Category: কক্সবাজার জেলা

  • কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান  মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মা- মেয়েকে গ্রু চুরির অপরাদের নামে নির্যাতন।।। লাইভে আসলেন মুফতী রাজি সাহেব

    উখিয়া ভয়েস ২৪ ডটকম 

     

     

    জাঁহেলি যোগের মত নির্যাতন, আজ আমাদের সমাজেও হয়েগেল।

    এ ঘটনা নিয়ে মানবতা ও সামাজিকতার পক্ষে লাইভে আসলেন, তরুণ মুফাচ্ছির  

    আল্লামা মুফতী সাখাওয়াত হোসেন রাজি সাহেব (হাফিজাহুল্লাহ)    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/

     

    https://www.facebook.com/sakhawathossainrazi/videos/997746740676717/

  • উখিয়ার টাইপালং সিকদার পরিবারের শামশু সিকদার-এর জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    উখিয়ার টাইপালং সিকদার পরিবারের শামশু সিকদার-এর জানাযা সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

     

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টাইপালং সিকদার পরিবারের ছেলে শামশুল হক সিকদার (প্রকাশ শামশু সিকদার) সুলতান মাহমুদ চৌধুরীর আব্বাজানের জানাযা মাওঃ রফিক সাহেবের ইমামতিতে সম্পন্ন।
    জানাযায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের দুই দুইবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ ও দানবীর, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি,
    বিশিষ্ট শিক্ষানূরাগী,উখিয়া উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ হামিদুল চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি,জননেতা জনাব মকবুল হোসেন মিথুন।

    জানাযার হাজার হাজার মুসল্লির সমাগমে সাবেক সংসদ বদি বলেন, আমরা কেও চিরকাল থাকতে পারব না, মায়ের পেঠ থেকে আসার সময় সিরিয়েল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়েল নেই।
    তিনি আরো বলেন আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনায় ১ বার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাছ পড়ে মহান মালিকের দরবারে দোয়া প্রার্থনা করি এবং মরহুমের পরিবারের প্রতি শোক সমবেদনা যানায়।

  • চকরিয়ার হারবাং গরু’চোর আখ্যা দিয়ে মা-মেয়েকে পশুরমত বেধে জাহেলী যুগের নির্যাতন।।। UkhiyaVoice24.Com

    চকরিয়ার হারবাং গরু’চোর আখ্যা দিয়ে মা-মেয়েকে পশুরমত বেধে জাহেলী যুগের নির্যাতন।।। UkhiyaVoice24.Com

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    গরুচোর আপবাদ দিয়ে মা-মেয়েকে একদল বখাটে ও ১নং হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম পশুরমত নির্যাতন করেছে।

    ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে কক্সবাজার চকরিয়া উপজেলার ১নং হারবাং ইউনিয়নের পহরচাদাঁ গ্রামে।

    ঘটনাটি শুক্রবার ঘটলে গণমাধ্যমের বদৌলতে ঘটনাটি ভাইরাল হয় গতকাল বিকেল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের তুমুল ঝড় উঠে। সবার একটাই দাবী ঘটনায় সংশ্লিষ্ট নরপশুদের শাস্তি চাই। মা-মেয়ে অপরাধী হলে তাদের বিচার আছে, এভাবে মায়ের জাতিকে শাস্তি দেয়া যায় না। ইত্যাদী ইত্যাদী প্রতিবাদে ভাসছে ভার্চুয়াল জগত।

    তারা শুধু পিটিয়ে ক্ষান্ত হননি, মা-মেয়েকে মোটা রশিতে বেধে প্রকাশ্যে শত শত মানুষের সমাগম দিয়ে টেনে হিচড়ে পরিষদে নিয়ে যায়। পরিষদের নির্লজ্জ চেয়ারম্যান মিরানুল ইসলামও তাদেরকে নির্মমভাবে বেদড়ক পেটান।

    নির্লজ্জ চেয়ারম্যানের প্রচন্ড প্রহারের এক পর্যায়ে মা-মেয়ের শারীরিক অবস্থা আশংকা জনক হলে চেয়ারম্যান মিরান পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মা-মেয়েকে উদ্ধার করেন এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা গুরুতর হলে পুলিশ মা-মেয়েকে চকরিয়া হাসপাতালে ভর্তি করান।

