Category: কক্সবাজার জেলা

  • কারিতাস বাংলাদেশ CFW প্রজেক্টের উদ্যোগে করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর সংস্কার সম্পন্নের দিকে

    কারিতাস বাংলাদেশ CFW প্রজেক্টের উদ্যোগে করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর সংস্কার সম্পন্নের দিকে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রকাশক।

    কাজের বিনিময় অর্থ কর্মসুচি ও দূর্যোগ ঝুঁকি হ্রাস, এই স্লোগান বুকে ধারণ করে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের করইবনিয়া পুরাতন জামে মসজিদের যুগযুগ ধরে দীর্ঘদিনের ব্যবরিত, অবহেলিত পুকুর গত ২৪ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার দিকে সংস্কারের কাজ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।

    উক্ত পুকুর সংস্কারের শুরুতে শুভ উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, কারিতাস বাংলাদেশ উখিয়া উপজেলা প্রজেক্ট প্রোগ্রাম অফিসার জনাব মোজাম্মেল হক, প্রজেক্ট প্রোগ্রাম অফিসার ইন্জিনিয়ার জনাব সুমন আহমেদ, ফিল্ড সুপারভাইজার জনাব নুরুল আমি (ভুল্যাট) এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    কাজের প্রকল্প নং ৭/০২।
    কাজে অংশগ্রহণকারী নারী পুরুষ মিলে মোট= ৭৪ জন (পুরুষ ৬১ জন এবং নারী ১৩ জন)
    প্রকল্পের মোট বরাদ্দ ৯,৩৫,২০০ টাকা। ১৫৫১ ঘনমিটার মাটিকাটা বাবদ দিন (শ্রমমজুরি ২৩৩৮ শ্রমদিবসে x ৪০০ টাকা), লেভেলিং ড্রেসিং ঢালুতে ঘাসের চাপড়া লাগানো- ১২৫৫ বর্গ মিটার। সময়কার ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত এই কাজ চলমান থাকবে।

    সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলা প্রশাসন উখিয়া ও রাজাপালং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি, উখিয়া কক্সবাজার।

    নিউজ ডেস্কঃ
    ইসলাম ও স্বাধীনতার কথা বলে-UkhiyaVoice24.Com

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়নের ইফতার মাহফিল ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কম

    উখিয়া থানা শাখার আওতাধীন জালিয়াপালং ইউনিয়নের এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয় অদ্য রবিবার ২৪শে এপ্রিল ২০২২ইং।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর রফিক।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাবেক শুরা সদস্য ও উখিয়া থানা শাখার বর্তমান সভাপতি সাংবাদিক ওমর ফারুক।

    বক্তব্য রাখেন,ইসলামী যুব আন্দোলনে’র উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি খাইরুল আমিন।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জালিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল আমীন।

    আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র আন্দোলন এর সদস্য বৃন্দ।

    উক্ত বৈঠকে এক পর্যায়ে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলীয়াতে অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী কোলাফায়ে রাশেদার নমুনায় সমাজ ও রাস্ট্রকে গঠন করা ও নিজের আত্মশুদ্ধির ভিবেচনা করায় মূল লক্ষ।
    বর্তমান বাংলাদেশে ইসলামী সংগঠন এর মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একপর্যায়ে বাতিলের পক্ষে আছে ও হকের পথে অনুসরণ করে।

    বর্তমান উখিয়া উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন এর কাজ চলতেছে।সে সমর্থনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পুরা দেশে অন্যায় অবিচার দূর্ণীতি ও মাদক মুক্ত দেশ গঠন করতে শ্রেষ্টা চলাচ্ছে।

    উক্ত বৈঠক শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উখিয়া থানা শাখার সভাপতি ওমর ফারুক জালিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,আহ্বায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হলো তারা হচ্ছে,
    আহ্বায়কঃ- মোহাম্মদ ইমরান।
    যুগ্ম আহ্বায়কঃ- মোহাম্মদ জুনায়েদ।
    সদস্য সচিবঃ- মোহাম্মদ আব্দুল্লাহ।
    সাধারণ সদস্যঃ- মোহাম্মদ মোরশেদ।

    উক্ত নতুন আহ্বায়ক কমিটির নতুন দায়িত্বশীলকে শপথ পাঠ করিয়ে আগামী পূর্নাঙ্গ কমিটি করার তারিখ ঠিক করে  মোনাজাতের মাধ্যমে বৈঠক শেষ করা হয়।

  • ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে!  চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে! চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে!
    চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    ওমর ফারুক উখিয়াঃ-

    কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

    আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
    ♦️দক্ষ প্রশিক্ষক দ্বারা পাঠদান।
    ♦️২.৩বছরের মধ্যে হিফ্জ শেষ করা।
    ♦️অযোগ্য ছাত্রদের যোগ্য করে তোলা।
    ♦️বাংলা, ইংরেজি, গণিত পাঠদান।
    ♦️১০-২০জন ছাত্রদের জন্য একজন শিক্ষক।
    ♦️আবাসিক থাকার সু ব্যবস্তা।
    ♦️সর্বোক্ষনিক ত্ত্ত্বাদান করা।
    ♦️সাপ্তাহিক রিপোর্ট করা ইত্যাদি।

    ভর্তি সংক্রান্ত তথ্যঃ-
    ?ভর্তির কোটা পূর্ণ হওয়ার পর ভর্তি বন্ধ।
    ?নির্দিষ্ট কোটার পর ভর্তি করা হবে না।
    ?ভর্তিচ্ছুক ছাত্রদের ২৫ এপ্রিল থেকে১০ই মে’ ২০২২ইং ভেতর যোগাযোগ করতে হবে।
    ?২৫শে এপ্রিল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে।
    ?১০এ মে’র মধ্যে ফরম পিলাব করে জমা দিতে হবে।
    ?ছাত্র ও অভিভাবকদের ২কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যয় জমা দিতে হবে।
    ? ছাত্র ও অভিভাবকদের জন্য জন্মনিবন্ধন / এন, আইডি কার্ডের পটো কপি জমা দিতে হবে।
    আসোন,সংখ্যা সীমিত হওয়ায় অতিসত্বর যোগাযোগ করোন।
    যোগাযোগঃ- 01817-353589
    01817-118294

  • কক্সবাজার ৩৪ বিজিবি রেজু গর্জনবনিয়া বিওপির অভিযানে ১কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার

    কক্সবাজার ৩৪ বিজিবি রেজু গর্জনবনিয়া বিওপির অভিযানে ১কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা প্রসঙ্গে

    ১।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি বাস্তবায়নের প্রেক্ষিতে রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৬১৩ লেঃ কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির, বিএসপি, এসইউপি, পিএসসি, এলএসসি এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল গত ১৯ হতে ২২ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২২ খ্রিঃ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে রেজু গর্জনবনিয়া বিওপির আওতাধীন রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকার ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এর বাড়ী তল্লাশী করে ঘরের গোপন কুঠুরি হতে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবাসহ ৪ জন আসামী যথাক্রমে (১) মোঃ মাহবুব (৩০), পিতা-মৃত-কবির আহম্মেদ, গ্রাম-পাইন্যাশিয়া (চরপাড়া), পোষ্ট-জালিয়াপালং, (২) সুফিয়া সুলতানা সুমি (প্রকাশ আক্তারা) (২৬), স্বামী-ইকবাল হোসেন, (৩) ফাতেমা বেগম (৬৫), স্বামী-আলী আহম্মেদ, গ্রাম-করাইবুনিয়া, (৪) মোঃ রফিক উল্লাহ (২১), পিতা মোঃ কালু মিয়া, গ্রাম-মধ্যম ডিগলিয়া পালং, সকলের পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারদেরকে আটক করতে সমর্থ্য হয়। একই দিনে রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল অভিযান পরিচালনা করে ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ১ জন ধৃত আসামী মোঃ রফিক আলম (৩০), পিতা-মোঃ রশিদ আহমদ, গ্রাম-বরইতলী, পোষ্ট-মরিচ্যা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান’সহ সর্বমোট ৫ জন আসামী আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    উক্ত মামলায় ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এবং তার ভাই মোঃ নুরুল আমিন ভুট্টো, উভয়ের পিতা-আলী আহমেদ, গ্রাম-করইবনিয়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া জেলা-কক্সবাজারকে পলাতক আসামী হিসেবে মামলা করা হয়েছে। একই দিনে আটককৃত ইয়াবা গডফাদার ইকবাল এর পরিবারের তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও রেজু গর্জনবনিয়া বিওপির সীমান্তের গহীন পাহাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৮,০০,০০,০০০/- (আঠার কোটি) টাকা মূল্যের ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ২০১৯ সনের পর এটিই এখন পর্যন্ত একই অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।

    ২।উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০৪,১৮,২৫,৬০০/- (একশত চার কোটি আঠার লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৩৪,৭২,৭৫২ (চৌত্রিশ লক্ষ বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৭৪,২৮,২৫,৬০০/- (একশত চুয়াত্তর কোটি আটাশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪০ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

    ৩।সর্বোপরি বিজিবি, সেক্টর সদর দপ্তর, রামু এর অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২২ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮,০৩,০৭,৫০০/- (একশত আটষট্টি কোটি তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের ৫৬,০১,০২৫ (ছাপ্পান্ন লক্ষ এক হাজার পঁচিশ) পিস ইয়াবা এবং ১৬৭,৭৫,০০,০০০/- (একশত সাতষট্টি কোটি পচাত্তর লক্ষ) টাকা মূল্যের ৩৩.৫৫০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ৩৩৫,৭৮,০৭,৫০০/- (তিনশত পয়ত্রিশ কোটি আটাত্তর লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪৩৪ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

