Category: কক্সবাজার জেলা

  • সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি ভূমিদস্যু আশরাফ আলীর

    সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি ভূমিদস্যু আশরাফ আলীর

    নিজস্ব প্রতিবেদন

    সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস এন কায়সার জুয়েল কে প্রাণনাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যু আশরাফ আলী। টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ৩নং ওয়ার্ড সানুর আম গাছ তলার নামক পূর্বপাশে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর সরকারি জমি ও পৌরসভার নবনির্মিত ড্রেইনের উপর টিনের ছাউনি দিয়ে দোকান নির্মাণ ও অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করায় ধারাবাহিকভাবে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করলে জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ (বিএমএসএফ? টেকনাফ উপজেলা শাখার সিঃ নির্বাহী সদস্য সাংবাদিক এস এন কায়সার জুয়েলকে প্রাণনাশের হুমকি দিয়েছে, ভূমিদস্যু অবৈধ সরকারি জমি ভোগ দখলকারী মৌলভী আশরাফ আলি।

    সাংবাদিক এস এন কায়সার জুয়েল জানান গত
    (৩০শে এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় নিজ বসতবাড়ি থেকে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলে ভূমিদস্যু আশরাফ আলী সাংবাদিক জুয়েলকে বসত বাড়ির সামনে দেখতে পায়, এসময় উক্ত সংবাদ প্রকাশ করার কারণে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে।
    পাশাপাশি সাংবাদিক কায়সার জুয়েলকে উদ্দেশ্য করে তার নিজস্ব ফেইসবুক আইডি Asraf Ali নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে মানহানিকর বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সাংবাদিক জুয়েল নিরাপত্তাহীনতায় ভুগছেন,
    যে কোনো মুহূর্তে তাকে প্রাণনাশ এবং ঘুম করে ফেলবে বলে আশঙ্কা করছেন, তাই সাংবাদিক এস এন কায়সার জুয়েল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি করেন।

    উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা ও টেকনাফ শাখার সকল নেতৃবৃন্দরা।
    এবং টেকনাফের কর্মরত সাংবাদিকেরা উক্ত ভূমিদস‍্যু হুমকিদাতা আশরাফ আলীর বিরুদ্ধে সুস্থ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান।

    এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ)র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে শীঘ্রই মানববন্ধন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে গত ১৫ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দোকান নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে টিনের বেড়া দিয়ে গোপনে দোকানের নির্মাণ করা অব্যাহত রেখেছে।

  • ১৪ এপিবিএনের অর্থায়নে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    ১৪ এপিবিএনের অর্থায়নে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    নুরুল ইসলাম বিজয়, উখিয়া

    ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    রবিবার ১ মে ২০২২ খ্রিঃ বেলা ১২ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উদ্যোগে উখিয়া উপজেলার কোট বাজারস্থ পুলিশ লাইন্সে উখিয়া উপজেলার গরীব অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী, পোলার চাল, লাচ্ছা সেমাই, সাদা সেমাই, দুধ, চিনি,গরম মসলা, কিসমিস খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃনাইমুল হক পিপিএম, বিশেষ অতিথি অধিনায়কপত্নী মিসেস রেহানা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার সাহা সহ অত্র ব্যাটালিয়ানের অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ।

    এ সময় পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন, বিভিন্ন সামাজিক উৎসব এবং অনুষ্ঠানাদিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সমাজের অবহেলিত গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সব সময় গরীব অসহায় এবং দুঃখিদের সাহায্য করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরিব-দুঃখী এবং অসহায় মানুষ রা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে।বাংলাদেশ পুলিশ সব সময় সমাজের অবহেলিত গরিব-দুঃখীদের পাশে ছিল আছে এবং থাকবে।

  • উখিয়া ভয়েস২৪. কম এর পরিচালক ও নির্বাহী পরিচালক দুইজনের ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন

    উখিয়া ভয়েস২৪. কম এর পরিচালক ও নির্বাহী পরিচালক দুইজনের ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন

    নিজস্ব প্রতিবেদক।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলা তথা উখিয়া উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সাংবাদিক সমাজ এবং সকল শ্রেনী পেশার ব্যাবসায়ী, রাজনৈতিক, চাকরিজীবিদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উখিয়া ভয়েস২৪ ডটকম এর পরিচালক মোঃ ছৈয়দ হামজা ও নির্বাহী পরিচালক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    এক শুভেচ্ছা বার্তায় মোঃ ছৈয়দ হামজা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে ঈদ মোবারক।

    অন্যদিকে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার উখিয়া প্রতিনিধি ও UkhiyaVoice24.Com এর নির্বাহী পরিচালক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ বলেন, কক্সবাজার জেলা তথা উখিয়াবাসীকে খবরাখবর সঠিক সময়ে পৌঁছে দিতে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আরো বলেন, ঈদ মানি খুশির জোয়ার, ঈদ মানি আনন্দ, ঈদ মানি ইবাদতের দিন, ঈদ মানি কাঁদে কাঁদ মিলিয়ে জামাতে নামাজ আদায় করার দিন, ঈদ মানি দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের দিন, একজন অন্যজনকে ক্ষমা করে দেওয়ার দিন, প্রতিহিংসা ছেড়ে কারো দূশ না দেখে সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায়ের দিন পবিত্র ঈদুল ফিতর।সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের সালাম ও শুভেচ্ছা জানিয়ে আবারো জানাই ঈদ মোবারক

  • উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের বালুখালী বাজার এর পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ ১১.৪৫ ঘটিকার দিকে উক্ত স্থানে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ১ ব্যক্তি একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে নুরুল আমিন (৫০), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা- নাছিমা বেগম, সাং-ঘুমধুম নয়াপাড়া, ইউপি-ঘুমধুম, ওয়ার্ড নং-৫, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা লুঙ্গি দিয়ে পেচানো একটি বস্তার ভিতর হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান এর ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পুরো কক্সবাজারবাসীকে

    কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান এর ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পুরো কক্সবাজারবাসীকে

    স্টাফ রিপোর্টার,

    কক্সবাজার পৌরসভার মেয়র কক্সবাজার জেলাবাসীও আগত পর্যটককের প্রতি ঈদের শুভেচ্ছা জানাইছে।
    কক্সবাজার জেলা আওয়ামী লীগ বর্তমান সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। তিনি কক্সবাজার পৌরসভাতে নিরলস ভাবে কাজ করে যাছে। মেয়ের মহোদয় জনগণের প্রতি আস্তা অর্জন করে আসতেছেন। পৌরসভার যে কোন সমস্যা ও কাজ কর্মা নিজে দেখভাল করেন এবং সরে জমিনে গিয়ে যাচাই বাছাই করেন। মেয়র মহোদয় মুজিবুর রহমান কক্সবাজার জেলাবাসীও আগত পর্যটক কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এগিয়ে যাছে বাংলাদেশ।

  • মা’হাদ আল-ফুরকান এর পরিচিতি সভা ও শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন

    মা’হাদ আল-ফুরকান এর পরিচিতি সভা ও শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন

    নিউজ ডেস্কঃ উখিয়া ভয়েস২৪.কম।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সুপরিচিত ষ্টেশন মরিচ্যা বাজার উত্তর ষ্টেশন ইকবাল টাওয়ারের ৪র্থ তলায় নব প্রতিষ্ঠিত মা’হাদ আল-ফুরকান এর শুভ উদ্বোধন উপলক্ষে পরিচিতি সভা ও ইফতার মাহফিল ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ শনিবার বিকাল ৪ ঘটিকা হইতে শুরু হয় মা’হাদ আল ফুরকান মিলনায়তনে কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল গফুর নদীম সাহেবের সভাপতিত্বে ও মাওঃ মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত শুভ উদ্বোধন উপলক্ষে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত এবং অভিমত পেশ করেন, রাবেতা আল-ফুয়াদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সুলতান আহমদ সাহেব, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব, বয়ানুল কুরআন মাদ্রাসার পরিচালক, মাওঃ রেজাউল করিম আফজল, উত্তর বড়বিল তাওহীদিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওঃ সিরাজুল কবির, হলদিয়াপালং তা’লিমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, কোটবাজার জামিয়া তাওহীদিয়ার পরিচালক হাফেজ ইকবাল হোছাইন তাওহীদি, ইকবাল টাওয়ারের মালিক হাফেজ মোহাম্মদ ইকবাল ও কোটবাজার তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ আহসান উল্লাহ।
    পবিত্র রমযানুল মোবারকের শেষ প্রান্তে এত ব্যাস্ততার মাঝেও আমাদেরকে মূল্যবান সময় দিয়ে উৎসাহ প্রদান করায় উপস্থিত সকল মেহমানদের প্রতি আল-ফুরকান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “মা’হাদ আল-ফুরকান” এর পক্ষ থেকে কৃতঙ্গতা জানাচ্ছি, এবং আগত মেহমানদের যথাযত মূল্যায়ন ও মেহমানদারী করতে না পারায় দূঃখ প্রকাশ করছি।

    মাওলানা নুর মোহাম্মদ এর পাঠানো তথ্য।

  • দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোরের চেতনা জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ওমর ফারুক

    দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোরের চেতনা জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ওমর ফারুক

    দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোরের চেতনা জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ওমর ফারুক

    নিউজ ডেস্কঃ-

    কুরআন নাজিলের মাস পবিত্র রমজান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। আমরা আজ এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমনকি প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

    দেশের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও অসহায় মানুষের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

    মহান রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সকল বিপদাপদ থেকে হেফাজত করুন এবং আমার প্রিয় দেশবাসীর প্রতি তাঁর অনুগ্রহ অবারিত ধারায় বর্ষণ করুন।

    প্রিয় দেশবাসীর ভালবাসায় ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।

  • টেকনাফ উপজেলা বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন সরওয়ার আলম।

    টেকনাফ উপজেলা বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন সরওয়ার আলম।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    টেকনাফ উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদ্যসমাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী, আগামী দিনের জননেতা সরওয়ার আলম।
    তিনি বলেন এই ঈদে দুর হয়ে যাক বৈষম্য, ঈদ বয়ে আসুক সবার জীবনে অনাবিল আনন্দে মেতে উঠুক সর্বস্তরের জনগণ।

    দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিমদের মাঝে আসে এই বিশেষ খুশির দিন আসলো পবিত্র ঈদুল ফিতর।
    বিশেষ করে মাদক থেকে দূরে থাকি,
    পরিবার-পরিজন, পাড়া-মহল্লা নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করুন সেই প্রত্যাশা!

    শুভেচ্ছান্তে-
    সরওয়ার আলম
    সভাপতি, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
    সাবেক সভাপতি, টেকনাফ উপজেলা ছাত্রলীগ।

  • উখিয়াবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়াবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এক শুভেচ্ছা বার্তায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। সুস্থ‌্য থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক।

    জাহাঙ্গীর কবির চৌধুরী
    সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ।

  • শাহপরীরদ্বীপ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মান্নান মেম্বার

    শাহপরীরদ্বীপ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মান্নান মেম্বার

    ইব্রাহীম মাহমুদ

    শাহপরীরদ্বীপ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার।

    ঈদের শুভেচ্ছা বার্তায় শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার বলেন,মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর” ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। সুস্থ‌্য থাকুন, নিরাপদ থাকুন,ঈদ মোবারক।

    শুভেচ্ছান্তে
    আব্দুল মান্নান মেম্বার
    ইউপি সদস্য ৭নং ওয়ার্ড
    ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ।