Category: কক্সবাজার জেলা

  • ঈদগাঁওতে টিকা নিতে নারী-পুুুরুষের উপচেপড়া ভীড়: আস্থা বাড়ছে টিকায়

    ঈদগাঁওতে টিকা নিতে নারী-পুুুরুষের উপচেপড়া ভীড়: আস্থা বাড়ছে টিকায়

    ইমরান তাওহীদ রানা ,ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫টি ইউনিয়নে কোভিড টিকা নিতে নর-নারীদের ভীড়। টিকার প্রতি আস্থা বাড়ছে গ্রামীন জনপদের মানুষদের।

    সারাদেশের ন্যায় ৭আগষ্ট সকালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর এবং ইমরান তাওহীদ রানা ইসলামাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এতে দেখা যায়, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে তরুন তরুনী,যুবক যুবতীও বয়োবৃদ্বরা আগ্রহের সাথে টিকা নিতে আসছেন। কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা তাদেরকে লাইনের মাধ্যমে টিকা নেওয়ার সু-ব্যবস্থা করে দিচ্ছেন।

    ঈদগাঁও ইউনিয়নের আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র দেখা যায়, সুন্দরভাবে স্বাস্থ্য সহকারীরা মানুষ দেরকে টিকা দিয়ে যাচ্ছেন। কেন্দ্র পরিদর্শন করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম। এতে ঐক্য পরিবারের উদ্যোগে গঠিত সেচ্ছা সেবক টিমের পক্ষে উপস্থিত ছিলেন, শাকিব ও জাওয়ান উদ্দিন রায়হান।

    ইসলামাবাদের জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র মানুষের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। টিকাদানে নিয়োজিত স্বাস্থ্য সহকারীরা পাড়া মহল্লা থেকে আসা সাধা রন মানুষদেরকে রেজিস্ট্রেশন কার্ডের উপর ভিত্তি করে দ্রুত টিকা দিয়ে দিচ্ছেন। এতে উপ স্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কৃষি অফিসার সুব্রত দাশ জিকু ও ঐক্য পরিবারের ইউনিয়ন সমন্বয়ক শিক্ষক নুরুল ইসলাম।

    ইসলামপুরে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরি বেশে টিকা নিচ্ছেন সাধারন মানুষরা। এই কেন্দ্র ঐক্য পরিবারের টিমে অংশ নিলেন, ইউনিয়নের সমন্বয়ক ক্রীড়াবিদ ছৈয়দ করিম, তরুন আইন জীবি গিয়াস উদ্দিন, ছৈয়দ মোহাম্মদ তামিম, নুরুল হুদা ও তাফসীর।

    খোঁজ খবর নিয়ে জানা যায়, জালালাবাদ এবং পোকখালী ইউনিয়নের টিকা কেন্দ্রে ঐক্য পরি বানের সেচ্ছাসেবক টিমের প্রতিনিধিরা করোনা টিকাগ্রহনে এলাকার মানুষকে উদ্বুদ্ব করার পাশা পাশি লোকজনকে টিকা নিবন্ধনে সহযোগিতা করছেন। টিকা কেন্দ্রে রেড ক্রিসেন্ট সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন।

    জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, গ্রামগঞ্চের সাধারন মানুষের আস্থা বাড়ছে টিকার প্রতি। সুন্দর ও সু-শৃংখল পরিবেশে টিকা নিচ্ছেন তারা। প্রচন্ড বৃষ্টিপাতের মাঝেও সাধারন মানুষ টিকা কেন্দ্র মুখী হলেন।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ ওয়ার্ডে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়া রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ ওয়ার্ডে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজার জেলার উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড প্রর্যায়ে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম ধাপে  অধ্য ৭ আগস্ট ২০২১ খ্রিঃ শনিবার সকাল ৯ ঘটিকা হইতে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

    কোভিড ১৯ টিকাদান কেন্দ্রে রাজাপালং ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের মধ্যে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    সাথে ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব নুরুল কবির মেম্বার, মোঃ সালাহ উদ্দিন মেম্বার, মহিলা মেম্বার কামরুন্নেছা, মোঃ শাহজান, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সোহেল বিএ সহ প্রমুখ।

  • উখিয়ার রত্নাপালং ইউনিয়নের জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    উখিয়ার রত্নাপালং ইউনিয়নের জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    কফিল উদ্দিন জয়,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

    উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকা হইতে ফের ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।

    ৬ আগস্ট ২০২১ খ্রুিঃ শুক্রবার ১,৪৫ ঘটিকার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

    কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবি চৌকষ আভিযানিক দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড করইবনিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিদেশ প্রবাসীর বাড়ির পাশ্ববর্তী বিপুল পরিমান ইয়াবা রাখার গোপন স্থানে হানা দিয়ে ব্যাপক তল্লাশী করে জঙ্গলে লুকিয়ে রাখা ১৬ কার্ট ইয়াবা যার মধ্যে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
    যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লক্ষ টাকা।

    এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

    উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ কোটি ৭৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ২৭ লাখ ৯১ হাজার ৮ শত ২২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৪৭জনকে আটক করা হয়।।।

     

    উপজেলার একই এলাকায় গত বৃহস্পতিবার ৫ আগস্ট
    কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন জানান।

    এদিকে বৃহস্পতিবার (৫ আগষ্ট) দিবাগত রাত ১,১৫ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়ার পাহাড়ী জঙ্গলে অভিযান চালিয়ে বস্তাবর্তী ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। কক্সবাজার ৩৪ বিজিবি সীমান্তের রেজুপাড়া বিওপির সদস্যদের অভিযানে এসব ইয়াবা জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।
    বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐ সময় বিজিবির ওপর সংঘবদ্ধ পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। এসময় বিজিবি ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এতে পাচারকারীরা পালিয়ে যায়। পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা ৪১ কার্ট মূল্য প্রায় ১২ কোটি ৩০ লক্ষ টাকা। ইয়াবা জব্দের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

    উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের বড় ইয়াবা সিন্ডিকেটের পরিচালক, সহযোগিরা সকল সদস্য রাত্রে ইকবালের গ্রুর ফার্মে থাকলেও দিনের বেলায় যার যার স্হানে চলে যায় বলে স্হানীয়দের অভিযোগ, তাদেরকে রাতে পাহাড়া দেয়ার জন্য হাজারো ২০ থেকে ৩০ জন ইয়াং যুবককে ১০০০ করে বেতন দেয় দৈনিক।

    এই সিন্ডিকেটে রয়েছেন ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়ার পালং এর অধ্যশতাদিক যুবক ও ছাত্ররা। সিন্ডিকেটের মূল ইয়াবা পরিচালক হিসেবে রয়েছে নুর হোসেন চেয়ারম্যান, ইকবাল, হাকিম আলী, ভুট্টো, হানিফের ছেলে মিজান, রশিদ এর ছেলে ইউনুস ফারুক, বোরহান উদ্দিন, আরো অনেক নারী পুরুষের নাম তাকলেও তাদেরকে আইনের আওতায় আনা হলে সব সদস্যের নাম বের করা সম্ভব হবে বলেন স্হানীয় জনগোষ্ঠী

  • খরুলিয়াতে মোর্শেদ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাফিল উদ্দিনকে গ্রেফতার

    খরুলিয়াতে মোর্শেদ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাফিল উদ্দিনকে গ্রেফতার

    মোহাম্মদ জিয়া।কক্সবাজার সদর প্রতিনিধি।

    কক্সবাজার সদরের খরুলিয়ায় সামান্য কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোর্শেদ কামাল হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি কফিল উদ্দিনকে (১৫) রামু জোয়ারিয়ানালা থেকে জনতার সহায়তায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে স্থানীয় জনতা ধরে সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং ঝিলংজার চেয়ারম্যানের কাছে খবর দেয়। পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ এসে স্থানীয় লোকজনের হাত থেকে মোর্শেদ হত্যাকাণ্ডে অভিযুক্ত এই প্রধান আসামিকে গ্রেফতার করে নিয়ে যান।

    গ্রেফতারকৃত কফিল উদ্দিন ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়ার কোনারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ফরিদের ছেলে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, খরুলিয়ার আলোচিত মোর্শেদ কামাল হত্যাকান্ডের প্রধান আসামী কফিল উদ্দিন গভীর রাতে চট্রগ্রাম থেকে ট্রাকযোগে কক্সবাজার আসার এমন খবর পাই স্থানীয় ট্রাক চালক নুরুল আজিম।

    এসময় আজিমসহ আরোও কয়েকজন যুবক মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে তাকে ধরে খরুলিয়া বাজারে নিয়ে আসেন বলে খবর পাই। পরে সদর থানার ওসি শেখ মুনিরুল গীয়াসকে ফোন দিলে এস আই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটস্থলে আসলে হত্যা মামলার প্রধান আসামী কফিলকে পুলিশের হাতে সোপর্দ করি।

    প্রসঙ্গত, গত ২৬ জুন বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার ছলিমের দোকানের সামনে কফিল উদ্দিন ও মোর্শেদ কামালের মধ্যে ঠাট্টার ছলে কথা কাটাকাটি হয়। এসময় একে অন্যজনকে তিরস্কার করেন। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কামালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কফিল উদ্দীন। এতে মোর্শেদ গুরুতর জখম হন।

