Category: চট্টগ্রাম

  • বাঁশখালীর পাইরাং থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

    বাঁশখালীর পাইরাং থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

    আলমগীর  ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাংয়ে জামেয়া হাফসা মাদরাসা নামে একটি মাদরাসা থেকে হাফেজ আবরারুল হক আবিদ (১২) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র বৈলছড়ি ইউনিয়নের মৌলভীপাড়া নিবাসী মাওলানা হানিফ আল মাহমুদের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যু রহস্যজনক। পুলিশ মাদরাসা ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
    জানা গেছে,আজ (৬ জুন) সোমবার দুপুরে মাদরাসার ছাত্র আবিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবিদের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা হচ্ছে। নিহত আবিদের মা ওই মাদরাসার শিক্ষিকা বলে জানা গেছে।

  • চট্টগ্রামের সিতাকুন্ডের অগ্নিকান্ডে বাঁশখালীর ৭ জন প্রাণ হারালেন।

    চট্টগ্রামের সিতাকুন্ডের অগ্নিকান্ডে বাঁশখালীর ৭ জন প্রাণ হারালেন।

    রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

    চট্টগ্রামের সিতাকুন্ডে বিএম ডিপোতে অগ্নিকান্ডের দূর্ঘটনায় বাঁশখালীর ৭ জনের প্রাণ হারালেন বলে খবর পাওয়া গেছে,
    এছাড়া আরও অনেক নিহতদের সন্ধান মিলেনি।

    গত ৪ জুন শনিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা টি শুরু হলেও পরের দিন আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে সেনাবাহিনীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী ৫ জুন রাত ১০ টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশ্বস্ত করিয়েছেন। ইতিমধ্যে বাঁশখালীর ৭জনে প্রাণ হালেও আমাদের হাতে ৫ জনের নাম টিকানা পেয়েছি, ১/শেখেরখীল মোশারফ আলী সিকদারের বাড়ীর মরহুম শাহ আলম চৌধুরীর ৪র্থ সন্তান মোঃ আব্দুর রহমান, ২/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ মহি উদ্দিন, ৩/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ তোফাইল আহমদ তোহা, ৪/ পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা (সাবেক ইউপি সদস্য জসিম মেম্বারের একমাত্র সন্তান) মোহাম্মদ রুবেল (৩০), ৫/ ছনুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মুবিনুল হক, আরও অনেকের সন্ধান মিলেনাই।

  • বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন

    বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন

    রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

    চট্টগ্রামের বাঁশখালীতে আজ ৫ জুন (রোববার) চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে দিলেন নির্বাচন কমিশন।

    চাম্বল ইউনিয়নের চেয়ারম্যানের বারবার দেয়া সাম্প্রতিক বক্তব্যের পর
    নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হওয়ার অভিযোগে নির্বাচনি তফসিল স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।

    আজ ৫ জুন(রোববার) নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

  • সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মহান আল্লাহর সাহায্য কামনা করে জামিয়ায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মহান আল্লাহর সাহায্য কামনা করে জামিয়ায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জামিয়া দারুল উলূম হাটহাজারীতে এক বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

    আজ (০৫ জুন ২২) রবিবার বাদ যোহর জামিয়ার কেন্দ্রীয় জামে বায়তুল কারীমে এই দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)।

    মুনাজাতে জামিয়ার শিক্ষবৃন্দসহ হাজার হাজার শিক্ষার্থী ও মুসল্লীগণ শরীক হন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুনাজাতরত হাজার হাজার আলেম ও শিক্ষার্থীকে মহান আল্লাহর সাহায্য কামনা করে অঝোরে কাঁদতে দেখা যায়।

    মুনাজতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামিয়া প্রধান হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.) বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানীর ঘটনায় পুরো জাতি উৎকণ্ঠিত ও শোকাহত। ইতিমধ্যে বহু লাশ উদ্ধার করা হয়েছে এবং পাঁচশতাধিক আহতকে উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহনী, ফায়ারসার্ভিসের বহু ইউনিট, পুলিশসহ সর্বস্তরের জনতা জানবাজি রেখে আগুন নিভানো ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অনেকে রক্ত ও ঔষধ দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের ব্রাউজ করুন partner-sponsored Glasses, অনলাইনে কেনার জন্য উপলব্ধ প্রতিটি স্বাদ এবং বাজেট অনুসারে বিভিন্ন বিকল্পের সাথ

    তিনি বলেন, দেশ ও জাতির নানাবিধ সংকটের মধ্যে সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা এক বিশাল জাতীয় দুর্যেোগ। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি সম্পদেরও বিশাল ক্ষতি হয়েছে। এই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা মহান আল্লাহর গায়েবি মদদ কামনা করবো।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.) এ ঘটনায় উদ্ধার তৎপরতাসহ নিহতদের দাফন, শোকাহতদের সান্ত্বনাদান এবং আহতদের চিকিৎসায় যার যার সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতাদান ও পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পাশে থাকার ঘোষণা ডিপো পরিচালক ও পূর্বদেশ সম্পাদক সিআইপি মুজিব

    সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পাশে থাকার ঘোষণা ডিপো পরিচালক ও পূর্বদেশ সম্পাদক সিআইপি মুজিব

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন বলে চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে জানিয়েছেন গতকাল রাতে চট্টগ্রামর সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের শিকার বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান সিআইপি। তবে কনটেইনার থেকেই আগুন ধরেছে বলে তিনি ধারণা করছেন তিনি।

    তিনি বলেন, নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেওয়া হবে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবেই সহায়তা করা হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

  • লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

    লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

    (বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম)

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি খাবার সমূহ সংরক্ষণের অপরাধে মালাই এবং হোটেল শাহী মজিদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মালাইকে ১০ হাজার টাকা এবং হোটেল শাহী মজিদিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    ৩১ মে”২০২২ইং মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, আমিরাবাদ বটতলী ষ্টেশনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি খাবার সমূহ সংরক্ষণের অপরাধে মালাইকে ১০ হাজার টাকা এবং হোটেল শাহী মজিদিয়াকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এস.আই মোজাম্মেল হক ও আনসান বাহিনীর সদস্যরা সহ আরও অনেকেই।

  • লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

    লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

    ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে ইনসাফ রেস্তোঁরা সহ দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ৩০ মে”২০২২ইং সোমবার বিকেলের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই দিনে মাহি ফুডস্ নামক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১হাজার অর্থদণ্ড সহ সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এসআই মামুন সহ আরও অনেকেই।

  • লোহাগাড়ার আধুনগরে জনগণের দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শনে যান এসিল্যান্ড

    লোহাগাড়ার আধুনগরে জনগণের দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শনে যান এসিল্যান্ড

    বিশেষ  প্রতিনিধি চট্টগ্রামঃ-

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় সংযোগ রেললাইন সংলগ্ন সড়কটি ভারী বর্ষণের কারণে সড়কটি বেহাল দশায় পরিনত হয়েছে।
    যান চলাচল ও জনগণের এমন দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শনে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

    ৩০ মে”২০২২ইং সোমবার দুপুর ২টার দিকে সড়কটি পরিদর্শন যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

    এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর উচ্চ বিদ্যালয়ের
    রেললাইন সংলগ্ন আধুনগর-বড়হাতিয়া সড়কটি ভারী বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই দুর্ভোগের খবর পেয়ে জনগণ ও চলাচলের সুবিধার্থে সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশনা প্রদান করা হয়। এসময় সড়কটি দ্রুত সংস্কারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, অাধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, রেললাইনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল জামান সহ আরও অনেকেই।

  • বাঁশখালীতে নিবন্ধনহীন ২ টি বেসরকারি হাসপাতাল ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা

    বাঁশখালীতে নিবন্ধনহীন ২ টি বেসরকারি হাসপাতাল ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে নিবন্ধন না থাকায় ২ টি বেসররকারি হাসপাতাল ও ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আগামী ১ সপ্তাহের মধ্যে নিবন্ধেন কাগজপত্র সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়।

    শনিবার (২৮ মে) বেলা ১২টা থেকে বিকাল ৩ টা পযর্ন্ত উপজেলা সদরের ২ টি হাসপাতাল ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, ডা. হীরক কুমার পাল উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক বাঁশখালী উপজেলার হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধন না থাকায় বাঁশখালী এপোলো হাসপাতালকে ৩০ হাজার, মাতৃসদন হাসপাতালকে ২০ হাজার, নিউ ডেন্টাল কেয়ারকে ৫০ হাজার ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আগামী ১ সপ্তাহের মধ্যে কাগজপত্র সংগ্রহ করার জন্য বলা হয়। এই সময় একটি ক্লিনিক সিলগালা ও অন্য ক্লিনিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

    বাঁশখালী উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এরই প্রেক্ষিত্রে উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় শনিবার বাঁশখালী উপজেলার এপোলো হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, নিউ ডেন্টাল কেয়ার ও বাঁশখালী আধুনিক হাসপাতালে অভিযান চালানো হয়।

    তিনি আরও বলেন, উপজেলার প্রত্যেকটি হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা মেনে পরিচালিত হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সরকার নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কি না তারও খোঁজ নেওয়া হচ্ছে।

  • প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্রলীগের মিছিল ও প্রতিবাদ সভা

    প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্রলীগের মিছিল ও প্রতিবাদ সভা

    মোঃ ওয়াশিম, চট্টগ্রাম

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সংগঠক জোবায়েদ চৌধুরী ইনসান এর নেতৃত্বে অগ্নি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে এই অগ্নি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিটন চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. শাহেদ, মো. আজাদ হোসেন মহিদ, মো. রাজু, মো. মহিউদ্দিন, মো. হৃদয়, মো. নিশাত-সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় “ছাত্রদলের সাধারণ সম্পাদক”-কে ইঙ্গিত করে ইনসান বলেন, বাক স্বাধীনতা পাওয়া, অবাধ বিচরনের স্বাধীনতা, সকল দলের রাজনীতিক স্বাধীনতা পাওয়া মানে এই নয় যে, আপনি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে নিয়ে যা খুশি বলতে পারেন! চাচ্চুদলের নতুন কমিটি হয়েছে নিজেদের অধিকতর যোগ্য প্রমান করতে গিয়ে আপনার কুরুচিপূর্ণ বক্তব্য বলে দেয় আপনাদের কথা এবং রাজনীতি দুটোই শিখিয়ে দেয়ার সময় এসেছে। এখন প্রতিবাদ করার সময় নেই পদক্ষেপ নেয়ার সময় এসেছে। ইনসান আরো বলেন, বাংলাদেশের প্রশ্নে, জাতির জনকের প্রশ্নে, দেশরত্নের প্রশ্নে কোন আপোষ হবে না। ঘাড় তেড়ামি কত প্রকার ও কি কি তা হাতে কলমে শিখিয়ে দিব।