Category: কক্সবাজার জেলা

  • রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    নিজস্ব প্রতিবেদক

    ০২/০৯/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয় যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহন নামক বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল একই তারিখ অনুঃ ১৮.০০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপিস্থ রামু রাবার বাগান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপক কার্যালয় এর সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত বাসটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশী শুরু করলে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত ০১নং ধৃত ব্যক্তির হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১০ (দশ) কেজি এবং ০২নং ধৃত ব্যক্তির সাথে থাকা ট্রলি ব্যাগের ভেতর হতে ০৮(আট) কেজিসহ *সর্বমোট ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার* করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামী জানায় তাদের পরিচয় ১। মোঃ খোরশেদ আলম @ বাবুল (২৩), পিতা-মোঃ নূরুল আহমদ, মাতা- মোছাঃ মরিয়ম বেগম, সাং- উত্তর ননিয়ারছরা (বিমান বন্দর রোড), ০২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর মডেল, জেলা- কক্সবাজার এবং ২। মরিয়ম (৪০), পিতা- মৃত সৈয়দ আহমদ, পালক পিতা- মোঃ মমতাজ, স্বামী- মোঃ ফজলু, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- ঝরঝরিকুয়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর মডেল, জেলা-কক্সবাজার। ধৃত আসামীরা আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা চট্টগ্রাম থেকে বহন করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ আদায় করায় সাইকেল উপহার পেয়েছে ৩৮ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেয়া হয়েছে।

    ২ জুলাই শুক্রবার জুমার নামাজের পর পরই তাদের মাঝে সাইকেলগুলো বিতরণ করা হয়।

    আর আগেও দেশের বিভিন্ন জায়গায় নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ধর্মভীরু সমাজসেবকদের উদ্যোগে সাইকেল উপহারের এরকম উদ্যোগ দেখা যায়।

    বিশেষজ্ঞদের মতে- এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মের মধ্যে ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন।

    জানা যায়, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লান পাড়া বায়তুন নুর জামে মসজিদে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি’র উদ্যোগে বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণে শিশু- কিশোরদের উপহারের সাইকেলগুলো বুঝিয়ে দেয়া হয়। তারা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সাথে মসজিদে আদায় করেছেন বলে জানা যায়।

    সাইকেল বিতরণ উপলক্ষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, এটা কেবল শুরু। সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে। সারাদেশে বিভিন্ন পাড়া মহল্লায় তাকবির উলার সাথে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে।

    সাবেক সংসদ বদি আরো বলেন- আমি উখিয়া টেকনাফের জনগনের পাশে ছিলাম, আছি, তাকব, ইনশাআল্লাহ।

  • টেকনাফে ভূট্টো হত্যা মামলার আসামীর হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ’ থানায় অভিযোগ দায়ের

    টেকনাফে ভূট্টো হত্যা মামলার আসামীর হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ’ থানায় অভিযোগ দায়ের

