Category: কক্সবাজার জেলা

  • টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    মোস্তাক আহমদ টেকনাফ:

    কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হল বনিয়া সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে নারী পুরুষসহ, শেষ খবর পাওয়া পর্যন্ত চার দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং তিন (৩) জনকে সমুদ্র সৈকত ভাসমান মৃত্যু অবস্থা পাওয়া যায়।

    গত সোমবার ( ৩ অক্টোবর) সন্ধ্যা অবৈধ ভাবে ট্রলার যোগে গোপনের মাধ্যমে মালায়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে সমুদ্র উপকূলে এই দুর্ঘটনাটি হয় বলে জানা যায়। স্থানীয় দালালের মাধ্যমে গোপনে বিভিন্ন আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ কে সংগ্রহ করে মালায়েশিয়া পাচার করা হয়।

    উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, বিশেষ করে নারীরা বলে যে, তাদের স্বামীরা মালায়েশিয়া বসবাস করে সেজন্য তারা সেখানে পাড়ি জানাচ্ছে। তারা বলে লোকাল দালালরা ক্যাম্প থেকে আমাদেরকে (রোহিঙ্গাদের) নিয়ে প্রথমে তারা গোপনের বিভিন্ন পাহাড়া বা ঘরের মধ্যে লুকিয়ে রেখে সন্ধ্যা নামলে সেখান থেকে তাদেরকে ছোট ছোট ট্রলার যোগে নিয়ে যাওয়া হয়।

    রহিম নামের এক ব্যক্তি বলেন আমরা প্রায় প্রথমে ১২-১৫ মতো সন্ধ্যায় ট্রলারে উঠি তারপর ট্রলার কিছু দূর যেতে না যেতে আরও কিছু স্থান থেকে লোক আমাদের ট্রলারে ওঠে। কিন্ত আমি দেখেছি যে, সেখানের ধারণ ক্ষমতা থেকে বেশি ট্রলারে ওঠায় কিছু দূর যেতে ট্রলারটি ডোবে যায় আমি আর কিছুই জানি না সবাই চিৎকার দিয়ে উঠেছিল।

    স্থানীয় একজন বলে আমি সকালে সমুদ্র তীরে এসে দেখতে পারি যে, বিভিন্ন লোকজন তীরে ছোটাছুটি করতেছে তখন আমি কোস্টগার্ডকে খবর দিয়। তারপর তারা এসে মালায়েশিয়াগামীদেরকে(রোহিঙ্গা) বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সমুদ্রে তীরে এক জায়গায় জড়ো করে তারপর তারা তাদের স্পিড বোট দিয়ে বাকীদেরকে উদ্ধারের কাজ করে।

    স্থানীয়রা আরও বলেন মিয়ানমারের বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে যখন তুমুল লড়াই চলছে। সেখানকার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ( রোহিঙ্গা গোষ্ঠী)। মিয়ানমারের অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হচ্ছে। সে হিসেবে ভয়ভীতির মধ্যে এই দুঘর্টনা হতে পারে।

    এ বিষয়ে বাহার ছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুর মোহাম্মদ বলেন খবর ফেরে আমাদের পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।
    কোস্টগার্ড স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার শুরু করে দিয়েছি এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের কে আমরা সমুদ্র তীরে একত্রিত করে ঝাউ বাগানে রেখেছি, এ পর্যন্ত নারী পুরুষ চার দালালসহ ৪৫ কে জীবিত উদ্ধার ও সমুদ্রর তীরের বিভিন্ন জায়গা থেকে তিন জনের মরা দেহ উদ্ধার করা হয়েছে।

  • উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    উখিয়াতে শারদীয় দূর্গাপূজায় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মামুনুর রশীদ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলার শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৪ অক্টোবর ২০২২, রোজ মঙ্গলবার রাতে উখিয়া উপজেলাতে (৫) টি পুজা মন্ডপে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত শারদীয় দূর্গা পূজায় পরিদর্শনে আসেন মাননীয় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার ভূমি উখিয়া, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া দারোগা বাজার সমাজ কমিটির সভাপতি বাবু মৃদুল আইচ, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন দে, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু,
    রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ওমর খান, ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও অন্যান্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

    হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নমমীতে উখিয়া উপজেলার উখিয়া সদর পূজা মন্ডপ, হারাশিয়া পুজা মন্ডপ, রাজাপালং কাশিয়ারবিল বিষ্ণু মন্দির, কাশিয়ারবিল হরি মন্দির ও বৃহত্তর হিন্দু ধর্মাবলম্বি এলাকা শর্মাপাড়া ধুরুমখালী পূজা মন্ডপে অংশগ্রহণ করেন, এবং ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে মত বিনিময় করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মতবিনিময় কালে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। আরো বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ আমাদের সকলের। আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

