Category: চট্টগ্রাম

  • প্রকাশিত সংবাদে সৈয়দ আরিফের ভিন্নমত প্রকাশ

    প্রকাশিত সংবাদে সৈয়দ আরিফের ভিন্নমত প্রকাশ

    প্রকাশিত সংবাদে সৈয়দ আরিফের ভিন্নমত প্রকাশ

    মিজানুর রহমান (লাভলু)সিলেটঃ
    সিলেটে অনিবন্ধিত দুটি অনলাইন পোর্টালে মিথ্যা, মনগড়া ও উদ্দ্যেশ্য মূলকভাবে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন সৈয়দ আরিফ। সৈয়দ আরিফ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার সৈয়দ তৈমছ আলীর পুত্র। বর্তমানে- সিলভেলী টাওয়ার, বি ১২, তালতলা, সিলেট।

    পাঠানো এক ভিন্নমত বার্তায় প্রকাশিত সংবাদ মিথ্যা এবং বানোয়াট দাবি করে সৈয়দ আরিফ বলেন- আমি মূলত পেশায় একজন এলসি পাথরের ব্যবসায়ী। যাহার এলসি লাইসেন্স আইআরসি নং- ২৬০৩৯১১১০১২৫৫২০, টিন নং- ৮৫৬৯২১৪০৫৭১০। আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা: ২৯ মেলেনিয়াম মাকের্ট নীচ তলা, জিন্দাবাজার সিলেটে অবস্থিত। আর আমি ও আমার পরিবার পূর্ব পুরুষ হইতে সম্পদশালী। এছাড়াও বর্তমানেও আমার ৩ ভাই ও ২ বোন পরিবারসহ লন্ডনের স্থায়ী বাসিন্দা। আমার বাবা ক্যান্সার রোগে আকান্ত হওয়াতে গত (১৩ই মার্চ) ২০২২ইং তারিখ হইতে এ রিপোর্ট প্রকাশের তারিখ পর্যন্ত ঢাকার ল্যাভেএইড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আমিও আমার বাবার সঙ্গে ওই তারিখ হইতে এখনো পর্যন্ত ঢাকায় অবস্থান করছি। আমি ঢাকা থাকাকালীন অবস্থায় আমার পরিচিত বন্ধু-বান্ধবের মাধ্যমে জানতে পারি যে গত বুধবার (২০ এপিল) “ভারতীয় চোরাই মোবাইলের গডফাদার আরিফ, মেকানিক থেকে কোটিপতি” শিরোনামে সিলেটের দুটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। যার গর্ভে আমাকে হেওপ্রতিপন্ন করে বলা হয়েছে গত (১৪ এপিল) শাহপরান (রহ.) থানায় ১০০ পিস ভারতীয় চোরাই মোবাইল সহ ৩ চোরাকারবারীকে আটক করা হয়েছে। সেই মালামালের মালিক আমাকে আখ্যায়িত করে সংবাদটি প্রকাশিত করা হয় যা সম্পূর্ণ বানোয়াট ও বিত্তহীন। পরবর্তীতে আমি আমার আত্মীয়স্বজন ও সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি উক্ত ঘটনায় শাহপরান (রহ.) থানায় ৩ জন চোরাকারবারী এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত চোরাই মোবাইলের মালিক খাদিমপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের পুত্র শিপলুকে (৩০) আসামি করে মামলা দায়ের করা হয়েছে। যাহার থানার মামলা নং- ১০ তাং- ১৫-০৪-২০২২ইং। তবে এই মামলায় এখনো পলাতক রয়েছে শিপলু (৩০) নামের ওই ব্যক্তি।

    তবে উল্লেখ্য, যে মামলা সুত্রে আমাকে আসামি করে সংবাদ প্রকাশিত হয়েছে সেই মামলার নথিপত্র আদালত হইতে সংগ্রহ করে দেখা গেছে মামলায় আমাকে সনাক্ত করে আসামি করা হয়নি কিংবা এই ঘটনার সঙ্গে বাস্তবেও আমার কোন যোগসুত্র নাই।

    প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়াও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে উৎকোচের বিনিময়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করাচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনকি এরকম মিথ্যা সংবাদ আমি অথবা যে কারো বিরুদ্ধে সংগ্রহ কিংবা ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা থেকে প্রতিবেদকে বিরত থাকার জন্য আহ্বান জানান সৈয়দ আরিফ।

  • পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড বাসীদের প্রতি ভিন্ন ভিন্ন ঈদের জামাত না করে এক সাথে সালাত আদায় করার আহবান করেন।

    আজ ২২শে এপ্রিল ( জুমাবার) সৈয়দ বাহার উল্লাহ পাড়া হাফেজ মকবুল আহমদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে কমিটি এবং মুসল্লীদের প্রতি এ আহ্বান জানান।

    কমিটি এবং মুসল্লীরা পাড়ার মসজিদের ঈদগাহ ছেড়ে যেতে রাজি না হলে মেয়র সাহেব বলেন, পুরো বছরে আমাদের একসাথে জমায়ত হওয়ার সুযোগ হয় না। আর এক জামাতে যত মুসল্লী বেশী হবে তত সওয়াবও বেশি হবে। বেশি সওয়াবের দিক বিবেচনা করে হলেও সবাইকে একসাথে ঈদের সালাত আদায় করার আহ্বান করেন।

    অবশেষে কমিটি বলেন :- মুসল্লিদের জোরপূর্বক আমরা পাঠাতে পারব না যাদের ইচ্ছা হবে তারা যাবে, ইনশাআল্লাহ

  • বাঁশখালী বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনুসারিরা মুক্তি পেয়েছেন

    বাঁশখালী বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনুসারিরা মুক্তি পেয়েছেন

    মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী)প্রতিনিধি

    বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার ও খাদিজাতুল খুবরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ এরশাদুল্লাহ সহ মুক্তি পেয়েছেন।

    গত ২১ এপ্রিল রোজ বৃহস্প্রতিবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে । বাঁশখালীতে গত বছর সংখ্যালঘুর বসত বাড়ীতে হামলার জের ধরে পুলিশের দায়ের করা মামলায় চেয়ারম্যান ও তাঁর অনুসারিরা গত ৬ মার্চ ২০২২ ইং বাঁশখালী কোর্টে আত্মসমর্পণ করে।
    চেয়ারম্যান ও তাঁর অনুসারিদের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী সহ বাঁশখালী বিএনপি, যুবদল, ছাত্রদলের কর্মী সমর্থকরা।

  • বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী প্রতিনিধি)

    গত ১৩/১০/২০২১ ইং কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও সকলের জবানবন্দিতে বলেছেন তারা নির্দোষ।
    সেই মামলায় এমন ঘটনা ঘটছে বলে জানান, তাদের এমন নিরাপরাধ ব্যক্তিদের গ্রেফতার করেন বাস্তবে কোথায় মিছিল হয়ছে সেও জানে না। যেমন চন্দনাইশ,আনোয়ারা থানা থেকে এনে বাঁশখালী থানায় মামলা দিয়েছে। একজন ইউটিউবারের বক্তব্য হুবহু তুলে ধরা হল, বাঁশখালী জলদিতে যে মিছিলটি সংগঠিত হয়েছিল সেই মিছিল আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ দিয়েছিলাম, তবে সেই মিছিলে কোন ভাংচুর হয়নি আমার জানা মতে, আর সে মিছিলের শুরু হতে শেষ পর্যন্ত থানার বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে কোরআন অবমাননার বিচারের দাবী জানিয়ে মিছিল শেষ করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ঘন্টাহানিক পর এমন দূরদর্শী একটি মিছিল এসে পূজা মন্ডপের গেইট ভাঙচুর করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা জলদিতে ভাংচুর করছে, তাদের কেউ গ্রেফতার হয় নাই।

    এ মামলায় দীর্ঘ কারাবাসের পরে বাঁশখালী জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম হাজিরায় সবাই একে অপরের সাথে দেখা পেয়ে আনন্দে ভাগাভাগি করেন। তাদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। সেই মামলার হাজিরায় উপস্থিত ছিল বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী,মাওলানা মোক্তার সিকদার বড়ঘোনা, মাস্টার জালাল উদ্দিন, মোঃ খোরশেদুল আলম চন্দনাইশ, মোহাম্মদ রেজাউল আজিম প্রমুখ,,,,,,,

