Category: কক্সবাজার জেলা

  • উখিয়াতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    উখিয়াতে এসএসসি পাশে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ।

    নিয়োগ বিজ্ঞপ্তিঃ

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অধিনে উখিয়া উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে এমন কিছু লোক প্রয়োজন।

    বেতনঃ- (কর্ম দক্ষতা অনুযায়ী) আলোচনা সাপেক্ষে।

    “আগ্রহীগন দ্রুত যোগাযোগ করোন” 01871336231

    পদ সংখ্যাঃ- ১০ জন__(ছেলে /মেয়ে উভয় কে অগ্রঅধিকার দেওয়া হবে, এবং (উখিয়া উপজেলার স্থানীয় লোক হতে হবে)

    শিক্ষাগত যোগ্যতাঃ- সততা+ধৈর্য্য এবং, SSC পাস হতে হবে.!!

    যোগাযোগঃ হোয়াটসঅ্যাপ   01871336231

    Badurul Alam Sagor_TC-Ukhia Upazila….!!

  • উখিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা

    উখিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা

    কাজল আইচ উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব জাহাঙ্গীর কবির চৌধুরী ও প্রত্যক্ষ কাউন্সিল বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হুদা।

    ২৮ জুলাই ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের কার্যক্রম বিকালের দিকে সুসম্পন্ন হয়।

    অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন করে পায়রা উড়িয়ে ১ম অধিবেশন শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

    বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

    উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

    সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ টিম প্রধান এডভোকেট রনজিত দাশ।

    কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের জাতীয় সংসদ সদস্য শাহীনা আক্তার এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী। সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
    কক্সবাজার রামু আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাঈমুন সরওয়ার কমল এমপি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব এইচ এম ইউনুস বাঙ্গালী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরীসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

    উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও ডেলিকেট বৃন্দ।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন নেতৃবৃন্দ। এতে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হন, পরে ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থীর
    লড়াই শেষে প্রাপ্ত ভোট পেয়েছেন কামাল উদ্দিন মিন্টু তালা মার্কা ৭৬, নুরুল হুদা আপেল মার্কা ১৩৯, ফরিদুর আলম কন্ট্রক্টর ফুটবল মার্কা নিয়ে ১০ ভোট।

    সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই উখিয়া উপজেলা আওয়ামী লীগ এবং দলকে শক্তিশালী করে এগিয়ে নিবে এই প্রত্যাশা করেন।

  • কক্সবাজার র‍্যাব-১৫ এর অভিযানে অবৈধ সিমকার্ড নিবন্ধন জালিয়াতি চক্র ৫ সদস্যকে ২০৪ টি অবৈধ সিমসহ গ্রেফতার।

    কক্সবাজার র‍্যাব-১৫ এর অভিযানে অবৈধ সিমকার্ড নিবন্ধন জালিয়াতি চক্র ৫ সদস্যকে ২০৪ টি অবৈধ সিমসহ গ্রেফতার।

    কক্সবাজার র‍্যাব-১৫ এর অভিযানে অবৈধ সিমকার্ড নিবন্ধন জালিয়াতি চক্র
    ৫ সদস্যকে ২০৪ টি অবৈধ সিমসহ গ্রেফতার।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    ১। র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্নপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

    ২। সাম্প্রতিক সময়ে আভিযানিক কার্যক্রম করার সময় র‌্যাবের নজরে আসে, একটি চক্র অজ্ঞাত ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড বিক্রি করছে এবং বিভিন্ন মানুষজন তা ব্যবহার করছে। যার ফলে ওইসব সিমকার্ড ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অপরাধ সংগঠিত করছে এবং তাদের পরিচয় পেতে আইন-শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে। উক্ত বিষয়টি র‌্যাবের নজরে আসার পর র‌্যাব উল্লেখিত চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতারের নিমিত্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