    দ্রুত তাকে উদ্ধার করে লিংকরোডস্থ মেরিন সিটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মোর্শেদ কামালের মৃত্যু হয়। নিহত মোর্শেদ ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র। এ ঘটনায় নিহত মোর্শেদ কামালের মা মোস্তফা বেগম বাদী হয়ে কফিল উদ্দিনকে প্রধানসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

  • উখিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ক্বারী কামাল আহমদ এর ইন্তেকালে হাজার মানুষের ঢল

    উখিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ক্বারী কামাল আহমদ এর ইন্তেকালে হাজার মানুষের ঢল

    শোক বার্তা

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও উখিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী কামাল আহমদ সাহেব হুজুর অদ্য ৩০ জুলাই ২০২১ ইং, জুমাবার সকাল ৮ ঘটিকায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ) আজ বিকাল ৫,৩০ মিনিটের সময় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন। হুজুরের মৃত্যুতে ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

    মৃত্যুকালে হুজুরের বয়স ৬৭ এবং তিনি ৩ ছেলে ৩ মেয়ে স্ত্রীসহ শত শত ছাত্ররা রেখে যান। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব অধ্যাপক মাওলানা নুর আহমদ আনোয়ারী ও অন্যঅন্য নেতৃবৃন্দ।

    জানাযার ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আবু নাছের

    হে আল্লাহ মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমীন

  • ঈদগাঁও নাসি খালে ডুবে তিন যুবকের মৃত্যু: জানাযা সম্পন্ন

    ঈদগাঁও নাসি খালে ডুবে তিন যুবকের মৃত্যু: জানাযা সম্পন্ন

    ইমরান তৌহিদ রানা, নবম ঈদগাঁও প্রতিনিধি

    কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার দরগাহপাড়া ৭ নং ওয়ার্ডে নাসি খালে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ ঘটিকার দিকে ২জন,পরে আরেক জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্বিসের ডুবুরির দল। এর আগে দুপুরে মোহাম্মদ ফারুক (২৫), মোর্শেদ আলম (১৮) ও দোলোয়ার হোছেন (২০) নামের তিন যুবক নাসি খালে মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে যায়। ঘটনার পর থেকে দমকল বাহিনী ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধারের অনেক তৎপরতা চালায়। দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টা পরও মোহাম্মদ ফারুক, মোর্শেদ আলম ও দোলোয়ার হোছেনকে জীবত বা মৃত উদ্ধার করা যায়নি। অবশেষে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে। পৌনে ৫টা থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছিল। এদিকে মাছ ধরতে গিয়ে তিন যুবক ডুবে যাওয়ার খবরে ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভীড় জমায়। বৃষ্টি বাদল উপেক্ষা করে উদ্ধার কাজ অব্যাহত ছিল। অবশেষে মৃত হলেও তাদের পেয়ে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অদ্য ২৯ জুলাই সকাল ১১ ঘটিকার সময় ঈদগাঁও ৭ নং ওয়ার্ডের দরগাহপাড়া বারআউলিয়া মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ আদায় করা হয়, পরবর্তীতে কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী, ঈদগাঁও থানা বিএনপির সভাপতি ও ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, সম্পাদক আলমগীর তাজ জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আব্দু শুকুর সহ স্থানীয় লোকজন এবং দুরদুরান্ত থেকে আগত রাজনীতিবীদ ও বিভিন্ন শ্রেণির পেশাজীবীর লোকজন। জানাযায় উপস্থিত জনতার সামনে সোহেল জাহান চৌধূরী মৃত্যু ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঈদগাঁও ইউনিয়নের আপামর জনতার পাশে সুখে-দুঃখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সার্বক্ষনিক পাহারায় ছিলাম,আছি এবং আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। উক্ত তিন যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাযা শেষে টানা প্রবল বৃষ্টি কারণে দরগাহপাড়ায় ভেঙ্গে যাওয়া বাড়ীঘর গুলো পরিদর্শন করেন সোহেল জাহান চৌধূরী। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে অতি সহসায় ত্রাণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন, এবং গতকাল কক্সবাজার সদর রামু ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে: কর্ণেল ফুরকান আহমদ, সদর উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, এবং ঈদগাঁও থানা পুলিশ, রামু ফায়ার সার্ভিস, চট্টগ্রাম থেকে আগত ডুবুরি টিম সার্বক্ষণিক সহযোগিতা এবং খোঁজ খবর রাখেন, এবং কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় প্রতিটি পরিবারের মাঝে ২৫ হাজার করে তিন পরিবারকে উপজেলা চেয়ারম্যান নগদ অর্থ বুঝিয়ে দেন, পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে।

