Category: কক্সবাজার জেলা

  • উখিয়া দারোগা বাজারের প্রতি বছরে ন্যায় ড্রেইনের বজ্ব্য নিষ্কাশনের ব্যবস্থা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়া দারোগা বাজারের প্রতি বছরে ন্যায় ড্রেইনের বজ্ব্য নিষ্কাশনের ব্যবস্থা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া সদর স্টেশনে অধিক যানজট ও ড্রেইন ভরাট হয়ে যাওয়ার ফলে সদরে মৌসুম এলেই বাজারের আশেপাশে অনেক জায়গাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর অনুরোধক্রমে ব্র্যাকের সহযোগিতার প্রথম ধাপে ১০ জন শ্রমিক দিয়ে উখিয়া আরকান সড়ক একরাম মার্কেট হইতে দারোগা বাজারের কাঁট বাজার পর্যন্ত ড্রেইনের বজ্ব্য নিষ্কাশনের কাজ শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্তৃক ইঞ্জিনিয়ার প্রতিনিধি টিম ও সিরাজ মেম্বার সহ এলাকার অসংখ্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    ৮ জুন২০২২ইং, বেলা ১১টায় উখিয়া রাজাপালং ইউনিয়নের সদর দারোগা বাজারের ড্রেইন ভরাট নিয়ে বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়দের চলাচলের জন্য দীর্ঘদিনের সমস্যা সমাধানকল্পে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সরেজমিনে এসে পরিদর্শন করে দেখে বলেন এর আগে এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রভাবশালীরা বাসা বাড়ি তৈরী করতে গিয়ে ড্রেন দখল করে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টির কারণ। দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। এ কারণে বর্ষা মৌসুম এলেই এলাকার অনেক জায়গাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।

    এ ব্যাপারে তিনি আরো বলেন কেউই জায়গা ছাড়তে রাজি না। বাসা বাড়ি নির্মাণে ড্রেইন বন্ধ হওয়াতে স্থানীয়রা ভোগান্তি মধ্যে রয়েছেন। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের দোকানের ময়লা বজ্ব্যগুলো ছড়ায়ে ছিটিয়ে না ফেলে ডাস্টবিনে রাখার জন্য আহবান করে সকলের সহযোগিতা কামনা করেন।

  • উখিয়া থানার নবাগত ওসির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ

    উখিয়া থানার নবাগত ওসির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি শেখ মুহাম্মদ আলী (Nadim Ali) স্যার কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করায় আমন্ত্রণে সৌজন্যে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন পরিষদের
    ৪নং ওয়ার্ডের তিন তিনবার নির্বাচি ইউপি সদস্য জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৯নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত জনাব ইন্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব নুরুল কবির মেম্বার, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, ইউপি সদস্য জনাব ইকবাল মেম্বার, ইউপি সদস্য জনাব আব্দুল হক মেম্বার, ইউপি সদস্য জনাব সরওয়ার কামাল পাশা ও
    রাজাপালং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

  • উখিয়ার ডেইলপাড়ায় এসিডিআই/ভোকা’র দুধ এবং দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

    উখিয়ার ডেইলপাড়ায় এসিডিআই/ভোকা’র দুধ এবং দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    পুষ্টি, পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” প্রতিপাদ্যটি সামনে রেখে “বিশ্ব দুগ্ধ দিবস ২০২২” উদযাপন এর অংশ হিসাবে, ইউএসআআইডি এর অর্থায়নে এবং এসিডিআই/ভোকা এর পরিচালনায় “বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশান এক্টিভিটি” প্রকল্পটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে দুধ এবং দুধের তৈরী খাবার এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে, সপ্তাহব্যাপী বিভিন্ন ধরণের কার্যকম বাস্তবায়ন করেছে। এর ধারাবাহিকতায় ৬ জুন, ২০২২ উখিয়া উপজেলাধীন জালিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকায় দুগ্ধখামারী এবং স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব দুগ্ধ দিবস। কক্সবাজারের পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প দুধ এবং দুগ্ধজাত পণ্য খাবারের গুরুত্ব বিষয়ক প্রচার-প্রচারণা এবং দুধের তৈরী নানা খাবারের প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত দুগ্ধ প্রদর্শনী সভার আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন ACDI / VOCA র ফিল্ড কো-অর্ডিনেটর দেওয়ান মাহফুজুর রহমান।
    আলোচনা সভায় বক্তারা বলেন, এখন দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। এই অবস্থানকে টেকসই করতে সরকারী-বেসরকারী অংশীদারত্বকে জোড়দাড় করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত। মেধাবী জাতি গঠনে প্রতিদিন এক গ্লাস করে দুধ পানের পরামর্শ দেন বক্তারা । বক্তারা আশাপ্রকাশ করেন, এভাবে স্থানীয় পর্যায়ে মাইকিং ও সুসজ্জিত ভ্যানের মাধ্যমে প্রচার-প্রচারণা এবং দুধ এবং দুগ্ধজাত পণ্য খাওয়ার গুরুত্ব বিষয়ক প্রচার-প্রচারণার ফলে সবার মধ্যে দুধ এবং দুধের তৈরী খাবার নিয়মিত গ্রহনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক পর্যায়ে দুধ ও দুগ্ধজাত পণ্যের খাওয়ার হার বৃদ্ধি পাবে।
    মেলাতে অংশগ্রহণ করেছেন প্রকল্পের উপকারভোগীরা / অংশগ্রহনকারী যারা বাড়ীতে দুগ্ধজাত পণ্য তৈরী করেন এবং বিক্রি করেন। অংশগ্রহনকারীদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিতে উক্ত মেলায় উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • উখিয়া নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট

    উখিয়া নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে প্রায় সাড়ে ৫শ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। এই প্রতিষ্ঠানটি এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএম শাখা পরিক্ষা কেন্দ্র। বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় শিক্ষার্থীদের পাঠদানের সংকটে পড়তে হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক।

    রবিবার ৫ জুন ২০২২ খ্রিঃ বেলা ১২ টায় নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরিক্ষায় বিদ্যালয়ে জায়গা সংকটের কারণে সকাল ১০: ০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরিক্ষা এবং দুপুর ১: ৩০ টা থেকে বিকাল ৪: ৩০ টা পর্যন্ত সপ্তম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরিক্ষা নেওয়া হচ্ছে এবং এই বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরিক্ষা নেওয়ার জন্য একটি শ্রেণী বন্ধ রেখে পরের দিন নেওয়া হয় বলে জানান বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম।

    তিনি আরো জানান, এই বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা রয়েছে কিন্তু পর্যাপ্ত ভবন না থাকায় সংকেটে শিক্ষার্থীরা। এ বিষয়ে নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট দুর করতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

  • কক্সবাজারে বিশ্ববিদ্যালয় করার কোন পরিকল্পনা নিতে পারেনি সরকার:শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।

    কক্সবাজারে বিশ্ববিদ্যালয় করার কোন পরিকল্পনা নিতে পারেনি সরকার:শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।

    কক্সবাজারে বিশ্ববিদ্যালয় করার কোন পরিকল্পনা নিতে পারেনি সরকার:শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি।

    ওমর ফারুক উখিয়া- কক্সবাজারঃ

    কক্সবাজারে এসে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে। যেহেতু কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেহেতু এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনও পরিকল্পনা বা উদ্যোগ নেয়নি সরকার।’

    শনিবার (৪ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    দীপুমনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব।’

    মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।’

    তিনি আরও বলেন, ‘এই হ্যাচারিটির মাধ্যমে উন্নত গবেষণা হবে। এই হ্যাচারিতে বিশেষ করে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে- তা বাংলাদেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। ফলে এইখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।’

    ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ।

    ছবি টিটিএন

  • কক্সবাজারে উখিয়া দারোগা বাজারের অকাট্য ভাবে মারধর করায়  ভিডিও প্রকাশ হওয়ার পর দুই অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব১৫।

    কক্সবাজারে উখিয়া দারোগা বাজারের অকাট্য ভাবে মারধর করায়  ভিডিও প্রকাশ হওয়ার পর দুই অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব১৫।