    “ধর্ম যার যার উৎসব সবার”
    এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজার উখিয়াতেও শতবছর ধরে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে।

  • আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা আয়োজন করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী’র মোটর সাইকেল মার্কার সমর্থনে আয়োজিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উখিয়া উপজেলার জনপ্রতিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর ইনানী অর্কিড ব্লো’তে সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,

    উক্ত মতবিনিময় সভায় উখিয়া উপজেলার জনপ্রতিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তাক আহমেদ চৌধুরী।

    উক্ত জনপ্রতিনিধি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মকুল, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম,

    আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ১৭ নভেম্বর মোটর সাইকেল মার্কার সমর্থনে মোস্তাক আহমেদ চৌধুরীকে উখিয়া উপজেলা জনপ্রতিধিদের সর্বসমর্থনে জয়যুক্ত করার আহ্বান জানান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

  • শ্রেয়সী দে চৈতী এখন সুমাইয়া জান্নাত- বিয়ে করলেন মুসলিম যুবকক ইয়াছিন আরফাতকে

    শ্রেয়সী দে চৈতী এখন সুমাইয়া জান্নাত- বিয়ে করলেন মুসলিম যুবকক ইয়াছিন আরফাতকে

    নিউজ ডেস্ক।

    সুমাইয়া জান্নাত। পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী। ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বই-পুস্তক পাঠ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ৬ মাস পূর্বে দেশের প্রচলিত আইন অনুযায়ি নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম সংশোধন করেন। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইসলাম ধর্মের অনুসারী যুবক ইয়াছির আরাফাতের সাথে।
    সুমাইয়া জান্নাত (২৩) বর্তমানে রামু সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা অরুন কান্তি দে রামু রাবার বাগানের গাড়ি চালক। তাদের স্থানী নিবাস চকরিয়া উপজেলার ডুলাহাজারা হলেও বাবার চাকরি সূত্রে দীর্ঘদিন সপরিবারে রামু রাবার বাগান এলাকায় বসবাস করে আসছেন।

    সুমাইয়া জান্নাত জানান- সম্প্রতি তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব ঘোনার পাড়া এলাকার মো. কামাল হোসেন মজুমদারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াছির আরাফাত অপির সাথে ইসলামী শরিয়াহ ও রেজিস্ট্রি কাবিননামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি আরো জানান- গত ২৭ ফেব্রæয়ারি কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামামূলে সনাতন ধর্মাবলম্বী শ্রেয়সী দে চৈতী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী এর পরিবর্তে নতুন নাম রাখেন সুমাইয়া জান্নাত।

    ওইসময় সুমাইয়া জান্নাত একটি জামে মসজিদের ইমামের নিকট পবিত্র কালেমা শরীফ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুমাইয়া জান্নাত আরো জানান- তাদের বিয়ের থেকে তার পিতা-মাতা সহ পরিবারের সদস্যরা তাদের এ বিয়ে মেনে না নিয়ে তাদের হয়রানি করার জন্য কক্সবাজার সদর মডেল থানা, রামু থানায় অভিযোগ দিয়েছে। যা অনাকাংখিত। তিনি তাদের নতুন দাম্পত্য জীবন এবং ইসলামী রীতিনীতি মেনে আল্লাহ ও রাসূল (স.) এর আদর্শমতে চলতে সবার দোয়া কামনা করেছেন।

  • রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী

    রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের বিষয়ের উপর পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

    ২ অক্টোবর ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন করেন- মাননীয় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। কক্সবাজার জেলা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।

    উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সচিব মৃনাল বড়ুয়া, ইউপি সদস্য জনাব মোঃ সালাউদ্দীন মেম্বার, জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, জনাব আব্দুর রহিম মেম্বার, জনাব ইন্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, নুরুল কবির মেম্বার, ইউপি উদ্যোক্তা ওসমান সরওয়ার, গ্রাম পুলিশ নুর মোহাম্মদ, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল পরিষদ সংশ্লিষ্টদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

    এছাড়া উখিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উখিয়া থানা পরিদর্শনের কথাও রয়েছে।

  • এক নজরে, হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসা, স্থাপিতঃ-২০০৪ ইং, ডেইলপাড়া উখিয়া কক্সবাজার।

    এক নজরে, হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসা, স্থাপিতঃ-২০০৪ ইং, ডেইলপাড়া উখিয়া কক্সবাজার।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া।