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের টেকনাফে দূর্বৃত্তদেরর গুলিতে মোহাম্মদ ইউনুছ (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। সে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়া এলাকার হোসেন আহমদের ছেলে।
    গেল বুধবার (৩১ আগষ্ট) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া ও মৌলভীপাড়ার মধ্যবর্তী ব্রীজ সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে। অভিযোগ পত্র মতে জানা যায়,
    বুধবার দুপুরে ইউনুছ প্রতিদিনের ন্যায় সদর ইউনিয়নের নাজির পাড়া ও মৌলভীপাড়া সীমানায় ব্রীজ সংলগ্ন মাঠে নিজের গরু চড়ানোর জন্য যায়।
    এসময় টেকনাফের আলোচিত নূরুলহক ভূট্টো হত্যা মামলার অন্যতম আসামী মৌলভী পাড়া এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুল আমিন (৩২) এর নেতৃত্বে একই এলাকার মৃত ফজল আহমদের ছেলে একরাম (৩৫), আব্দুল করিম ( ৪০), মো. বশরের ছেলে আবুল কালাম উরুফে কালাইয়া (৪০), মো. আমিনের ছেলে তৌকির আহমদ (৩০), আব্দুস সালামের ছেলে ফয়সাল (২০), উলামিয়ার ছেলে মো. খুরশেদ (২৬), মৃত হাবিব উল্লাহর ছেলে মীর আহমদ উরুফে পুতিয়া (৩২), সুলতান আহমদের ছেলে ইয়াছিন (২২) ইউনুছকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।
    এসময় ইউনুছ দৌড়ে পালানোর সময় আব্দুল আমিন তার সাথে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। গুলিটি ইউনুছের বাম হাতে বিদ্ধ হয়। আশপাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত ইউনুছকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এদিকে, আব্দুল আমিন, একরাম, তৌকির আহমদ ও ফয়সাল আলোচিত নূরুল হক ভূটো হত্যা মামলার অভিযুক্ত আসামী। যার (জি আর মামলা নং- ৪৪০)।
    এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, ঘটনার পরপরই স্থানীয় একটি নিউজ পোর্টালে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে বাড়াবাড়ির জের ধরে নিজ ছেলের হাতে পিতা গুলিবিদ্ধ শিরোনামে একটি ভূলবাল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
    মূলত ঘটনার আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সদর ইউনিয়নের চলমান কিছু প্রকল্প পরিদর্শনে ছিলাম। পরিদর্শন শেষে আমার ব্যক্তিগত মুটোফোনে স্থানীয় লোক জনের মাধ্যমে আমার ভগ্নিপতি ইউনুছ গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যাই,
    এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণের ব্যবস্থা করে দিই।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • টেকনাফে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    টেকনাফে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    টেকনাফে বেসরকারী সংস্থা ব্রাকের সহযোগিতায় এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর পক্ষ থেকে সামাজিক সম্প্রীতি,ধর্মের অহিংস ও শান্তিপূর্ণ সবস্থান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    গতকাল ( ৩১আগষ্ট) দুপুর ২ টার দিকে সাবরাং ইউনিয়ন,৫নং ওয়ার্ড একলাবের অস্থায়ী কক্ষে মনিটরিং অফিসার জুনাইদের সভাপতিত্বে ট্রেনিং অফিসার মোহাম্মদ জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,
    এ সময় উপস্থিত ছিলেন,
    টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান, সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম,
    সাবরাং ইউনিয়ন পরিষদের, ১ ২ও ৩ নং ইউপি সদস্যা শাহিনা রহমান বি,এ ,
    সাবরাং ইউনিয়ন,৪ ৫ও ৬ এর ইউপি সদস্যা হাবিবা আক্তার, সাবরাং ইউনিয়ন, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি জসিম মাহমুদ, সাবরাং কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক,ও জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি আমিনুল হক বাঁধন, সাবরাং কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান,
    সাবরাং ইউনিয়ন কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ,টেকনাফ উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ হাসান, সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সমজিদা বেগম,কমিউনিটি লিডার আব্দুর রহিম, শাহপরীরদ্বীপ স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল ইসলাম রানা,এবং সাবরাং ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতীবগণ ও একলাবের কর্মচারীবৃন্দ।

  • তারেক হোসেন মানিক নেতৃত্ব হাজারো ছাত্রলীগ নেতাকর্মীসহ কক্সবাজার জেলায় যোগদান

    তারেক হোসেন মানিক নেতৃত্ব হাজারো ছাত্রলীগ নেতাকর্মীসহ কক্সবাজার জেলায় যোগদান

    মো.সালাহউদ্দীন উখিয়া কক্সবাজারঃ-

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহত্তর শোক র‍্যালীতে জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নির্দেশে উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী মেধাবী ছাত্র নেতা তারেক হোসেন মানিক
    নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মী নিয়ে প্রথমে কোটবাজার স্টেশনে বৃহত্তর শোক র‍্যালী সম্পন্ন করে। পরবর্তীতে শতাধিক গাড়ি বহরে কক্সবাজার জেলা ছাত্রলীগের বিশাল শোক র‍্যালীত যোগদান করে।

    বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে উক্ত বিশাল র‍্যালীতে অংশগ্রহণ করেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নোমান সহ অসংখ্যা ত্যাগী নেতাদের সাথে নিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেধাবী ছাত্র তারেক হোসেন মানিক এর
    নেতৃত্ব উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা।

  • উখিয়ায় ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের প্রথম দিনের ট্রেনিং সম্পন্ন।

    উখিয়ায় ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের প্রথম দিনের ট্রেনিং সম্পন্ন।

    ওমর ফারুক উখিয়া- কক্সবাজার।

    সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার গ্লোবাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের প্রথম দিনের ট্রেনিং আজ ২৩ আগস্ট,২০২২ সম্পন্ন হয়।

    সকাল ১০ টা হতে বিকাল চারটা পর্যন্ত উখিয়ার সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও সুশীল সমাজের ছাত্র প্রতিনিধিদগন নিয়ে উখিয়া পিএফজির তত্বাবধানে উখিয়া গ্লোবাল ট্রেনিং সেন্টারে এই আয়োজন করা হয়।

    প্রশিক্ষণটি পরিচালনার দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার কক্সবাজার এর সিনিয়র সাংবাদিক শাহ্ মোহাম্মদ জাহেদ ও দৈনিক যায়যায়দিন এর উখিয়া উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ বেতার কক্সবাজার এর উখিয়া উপজেলা সংবাদাতা সাংবাদিক ফারুক আহমেদ সহ প্রমুখ।