    কক্সবাজারে উখিয়া দারোগা বাজারের অকাট্য ভাবে মারধর করায়  ভিডিও প্রকাশ হওয়ার পর দুই অপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব১৫।
    নিজস্ব প্রতিবেদকঃ-
    কক্সবাজারে একটি ফেসবুক পেজ থেকে ভি‌ডিও প্রচারের পর র‌্যাব-১৫ গত বৃহস্প‌তিবার ২জুন বিকাল সাড়ে ৪টার দি‌কে উ‌খিয়া দা‌রোগা বাজারের উপ ইজারাদার ওসমান গ‌নি ভুলু ও সাহাব উ‌দ্দিনকে আটক ক‌রে‌ছে।
    গত রমজান মা‌সে মাছবাজার এলাকায় উপ ইজারাদার ভুলু হা‌সিল আদায়ের জেরে মাথাচড়া হ‌য়ে ব‌সে।
    প্রতি‌দিন বাজা‌রে ক্রেতা বি‌ক্রেতা‌দের‌কে অশা‌লিন ভাষায় গালাগাল কর‌তে থাকে। সর্বশেষ ২৫ রমজা‌নের দিনে ডিগ‌লিয়ার এক ক্রেতা‌কে না‌কেমু‌খে ঘু‌ষি মা‌রে।
    ২৬ রমজা‌নে প‌শ্চিম সিকদার‌ বি‌লের জ‌নৈক চান‌ মিয়া‌কে মাছ কেনার সময় দরদাম জিজ্ঞাসা করায় বেধড়ক মারধর ক‌রে।
    ২৭ রমজা‌নে সা‌ড়ে ৪টার দি‌কে ভুলুর দোকা‌নের সাম‌নে ডজনখা‌নেক লো‌কের সাম‌নে এক‌টি মোবাইল প‌ড়ে গে‌লে যার মোবাইল সে নি‌য়ে নেয়। কিন্ত অপ‌রি‌চিত একজন লোক‌কে চোর আখ‌্যা দি‌য়ে লা‌ঠি‌সোটা ও ঝাড়ু দি‌য়ে বেধম মারধর ক‌রে।
    অব‌শে‌ষে মাছবাজা‌রে নালা নর্দমায় তা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে দেয়। বাধ‌্য ক‌রে ওই নালার পা‌নি‌তে ডোবায় এবং পা‌নি পানল করায়।ভিডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচার হ‌লে র‌্যা‌বের দৃ‌ষ্টি গোচর হয়।
    কক্সবাজার র‌্যাব ১৫ এর হোয়াইক‌্যং ইউ‌নি‌টের এসআই নুর মোহামদ জানান,আটককৃক দৃই আসামী মাছ বাজা‌রে হা‌সি‌লের না‌মে ক্রেতা বি‌ক্রেতা‌দের নির্যাতন ক‌রে আস‌ছে।
    ভি‌ডিও ক্লিপ‌টি নজ‌রে আসার পর তদন্ত করা হয়। বৃহস্প‌তিবার ভিক‌টি‌ম র‌ফি‌কের দেখা‌নো ম‌তে ঘটনাস্থল থে‌কে দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।
    বাজা‌রের আগত প্রত‌্যক্ষদ‌র্শিদের ম‌তে, ওই দুজনকে আট‌কের পর মাছ বাজার এলাকায় স্বস্থির নি:স্বাস ফেল‌ছে ক্রেতা ও বি‌ক্রেতারা।
    স্থানীয় ক্রেতা সাধার‌ণের রুহুল আ‌মিন জানান, আই‌নের প্রতি মানু‌ষের আস্থা বাড়‌বে।
    এভা‌বে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন অপরাধী‌দের চি‌হ্নিত ক‌রে স‌ঠিক সম‌য়ে আই‌নের ব‌্যবহা‌রের মাধ‌্যমে ধরপাকড় অব‌্যাহত রাখলে প্রশাস‌নের সুনাম ব‌য়ে আন‌বে।
  • উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কোটি টাকা মূল্যমানের ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর স্পেশাল টহলদল গত ২৪ মে থেকে ৩০ মে ২০২২ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রেজুআমতলী, রেজুপাড়া, ঘুমধুম এবং পালংখালী বিওপি’র বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১২,০০,০০,০০০/- (বার কোটি) টাকা মূল্যমানের ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী যথাক্রমে (১) মোঃ নুরুল হক, পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-তুলাতলী, পোষ্ট-উখিয়া, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার এবং (২) মোঃ জাফর আলম (৫৭), পিতা-মৃত মকবুল আলম, গ্রাম-করবুনিয়া, পোষ্ট- চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীবিহীন আটককৃত মাদকের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উদ্ধারকৃত ইয়াবা মামলায় ১১ জন পলাতক আসামী রয়েছে।

  • রাজাপালং ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২২-২০২৩ অর্থ বছর।

    রাজাপালং ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২২-২০২৩ অর্থ বছর।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জন সম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২২-২০২৩ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সচিব উম্মুক্ত বাজেট ঘোষণা পরিচালনা করেন মৃণাল কান্তি বড়ুয়া।

    ২৯ মে ২০২২ ইং, রবিবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদের আয়োজিত উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় রাজাপালং ইউনিয়নের নানা বাজেটের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়নের সচেতন মহলের প্রতিনিধি রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, ইউপি সদস্যা খুরশিদা বেগম, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সরোওয়ার আলম শাহীন, মৌলভী জাফর আলম, চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেদ, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, রাজনৈতিক নেতা কাজি আকতার উদ্দিন টুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজনৈতিক নেতা মোঃ সোহেল বিএ ও অন্যান্য নেতৃবৃন্দ।