  • রামুর বাঁকখালী নদীর ভাঙ্গন : নদী পাড়ের মানুষের করুন আর্তনাদ

    রামুর বাঁকখালী নদীর ভাঙ্গন : নদী পাড়ের মানুষের করুন আর্তনাদ

    জয়নাল আবেদিন জয়, রামু প্রতিনিধি

    কক্সবাজার রামু বাকঁখালী নদীর ভয়াবহ ভাংগনে বিলীন হচ্ছে বসতঘর, মসজিদ, মন্দির, কবরস্থান ও চাষের জমি।
    কিছু দিন ধরে টানা বৃষ্টির ফলে উজান থেকে আসা পাহাড়ি ঢলের তোড়ে ভাংগন আরো তীব্র হয়ে উঠায় আরো নতুন নতুন ঘরবাড়ি ভাংগনের কবলে পড়ে। ফলে চরম আতংকে দিন যাপন করছে এখানকার মানুষ।
    বিগত একযুগে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী
    ফরেষ্ট অফিস এলাকা থেকে মাঝিরকাটা পর্যন্ত এলাকায় নদীর পাড়ে বসবাসরত মানুষজন অনেক কিছু হারিয়েছে। এ সময়ে অন্তত শত শত বসতঘর, দুনকে-দুন চাষের জমি নদীতে বিলীন হয়ে গেছে এ নদীর ভাংগনে। ফলে এখানকার নদী ভাংগনে ঘরবাড়ি হারানো লোকজন অনন্যোপায় হয়ে বনবিভাগের জমিতে বা আশপাশে চিপা জমিতে মানবেতর জীবন কাটাচ্ছে। এলাকার লোকজন যেভাবে তাদের সহায় সম্পদ হারিয়েছে তা প্রকাশের ভাষা নেই।
    গর্জনিয়ার ৬নং ওয়ার্ড- মাঝিরকাটা বেশির ভাগ এলাকা রামু উপজেলার মানচিত্র থেকে মুছে যাচ্ছে। মাঝির কাটার ফরেষ্ট অফিস এলাকা থেকে মাষ্টার ইসহাক স্যারের বাড়ির মোড় বাঁকখালী নদী এলাকা পর্যন্ত প্রায় শতাধিক ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এখানে মসজিদ, মাদ্রাসাসহ কবর স্তান নদীর ওপারে চলে গেছে, হারিয়ে গেছে গরীব অসহায় মানুষের বাপ দাদার বসত ভিটা। এ নিয়ে স্তানীদের মাঝে আতংক বিরাজ করছে, ভয় আর আতংক নিয়ে মানুষের জীবন কাটছে। সরকার বা স্তানীয় জনপ্রতিনিধিরা অনেকে স্বপ্ন দেখিয়েছে এই সব সমাধান করার জন্য, বিএনপি সরকার থেকে বর্তমান আওয়ামীলিগ সরকার দীর্ঘ ১৫
    বছর পর্যন্ত কেউ বাঁকখালী নদী ভাঙ্গনের
    প্রতিরোধের কোন উদ্যোগ নেয়নি।
    এ বিষয়ে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন- মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র সহযোগিতায় উত্তর মাঝিরকাটা থেকে মরহুম ইসলাম সাহেবের ঘর পর্যন্ত প্রায় ২০টি পয়েন্টে ৫০টি গাছের বল্লী বাঁধ দিয়েছিলো, তা কিছুটা হলেও রক্ষা পেয়েছিল। এরপর আর বাঁধ নির্মানে কেউ উদ্যোগ নেইনি আজ পর্যন্ত। আজ গর্জনিয়া নদীর পাড়ের মানুষ গুলো বড়ই হুমকিতে দিন কাটাচ্ছে।
    নদী পাড়ের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ছোঁয়া গ্রামীন এলাকার এ বাঁকখালী নদী ভাংগনে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
  • কক্সবাজার ভারি বর্ষণে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি এলাকায় দেখতে গেলেন এমপি কমল

    কক্সবাজার ভারি বর্ষণে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি এলাকায় দেখতে গেলেন এমপি কমল

    ডেস্ক রিপোর্ট

    কক্সবাজারের সদর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত রামু ও নবগঠিত ৯ম ঈদগাঁও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জননেতা জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

