Category: কক্সবাজার জেলা

  • বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    ০৪/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ ঘুমধুম মধ্যমপাড়ার কামাল উদ্দিনের বসত বাড়ীতে এক অভিযান পরিচালনা করে। একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য বর্ণিত স্থানে অবস্থান করছে মর্মে অবগত হয়ে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নরত অবস্থায় একজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় কামালউদ্দিন (৫২), পিতা-আলতাফ হোসেন, মাতা-রশিদা বেগম, সাং-দক্ষিন ঘুমধুম মধ্যমপাড়া, ০৪ নং ওয়ার্ড, ইউপি-ঘুমধুম, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান বলে জানায়। উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করা হলে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা পাওয়া যায়।

    ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • পল্লী বিদ্যুৎ নিয়ে টেকনাফের মানুষের অভিযোগ

    পল্লী বিদ্যুৎ নিয়ে টেকনাফের মানুষের অভিযোগ

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    আমাদের বাংলাদেশে প্রথম তারাবীহ শুরু হয় রবিবার রাত থেকে, কিন্তু সে রাতেই তারাবীহ’র সময় বিদ্যুৎ ছিল না। বিধায় তারাবীহ আদায় করতে অনেক কষ্ট হয়েছে বলে জানায় টেকনাফের মুসল্লিরা।
    তারা আরও জানায়, এমনকি তারাবীহ’র দ্বিতীয় দিনও বিদ্যুৎ ছিল না, সাথে সাথেই তারা আরও জানায়,যখন রমজান মাস এসেছে, তখন থেকেই তারা বিদ্যুৎ থেকে উপকৃত হতে পারছে না,
    এককথায় টেকনাফের মুসল্লিরা জানায়, তারাবীহ’র সময়, ইফতারের সময়, সাহরী খাওয়ার সময় তারা বিদ্যুৎ থেকে উপকৃত হতে পারছে না, কারণ জানতে চাইলে তারা বলেন, উল্লেখিত সময়গুলোতে বিদ্যুৎ থাকে না,যখন মানুষের বিদ্যুৎ প্রয়োজন হয় না, তখন বিদ্যুৎ আসে , কিন্তু যখন বিদ্যুৎ প্রয়োজন হয়, তখন বিদ্যুৎ থাকে না,
    তারা আরও জানায়, বিদ্যুৎ শুধুমাত্র প্রতিবছর রমজানে অন্যান্য মাসের তুলনায় বেশি ডিস্টার্ব করে,যা মুসলমানদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়,
    তারা আরও বলেন,আমরা মুসলিম, আমরা রমজানের রোজা রাখি, আমরা তারাবীহ পড়ি, বিধায় আমাদের বিদ্যুৎ প্রয়োজন,

  • খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য হ্রাসসহ ৮দফা দাবী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার

    খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য হ্রাসসহ ৮দফা দাবী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার

    খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য হ্রাসসহ ৮দফা দাবী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার

    মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত, পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়ক মেরামত সহ ৮দফা আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি রবিউল হাসান মামুন।

    আজ ৩ এপ্রিল ২০২২ রবিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের স্টেশন চত্ত্বরে রমজানকে আহ্বান জানিয়ে স্বাগত মিছিলে এ আহ্বান জানান তিনি।

    তিনি বলেন, একটি চক্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত মুসলিমদের জুলুমের শিকার বানায়, তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরি করে। পবিত্র মাসে অশ্লীলতা ছড়িয়ে শৃঙ্খলিত মুমিনদের অপবিত্র করে। এ কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিহত করতে হবে।

    তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিরোধ করতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