    বাজেট সভা অনুষ্ঠানে দোয়া মুনাজাত করেন মৌলভী জাফর আলম, ত্রিপিটক পাঠ করেন ইউপি সচিব মৃণাল কান্তি বড়ুয়া ও উখিয়া সদর পুরোহিত হারাধন চক্রবর্তীর গীতা পাঠের মধ্যেদিয়ে এ ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা সম্পন্ন করা হয়েছে এবং উক্ত রাজাপালং ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

    প্রেস বিজ্ঞপ্তি

    টেকনাফের অনলাইন নিউজ পোর্টালে টেকনাফ ৭১, আমাদের টেকনাফ,ডেইলি টেকনাফে প্রকাশিত” টেকনাফের সাগরপথে মানব পাচারকারী সক্রিয়, জড়িতরা ধরা ধরাছোঁয়ার বাইরে ও টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন নাফ মেরিন শিশু পার্ক দক্ষিণ পাশে খুনকার পাড়াস্হ নারিকেল বাগান ঘাট দিয়ে মানব পাচার চলছে তাদের বিশাল সিন্ডিকেট রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে, যা দেখে আমি শুরু দুঃখ পাইনি বরং বিচলিত হয়েছি।এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ‍্য প্রনোদিত।আমার এলাকার একটি কুচক্রী মহল আমার মান সন্মান ক্ষুন্ন করার জন‍্য সাংবাদিক ভাইদের কাছে ভূল তথ‍্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছেন যা সত্যি দুঃখজনক।

    আমি বাংলাদেশ সরকারের প্রচলিত আইন মান‍্যকারী শান্তিপ্রিয় একজন শান্ত স্বভাবের মানুষ।বাংলাদেশের আইনের প্রতি এবং সকল প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই,আপনারা আমার এলাকায় এসে দেখুন আমি কোন অবৈধ কাজে জড়িত আছি কিনা।আমি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত বটতলী বাজারে আমার বাবার ছোট হোটেলে রুটির কারিগর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি।আশপাশের বাহারছড়া ঘাট,মহেশখালিয়া পাড়া ঘাট ঐদিকে কুরাবুইজ্জা পাড়া ঘাট দিয়ে প্রতিদিন মানবপাচার হচ্ছে বলে লোক মুখে শুনা যায়।এলাকার অনেকেই এ অবৈধ কাজ চালিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে কিন্তু ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা তথ‍্য দিয়ে আমার মান সন্মান নষ্টের পায়তারা করছেন আসল মানবপাচারকারিরা।

    আমি প্রশাসনকে বিনয়ের সহিত বলতে চাই,যারা প্রকৃত মানবপাচার কাজে জড়িত রয়েছেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হউক।আমি চাই এ এলাকা থেকে মানবতা বিরোধি এ ঘৃন‍্য কাজ চিরতরে বন্ধ হউক।
    আমার বিরুদ্ধে প্রকাশ করা মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পরিশেষে সঠিক অপরাধীদের তথ‍্য তুলে ধরে সংবাদ প্রকাশের জন‍্য সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

    মোঃ ইয়াছিন
    পিতা- আমজাল হোসেন
    মহেশখালীয়া পাড়া,টেকনাফ সদর ইউনিয়ন।টেকনাফ কক্সবাজার।

  • মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য বন্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো। বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

    মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য বন্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো। বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সম্মেলন সম্পন্ন করা হয়েছে।

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    আজকে ২৫ মে ২০২২ইং্ বেলা ১১টা।নাহার রেষ্টুরেন্টে, হোটেল প্যানোয়া ( ২ য় তলা), লালদীঘির পূর্ব পাড় কক্সবাজার। প্রধান অতিথি শহীদুল ইসলাম চৌধুরী দুল দুল সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী সভাপতি কক্সবাজার জেলা প্রেসক্লাব। এতে এইচ, এম এরশাদ সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা প্রেসক্লাব। সৈয়দ মুনিরুল হক নোবেল আহ্বায়ক বাংলাদেশ প্রেসক্লাব। জামাল পুর জেলা। নিজাম উদ্দিন খান প্রতিনিধি এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন মিজানুর রহমান আহ্বায়ক বাংলাদেশ প্রেসক্লাব। কক্সবাজার জেলা। সমন্নয়ক নাছির উদ্দীন পিন্টু সদস্য সচিব বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা। সঞ্চালক বীথি মোস্তফা সদস্য সাংগঠনিক বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা।আরো বিভিন্ন জেলা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।