    তবে এখনো তারা প্রচন্ড ট্রমায় আছেন। তাদের শারীরিক অবস্থা এখনো আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক।

    এবিষয়ে চকরিয়া ১নং হারবাং ইউনিয়নে অবস্থিত তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে গণমাধ্যম কর্মীরা

    জানতে চাইলে তিনি বলেন, গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মারফত চোর গ্রেফতারের খবর পাঠালে আমরা ফোর্স পাঠিয়ে গুরতর অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পুলিশী হেফাজতে নিয়ে আসি।

    আমরা মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছি। ‍পরিদর্শক আমিনুল িইসলাম আরো জানান, পহরচাদা গ্রামের একজন ব্যাক্তি গরু চোরির অভিযোগ দায়ের করার কারণে মা-মেয়েসহ মোট ৫জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ ৪জনের বাড়ি চট্টগ্রাম, পটিয়া উপজেলার শান্তিরহাটে। অপর একজনের বাড়ি পেকুয়া থানাধীন লাল ব্রিজ এলাকায়।

    চেয়ারম্যানের তত্বাবধানে মা-মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে কিনা জানতে চাইলে পরিদর্শক আমিনুল ইসলাম জানান। তদন্ত করে বিস্তারিত জানতে পারব। তবে অভিযুক্ত চেয়ারম্যান মিরানুল ইসলামের ব্যাপারে কেউ এখনো অভিযোগ করেনি।

    ‘আমাদের ফোর্স যখন পরিষদে পৌছেঁ তথন শত শত উৎসুক জন জনতা ভীড় জমিয়েছিল। তবে আমরা তৎক্ষণাত জনতার রোষানল থেকে মা-মেয়েকে উদ্ধার করাটাই আমরা প্রধান্য দিয়েছি।

    আমরা ভুক্তভোগী কিংবা অন্যকারো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ তবে শুক্রবার দুপুরের ঘটনাং একাধিক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন,

    এক দফা মা-মেয়ের ওপর নির্যাতনের ষ্টিম রোলার চালানোর পর ১নং হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি চেয়ারম্যান মিরান চৌকিদার (গ্রাম পুলিশ) পাঠিয়ে মা-মেয়েকে মোটা রশিতে বেধে দিবালোকে প্রকাশ্যে টেনে হিচড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে দ্বিতীয় দফা বেদড়ক পেটানোর পর। উপুর্যপুরী নির্যাতন শেষে তারাই হারবাং পুলিশ তদন্তকেন্দ্রে ফোন করে গুরু চোর অখ্যাদিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে চকরিয়া উপজেলা ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ স্যারের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে আজ ১২টার দিকে জাতীয় নিউজ পোর্টাল ঢাকা সমাচারকে জানান। গত শুক্রবারের অনাকাঙ্খিত ঘাটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ইতি মেধ্যে দু‘টি তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে মাঠ র্পাযায়ে তদন্ত কমিটি কাজ করছে। রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানাতে পারবো সে দিন আসলে কি ঘটেছে।

    অভিযুক্ত ১নং হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামের সাথে একাদিকবার যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোনে (01812-368489) যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

  • ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    UkhiyaVoice.24Com

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
    অদ্য (১৬ আগষ্ট’২০ইং) রবিবার সকালে বাহারছড়া হাফিজিয়া মাদরাসার হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে শাখার আহবায়ক মাওলানা ওসমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা রফিকুল্লাহর সঞ্চালনায় টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম পারভেজ বিন জাফর।

    উক্ত সভায় প্রধান অতিথি আব্দুল খালেক জিহাদী বাহারছড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে ২০২০-২১ ইংরেজি সেশনের নবাগত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে টেকনাফ উপজেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক সেলিম পারভেজ বিন জাফরের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
    ২০২০-২১ ইংরেজি সেশনের দায়িত্বশীল হয়েছেন।
    সভাপতি-মাওলানা মুহাম্মদ ওসমান গনী
    সহ সভাপতি-মাওলানা মনির আহমদ
    সাধারন সম্পাদক,মাওলানা রফিকুল্লাহ
    যুগ্ন সম্পাদক, হাফেজ আবু ছিদ্দিক
    সাংগঠনিক সম্পাদক, মাওলানা জসিম উদ্দিন
    দপ্তর সম্পাদক, মাওলানা মুহাম্মদ আলম
    অর্থ সম্পাদক, হাফেজ হেলাল উদ্দিন
    প্রচার সম্পাদক, হাফেজ আব্দুল্লাহ
    প্রকাশনা সম্পাদক, ক্বারি নুরুল আলম।

    উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতী হাসান মোহাম্মদ গালিবসহ ছাত্র আন্দোলনের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।

  • উখিয়ার পালংখালী ফারিরবিল আলিম মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। UkhiyaVoice24.Com

    উখিয়ার পালংখালী ফারিরবিল আলিম মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।। UkhiyaVoice24.Com

    UkhiyaVoice24.Com

     

     

     

    দেশের অন্যান্য স্থানের ন্যায় জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবিল আলিম মাদরাসায় ও যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

    দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরন, আলোচনা সভা, স্মৃতিচারন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
    মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নুরুল বশর এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা গভর্ণিং বডির সভাপতি এম. এ মনজুর ৭৫ সালের ১৫ আগস্ট নৃংশস ও বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। বঙ্গবন্ধুসহ সেদিন শাহাদতবরণকারী সকল মরহুমদের আত্নার মাগফেরাত কামনা করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন 15 আগস্ট এর মত এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কখনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আজকের শোককে শক্তিতে পরিনত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ করে যেতে হবে দেশ ও সমাজের কল্যানে।
    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য মাষ্টার নুর হোছাইন, সদস্য মাষ্টার মোখতার আহমদ, খলিল আহমদ ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
    পরে অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল বশরের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

    টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

    উখিয়া ভয়েস 24 ডটকম

     

     

     

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    কক্সবাজার, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
    কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণসহ এতিম অসহায়দের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন। পরে ইউনিয়ন হলরুমে ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খতমে কুরআন মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলসহ
    সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ ও এক কালের তুখোড় ছাত্র নেতা তারেক মাহমুদ রনিসহ গণমাধ্যম কর্মী লুতফুর আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • উখিয়া উপজেলায় রত্নাপালং ইউনিয়নে মালবাহী ট্রাক উল্টে গিয়ে অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    উখিয়া উপজেলায় রত্নাপালং ইউনিয়নে মালবাহী ট্রাক উল্টে গিয়ে অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।।। উখিয়া ভয়েস২৪ ডটকম

    উখিয়া ভয়েস 24 ডটকম 

     

     

     

    সাইফুল ইসলাম, উখিয়া প্রতিনিধ।

     

    রত্নাপালং ইউনিয়নে গয়ালমার স্টেশন থেকে ভালুকিয়া হারুন মার্কেট যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় প্রতিদিন একের পর এক দূর্ঘটনা ঘটতেছে।
    আজ সকালে উখিয়া স্টেশন থেকে মাছের খাদ্য বহনকারী একটি ট্রাক যাচ্ছিল ভালুকিয়া হারুন মার্কেটের উদ্দেশ্যে, যাওয়ার পথে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায় ফলে ক্ষতি হয় অর্ধলক্ষ টাকার মাছের খাদ্য।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে শত শত মানুষ, অটোরিকশা, টমটম ও সিএনজি। রাস্তা বিভিন্ন অংশে ভাঙা এবং বিপুল গর্ত সৃষ্টি হওয়া উল্টে যায় অনকে গাড়ি,এই নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    এ সময় রত্নাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ইউপি সদস্যের সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    উল্লেখ্য, উল্টে যাওয়া ট্রাকের ড্রাইভার ও হেল্পারের ক্ষতি হয়নি।এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার করে মহাবিপদ থেকে রক্ষা করার জন্য রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সহযোগিতা কামনা করেন।

  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী কাল।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী কাল।

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আব্দুল হক-এর প্রতিবেদকঃ

     

    বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস  উপলক্ষে আগামীকাল ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি হাজার বাঙ্গালির শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রইলো বিনম্র শ্রদ্ধা / ভালবাসা

     

    সময় সূচিঃ

    ভোর ৬ টায় উখিয়া ষ্টেশন জামে মসজিদে পবিত্র খতমেকোরআন।

    সকাল ৭টায় কালো ব্যাচ ধারণ।

    সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন।

    সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

    সকাল ১১টায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে শোক দিবসের আলোচনা সভা।
    দুপুর ১টায় গণভোজ।

     

    জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,
    সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান,
    ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ।

    Team-JKC

     

    আব্দুর রহিম মেম্বার, ইউপি সদস্য রাজাপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া কক্সবাজার।

    টিম ARM

  • সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী বলেন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী বলেন।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    UkhiyaVoice24.Com

     

     

     

    কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী”র ফেসবুক পোস্ট তুলে ধরা হল।

    ১০/০৮/১৯৭৫ রবিবার,
    তখন আমি কক্সবাজার কলেজের অধ্যাপক ছিলাম,সারা বাংলাদেশে চলছিল উন্নয়ন কর্মকাণ্ড,যাকে বলতে হবে দুর্ভিক্ষ কবলিত দেশকে যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়ার চেষ্টা।
    দেশের প্রত্যেকটি মহকুমায় গভর্নর নিয়োগ হচ্ছে সাথে গভর্নরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
    কক্সবাজারের আমার পরম শ্রদ্ধেয় ব্যাক্তি “জহিরুল ইসলাম” সাহেব তখন গভর্নর পদে প্রশিক্ষন এর জন্য ঢাকায় অবস্থান করছেন।ওইদিন খবর পেলাম মহকুমার পরে উপজেলা ভিত্তিক প্রশাসক নিয়োগ দেওয়া হবে,কয়েকদিনের ঢাকা যেতে হবে।বিকেল বেলা বেশকয়েক জন আওয়ামীলীগ নেতার কর্মীর সাথে দেখা হল একে অন্যের সাথে মতামত আদান প্রদান করলাম,সর্বশেষ সিদ্ধান্ত হলো ১২/০৮/১৯৭৫,ঢাকার উদ্দেশ্য রওনা দিব।এরমধ্যে আমার সাথে টেকনাফ, বাহারছডার পরম শ্রদ্ধেয় নেতা মরহুম শামসুদ্দিন(চেয়ারম্যান) সাহেবের সাথে দেখা হয়,ওনিও এই বিষয়ে অবগত আছেন,উনাকে আমাদের সাথে ঢাকা যাওয়ার কথা বললাম,উনি যাবেন বলে সম্মতি প্রকাশ করলেন।
    প্রত্যেক উপজেলা থেকে আওয়ামীলীগে নেতা কর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে,
    টেকনাফ উপজেলা থেকে শুধু আমি আর শামসুদ্দিন সাহেব ছিলাম।
    ১২/০৮/১৯৭৫ মঙ্গলবার
    সবার মাঝে যেন উৎসবে আমেজ কারণ বঙ্গবন্ধুর সাথে দেখা হবে,কথা হবে,নেতা কর্মীরা ৪/৫ জন করে কয়েকটা দলে ভাগ হয়ে গেলেন। আমরা সাথে ছিলেন চকরিয়ায়র গোলাম রাব্বানি সাহেব,রামুর বদি আলম সাহেব আর কক্সবাজারের কামাল হোসেন চৌধুরী সাহেব।
    অবশেষে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু,,
    বাহন ছিল তৎকালীন কাঠ আর সিটের তৈরী বডির চেয়ার কোচ,তাও আবার একটি নয়,কয়েকটি পরিবর্তন করে পৌছাতে হবে।
    অনেকটা পথচলা কিন্তু কারো মাঝে যেন সেই ক্লান্তির চাপ নেই,গল্প আর রাজনৈতিক আলাপ চলছে সবার মাঝে।
    ১৩/০৮/১৯৭৫ বুধবার
    ঢাকায় পৌছে,তৎকালীন “হোটেল সালিমারে” উঠলাম আমরা। বিকেলে ধানমন্ডি ৩২নাম্বার “বঙ্গবন্ধুর” বাসার দিকে গেলাম অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা হল একে অপরের খোজ খবর নিচ্ছিলেন,তখন “বঙ্গবন্ধু” বাসায় ছিলেন না একটি মিটিং ছিলেন।প্রায় রাত 8 টার দিকে হোটেলে ফিরে আসি,
    কক্সবাজারের আরো কিছু নেতা কর্মী ছিলেন হোটেল সম্রাটে।
    “১৪/০৮/১৯৭৫ বৃহস্পতিবার”
    দুপুর বেলা হোটেল থেকে বের হয়ে হোটেল সম্রাটের দিকে গেলাম,তখনো “বঙ্গবন্ধুর সাথে দেখা করার সিডিউল ঠিক হয়নি। ঢাকায় অবস্থানরত কক্সবাজারের নেতা কর্মী সবাই আছেন,সিডিউল এর ব্যপারে কে কি শুনছে তা একে অপরকে বলতেছেন,হঠাৎ দেখতে পেলাম তৎকালীন মুসলিম লীগের দুজন অন্যতম নেতা হ্নীলার আব্দুল গফুর চৌধুরী আর কুতুবদিয়ার জালাল আহমেদ চৌধুরী কে,
    উনাদের দেখার পর আমাদের সবার যেন কৌতুহল বেড়ে গেল,কি জন্য বা কি কারনে ঢাকায় আসলো?
    আব্দুল গফুর চৌধুরীর সাথেই সেইদিন আমার কথা হয়নি,তবে জানতে পারলাম কক্সবাজারের একজন সিনিয়র নেতার মাধ্যমে “বাকশালে” যোগদান করতে এসেছে।
