Category: কক্সবাজার জেলা

  • উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    উখিয়া ফরেস্ট রোড়ের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী,দেখার কেউ নেই

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া ফরেস্ট রোড় এলাকার ময়লা-আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
    উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ফরেস্ট রোড় এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে।
    দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় ময়লা আবর্জনার পাহাড়ে রুপ নিয়েছে এলাকাটি । রোগ জিবানো ছড়িয়ে পড়ছে চারদিকে অসুস্থ হচ্ছে স্থানীয়রা।
    ময়লা আবর্জনার যে ভয়ংকর দুর্গন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে,,, উখায়া উপজেলার মহিলা কলেজ ফরেট এলাকার জনগণ প্রতিদিন কোন না কোন রোগে ভুগছে এ-ই দুর্গন্ধে কারণে এলাকাবাসী কিন্তু জনপ্রতিনিধিরা সহ সংশ্লিষ্টরা কোন পদক্ষেপ নিচ্ছে না।

    গত কয়েক বছর যাবত এলাকায় সড়কের পাশে প্রতিদিন হাট-বাজার ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।এতে ময়লা-আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে।

    এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এসব যানবাহনের যাত্রীরাও ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। এছাড়া স্থানীয় বাসিন্দারা তো আছেই। আবর্জনার পাহাড় থেকে বাতাসে আশপাশের এলাকাতেও এ দুর্গন্ধ ছড়াচ্ছে।

    আবর্জনার দুর্গন্ধে স্থানীয় ব্যবসায়ীদেরও দুর্ভোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এমনকি দুর্গন্ধের করণে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেক ব্যবসায়ী।
    আবর্জনার প্রায় এক কিলোমিটার উত্তরে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পশ্চিমে রয়েছে উখিয়া দারোগা বাজার । আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
    এলাকার বাসিন্দা মিজান বলেন, বাতাসে ময়লা-আবর্জানার স্তূপ থেকে দুর্গন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে খোলা জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকাও যায় না। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেশি। প্রতিনিয়ত দুর্ভোগে থাকতে হচ্ছে। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। কর্তৃপক্ষ যদি এসব ময়লা-আবর্জনা সরিয়ে নিতো অথবা পরিকল্পনার মাধ্যমে এগুলো থেকে জৈব সার তৈরির ব্যবস্থা করতো তাহলে মানুষের দুর্ভোগ কমে যেত।

  • কক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

    কক্সবাজার প্রেস ক্লাবকে ১০ লক্ষ টাকা অনুদান দিল পৌরসভা

    সাইফুল ইসলাম আজাদ,কক্সবাজার সদর প্রতিনিধি।

    কক্সবাজার প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য কক্সবাজার পৌরসভা ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।

    বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের হাতে অনুদানের এ চেক তুলে দেন।
    এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান প্রদান করায় মেয়র মুজিবুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সর্বস্তরের সাংবাদিক সমাজ কে ।

  • রামু ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারের ঈদ পরবর্তী মিলনমেলা ও আলোচনা সভা-২১

    রামু ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারের ঈদ পরবর্তী মিলনমেলা ও আলোচনা সভা-২১

    মুহাম্মদ ফয়সাল, রামু কক্সবাজার।

    শুক্রবার ৪জুন ২০২১ কক্সবাজারের রামু ব্লাড ডোনার’স সোসাইটির ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভা-২১ সম্পুর্ণ হয়েছে।
    উক্ত ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা
    প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তাক আহমদ মহোদয়।


    এসময় বক্তারা বলেন একপর্যায়ে বর্তমান যুব সমাজের অধিকাংশ খুন ধর্ষন,ইয়াবা এগুলোর সাথে জড়িত, যারা এই সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন থাদেরকে ধন্যবাদ জানান, প্রধান অতিথি আরো বলেন তিনি যতদিন জীবিত থাকবে এবং রামু উপজেলাতে থাকবে ততদিন প্রর্যন্ত যদি কারো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নিঃসন্দেহে বলতে পারবেন।

    পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • মহেশখালীতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

    মহেশখালীতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

    মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

    মহেশখালী উপজেলার মাতারবাড়ীর জেলেপাড়া থেকে সাইটপাড়া পর্যন্ত দীর্ঘ ৫ কি.মি. স্থায়ী ও টেঁকসই বেড়িবাঁধের দাবিতে মাতারবাড়ীর শিক্ষিত যুব ও ছাত্র সমাজের মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৮মে (শুক্রবার) বেলা ৪টায় মাতারবাড়ীর নয়াপাড়া এলাকা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় উক্ত মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য রাখেন, ওয়াহেদ হোছাইন রুবেল, মোহাম্মদ শহিদ,মিজানুর রহমান,মাস্টার শাহাব উদ্দীন,অহিদুল কাদের অহিদ,নিশাত রহমান, মোহাম্মদ শাকিল সহ প্রমূখ। বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর দৃষ্টি আকর্ষণ করে বলেন,“১৯৯৮ এর পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে এই বেড়িবাঁধটি কেবল নামে মাত্র সংস্কার করেছে। নানা দূর্যোগের সর্বপ্রথম এই বেড়িবাঁধটিই মাতারবাড়ীকে রক্ষা করে। সময়ে সময়ে বর্ষার আগে কেবল দায় এড়ানোর জন্য করা করা হতো। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে আজ সেই বেড়িবাঁধ বিলিন হয়ে গেছে। দ্রুত যদি এই বেড়িবাঁধ নতুন করে নির্মাণ করা না হয়, তাহলে মাতারবাড়ী হুমকির মুখে পড়তে পারে। তাই আমরা দ্রুত এই বেড়িবাঁধ নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি।”

    উক্ত মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন, আব্দুর রহমান রিটন ও আব্দুল আমিন জয়। এ সময় মাতারবাড়ীর স্থানীয় যুব সমাজ ও বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

    জিও ব্যাগ না দিয়ে ইটের ব্লক দিয়ে মাতারবাড়ীর চারদিকে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।গত ২৬শে মে ঘূ্ণিঝড় ইয়াস’র কারণে দীর্ঘ এক যুগের অধিক অরক্ষিত বেড়িবাঁধটি বিলিন হয়ে যায়। বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

    বার্তা প্রেরক-
    মিছবাহ উদ্দীন আরজু
    (মহেশখালী)
    মোবাঃ 01811323339

  • উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    উখিয়ায় সৎ মা খুনের প্রধান আসামী আলমগীর স্ত্রীসহ আটক

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

    কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা খুন হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

    গতকাল ২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

    এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ, গত ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

    নিহত আনোয়ারা হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

  • উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া। 

    উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত সহকারী প্রধান শিক্ষক বাবু শংকর চন্দ্র বড়ুয়ার স্মরণে শোকসভা ও সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    গতকাল শনিবার ২২/০৫/২১ইং, কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোডেক সেন্টার হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান এর সভাপতিত্বে ও স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের আহবায়ক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছমি উদ্দিন।

    প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ২নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন বড়ুয়া, ১নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন বড়ুয়া, কক্সবাজার এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু তাহের, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক ওবাইদুল হক জুবেল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কফিল উদ্দিন, চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্যাট কোর্টের স্টাফ মাহমুদুল হক মামুন, রেডক্রিসেন্ট অফিসার খাইরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রিদুয়ানুল হক চৌধুরী, সহকারি শিক্ষক অরুপ বড়ুয়া তপু, ইসহাক, আব্দুল খালেক, প্রমি বড়ুয়া।

    অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন টিপু বড়ুয়া, স্থানীয় আওয়ামী নেতা অরবিন্দ বড়ুয়া ও আব্দুল আজিজ।

    শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রাহুল বড়ুয়া আদিত্য, সহকারি শিক্ষক রুপন দেওয়ানজি, সহকারি শিক্ষিকা রিতা বালা দে, সহকারি শিক্ষিকা চম্পা চৌধুরী প্রমুখ।

    সভায় শোকপ্রস্তাব উপস্থাপন করেন স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মিজানুর রহমান।
    সবশেষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলি এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংগৃহীত অনুদান সর্বমোট ৫,৮৫,৩৮৭ টাকা (পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশত সাতাশি) টাকা প্রয়াত শিক্ষক শংকর চন্দ্র বড়ুয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

  • উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    নিজস্ব প্রতিবেদক

    UkhiyaVoice24.Com  কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে সংগঠনের অফিসে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন মেলা ২০২১, ২৯তম মাসিক সাধারন সভা।

    উক্ত মাসিক ২৯তম সাধারণ সভা মুহাম্মদ মহিউদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ছালেহ জুহুরের সঞ্চালনায় শুরু হয় মাসিক সাধারণ সভা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি ক্যামব্রিয়ান স্কুল রামু কক্সবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা জিয়ার রহমান (জিয়া স্যার) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজিক অরাজনৈতিক মানবতার এই সংগঠন প্রয়োজন, ৫০ জন সদস্য পঞ্চাশ মায়ের সন্তান একসাথে তাকতে পারাটা হচ্ছে বড় ঐক্যবদ্ধ, তিনি আরো বলেন আমার পক্ষ থেকে সংগঠনের জন্য ১০০০০ টাকা অনুদান প্রদান করলাম এবং যতবার ব্লাড/রক্তের গ্রুপ টেস্ট করা হবে সব মেডিসিন আমি দেন ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের উকিল এ্যাডভোকেট শফিউল করিম মিটু, বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ বলেন সংগঠন করা বড় কাজ নয় টিকিয়ে রাখা বড়কাজ, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন কোনদিন বিপদ সম্মুখীন হবেন না, তিনি আরো বলেন সংগঠনের নাম আদর্শ সমিতি সেজন্য আমি বলছি রাসূল (সাঃ) এর আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনি হাতজোড় করে বলেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আপনাদের বন্ধুদের নামাজের দাওয়াত দিবেন, মাদকে জড়িত হবেন না।

    রফিকুল ইসলাম রাইসুল(কবি), জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আওয়াল,
    ইসলামি ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ ছালেহ জুহুর, পালং মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইদ্রিস, বিনিয়োগ বিভাগের জনাব আব্দুল মাজেদ সওদাগর, দৈনিক আলোর দিগন্ত অনলাইন নিউজ এর উখিয়া প্রতিনিধি জনাব ওসমান সরওয়ার প্রমূখ।

    সমাজিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গতবছর কোভিড-১৯ করোনা মহামারী সংক্রমণ পরিস্থিতিতে অসহায় কৃষকদের ৮৪০ শতক জমির ধান কেটে দিয়েছেন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট সহ সকল মানবতার কাজে জড়িত আদর্শ সমিতি।

    অসহায় গরিব দূঃখি পরিবারের মাঝে বিবাহের সময় সাহায্য সহযোগিতা, গরিব মেধাবী স্কুল ছাত্র/ছাত্রীদের নগদ সহায়তা প্রদান করেন, গতকাল ১৫/০৫/২১ জুমাবার আদর্শ সমিতির পক্ষ থেকে মরহুম রোস্তম আলীর মাগফিরাত কামনা ও পরিবারের সদস্য ছেলেকে নগদ ৬০০০ টাকা প্রদান করেন।

    আদর্শ সমিতির দায়িত্বশীল ও সদস্য উদ্যোগ নিয়েছেন
    আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা একটি হাই স্কুল/ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করবে বলেন।

    সদস্যদের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট পেলেন
    মোঃ ইদ্রিস মাহিন,
    মোঃ ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম,
    মোঃ রফিক উদ্দিন, মোঃ নুরুল আবছার, মোঃ মুবিন

    সকলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

  • UkhiyaVoice24.Com এর সম্পাদক এমডি এস হামজা ও প্রকাশক এইচ এম তাওহীদের ঈদ শুভেচ্ছা

    UkhiyaVoice24.Com এর সম্পাদক এমডি এস হামজা ও প্রকাশক এইচ এম তাওহীদের ঈদ শুভেচ্ছা

    সম্পাদকীয় বার্তা

    সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম।

    UkhiyaVoice24.Com এর সম্পাদক মুহাম্মদ সৈয়দ হামজা ও নির্বাহী সম্পাদক ও প্রকাশক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায় , করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

    বাণীতে বলেন, ঈদুল ফিতর বিশ্ব মুসলিম উম্মাহের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
    মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
    এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