  • চট্টগ্রামে গ্রেনেডসহ গ্রেফতার হওয়া জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে কারাদণ্ড

    চট্টগ্রামে গ্রেনেডসহ গ্রেফতার হওয়া জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে কারাদণ্ড

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ২০১৮ সালে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে ১০টি তাজা গ্রেনেডসহ গ্রেপ্তার জেএমবি সদস্য রকিবুল হাসান জনিকে (২২) সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

    মঙ্গলবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই রায় দেন। দণ্ডিত জনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা সরকার বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ বলেন, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাটের শুভপুর বাস স্ট্যান্ডের মিনু ভবন থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারসহ রকিবুল হাসানকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

    এ ঘটনায় তার বিরদ্ধে দায়ের করা মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সন্ত্রাস দমন আইনের ৬ (২) ধারায় আসামীকে ৫ বছর ও ৮ ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • লোহাগাড়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

    লোহাগাড়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

    লোহাগাড়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে
    ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

    গতকাল ০৯ এপ্রিল”২০২২ইং রাতে লোহাগাড়া উপজেলার চুনতী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন- কক্সবাজার টেকনাফের পুর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের পুত্র নুরুল আবছার (১৯) অন্যজন হচ্ছে লোহাগাড়া উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ার মোস্তফিজুর রহমানের পুত্র হানিফ (২২)।

    সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে এস.আই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    এদিকে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ (১০ এপ্রিল) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃংখলার স্থিতিশীলতার নিমিত্তে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই-সরওয়ার কামাল আজিজি

    দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃংখলার স্থিতিশীলতার নিমিত্তে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই-সরওয়ার কামাল আজিজি

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর আয়োজিত পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা সভা কে সি দে রোডস্থ ইসলামিয়া কনভেনশন হলে,
    আজ বুধবার (০৬ এপ্রিল ২২, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর শায়খুল হাদীস আল্লামা জিয়াউল হোছাইন হাফিজাহুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমীরে নেজাম আল্লামা সরওয়ার কামাল আজিজি হাফিজাহু, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা যথাক্রমে নায়েবে আমীর মজলুম জননেতা আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মন্জুরুল কাদের চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পার্টির সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, যুব সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী ও সহ সংগঠন সচিব (চট্টগ্রাম বিভাগ) মাওঃ ইনামুল হক কুতুবী।

    আমীরে নেজাম বলেন- দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃংখলার স্থিতিশীলতার নিমিত্তে ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই। আজ সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধি নিষেধ তথা কুরআনের হুকুম অনুপস্থিতির কারণে দেশ এক প্রকার হতাশায় নিমজ্জিত। একমাত্র আল্লাহর জমিনে তারই আইন শান্তি শৃংখলা স্থিতিশীল রাখতে পারে।

    জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আমীর মজলুম জননেতা মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, নায়েবে আমীর মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, মাওলানা আবু তৈয়ব প্রমূখ।

    বক্তাগণ আরো বলেন, দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থা অসুষ্ঠু হওয়ার কারণে রাষ্ট্রীয় স্থিতিশীলতায় ব্যঘাত ঘটছে। সংবিধানের বাইরে সকল কর্মকান্ড অবৈধ। দেশে আইন শৃংখলা সহ দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে সাধারণ মানুষ বিভিন্ন হতাশা ও দুর্দশায় নিজ্জিত। গরীব টিসির গাড়ির পিছনে দৌড়ানোর দৃশ্য দুর্ভিক্ষকে স্মরণ করিয়ে দেয়। মানুষ কতটুকু অসহায় হলে এরকম গাড়ির পিছনে জান বাজিরেখে দৌড়াতে পারে তা সকলের অনুমেয়।