    রাতে হোটেল ফিরে এলাম,ঘুমানোর আগে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে একজন বলে উঠলো “দেখেছ মানুষ স্বার্থের জন্য কতকিছু করতে পারে,যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল,যারা এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল,যারা বঙ্গবন্ধুর বিরোধী ছিল,তারা আজ আবার বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করতে এসেছে!!
    ১৫/০৮/১৯৭৫ শুক্র বার
    যে রাত্রি আমার অতিবাহিত করে আসলাম সেটি ছিল ভয়ানক,কলংকিত ঘুটঘুটে আধারে ঢ়াকা একটি কাল রাত।
    সকাল ৭টা কি ৮টা হোটেল সালিমারের একজন বয় রুমের দরজায় এসে চিৎকার দিতে দিতে বললেন: সাহেবরা উঠেন,সাহেবরা উঠেন,বাংলাদেশ কে শেষ করে ফেলছে ওরা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে!!
    আমরা সবাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে রিসিপশনের দিকে গেলাম সিলেটের এক ভদ্রলোক রেডিও নিয়ে খবর শোনছেন আর চোখ দিয়ে অবিরত পানি পড়ছিল।
    তখনো আমাদের বিশ্বাস হচ্ছিল না যে বঙ্গবন্ধু আমাদের মাঝে আর নেই,কতক্ষণ আর আবেগকে দমিয়ে রাখব,সেইদিনের সেই কঠিন বাস্তবতা আমাদের হার মানিয়েছিল,তবে আমরা মেনেনিতে পারিনি যে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই।
    হোটেল থেকে বের হলাম কিন্তুু কোথাও যাওয়া যাচ্ছে না রাস্তায় যানবাহন নেই শুধু সেনাবাহিনীর গাড়ি আর কামানবাহী টেংকার
    সমস্ত জায়গায় কার্ফিউ।নিস্তব্ধ ঢাকা শহর আর রক্তে রঞ্জিত সেই ধানমন্ডির ৩২ নং বাড়ীটি,
    শ্রাবনের বৃষ্টিতে যেন বঙ্গবন্ধুর রক্ত রাজপথে গড়িয়ে যাচ্ছে।ভাবতে পারিনি আমাদের আনন্দ রক্তস্রোতে ভেসে যাবে,ভাবতে পারিনি আমরা অভিবাবক হীন হবো।আমাদের একটি মিনিট পারহচ্ছে যেন বিভিষীকাময় কয়েকটি বছরের মত থামানো যাচ্ছেনা অস্রুজল।পরের দিনই কার্ফিউ বের হতে পারছিনা ৪/৫ জনের জমায়েত পেলে সেনাবাহিনীর লাঠিপেটা আর বেপরোয়া নির্যাতন মনে হচ্ছে যেন একটি স্বাধীন দেশ হায়েনার রাজ্যে পরিনত হল।
    হোটেলের লবিতে পায়চারী আর নতুন কাউকে দেখলে জিজ্ঞাসা করি কোন কিছু জানেন কিনা বা কোনকিছু শুনছেন কিনা?দিন গড়িয়ে যেন রাত আসতেছে না,আমারা অনেকটা দিশেহারা,মনে হচ্ছে মধ্য সাগরে নাবিক হীন একটি তরী তে আমরা ভাসছি।
    ১৭/০৮/১৯৭৫ রবিবার,
    সকালে আমরা সাহস করে দুই জন বের হলাম বাকি দুজন একটু পরে বের হলেন,প্রথমে গেলাম হোটেল সম্রাটে,হোটেলে ঢুকতে দেখলাম আব্দুল গফুর চৌধুরী রিসিপশনের সামনে বসে আছে,আমাকে দেখা মাত্র একটা অট্টহাসি দিয়ে বললেন
    মো:আলী “আমারা যা চেয়েছিলাম তা পেয়েছি””আর ইংরেজীতে বললেন “”Right time right step”
    খুবই খারাপ লাগলো এই কথা গুলো শোনার পর,আমি কিছু না বলে হোটেল থেকে বের হয়ে গেলাম সাথে বাকি তিন জন।
    কে কোথায় আছে কিছুই জানি না আমরা সিদ্ধান্ত নিলাম কক্সবাজার ফিরে আসবো তবে কিভাবে?
    আমরা দুজন করে হাটতে থাকলাম নিজেকে তখন অনেক বেশী কাপুরুষ মনে হচ্ছিলো কারণ বঙ্গবন্ধুকে ওরা শেষ করে ফেললো আর আমাদের চোখের সামনে হায়নারা উল্লাস করছে।
    হাটতে হাটতে দাউদকান্দি পর্যন্ত এলাম চারদিকে নিরবতা কয়েক ঘন্টা পর দুই একটি গাড়ি দেখা যাচ্ছে,,কখনো হাটছি আবার কখনো রিকসা বা ভ্যান আবার কখনো চান্দের গাড়ি,এমন করতে করতে দুইদিন পর কক্সবাজার এসে পোচালাম।কক্সবাজার কলেজ ক্যম্পাসে এসে পতিবাদ মিছিল করে ছিলাম,দেখলাম স্বাধীনতার পক্ষ শক্তি কাঁদছে আর সেই দিনের কুলাঙ্গার বিপক্ষ শক্তি উল্লাসে মেতে উঠেছে।
    ১৯৭৬, তৎকালীন জিয়াউর রহমান একটি জেনারেল অর্ডার জারি করলেন যাতে লিখা ছিল secure arrest atlist two “Awaime gonda elements” in every tana
    আর এই অর্ডারে আমাকে দোষী সাবস্ত করা হয়।বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মিছিল আর আওয়ামী গোন্ডা আক্ষিত করে আওয়ামী রাজনীতি করার অপরাধে আমাকে কলেজ থেকে অব্যাহতি দেয়া হয়।তবে গর্ববোধ করি রাজনীতি আর প্রতিবাদ করার জন্য চাকরিচ্যুত
    হলাম।
    সেইদিনের খুনিদের উদ্দেশ্যে বলছি “তোমার পেরেছ বঙ্গবন্ধুকে হত্যা করতে কিন্তুু তোমারা পারোনি তার আদর্শ এই দেশ থেকে মুছে দিতে”