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের সুপরিচিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৭নং ওয়ার্ডের ডেইলপাড়া গ্রামের হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসাটি ডেইলপাড়া মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন সংলগ্ন পূর্ব পাশ্বে তিন রাস্তার মুখে ৬ গন্ডা জমিতে প্রথমে বাঁশের বেড়া দিয়ে একটি মসজিদ নির্মিত হয়। ১বছর পর কমিটির সাথে মাওলানা সৈয়দ হামজা সাহেব হুজুর পরামর্শ করে একটি হেফজ বিভাগ প্রতিষ্ঠিত করেন এবং হেফজ বিভাগের পাশাপাশি নুরানী কেজি বিভাগও তৃতীয় শ্রেণি পর্যন্ত রয়েছে।

    এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ১৮ বছর, এই পর্যন্ত প্রতিবছর নিয়মিত ৪-৫ জন করে হেফজ সমাপ্ত করে দস্তারবন্দী / পাগড়ী প্রদান করা হয়।

    এই প্রতিষ্ঠানের ছাত্ররা হেফজ সমাপ্ত করে বিভিন্ন মাদ্রাসায়, মাছুয়াখালী মাদ্রাসা, পোকখালী মাদ্রাসা, পটিয়া ও হাটহাজারী এসব মাদ্রসার কিতাব বিভাগে ভর্তি হয়েছেন,

    অত্র মাদ্রাসার স্বনামধন্য কমিটির পক্ষ মুহতামিম মাওলানা সৈয়দ হামজা সাহেব।

  • কামাল উদ্দিন এর মৃত্যুতে ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

    কামাল উদ্দিন এর মৃত্যুতে ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

    শোক সংবাদ

    পূর্ব দরগাহবিল তুলাতলী পাড়া নিবাসী জনাব মীর কাশেম এর ৪র্থ পুত্র জনাব কামাল উদ্দিন সাহেব গতকাল দুপুর ৩ ঘটিকার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) আজ ১ অক্টোবর ২০২২ ইং শনিবার সকাল ১০ ঘটিকার দিকে হাতিমোড়া স্টেশন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে।

    আল্লাহ মরহুমের সমস্ত জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করুন। আমীন।
    মরহুমের মা-বাবা এবং ভাই-বোনদেরকে সবরে জমীল দান করুন। আমীন।

    কামাল উদ্দিন এর মৃত্যুতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদনঃ

    মুজিবুর রহমান মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ কক্সবাজার।

    ‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

    সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ২৯/৯/২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান একথা বলেন। ইফা: উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী।

    সভাপতি জনাব ফাহমিদা বেগম বলেন, ইসলাম শান্তিপূর্ণ ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ্য আর শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। কেননা একই আদম হাওয়া থেকে আমাদের সবার উদ্ভব। কে কোন ধর্মের অনুসারী তা মূল বিষয় নয়, বিষয় হল আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি।
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (স:) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ের ওপর আঘাত-সহিংসতাও ইসলামে চিরতরে হারাম ও নাযায়েজ ঘোষণা করা হয়েছে।

    সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

    একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

    উল্লেখিত বিষয়ে ২৮/০৯/২০২২ তারিখে ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভা শেষে, দেশ-জাতির সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    নিজস্ব প্রতিবেদন।

    র‌্যাব-১৫, কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার ক্যাম্পে জয়নাল আবেদীন (২৮) নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই জাফর আলম (২৪), পিতা- নুরুল হাকিম, মাতা- ছকিনা খাতুন, সাং- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া, ০৭ নং ওয়ার্ড, সাবরাং-ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ভিকটিম পেশায় একজন মাছ ব্যবসায়ী । গত ২৬/০৯/২০২২ তারিখ অনুঃ ১৩.০০ ঘটিকার সময় তার ভাই সুজোকি মটর সাইকেল নিয়ে টেকনাফ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে দিন শেষে রাত হওয়ার পরও তার ভাই বাড়ি না ফেরায় ভিকটিমের পরিবার ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে জানায় জাফর আলম অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা দাবি করে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। পরবর্তিতে সে সাবরাং ইউপিস্থ বেইঙ্গা পাড়া সাকিনে অপহরণকারীচক্রের পাঠানো লোকের হাতে ০৩ ভরি স্বর্ণালংকারসহ ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংকের দুইটি অলিখিত স্বাক্ষরবিহীন চেক প্রদান করা সত্ত্বেও অপহরণকারীরা ভিকটিমকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অতঃপর ২৮/০৯/২০২২ তারিখ অনুঃ ১৪.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।

    ভিকটিমকে উদ্ধার করে হস্তান্তরপূর্বক অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়েছে।