  • উখিয়া-টেকনাফ উপকূলীয় সাংবাদিক ফোরামের দোয়া ও  ইফতার মাহফিল সম্পন্ন

    উখিয়া-টেকনাফ উপকূলীয় সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

    ইব্রাহিম মাহমুদঃটেকনাফ উপজেলা প্রতিনিধি

    টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় সাংবাদিক ফোরাম (উখিয়া-টেকনাফ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২২ এপ্রিল (শুক্রবার) বিকালে উপকূলীয় সাংবাদিক ফোরাম (উখিয়া-টেকনাফ) এর কার্যালয়ে দোয়া ও
    ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানি, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানি, সিঃ সদস্য সাইফুল ইসলাম, উপকূলীয় সাংবাদিক ফোরাম (উখিয়া-টেকনাফ) উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিল, কোষাধ্যক্ষ আজিজ উল্লাহ, প্রচার সম্পাদক জুবাইরুল ইসলাম জুয়েল, ধর্মবিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ রিয়াদ, ট্রাস্ট ইসলামী লাইফের টেকনাফ-শামলাপুর ইনচার্জ মো: সেলিম উল্লাহ, মাহবুবুর রহমান, তারেক আজিজ প্রমুখ।

  • মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

    মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

    মিছবাহ উদ্দীন আরজু মহেশখালী প্রতিনিধি

    মহেশখালী উপজেলা প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তী নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

    ২২ এপ্রিল (শুক্রবার) মহেশখালী উপজেলা প্রেসক্লাব (অস্থায়ী) প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জে.এইচ.এম. ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম. হাসান এবং সদস্য ফারুক ইকবালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির আজাদ, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিব শেখর ভট্টাচার্য্য, সাব ইন্সপেক্টর বাপ্পী সর্দার, ডিজিএফআই অফিসার মোঃ নাছির উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোস্তাফা আলী, ইসলামী ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার সুপারভাইজার মীর কাশেম, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুরতাজ আহমেদ, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এম এম মাসুদ।

    মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাওলানা খাইরুল আমিনের কুরআন তেলওয়াতের মাধ্যমে বক্তাদের বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।

    এসময় মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে.এইচ.এম. ইউনুস, সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, সাংগঠনিক সম্পাদক এরফান হোসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক মিসবাহ ইরান,অর্থ সম্পাদক মৌলানা খায়রুল আমিনসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
    জাতির সার্বিক মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে মাওলানা মুরতাজ আহমদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, সাংবাদিকদের রাস্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সাংবাদিকদের মাধ্যমে জাতি অজানা সব তথ্য পেয়ে থাকে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন,আপনাদের দায়িত্বটা আমার চেয়ে কোন অংশে কম নয়। সাংবাদিকতার এই মহান পেশাকে লালন করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

    উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

  • টেকনাফে ক্যান্সারে আক্রান্ত  শাহিনুর আলম বাঁচতে চাই

    টেকনাফে ক্যান্সারে আক্রান্ত শাহিনুর আলম বাঁচতে চাই

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান,
    প্রতিনিধি,টেকনাফ উপজেলা

    টেকনাফ উপজেলার অন্তর্গত সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়ার চতুর্থ শ্রেণীর ছোট্ট শিশু শিক্ষার্থী শাহিনুর আলম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে,
    সে চান্দলীপাড়া নূরানী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শেষ করে প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়, কিন্তু তার ভাগ্যে জুটেনি চতুর্থ শ্রেণীর ক্লাস করার, কারণ সে ভর্তি হওয়া মাত্রই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে,পরে তার মা-বাবা মামা-খালাসহ সবাই তাকে চিকিৎসা করার জন্য টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত বেশ কয়েকটি হাসপাতালে বিগত ৪ মাস পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রাখে তার পরিবার ও নানা।
    চিকিৎসার জন্য ৩/৪ লক্ষ টাকা খরচ করার পরও সে এখনো সুস্থ হয়ে উঠেনি, কিন্তু পরবর্তীতে টাকা শেষ হয়ে গেলে তার পরিবার আর ভালোভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না।তাই তার পরিবার আর্থিক সহযোগিতা কামনা করেন,সে একজন অত্যন্ত মেধাবী ছাত্র,তার স্বপ্ন ছিল সে মানব সেবা করে নিজের স্বপ্ন পূরণ করবে,
    কিন্তু সে এখন আর পারছে না নিজের স্বপ্নকে পূর্ণ করতে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসার জন্য আরো কমপক্ষে ৪ লক্ষ টাকা প্রয়োজন।এই টাকাগুলো যদি মানুষেরা দান করে তাহলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবে বলে জানান তার মামা এনায়েত উল্লাহ ও তার মা।
    তার মা আরও বলেন,যে যতটুকু পারে তা দিয়ে যদি আমার ছেলের জন্য সাহায্য করে , তাহলে আমি চির কৃতজ্ঞ থেকে তাদের জন্য সবসময় নামাজ পড়ে পড়ে দোয়া করবো।