    ৩। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ দি কক্স সিটি সুপার মার্কেটের সামনে অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধনকৃত সিম বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল বিষয়টির সত্যতা যাচাই করে এবং ২৩/০৭/২০২২ তারিখ আনুমানিক ১৯.৪৫ ঘটিকায় উল্লেখিত স্থান হতে অবৈধভাবে নিবন্ধিত ২০৪ টি সিমকার্ডসহ ১। মোঃ জাহিদ (১৯), পিতা-মোঃ জামাল, সাং-পাহাড়তলী, নতুনবাজার, ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ২। মোঃ ফারুক (১৯), পিতা-খুরশেদ আলম, সাং-বদরমোকান, ০৩ নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ৩। মোঃ ইলিয়াস (২৭), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-খাজা মঞ্জিল, ০৯ নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ৪। সুজন সাহা (৩০), পিতা-কালীপদ সাহা, সাং-সদর হসপিটাল রোড, বঙ্গপাহাড়, ১০ নং ওয়ার্ড, থানা- সদর, জেলা-কক্সবাজার; ৫। জয় বিশ্বাস (২৪) (মূলহোতা), পিতা-জীবন বিশ্বাস, সাং-হরিজনপাড়া, হাসপাতাল রোড, ০৯ নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করা হয়।

    ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজারের অবৈধভাবে সিমকার্ড বিক্রির মূলহোতা জয় বিশ্বাস জানায়, সে দীর্ঘদিন একটি টেলিকম অপারেটরে চাকুরী করতো এবং সেখান থেকে একটি সিমকার্ড কিভাবে অবৈধভাবে সচল ও ব্যবহার করা যায় সেই ধারনা নেয়। তার এক সহকর্মী (ব্যাচমেট) চট্টগ্রামের একটি টেলিকম কোম্পানীতে বর্তমানে চাকুরীরত আছে এবং সে চট্টগ্রাম থেকে অবৈধ পন্থায় সিমকার্ড সংগ্রহ করে তা কক্সবাজারের জয় বিশ্বাস এর নিকট পাঠাতো ও জয় বিশ্বাস কক্সবাজারের বিভিন্ন এলাকায় এগুলো চড়া মূল্যে বিক্রি করতো।

    ৫। অবৈধভাবে সিমকার্ড রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদে জানায়, টেলিকম কোম্পানীতে চাকুরীরতদের (চক্রের সদস্য) নিকট কোন গ্রাহক সিমকার্ড পরিবর্তন করতে আসলে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে যেকোন একটি সমস্যা দেখিয়ে ২য় বারও আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড পরিবর্তন করে দেয়া হতো। অতঃপর গ্রাহকদের ১ম বার আঙ্গুলের ছাপ তাদের সংগ্রহে রেখে অন্য একটি সিমকার্ড ওই গ্রাহকদের নামে রেজিস্ট্রেশন করতো এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতো।

    ৬। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • উখিয়ায় ত্রাণ বিতরণ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর

    উখিয়ায় ত্রাণ বিতরণ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ২৪০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণের মধ্যেই আজ তাঁরই ধারাবাহিকতায় কুতুপালং ৯নং ওয়ার্ডে ৬০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উদ্বোধন করেন দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের প্রতিনিধি ঠিম।

    গেল পবিত্র ঈদুল আজহার পরপর উখিয়া রাজাপালং ইউনিয়নের অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে এসব ত্রান বিতরণ করা হয়। এসময় এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    জানাগেছে প্রচার বিমুখ বাংলাদেশে দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর ও তাঁর একটি টিমের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় সরেজমিনে এসে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রান (উপহার সামগ্রী) বিতরণ করেছেন।

    ১৯ জুলাই, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে সমন্বয় করে এসব ত্রাণসামগ্রী গুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ময়দা, লবণ, ছোলা, সাবান সহ ৯ প্রকারের দ্রব্য সামগ্রী প্রতিজন মানুষকে প্রদান করেন। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত রোহিঙ্গা জনগোষ্ঠীদের পাশাপাশি স্থানীয় হতদরিদ্র পরিবারের মধ্যেও সহযোগিতা করে যাচ্ছেন, তাই রাজাপালং ইউনিয়নবাসীদের পক্ষথেকে সাধুবাদ জানান।