    ১. আল-কুরআনুল কারীম পড়ুন, অনুধাবন করুন। এর আলোকে জীবন ও সমাজ গঠনে শিক্ষার সর্বস্তরে আল-কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
    ২. খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নায্যমূল্য নিশ্চিত করতে হবে। পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।
    ৩. দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন।
    প্রয়োজনে বিধর্মী ভাইদের জন্য নির্দিষ্ট
    (প্রশাসন বা জনপ্রতিনিধি ধারা) স্হানের ব্যবস্হা করুন।
    ৪.ইসলামে হারামকৃত সকল পাপের রাজ মদ-কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে।
    ৫. টেকনাফ থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত মহাসড়কের অতিদ্রুত মেরামত করতে হবে।
    ৬. স্থানীয় ব্যবসায়ীরা রমজান উপলক্ষে সল্প-লভ্যে পূণ্যের নিয়তে পণ্য সরবরাহ করুন।
    ৭. গান-বাজনা সহ সকল অসামাজিক কর্মকাণ্ড বন্ধ রাখুন।
    ৮. রমজানে গাড়িভাড়া সীমিত করুন।

  • একজন আলেমের ছেলের আর্থিক সহযোগিতার আবেদন

    একজন আলেমের ছেলের আর্থিক সহযোগিতার আবেদন

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান, টেকনাফ উপজেলা প্রতিনিধি, চকরিয়া 

    বহদ্দার কাটা ইসলামিয়া আরবিযা মাদ্রাসার প্রবীণ উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল কবির দাঃবাঃ( প্রকাশ গুরা হুজুর)’র
    বড় ছেলে মোহাম্মদ ছাদেক খুবই অসুস্থ হয়ে
    বর্তমান চট্টগ্রাম আই,সি,ও তে চিকিৎসা অবস্থায় আছে বলে জানান তার এক প্রিয় বন্ধু।
    তার চিকিৎসা খরচ বহণ করা পারিবারিক ভাবে অসম্ভব হয়ে পড়েছে , বিধায় সে হাসপাতালে কাতরাচ্ছে,তাই তার পরিবার সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন,
    তার পরিবার আরও জানায়,যদি মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসে, তাহলে অবশ্যই তার ছেলেকে বাঁচানো সম্ভব হয়ে পড়বে,তা-ও যদি আল্লাহর রহমত থাকে আমার ছেলের উপর।
    আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ নং
    ১. মোহাম্মদ আব্দু রহিম ছোটন
    01814-521808 ( বিকাশ পার্সোনাল)
    ২. মোহাম্মদ উসমান গণী
    01825-256972( নগদ পার্সোনাল )

  • করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর করনের শুভ উদ্বোধন করেন আব্দুর রহিম মেম্বার

    করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর করনের শুভ উদ্বোধন করেন আব্দুর রহিম মেম্বার

    জয়নাল আবেদিন জয়,

    কাজের বিনিময় অর্থ কর্মসুচি, এই স্লোগান ধারণ করে উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করইবনিয়া পুরাতন জামে মসজিদের পুকুর করনে কারিতাস বাংলাদেশ BMZ Project DRR ২০২২ প্রকল্পের অদ্য ২৪ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৮.৩০ ঘটিকার দিকে কাজের শুভ উদ্বোধন করা হয়।

    উক্ত শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার, কারিতাস বাংলাদেশ প্রজেক্ট প্রোগ্রাম ইন্জিনিয়ার জনাব সুমন আহমেদ, ফিল্ড সুপারভাইজার জনাব নুরুল আমিন, জনাব জয়নাল আবেদিন জয় প্রমুখসহ কাজের সকল সদস্য ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সব খবর পেতে আমাদের সাথে থাকুন, নিউজ ডেস্ক উখিয়া ভয়েস২৪ ডটকম।

  • রকিব উল্লাহ আহবায়ক মোবারক সাঈদকে সদস্য সচিব করে গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার পুনর্মিলন উদযাপন পরিষদ গঠিত

    রকিব উল্লাহ আহবায়ক মোবারক সাঈদকে সদস্য সচিব করে গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার পুনর্মিলন উদযাপন পরিষদ গঠিত