    সাহায্য পাঠাতে
    বিকাশ নং:01818835733
    নগদ নং:01884272140

  • ডাকাতের অমানবিক নির্যাতন শিলখালীতে

    ডাকাতের অমানবিক নির্যাতন শিলখালীতে

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান,
    প্রতিনিধি,টেকনাফ উপজেলা

    আজ (২০ ই) রমজান টেকনাফ উপজেলার অন্তর্গত বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (৩নং) ওয়ার্ডের বাসিন্দা জনাব জাফর সওদাগরের দোকানে প্রায় রাত ২ ঘটিকার সময় একটা ডাকাতের দল সমবেত হয়ে দোকানের কর্মচারীর আঙ্গুল কেটে ফেলা হয়। সাথে সাথে ডাকাতি করে ৪/৫ লাখ টাকা এবং জমিনের খতিয়ান ও তার পুত্র বধুর গলার হার ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
    স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনা কে তীব্র নিন্দা জানিয়ে বলেন,এই অমানবিক নির্যাতন যারা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, না হয় বাহারছড়া ইউনিয়নের জনগণ সুখে-শান্তিতে জীবন-যাপন করতে পারবে না বলে জানান তারা। এবং ছিনিয়ে নেওয়া জিনিস গুলো দোকানদার জাফর ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তার পরিবার ও স্থানীয়রা।

  • কক্সবাজার সোশ্যাল ক্লাব এর উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

    কক্সবাজার সোশ্যাল ক্লাব এর উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজার সোশ্যাল ক্লাব (সি এস সি) এর মতবিনিময় সভা ও ইফতার আয়োজন সফল ভাবে সম্পন্ন করা হয় ১৯রমজান ১৪৪৩ হিজরি- ২১ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার হোটেল প্রসাদ প্যারাডাইস কক্সবাজার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ ঘটিকার দিকে
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সোশ্যাল ক্লাবের সভাপতি মোঃ সেলিম রেজা। এবং ভিডিও কলে যুক্ত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদার।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দৈনিক কক্সবাজার৭১.পত্রিকার সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বেলাল। এবং সংগঠনের উপদেষ্টা পরিষদ। শামসুল আলম। লিয়াকত আলী। সভাপতি /সেলিম রেজা
    যুগ্ম সভাপতি/,রাহাত আলি।ও আবু মুসা
    যুগ্ম সাধারণ সম্পাদক/আজিজুল হক রুবেল।
    আইন বিষয়ক সম্পাদক /এডভোকেট রাসিব আহমেদ।
    সদস্য বৃন্দ। আনোয়ার হোসেন। আবু বক্কর ছিদ্দিক। আবু তসিপ হেনা।ওমর ফারূক। সাহিদুল ইসলাম। নুরুল আলম ও অন্যান্য অতিথিবৃন্দ সবাই দোয়া ও মোনাজাত করে সংগঠনের সফলতা কামনা করে ইফতার করেন।

  • সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ পালিত

    সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ পালিত

    সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ পালিত

    ইব্রাহীম মাহমুদ টেকনাফপ্রতিনিধি

    বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে সীমান্ত উপজেলা টেকনাফে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।

    ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে একাডেমীক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু এর সভাপতিত্বে পহেলা বৈশাখ–নতুন বাংলা নববর্ষ ১৪২৯ পালন করা হয়।

    শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,সহাকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী, উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক সহ প্রমুখ।

    “মঙ্গল” শোভাযাত্রা আয়োজন করেছে টেকনাফ উপজেলা পরিষদ। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখ এ উৎসব পালিত হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। বাংলা নববর্ষ বাংলা ভাষার প্রথম দিন বলা হয়ে থাকে। বাংলা সালকে বরণ করে নেওয়ার জন্য এই উৎসবটি পুরো বাংলাদেশে ব্যাপক আনন্দের সহিত পালন করা হয়।

    উপজেলা সহাকারি কমিশনার ভুমি এরফানুল হক বক্তব্যে বলেন, জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে।

    উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঘরে ঘরে সুখ শান্তি বয়ে আনুক সবাইকে ১৪২৯ শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

    উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা সবাই এখন সুখে শান্তিতে বসবাস করছি। আসুন সবাই পুরাতন বছরের সমস্ত গ্লানি দুঃখ-বেদনা, ভুলে গিয়ে নতুন বছরের নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন গান, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো শুভ হোক ১৪২৯ শুভ বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

    টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সমাপনি বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখ এ উৎসব পালিত হয়।পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করেন।