করেছে আলহামদুলিল্লাহ।

    সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসা আরো দীর্ঘ করে নির্মাণের কাজ চলতেছে।এতে আপনার সহযোগীতায় আরো মহিলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন  হিফ্জ করার সুযোগ পাবে আশা রাকি ইনশাআল্লাহ।

    এতে মাদ্রাসায় সহযোগীতা করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করোন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম। মোবাইলঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    আগামী ২৬শে নভেম্বর,২০২২ইং, রোজ শনিবার বাংলাদেশ সরকারের অনুমোদিত অন্যতম সরকারি মিডিয়ায় তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানস্থলঃ ২৬ নভেম্বর ২০২২ বিকাল ৩ ঘটিকায় কক্সবাজারের কলাতলী ডলপিন মোড়ে অবস্থিত হোটেল ওয়ার্ড বিচ রিসোর্ট’র ২য় তলায় সম্মেলন কক্ষ।

    প্রধান অতিথিঃ কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ স্যার।
    বিশেষ অতিথিঃ কক্সবাজার জেলা,পুলিশ সুপার, মাহফুজল ইসলাম(পিপিএম বার)
    সভাপতিঃজাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শফিকুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি।

    আমন্ত্রণে, মোহাম্মদ

    ওমর ফারুক
    উখিয়া প্রতিনিধি জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা।

  • উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

     

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজের উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর ২০২২ ইং, বিকেল সাড়ে ৩টায় পাতাবাড়ি খেলার মাঠে।

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিয়েছেন সিকদারবিল বাছাই একাদশ বনাম রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ, খেলায় দ্বিতীয় অধিবেশনে ০১ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ।

    উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু বড়ুয়া, শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর, সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায়
    প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব, মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে যৌথ বর্ধিত সভা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সহ সকল সংসদ সদস্যবৃন্দ।

    আরো বক্তব্য রাখছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এছাড়াও জেলার আওতাধীন প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।

  • উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন এমপি আবদুর রহমান বদি

    উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন এমপি আবদুর রহমান বদি

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন এমপি বদি। ৮ নভেম্বর ২০২২ সকাল সাড়ে ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে মতবিনিময় কালে “ভি ডব্লিউ বি” পরিবার যাচাই বাছাই নিয়ে আলোচনা করেন উখিয়া-টেকনাফের গণমানুষের প্রিয়নেতা সাবেক এমপি জনাব আলহাজ্ব আবদুর রহমান বদি মহোদয়, উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, আরো উপস্থিত ছিলেন অত্র পরিষদের ইউপি সচিব মৃনাল বড়ুয়া, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্যা খুরশিদা বেগম, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা, ইউপি সদস্য নুরুল কবির, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, তরুন আওয়ামী লীগ নেতা ওমর খাঁন, বিশিষ্ট ব্যবসায়ি তহিদুল আলম তহিদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অত্র পরিষদের ইউপি উদ্যোক্তা, দফাদার ও গ্রাম পুলিশ সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    টেকনাফে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ডে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    ৫ নভেম্বর শনিবার সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড হারিয়া খালি সাইক্লোন শেল্টারের নিচ তলায় এ আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন পরিষদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা।
    সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড ইউথ গ্ৰুপের উপদেষ্টা মোঃ রাশেল,৩ নং ওয়ার্ডের যুব সম্প্রীতি ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত উসমান, একলাবের সহকারী মোঃ তারেক, আব্দুর রাজ্জাক,মোঃ আয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিফা,মিনারা আক্তার,ছমিরা আক্তার প্রমুখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
    একলাবের সহযোগিতায় এইরকম মানব সেবা মুলক কাজ করতে পেরে, যুব সম্প্রীতি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একলাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    উখিয়ায় ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজরের উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ইরতিজা টাইলস এন্ড সেনেটারী শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৪ নভেম্বর, জুমার নামাজ শেষে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সকল প্রকার দেশী-বিদেশি টাইলস ও সেনেটারী সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে “ইরতিজা টাইলস এন্ড সেনেটারী” নামক এ প্রতিষ্টানের প্রোপ্রাইটরঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী ও মোঃ নজরুল ইসলাম অপু।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী প্রতিষ্টানটি শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, মাস্টার শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, সাবেক মেম্বার মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ওমর খাঁন, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও মুরব্বীগন।

    ইরতিজা টাইলস এন্ড সেনেটারী, এইখানে সব ধরনের মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।
    যোগাযোগঃ ০১৮৭২৬১৫১৭৮, ০১৮৭৭৬১৪০৬৯।

  • টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক-১০

    টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক-১০

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মানবপাচার ও পরোয়ানাভুক্ত আসামীসহ ১০ জন অপরাধী কে আটক করা হয়েছে।
    টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, বৃহস্পতিবার (৩অক্টোবর)
    ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত কক্সবাজার জেলার পুলিশ সুপার, মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), মহোদয় এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, মোঃ শাকিল আহমেদ (বিপিএম) মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং ওসি মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত ১ জন সন্দিগ্ধ আসামী হোয়াইক্যং ইউনিয়ন,
    ৫নং ওয়ার্ড, কানজনপাড়া এলাকার বকতার আহমদের ছেলে মোঃ সাইমুন (১৯)
    অপহরণ মামলার ০১ জন এজাহার নামীয় আসামী সাবরাং ইউনিয়ন,১নং ওয়ার্ড, মুন্ডার ডেইল এলাকার বদল্যার পুত্র সোনা মিয়া (৩২)
    ৫ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামী
    কচ্ছপিয়া ফয়াজী পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র আব্দুল্লাহ,
    হ্নীলা ইউনিয়ন,৯নং ওয়ার্ড,জাদিমুড়া বৃটিশ পাড়া এলাকার আবু বক্কর এর স্ত্রী রিনা আক্তার (২৫)টেকনাফ সদর ইউনিয়ন, ৬নং ওয়ার্ড গোদার বিল এলাকার মকবুল আহমদের পুত্র শাহ আলম (৩২)টেকনাফ সদর ইউনিয়ন, নতুন পল্লান পাড়া এলাকার কালুর পুত্র জাবেদ,
    টেকনাফ পৌরসভা নাইট্যংপড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র শমসুল আলম(৪৯)
    ৩জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামী
    হ্নীলা ইউনিয়ন,দমদমিয়া পাড়া এলাকার
    সৈয়দ হোসেন এর পুত্র আব্দুল লতিফ,
    দমদমিয়া এলাকার শফির পুত্র এনায়েত উল্লাহ,
    জাদিমুড়া এলাকার মৃত আব্দুল শুক্কুরের পুত্র মোঃ ইলিয়াছ, সহসর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসীদেরকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।