    গত ২৮ জুলাই ২০২১ খ্রিঃ বুধবার সকাল থেকে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের পাশে দাঁড়ান।
    পরিদর্শনকালে এমপি কমল রামু উপজেলার ফতেখাঁরকুল, কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গত মানুষের খবরা-খবর নেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় উদ্যোগ নেন। পরে তিনি নবগঠিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার ঈদগড় সংযোগ সড়কের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। এসময় খবর পেয়ে প্রবল বর্ষন ও কাদা অপেক্ষা করে ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার নাসি খালে নিখোঁজ তিন সহোদরের উদ্ধার তৎপরতা পরিদর্শনে ছুটে যান এমপি কমল।
    পরিদর্শন কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়ক দিয়ে ঈদগড়ের বিশ হাজারের অধিক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পঁচিশ হাজারের অধিক মানুষের চলাচল। ওই এলাকায় রাবার, পান, বিভিন্ন সবজি ও ফল উৎপাদন হয়। উৎপাদিত পণ্য বাজারজাত করতে চাষীদের ক্ষতির সম্মুক্ষিন হতে না হয় মতো প্রবল বর্ষনে বিধ্বস্ত হওয়া সড়কের অংশ বিশেষ জরুরী ভিত্তিতে সংস্কার করতে সংশ্লিষ্ট এলজিইডিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
    এমপি কমল, নবগঠিত ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদের প্রতি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এমপি কমল প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগ করে দুর্গত অনাহারি মানুষের সেবায় এগিয়ে আসতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে যারা ইতিমধ্যে দুর্গতদের পাশে দাঁিড়য়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন বন্যা দুর্গত কোন মানুষ যাতে অনাহার না থাকে আমরা সে ব্যাবস্থা করবো। সকলের কাছে আমরা খাবার পৌঁছে দেব।
    পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আদনান, সহ-সভাপতি মুন্না চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান, রামু যুবলীগের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমদ ভুট্টো, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সদর যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, যুবলীগ নেতা ওসমান গণি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বি, ছাত্র ও যুবসমাজের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
    অন্যদিকে বুধবার বিকেল থেকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বন্যা দুর্গত অনাহারি মানুষের জন্য রান্না করা খাবার দুর্গতদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। আওয়ামী পরিবারের একদল স্বেচ্ছাসেবক এ খাবার পৌঁছে দিচ্ছেন বলে জানান রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। তিনি জানান, বন্যাকবলিত সকল অসহায় মানুষ যাতে খাবার পায় এমপি কমল মহোদয় সে ব্যবস্থা করেছেন।

  • ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫ শ পরিবারকে চাল বিতরন করেন- বদি

    ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫ শ পরিবারকে চাল বিতরন করেন- বদি

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের সরকারি বরাদ্দ ১৫০০ শত পরিবারকে চাউল বিতরণ করেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি

    আজ ১৫ জুলাই ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া চৌধুরী পুকুর পাড়ে ৭ ও ৮ নং ওয়ার্ডের হত দরিদ্র ১৫০০ শত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

    করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৩ ফুট দূরুত্ব বজায় রেখে পুকুর পাড়ে চাউলের বস্তাগুলো সাজিয়ে রাখা হয়। এর পর একা একা সবার মাঝে চাউল বিতরণ করেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি।

    এসময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা ও সচিব মহিউদ্দিন ফয়েজী, কাউন্সিলগণের মধ্যে, নুরুল বশর নুরশাদ, নাজমা আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফ পৌর শাখার কমিটির নির্বাহী সদস্য আব্দুল গফুর ও নুরুল আলম প্রমুখ।

    সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি চাউল বিতরণ সম্পন্ন করেন।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলায় সদর রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব ডিগলিয়া পালং তরুণ সংগঠনের উদ্যোগে খেলাটি আয়োজন করা হয়। ২৫ জুন ২০২১ খ্রিঃ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় পুর্ব ডিগলিয়া পালং খেলার মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

    উক্ত ফাইনাল খেলা রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে ও মুহাম্মদ ইউনুস, শরিফুল ইসলাম বাদশাহ এর সঞ্চালনায় শুরু হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।


    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আক্তার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব হানিফ সিদ্দিকী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেদ চৌধুরী ফরহাদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল হক আকাশ ও স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।

    এ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী একয় এলাকার খেলোয়াড়রা, পুর্ব ডিগলিয়া পালং মাঝের পাড়া (০২) গোলে বিজয়ী হন, অপরদিকে পর্ব ডিগলিয়াপালং স্টুডেন্ট ক্লাব (উত্তরপাড়া) (০)গোলে পরাজিত হয়েছে।

    খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন এবং খেলার অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দরা বিজিতদে রানার্সআপ ট্রপি তুলে দিয়ে দুই দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানায় খেলা সম্পন্ন করেন।