    উখিয়া ভয়েস২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে আরো বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।
    এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

    বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

    একইসঙ্গে আমরা দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি।

    উখিয়া ভয়েস টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে আরো জানান, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমরা দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সংযোগ সড়ক ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সংযোগ সড়ক ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭, ৮ নং ওয়ার্ড দরগাহবিল ও টাইপালং সংযোগ সড়কের ব্রীজ নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করেন উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    আজ বুধবার ৫ মে, ২০২১ রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মেম্বার, জনাব ইকবাল বাহার দুই পারের দুই মেম্বার এবং দুই পারের জমি দাতা সহ স্থানীয় অসংখ্য লোকজন।

    চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উক্ত জমিদাতাদের সাথে কথা বলে জায়গা নির্ধারন করে ব্রীজের কাজ চুড়ান্ত করেন।

    সহকারি প্রকৌশলী সৌরভ, কন্ট্রাকটর মুফিজ মিয়া, স্থানীয় মুরব্বী হাজী ছালামত উল্লাহ সহ দুই পারের এলাকার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

    প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

    প্রেস বিজ্ঞপ্তি:

    গতকাল সোমবার ০৩/০৫/২১ ইং দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় ”ওরা ডিজিটাল ধান্দাবাজ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভদ্র মানুষদের হয়রানির অভিযোগ” সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

    সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোধিত।মূলত একটি কুচক্রী মহল, সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকাকে বিভ্রান্ত করেছে, এই মর্মে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

    সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলের মান-সম্মান হানি করার লক্ষ্যে এ ধরনের নোংরা, অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল। সাংবাদিক আ.ন. হাসান মহেশখালী উপজেলা প্রেসক্লাবের মনোনিত সদস্য সচিব ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার মহেশখালী উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার বহুল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক ইনানীর মহেশখালী প্রতিনিধি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

    অন্যদিকে সাংবাদিক এস এম রুবেল মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও রিপোর্টার্স ইউনিটি মহেশখালী উপজেলা শাখার নির্বাচিত সভাপতি ও জেলার বহুল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক দেশ-বিদেশের মহেশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পেশার মহান গুরু দায়িত্ব পালনে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে সাহসিকতার সাথে সংবাদ প্রকাশ করে আসছেন স্ব স্ব পেশাকে সমুন্নত রেখে। তাঁদের এই সাহসিকতার সফল কর্মকাণ্ডকে হেয় করার লক্ষ্যে একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল বিভিন্ন সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে অনৈতিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বিভ্রান্ত করছে।

    প্রকাশিত সংবাদে বক্তব্য প্রদানকারী ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনাম বলেন, তিনি প্রকাশিত সংবাদ সম্পর্কে অবগত নন, তাঁর কাছ থেকে কোনো ধরনের বক্তব্য না নিয়ে অনৈতিক উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রকাশিত হয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য প্রদানকারী আরেকজন হলেন, মহেশখালী উপজেলায় সমাজ সেবা কার্যালয়ে কর্মরত ট্রেইনার করিম। তিনি বলেন, প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি অবগত নন। অনৈতিক স্বার্থে তাঁর নাম ভাঙ্গিয়ে অপপ্রচার করেছেন। প্রকাশিত সংবাদ সম্পর্কে কিছুই জানেন না।
    তাছাড়া উক্ত সংবাদে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের কোন বক্তব্য নেওয়া হয়নি। যা সাংবাদিকতার কোন নীতিনৈতিকতার মধ্যে পড়েনা।

    প্রকাশিত সংবাদে মহেশখালী কলেজের শিক্ষক রানার বক্তব্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলকে সামাজিকভাবে মানহানী করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করিয়েছেন। আমরা মহেশখালী উপজেলা প্রেসক্লাব এই প্রকাশিত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    উল্লেখ্য, মহেশখালী কলেজের শিক্ষক রানার বিরুদ্ধে বিগত কিছুদিন যাবত নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করাচ্ছেন তিনি। আমরা মহেশখালী উপজেলা প্রেসক্লাব শীঘ্রই তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
    আর এ মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

    প্রতিবাদকারী:
    মহেশখালী উপজেলা প্রেসক্লাব, কক্সবাজার।