    ত্রাণ সামগ্রিক বিতরণের আগে দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া সহকারি কমিশনার ভূমি তাজ উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    টানা ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টেকনাফ উপজেলা শাখার বিএমএসএফের সকল নেতৃবৃন্দরা।

    (৩০ জুন) বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের নেতৃত্বে ওসি হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি,বাংলাদেশ বেতার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুল কালাম আজাদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার আজীবন দাতা সদস্য ও দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ অভি,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও টেকনাফ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোঃ শেখ রাসেল,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়াযায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানি,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কোষাধক্ষ্য ও দৈনিক গণকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি এম এ হাসান,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের গবেষণা সম্পাদক ও দৈনিক অধিকারের টেকনাফ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয় দৈনিক আমার সময়ের টেকনাফ প্রতিনিধি এস এন কায়সার জুয়েল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক বুলেটিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার টেকনাফ প্রতিনিধি মোঃ কেফায়েত উল্লাহ,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ও বঙ্গ টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও ডেইলি টেকনাফের বিশেষ প্রতিবেদক মোঃ শাব্বির প্রমুখ।

    এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,
    টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি আরো বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনিয়ম, দুর্নীতি, মাদকসহ অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান করেন।

  • দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    বিশেষ প্রতিনিধিঃটেকনাফ উপজেলা

    বাংলাদেশ সরকারের ঘোষণা অনুপাতে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আইডি কার্ড করার জন্য টেকনাফ উপজেলার প্রত্যেক ইউনিয়নের যুবক-যুবতীরা ফাইল জমা দেয়,এই ফাইলগুলো তদারকি করে অনুমানিক ৩ মাস পর যাদের ফাইলের সব ডকুমেন্টস ঠিক আছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেন টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে।পরে যুবক-যুবতীরা অফিস থেকে ফাইল নিয়ে ছবি উঠানোর জন্য যাওয়া শুরু করে, তারই ধারাবাহিকতায় আজ কিছু মানুষ ছবি করার জন্য আসলে তাদের থেকে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ফারুক নামের একজন সহকর্মী মানুষ থেকে ঘুষ নেওয়ার দাবি করে। তিনি বলেন,টাকা ছাড়া কোন ধরনের ফাইল দেওয়া যাবে না।কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,ফাইল জমা দেওয়ার সময়ও টাকা নেওয়া হয়নি,বিধায় এখন টাকা ছাড়া ফাইল দেওয়া যাবে না। আর যারা টাকা ছাড়া ফাইল নেওয়ার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়।পরে তাদের থেকে কারণ জিজ্ঞেস করতে চাইলে তারা উপরে উল্লেখিত তার কথাগুলো তুলে ধরে।স্থানীয়রা আরও বলেন,আমাদের সামনে ২ জন থেকে টাকা নেয় ৫০০ টাকা করে।তাদের মধ্যে একজন পুরুষ,নাম তার মোহাম্মদ কফিল উদ্দিন যিনি বাহারছড়া ইউনিয়নের একজন শিক্ষার্থী,অন্য একজন হলেন মহিলা,নাম তার আকলিমা সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা।পরে তাদের হাতে ফাইলগুলো দিলে তারা ছবি তুলে চলে আসে।
    তারা বলেন,এইরকম হলে আমরা কিভাবে আইডি কার্ড করবো?যে আইডি ছাড়া দেশে চলাফেরা করা অসম্ভব,শুধু তা-ই নই,সবকিছু অসম্ভব হয়ে পড়ে,সে আইডি কার্ড করতে সরকারি ফি ছাড়া অন্যায়ভাবে জোরপূর্বক ঘুষ নেওয়া কে বেমানান বলে তীব্র নিন্দা জানিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আবেদন করেন স্থানীয় মানুষেরা।কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের কাছে তারা আরও বলেন, যদি তাকে বরখাস্ত করা না হয় তাহলে আমরা কার্ড করবো না বলে দাবি জানান,স্থানীয়রা কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের সুদৃষ্টি কামনা করেন।

  • উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি কক্সবাজার এর লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে রোহিঙ্গা যুবক।

    মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া।

    মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। আপনি যদি বাজারে থাকেন clothes, আমাদের প্ল্যাটফর্ম আপনার সেরা পছন্দ! সবচেয়ে বড় শপিং মল!
    তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজার এর পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম

    হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন ২০২২ ইং, মঙ্গলবার সকাল ১০ঘটিকায় হলদিয়া পালং ইউনিয়নের আওতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন মরিচ্যা একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত হলদিয়া পালং ইউনিয়নের আওতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য এইচ এম ইউনুস বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উক্ত সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার ও পরিচালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার।

  • পদ্মাসেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল

    পদ্মাসেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে উখিয়ায় আনন্দ মিছিল

    নিজস্ব প্রতিবেদকঃ-

    দেশের টাকায় পদ্মাসেতু, শেখ হাসিনার পদ্মাসেতু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশের টাকায় স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজে সফলভাবে সম্পুর্ণ ও শুভ উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ২৫ জুন ২০২২ খ্রিঃ সন্ধা ৭: টার সময় উখিয়া ষ্টেশন চত্বরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর নির্দেশে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও আতশবাজি ফোটানোর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বিশ্ব জয় করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।

    এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উখিয়া সদর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম, আওয়ামী লীগ নেতা শাহজাহান মুন্সি, দেলোয়ার হোসেন দিলো, ছৈয়দ হোসাইন, নুরুল ইসলাম বিজয়, নুর হোসেন, মনজুর আলম, আবছার কামাল ট্রাস্ট সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    মহানবী মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে আবরার এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নভীন জিন্দালের আপত্তিকর, বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (২৪জুন) আসরের নামাজের পরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গয়ালমারা স্টেশন চত্বরে জমায়েত হয়।

    বিক্ষোভ মিছিল নিয়ে গয়ালমারা থেকে কামরিয়ার বিল চৌরাস্তার মাথার সলোোোলড়ক প্রদক্ষিণ করে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয় ও দোষীদের শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিলে সাধারণ হাজারো মুসল্লী একত্রিত হয়ে স্লোগান ও তাকবির দিতে থাকে।

    বিক্ষোভ মিছিলে একত্রিত হয়ে গয়ালমারা থেকে কামরিয়ার বিল স্টেশন পর্যন্ত প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা,মাদ্রাসার শিক্ষক,ইমামেরা বক্তব্যে রাখেন।

    বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে, যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।আজ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে।এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ গ্রহন করছে না।অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।

    এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিবাদ না জানানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।মহানবীকে নিয়ে অবমাননাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন উপস্থিত মুসল্লিরা।

    রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক বলেন, অবিলম্বে বিজেপির বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ ও ভারতীয় দুতকে ডেকে সকল তাওহীদি ও নবী প্রেমিক জনতার পক্ষথেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং সরকার প্রধানের পক্ষ থেকে উক্ত আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিবৃতি প্রদান করতে হবে।

    এই সময় উপস্থিত ছিলেন,রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল, আবরার এন্টারপ্রাইজ এর মালিক শফিউল ভুট্টু, গয়ালমারা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল ওবায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী ও গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ সুজন, ডা.মনির চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের কর্মী মিজানুর রহমান সাকিব,সাংবাদিক হারুন অর রশীদ ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক,চ্যানাল সাংবাদিক রিদুয়ানুল হক ইমন গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুক্তার আহাম্মদ সহ প্রমূখ।