    প্রেস বিজ্ঞপ্তি,

    কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ও অনন্য মডেল দাখিল মাদ্রাসা খ্যাত পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী রকিব উল্লাহ (ব্যাচ-০৮) আহবায়ক, এবং অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদকে (১০ব্যাচ) “সদস্য সচিব” করে পুনর্মিলন উদযাপন পরিষদ’২০২২ গঠিত হয়।

    উক্ত পরিষদে যুগ্ম আহ্বায়কবৃন্দঃ মোঃ আব্দুল্লাহ(ব্যাচ-০৪), মোহাম্মদ শহিদুল্লাহ(০৫),নুরুল হুদা(০৪) এবং যুগ্ম সদস্য সচিবঃ মোহাম্মদ আইয়ুব(০৮), গিয়াস উদ্দিন(০৯), নুরুল হাকিম(১০) ,তারেকুল ইসলাম ফরাজী(১৪), কাজী আব্দুল্লাহ(১৫), কোষাধ্যক্ষঃ রেজাউল হুদা বাবু (০৮), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ -মোহাম্মদ শাহজাহান(০৭), সাংস্কৃতি সম্পাদকঃ মোবারক হোছাইন(০৮),প্রচার সম্পাদকঃ আজিজুল হক(১৪), প্রকাশনা সম্পাদকঃ নুরুল আমিন (০৬), দপ্তর সম্পাদকঃ শোয়াইবুল ইসলাম(১৯), শিক্ষা ও পাঠচক্র সম্পাদকঃ নুরুল আবচার (০৩),আপ্যায়ন সম্পাদকঃ আবুল কাশেম (২০০০), প্রবাসী সম্পাদকঃ আবু বকর-(০৫),নির্বাহী সদস্যদের মাঝে- জহির উল্লাহ (০৭) সহ প্রমুখ।
    উক্ত পুনর্মিলন উদযাপন পরিষদ ১০১ সদস্য বিশিষ্ট। গঠিত উদযাপন পরিষদ আসন্ন’২০২২ সনের ইদুল ফিতরের ৩য় দিন উদযাপিত হইবে।

    এক্ষেত্রে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রীদেরকে দ্রুততম সময়ে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করার বিশেষ অনুরোধ জ্ঞাপন করছে।

  • মুক্তি কক্সবাজার কতৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    মুক্তি কক্সবাজার কতৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    সীমান্ত উপজেলা টেকনাফে মুক্তি কক্সবাজারের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার ১৪ই মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি.হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী.টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার নছরু উল্লাহ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
    মুক্তি কক্সবাজার কতৃক আয়োজিত এবং আইভি ওয়াই এর অর্থায়নে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইভিওয়াই জাপান প্রতিনিধি টুমোমাই হাইএসহাই।

    গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর বক্তব্য রাখেন হ্নীলা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হোছাইন আহমেদ,সদস্য আবুল হোসেন,মহিলা সদস্যা নাসরিন পারভিন,সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,আশেক উল্লাহ ফারুকী,নাছির উদ্দিন রাজ,মিজানুর রহমান,আব্দুস সালাম,এস এন কায়সার জুয়েল,এম এ হাসান,আখতার হোসাইন হিরু,সাইফুল ইসলাম,ইব্রাহীম মাহমুদ প্রমূখ।উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান সদস্য,ব্যবসায়ী,এনজিও প্রতিনিধিগণ।

  • উখিয়ার ডেইলপাড়া মাদ্রাসার মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

    উখিয়ার ডেইলপাড়া মাদ্রাসার মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ডের মধ্যখানে পূর্ব ডিগলিয়া পালং ও ডেইলপাড়া বৃহত্তর এলাকার মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন সংলগ্ন মাদ্রাসার মাঠে  অদ্য ৫ মার্চ ২০২২ খ্রিঃ শনিবার বিকাল ২ ঘটিকার দিকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মানবপ্রচার রোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অত্র মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা সৈয়দ হামজা সাহেবের সভাপতিত্বে এবং উখিয়া থানার এসআই জনাব আবছার এর সঞ্চালনায় জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র হাফেজ মোঃ সৈয়দ হামজার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

    উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্স জনাব আহমদ সন্জুর মোর্শেদ।

    বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, ৭নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মেম্বার, উখিয়া থানার এসআই জনাব আবছার উদ্দিন, এসআই জনাব মনিরুল, এসআই বিকাশ, মোঃ আরিফ, রাজাপালং ইউনিয়ন পরিষদের দফদার জনাব আব্দুল হক আকাশ, আইডিয়াল সোসাইটির সভাপতি জনাব রহমত উল্লাহ আজাদ, গ্রাম পুলিশ জনাব মোহাম্মদ আলী, জনাব সৈয়দ উল্লাহ প্রমুখসহ রাজনীতিবীদ গণ ওলামায়েকেরাম, ছাত্রজনতা ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বিট পুলিশিং সভা অনুষ্ঠানের শুরুতে উখিয়া থানার অফিসার ইনচার্স জনাব আহমদ সন্জুর মোর্শেদ মহোদয় কে ফুল দিয়ে বরন করে নিয়েছেন ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আলহাজ্ব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী ও ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার।

    এছাড়া আরো প্রধান অতিথি উখিয়া থানার অফিসার ইনচার্স ও বিশেষ অতিথি এসআই এবং জনপ্রতিনিধিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়ার পূর্ব অঞ্চলের অরাজনৈতিক সামাজিক সংগঠন আদর্শ সমাজ (আইডিয়াল সোসাইটি’র) সভাপতি ও সদস্য বৃন্দ।

    যথাক্রমে প্রধান অতিথি মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মানবপ্রচার রোধে চমৎকার বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

    বিশেষ অতিথির মধ্যে বর্তমান সমাজ নিয়ে মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী ও আইডিয়াল সোসাইটির সভাপতি রহমত উল্লাহ আজাদ উচ্চ কন্ঠে নির্ভয়ে সুন্দর বক্তব্য রাখেন।

    সর্বশেষ ৪ ও ৭ দুই ওয়ার্ডের জনগনকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বদলে যাচ্ছে অবহেলিত গ্রমীণ জনপদ!

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বদলে যাচ্ছে অবহেলিত গ্রমীণ জনপদ!

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খালকাঁচা পাড়া, হারাশিয়া,দোছরী খালের উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ বুধবার বেলা সাড়ে ১১ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের খালকাঁচা পাড়া, হারাশিয়া,দোছরী খালের উপর সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিদর্শক মন্ডলিরা। পরে উখিয়া উপজেলা কোয়াটার হতে বটতলি সড়কের চলামান কাজের পরিদর্শনে গিয়েছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। সাথে ছিলেন উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষকলীগ নেতা কাজী আকতার উদ্দিন টুনু, বীর মুক্তিযোদ্ধা রাজামিয়া, বীর মুক্তিযোদ্ধা সোলতান আহমেদ ,বিশিষ্ট টিকাদার মুফিজ উদ্দিন সহ অসংখ্য স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য স্বাধীনতার পর থেকে এই অবহেলিত জনপদের মানুষদের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ছিলো,
    বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
    ভিশন গ্রামকে শহর করা যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন আজ তাঁরই ধারাবাহিকতায় উখিয়ার গণমানুষের প্রিয়নেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে বদলে যাচ্ছে রাজাপালং ইউনিয়নের অবহেলিত গ্রামীণ জনপদ।

  • কক্সবাজার টেকনাফ মহাসড়কে সিএনজি ও কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৫

    কক্সবাজার টেকনাফ মহাসড়কে সিএনজি ও কভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৫

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদ,

    কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ড্রাইভারসহ অটোরিকশার আরও ৫ জন।

    অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ বুধবার মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় সকাল ১০.৩০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ও আহতের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেন হাইওয়ে থানার পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানায় , মরিচ্যামুখী একটি কাভার্ড ভ্যান এবং কক্সবাজারমুখী যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

    ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন।

    তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদের অবস্থাও আশংকাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।