    আজও আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ দীর্ঘ দেহ, সফেদ
    পাজামা-পাঞ্জাবি, কালো মুজিব কোট,পেছনে আচড়ানো কাঁচা-পাকা চুল, কালো মোটা ফ্রেমের
    চশমা, হাতে পাইপ,শুধু সে পাইপ থেকে এডিনমুর’স তামাকের
    সুবাস বের হয় না৷

    যতদিন রবে পদ্মা,মেঘনা,গৌরী,যমুনা আবহমান ততদিন রবে কৃর্তি
    তোমার শেখ মুজিবুর রহমান “”

    অধ্যাপক মোহাম্মদ আলী
    সাবেক সংসদ সদস্য,
    উখিয়া -টেকনাফ,
    সভাপতি
    টেকনাফ উপজেলা আওয়ামীলীগ।

  • জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক

    জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক

    উখিয়া ভয়েস 24 ডটকম  

     

     

     

    আব্দুল হক

    ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,শ্রমিক লীগ ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যেগে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।

    সময়সূচিঃ

    ভোর ৬ টায় উখিয়া ষ্টেশন জামে মসজিদে কোরআন খতম।
    ★সকাল ৭টায় কালো ব্যাচ ধারণ।
    ★সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন।
    ★সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
    ★সকাল ১১টায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে শোক দিবসের আলোচনা সভা।
    ★দুপুর ১টায় গণভোজ।

     

    Team Jkc