    অন্যদিকে উক্ত ট্রেনিং এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এসপিএল প্রজেক্টের সহকারী প্রজেক্ট ম্যানেজার কাজী নিশাত, সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, পার ইউনিটের প্রধান সোহেল রানা, চট্টগ্রাম অঞ্চলের মাঈনুল ইসলাম।

    মূলত তৃণমূল পর্যায়ে ছাত্রনেতাদেরকে সম্প্রীতি ও সহাবস্থানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

    প্রশিক্ষেনে এক পর্যায়ে পরিচয়? শান্তি কী? গণতন্ত্র কী? গণতন্ত্র করতে আমাদের কি কি প্রয়োজন সহ শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে কি ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন? উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়

    এই বিষয়ে প্রশিক্ষকদের সাথে ছাত্র নেতারা বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে হরতাল, অবরোধ, জালাও পোড়াও, হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের রাজনৈতিক অঙ্গনে সুবিধা দেয়ার নামে সন্ত্রাসী কার্যক্রমে না জড়ানো, সকল নির্বাচনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, সকল সরকারী অধীদপ্তরে দূর্নীতিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া, রাজনৈতিক দলের বৈষম্য দূর করা, বিগত দিনের রাজনৈতিক দন্দ ভুলে গিয়ে শান্তি ও সম্প্রীতি গড়ার বিষয়ে তারা সরকার, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান

  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতায়ধীন, পালঙখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫ আগস্ট শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

    শুক্রবার ১৯ আগস্ট সকাল ৯ টায় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতহয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করে দিনব্যাপী কর্মসূচি শুরু করে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ। পরে একে একে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
    এদিকে সকাল ১০টায় থাইংখালী স্টেশন থেকে শোক র‌্যালি বের করে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সম্মিলিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। সাড়ে ১১টায় থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন তেলোয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরের গণভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পালংখালী ইউনিয়নড় আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়।

    উখিয়া উপজেলা আওতাধীন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত শোক সভার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্রোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    জেলার সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। এসময় আরো সিনিয়র নেতৃবৃন্দ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা ও
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালী উপস্থিত ছিলেন।

    আলোচনা সভার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর শুক্রর মেম্বারের সঞ্চালনার মধ্যে দিয়ে উপস্থিতি বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমির উদ্দিন, পালংখালী ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মঞ্জুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম ও সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সাধারন সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুর মোহাম্মদ শেখর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম জাতীয় শোক দিবস পালনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালী ও আলোচনা সভা শেষে গনভোজের মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন করা হয়েছে।

  • শেখ কামালের জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

    শেখ কামালের জন্মদিন পালন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। উক্ত আলোচনা সভায় জীবণী বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    এর আগে শেখ কামাল এর জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখা এর পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩ তম জন্মদিন আজ।

    ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণ হারান।

    দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির মানুষ এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি (শেখ কামাল) দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় এদেশে আধুনিক ফুটবলের পথিকৃৎ তিনি। খেলাধুলার সব শাখাতেই ছিল তাঁর মুন্সিয়ানার ছাপ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের হাতে তাঁর নির্মম হত্যাকান্ডের পর দেশের ক্রীড়াক্ষেত্রের অগ্রযাত্রা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।

    শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির একজন মানুষ। বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি এ অনার্স পাস করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতাই ছিলেন না। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে সুপরিচিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় প্রচন্ড উৎসাহ ছিল তাঁর। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

  • টিউমার থেকে বাঁচতে চায় উখিয়ার সিরাজুল হক।

    টিউমার থেকে বাঁচতে চায় উখিয়ার সিরাজুল হক।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    দরিদ্র পরিবারের সন্তান সিরাজুল হক। বয়স প্রায় ৫২ বছর। তার পেটে খাদ্য থলিতে বিশালকার একটি টিউমারের যন্ত্রণায় ছটফট করছে সিরাজুল হক।

    সে শুধুই কাঁদছে এবং বলছে আমাকে বাঁচান। দীর্ঘ ১ বছর থেকে এই টিউমার রোগে আক্রান্ত সিরাজুল হক । টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পারায় সম্প্রতি মরণ ব্যাধি হয়ে দাড়াচ্ছে। ডাক্তাররা বলেছেন, জরুরিভাবে তাকে অপারেশন করা না হলে তাকে আর বাঁচানো যাবে না।

    কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগিলিয়া গ্রামের মৃত আলিমিয়ার বড় ছেলে সিরাজুল হক (৫২)। অসহায় দরিদ্র সিরাজ’কে সুস্থ করার আশায় সহায় সম্পদ যা ছিলো সবই বিক্রি করে নি:স্ব এখন পরিবারটি।এ-পরিবারটির নেই মাথা গোজার ঠাই, আর নেই কোন ছেলে, একা স্ত্রী নিয়ে বসবাস করে সাংসারিক খরজ জোগায়। সিরাজকে বাঁচাতে যে অর্থ প্রয়োজন, তা যোগাড় করতে পারছে না পরিবারটি। ফলে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সিরাজুল হক ।

    সিরাজকে সুস্থ করতে সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের সহযোগিতা চেয়েছেন সিরাজের স্বজন ও এলাকাবাসী। টিউমার আক্রান্ত সিরাজের ছোট ভাই ফরিদুল আলম বলেন, প্রায় ১ বছর আগে থেকে খাদ্যের (থলি)তে দেখা দেয় ছোট আকারের একটি টিউমার। দিন যতোই যায় ততোই টিউমারটি ফুলে বড় হতে থাকে। ’পরে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার ফুয়াদ আল খাতীব হাসফাতালে একটি ক্লিনিকে অস্ত্রোপচারও করান। ভালোই ছিলেন এক বছর। পরে ধিরে ধিরে টিউমারটি আবার বড় হতে থাকে। সেই সাথে বাড়তে থাকে অসহ্য নরক-যন্ত্রণা। মাঝে মাঝে টিউমার এর যন্ত্রনায় নিশ্বাস এর ক্ষতির প্রভাব পেলে। তখন অন্যর সাহায্যে ছাড়া চলতে পারেন না।

    অসহায় সিরাজুল হক চরম হতাশে বলেন, আমি বাঁচতে চাই। দয়া করে আপনারা আমাকে বাঁচান। কাজকর্ম করতে না পারায় আমার সংসার চলে না। সংসার না চলায় আমার স্ত্রীকে কে দেখবে! তার ছোট ভাই ফরিদুল আলম বলেন, দেশের ও দেশের বাহিরের বিত্তবান ও উখিয়া উপজেলা ইউএনও এবং রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ কক্সবাজার জেলার সকল সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট আমার বড় ভাই’র চিকিৎসার্থে সহায়তা চাই। আমার বড় ভাই’ স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে বাচতে চাই।

    দুর্বিষহ টিউমার নিয়ে১ বছর ধরে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে সিরাজের। সুস্থ হয়ে বেঁচে থাকতে নিরূপায় হয়ে ছোট ভাই ফরিদুল আলম তার পক্ষ হয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

    সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, সিরাজকে বাঁচাতে হলে দ্রত অপারেশন করতে হবে। অপারেশন না করালে টিউমারটি ক্যান্সারে পরিণত হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়বে,এবং অপারেশন করতে আনুমানিক ২-৩ লক্ষ টাকা প্রয়োজন বলে ডাক্তার পরামর্শ দেন ও তারাতাড়ি অপারেশন করার জন্য বলেন।

    অসহায় সিরাজের ছোট ভাই আরো বলেন, বড় ভাই সিরাজকে সুস্থ করতে সম্পদ যা ছিলো তা বিক্রি করে এখন আমরা নিশ্ব। তাছাড়াও গত ১ বছর আগে থেকে টিউমার আক্রান্ত হয়ে দু’বেলা খাবার জোটানোও দু:সাধ্য হয়ে পারছে না সিরাজ। দেখতে দেখতে সিরাজে টিউমারটি অস্বাভাবিক বড় হয়ে গেছে। এ কারণে সে স্বাভাবিক চলাফেরা করতে পারেছে না। অপারেশন ও চিকিৎসা না করলে কোনোভাবেই সিরাজকে বাঁচানো যাবে না। সিরাজকে বাঁচাতে সমাজের তথা দেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও তার ছোট ভাই। সহায়তা পাঠাতে ও বিস্তারিত জানতে পারেন এই (পার্সনাল বিকাশ নাম্বার) 01825-259956 ও কনটাক্ট নাম্বার।

  • মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    মহেশখালীতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    নিয়োগ বিজ্ঞপ্তিঃ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অধিনে মহেশখালী উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে এমন কিছু লোক প্রয়োজন।

    বেতনঃ- (কর্ম দক্ষতা অনুযায়ী) আলোচনা সাপেক্ষে।

    “আগ্রহীগন দ্রুত যোগাযোগ করোন” শাকের তালুকদার 01890105841

    পদ সংখ্যাঃ- ১০ জন__(ছেলে /মেয়ে উভয় কে অগ্রঅধিকার দেওয়া হবে, এবং (মহেশখালী উপজেলার স্থানীয় লোক হতে হবে)

    শিক্ষাগত যোগ্যতাঃ- সততা+ধৈর্য্য এবং, SSC পাস হতে হবে।

    যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ 01890105841

    শাকের তালুকদার মহেশখালী টিম প্রধান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।