    বক্তাগণ আরো বলেন, সরকারী মহল দেশে ইসু সৃষ্টি করে সেই ইসুকে ধামাচাপা দিতে আরেক ইসু তৈরীর মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি ফিরিয়ে ভিন্ন হাতে প্রবাহিত করে। টিপ একটি হিন্দু ধর্মাবলম্বীদের সংস্কৃতি, কখনো মুসলমামদের নয়, তাকে হিন্দুরা লালন করলে মুসলমানদের কিছু আসে যায়না। ইসলাম ধর্মের বিধান হিজাব নিয়ে মাতামাতি হলেতো হলুদ মিডিয়ার ডিগবাজি গর্তে চাপাপড়ে। বির্তক নয় অধিকার চর্চায় স্বাধীনতা নিশ্চিত করুন।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আজ (০৪ এপ্রিল ২২,সোমবার বিকাল ০২ সময়
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা [দক্ষিণ] এর আওতাধীন বাঁশখালী থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সাথে সংগঠনের “তোহফায়ে রমজানুল মোবারক”, ক্যালেন্ডার ও ৩০ বছরের স্মরণিকা, পরিচিত ও ২২ সালের ক্যালেন্ডার হাদিয়া প্রদান করা হয় ।

    উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা এর সংগ্রামী সভাপতি : মুহাম্মদ আব্বাস, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মদ ওমর ফারুক, বাঁশখালী থানা উত্তরের সভাপতি : এম লোকমান হাকিম, দক্ষিণের সভাপতি : এইচএম একরামুল হাসান, বাঁশখালী পৌরসভার সভাপতি : মুহাম্মদ সরওয়ার হোসাইন তামিম ও ছাত্র নেতা মুহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ।

  • লোহাগাড়ায় এক বনবিট কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

    লোহাগাড়ায় এক বনবিট কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতী রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার কে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় চুনতী ইউনিয়নের খলিফা পাড়া (বর্তমানে সিটি গেইট) এলাকার বাসিন্দা আব্দুস ছালামের পুত্র নুরুল আবছার (৫০) ও তার স্ত্রী হাজেরা বেগম (৩৮)।

    এ ব্যাপারে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ২৯ মার্চ”২০২২ইং মঙ্গলবার সন্ধ্যার দিকে লোহাগাড়া থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যাহার ডায়েরী নং- ১৩৮৪।

    অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি বনরেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটার দায়ে বন আইনে ধৃত আসামীদের বিরুদ্ধে বন মামলা নং-৫/সাত-১৫ তারিখে ০৩/০১/২০২২ইং ধারা বন আইনের ২৬ (১ক) (খ) ও (ঘ) দায়ের করা হয়। যাহা এখনো বিচারাধীন রয়েছে। মামলা দায়ের করার পর হতে আসামীরা ওই বিট কর্মকর্তাকে রাস্তা-ঘাটে দেখলে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন তারিখ ও সময়ে তাকে (বিট কর্মকর্তাকে) হুমকি দিয়ে যাচ্ছে।

    গত ২৭/০৩/২০২২ইং বিকেল ৩টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে টহল প্রদান শেষে অফিসে যাওয়ার পথে বিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার ও তার সাথে থাকা মনিরুজ্জামান পাটোয়ারী (পিএম), রফিকুল ইসলাম (পিএম) কে দেখলে ১নং আসামী হাজেরা বেগম ও ২নং আসামী নুরুল আবছার তাদেরকে দেখলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে, তুই যদি মামলা প্রত্যাহার না করিস তাহলে তোদেরকে নারী নির্যাতন মামলা ও খুন করে লাশ গুম করে ফেলবো বলে হুমকি দেন। এছাড়াও মহিলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করা এবং মিথ্যা মামলা দিয়ে বদলী করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান।

    এ ব্যাপার সাতগড় বনবিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার দায়ে নুরুল আবছার ও তার স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। মামলা দায়ের করার কারণে আসামীগণ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
    গত ২৭/০৩/২০২২ই বিকেল ৩টার দিকে সংরক্ষিত বনাঞ্চল হতে বনকর্মীদের সাথে নিয়ে টহল শেষে অফিসে ফেরার পথে ১নং আসামী ও ২নং আসামী অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

    এছাড়াও নারী নির্যাতন মামলা ও খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও প্রদান করেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বলেও জানান তিনি।

    এ ব্যাপারে জানতে চাইলে নুরুল আবছারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, সাতগড় বনবিট কর্মকর্তা মো: শাহ আলম হাওলাদারকে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  • বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

    বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ২৮ মার্চ২২, সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ সত্তেও বহদ্দারহাট কাঁচা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে তিন দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করায় চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় খুলশী থানাধীন টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।