Category: চট্টগ্রাম

  • আজ ঐতিহাসিক ৭ মার্চ

    আজ ঐতিহাসিক ৭ মার্চ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    কবির কাব্য প্রতিভায় আমি বাকরুদ্ধ
    আজ বাংলার মানুষ মুক্তি চায়,
    বাংলার মানুষ বাঁচতে চায়,
    ২৩ বছরের করুণ ইতিহাস
    মুমূর্ষ নর-নারীর আর্তনাদের ইতিহাস
    ইতিহাসের কবি,মানুষের কবি,
    ফুলের কবি,মাটির কবি
    জাতির জনক শেখ মুজিব !

    কবির কবিত্বশক্তিতে আমি মুগ্ধ
    তারপর অনেক ইতিহাস হয়ে গেল-
    কি পেলাম আমরা?
    কী করে আমার মায়ের কোল খালি করা হয়েছে
    নদীর কবি,দ্রোহের কবি,মুক্তির কবি,মানবতার কবি
    বঙ্গবন্ধু শেখ মুজিব !

    কবির কাব্যিক প্রকাশ দেখে আমি হতবাক
    রক্তের দাগ শুকায় নাই,
    আমি প্রধামন্ত্রিত্ব চাই না
    আমরা এদেশের মানুষের অধিকার চাই
    সবুজ মাঠের কবি,কর্মচারীর কবি,
    শ্রমিকের কবি,কৃষকের কবি
    বিপ্লবী কবি শেখ মুজিব !

    কবির কাব্যিক ঝংকারে আমি অভিভূত
    আমরা যখন মরতে শিখেছি তখন
    কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না
    বাংলার হিন্দু-মুসলমান ভাই ভাই
    মুসলমানের কবি,হিন্দুর কবি,
    ধর্মনিরপেক্ষতার কবি,সাম্যবাদী কবি
    মহাকবি শেখ মুজিব !

    কবির কাব্য প্রতিভায় আমি বিমুগ্ধ
    রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেবো
    এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ
    এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
    মুক্তির কবি,সংগ্রামের কবি,
    বাংলার কবি,বাংলাদেশের কবি
    রাজনীতির কবি শেখ মুজিব !

  • চসিক কর্তৃক বীর্জাখালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত

    চসিক কর্তৃক বীর্জাখালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (০৬ মার্চ২২)রবিবার, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘবে ও খালগুলোর চিরচেনা রুপ পুনরুদ্ধারের অংশ হিসেবে আজ রোববার সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়াস্থ বীর্জাখাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্টেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

    এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নগরীর সকল খাল গুলো থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক অবমুক্ত করা হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
    অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চসিক নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ- প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারী, চট্টগ্রাম মেট্ট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ০৬ মার্চ২২, রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মার্চ/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

    পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আজকের সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত ফেব্রুয়ারী, ২০২২ খ্রী. অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) জনাব মোঃ হানিফ।

    সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

    সভায় ফেব্রুয়ারী, ২০২২ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মোটরসাইকেল উদ্ধার, ডিউটিকালীন সময়ে সার্জেন্ট কর্তৃক চোরাই গাড়ি উদ্ধার ও ছিনতাইকারী গ্রেফতার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

    এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ কন্সটেবল মোঃ হাবিবুর রহমান ও উচ্চমান সহকারী নূর আহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

    সভায় আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ২১ জন পুলিশ সদস্যকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিকের নিজ উদ্যোগে পুটিবিলা ইউপি ভবন সংস্কার

    নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিকের নিজ উদ্যোগে পুটিবিলা ইউপি ভবন সংস্কার

    ইসমাইল হোসেন সোহাগ:- বিশেষ প্রতিনিধি,

    পৃথিবীতে সবাই সুন্দরকে ভালোবাসে। সুন্দরের প্রতি ভালোবাসাও জম্মে। হোক মানুষ কিংবা বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং দালানকোঠা। কেউবা সুন্দর প্রসাধানী, কেউবা দালানকোঠা সাজাতে রঙ বেরঙের সাজ। তাই সবাই সুন্দরের প্রতি থাকে আকৃষ্ট।

    তেমন আজ একটি ইউনিয়ন পরিষদের চিত্র তুলে ধরা হয়েছে, বলছিলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদের কথা। এ ইউনিয়ন পরিষদের ঝরাজীর্ণ ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে ছিলো। সরকারি ভাবে কোন বরাদ্ধ না থাকায় নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ করার উদ্যোগ নিয়েছেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সুযোগ্য, জনবান্ধব দায়িত্বশীল চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর হোসেন মানিক। এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সবার নজর কাড়ে এই নতুন সাজে ইউনিয়ন পরিষদের দিকে। কারণ কে না চায় সুন্দরকে ভালোবাসতে, সবাই সুন্দরের পূজারী।

    ৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক তার সাফল্যের তীরবর্তীর নজর দিয়েছেন এই পরিষদের প্রতি। মনের মাধুরী মত তিনি ভালোবাসেন এবং নিজের মত করে নিয়েছেন এই পরিষদকে। তিনি এই নির্মিত ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ সংস্কার বিহীন পরিষদটি নতুন করে সাজিয়ে নিচ্ছেন।পরিষদের ভবনটি পূরনো খসে পড়া জানালা পরিবর্তে নতুন জানালা, নতুন দরজা, ছাদের সিলিং, ফ্লোর, দেয়ালের রং ও পরিষদ ভবনের সামনে সৌন্দর্য বৃদ্ধি করতে এস.এস পাইপ দিয়ে বেষ্টনি, ডিজিটাল ন্যাম বোর্ড লাগানোর কাজ করতে দেখা গেছে। এছাড়াও পরিষদের ভেতরে গ্রাম্য আদালত বসার স্থানে সু-ব্যবস্থা, ডিজিটাল মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির সমন্বয়ে তথ্য সেবা কেন্দ্র আধুনিকায়নের কাজ চলছে। নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক তদারকি করে পুরো পরিষদকে তিনি সংস্কার করে নতুন রূপে সাজিয়ে নিচ্ছেন।

    স্থানীয়’রা জানান, অনেক আগে থেকেই এই পরিষদের অবস্থা ছিলো বেহাল দশা। এতে করে বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেয়। বৃষ্টি হলে ফাটল দিয়ে পানি পরে। কেউ পরিষদে থাকতে হিমসিম হতো। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হতো। বর্তমান মানবিক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক নিজ উদ্যোগে তিনি পরিষদের বিভিন্ন দরজা, জানালা, দেওয়াল সহ বিভিন্ন ধরনের অবকাঠামো সংস্কার ও মেরামত করে নতুন করে সাজান।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথমে ইউনিয়ন পরিষদ কার্যালয়টির নাজুক চেহারা পরিবর্তনে ভবন সংস্কার, সৌন্দর্য্য বর্ধন ও ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করে যাচ্ছি। এ সকল কাজ সম্পন্ন করতে নিজ অর্থায়নে এই পর্যন্ত প্রায় ৪ লক্ষ টাকার মত ব্যয় হয়েছে। ভবনটি পরিপূর্ণ ভাবে সংস্কার কাজ সম্পূর্ণ করতে অর্থ ব্যায় হতে পারে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মত।

    সময়োপযোগী ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র ইউনিয়নের জনসাধারণ।

  • ইসলামী খেলাফত পূনর্জাগরণে জনকল্যাণমূলক ও ইসলামী রাষ্ট্র গঠনে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে-ওবাইদুর রহমান খান নদভী

    ইসলামী খেলাফত পূনর্জাগরণে জনকল্যাণমূলক ও ইসলামী রাষ্ট্র গঠনে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে-ওবাইদুর রহমান খান নদভী

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (০৩ মার্চ২২) বৃহস্পতিবার বিকাল ২টা থেকে
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের উদ্যোগে পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম জেলা [ পূর্ব ] এর সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় খেলাফত পতনের ১০০বছরে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক “সেমিনার ও নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। তিনি তার বক্তব্যে নবীন আলেম এইচএসসি,ও আলিম সংবর্ধিতদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

    বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ’ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজি, বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মিশকাতুল ইসলাম, কাজী আবরার হানিফ মারুফ।

    এতে আরোও উপস্থিত মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, মাওলানা ইউনুছ, যুবনেতা মুহাম্মদ তাওহীদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক জিরভী, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুর রাজ্জাক রহমানী, মাওলানা জহির নূরী,শরীফুল ইসলাম আজিজী, মোঃ বখতিয়ার উদ্দীন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট থানা, ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

  • চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ (০৩ মার্চ২২) বৃহস্পতিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সিএমপি কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি আসন্ন ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস, জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস, পবিত্র শবে বরাত ইত্যাদি দিবস সমূহ যথাযথ মর্যাদায় উদযাপনে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও মামলার নিষ্পত্তি করা, ওয়ারেন্ট তামিল করা, সিধেল চুরি, মোটর সাইকেল চুরি, ছিনতাই ইত্যাদি ঠেকানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

    এছাড়াও সভায় এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন ) জনাব মোঃ সেলিমুর রহমান কে র‍্যাংক ব্যাজ পরিধান করান সিএমপি কমিশনার।

    এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

  • সততা ও দক্ষতার সাথে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক

    সততা ও দক্ষতার সাথে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    একটি সুন্দর সমাজ বিনির্মাণে একজন শিক্ষিত মানুষের বিকল্প নেই। দেশের প্রতিটি সেক্টরে সমৃদ্ধি যেমন বাড়ছে, তেমনি জনগনের জীবন-যাত্রার মান্নোয়ন হচ্ছে। তবে এখনো আমরা কিছু কিছু নৈতিবাচক কাজের কারনে পিছিয়ে আছি। যার ফলে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি জনমনে সৃষ্টি হচ্ছে অশান্তি। উন্নয়ন সমৃদ্ধ একটি স্বর্নিভর বাংলাদেশ দেখতে চাইলে, একটি সুন্দর সমাজ বির্নিমানের জন্য সবাইকে মাদক সহ অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ভুমিকা পালন করতে হবে। প্রয়োজনে জনমত তৈরী করে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। নৈতিবাচক এসব কাজের ব্যাপারে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী বর্তমান প্রজন্মকে সচেতন করে তুলতে হবে।

    এরই ধারাবাহিতায় লোহাগাড়া উপজেলার ৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবান্ধব, মানবপ্রিয়, দায়িত্বশীল ব্যক্তি, জননেতা জাহাঙ্গীর হোসেন মানিক ভাই। তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ জনগণের কাছে ব্যাপক সুনাম অর্জন করে যাচ্ছেন।

    আমার চোখে দেখা আজকে ইউনিয়ন পরিষদে কয়েকজন ভুক্তভোগী জ‌মি ও বিভিন্ন সমস্যা নি‌য়ে বি‌রোধ সমাধানের জন্য আসে। তারা দীর্ঘ‌দিন পর্যন্ত বি‌ভিন্ন মানু‌ষের সহ‌যো‌গিতা চে‌য়ে ব্যর্থ হ‌য়ে সমস্যার কোন সমাধান পান‌নি। তাৎক্ষণিক তাদের অভিযোগ গুলো শুনে সকলের উপস্থিতিতে দীর্ঘদিনের জ‌মি ও বিভিন্ন ধরনের সমস্যা গুলো অতি সহজেই সমাধান করে দিলেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য দক্ষ, দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক ভাই। তিনি ইউনিয়ন বাসীর একজন সেবক হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

    আসলেই সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একদিন কঠিন কাজেও সফলতা অর্জন করা সম্ভব। সাম্প্রতিক সময়ে তার কর্মকান্ডে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যে বিভিন্ন ভালো মানবিক কাজ করার কারণে সাধারণ জনগণ কাছে আস্থা ও নির্ভরতার প্রতিক হিসেবে খুঁজে পেয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তার বিচক্ষণতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের মত করে ঢেলে সাজিয়েছেন ইউনিয়ন পরিষদকে। উদ্যোগ নিয়েছেন একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলার। তার সততা ও কর্মদক্ষতায় বদলে যাচ্ছে সেবামূলক কার্যক্রম ও সার্বিক চিত্র। কমে যাচ্ছে জনভোগান্তী, আর বৃদ্ধি পাচ্ছে জনসেবার মান। তিনি প্রতিটি উন্নয়নের কাজকে বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। একটি উন্নত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

    উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রতিটি ক্ষেত্রে স্ব-শরীরে গিয়ে সকল প্রকার উন্নয়নকে জনবান্ধব পরিবেশ সৃষ্টি করে যাচ্ছেন। এই ইউনিয়ন পরিষদে সবার জন্য উম্মুক্ত দ্বার হিসেবে পরিণত করেছেন।
    তিনি কথা বলেন সব শ্রেনির মানুষের সাথে এবং শোনেন তাদের দুঃখ কষ্টের কথা। নিয়মিত খোঁজ খবর নেন সমাজের অবহেলিত উন্নয়ন বঞ্চিত মানুষের। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন সেবা নিজ তত্ববাবধানে মানসম্মত করেতে শ্রম দিয়ে যাচ্ছেন তিনি।

    ইউনিয়ন পরিষদে আসা কয়েকজন ভুক্তভোগী ব্যক্তিরা জানান, বর্তমান পুটিবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একজন অনেক ভালো মন-মানসিকতার মানুষ। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন স্বজনপ্রীতি। আজকে আমাদের দুই পক্ষের মাঝে জমি নিয়ে দ্বন্দ্ব ছিলো। অনেকদিনের এই সমস্যা গুলো অবশেষে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক সমাধান করে দিয়েছেন। তিনি অসহায় এবং গরীব মানুষের প্রকৃত বন্ধু। তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝে এবং বিবেক দিয়ে চিন্তা করেন। অন্যায় এবং অসৎ বক্তিদের কখনো প্রশ্রয় দেন না। যার কারণে তিনি সাধারন মানুষের কাছে অতি প্রিয়। এক কথায় তিনি একজন সততা ও কর্মদক্ষতার প্রতিক। তিনি একজন সৎ ও পরিশ্রমী শিক্ষাবান্ধব মানুষ। যে কারনে তিনি স্বল্প সময়ে সকল মানুষের মাঝে হয়ে উঠেছেন এক অসাধারণ গল্পের মানুষ।

    এসময় পুটিবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক এর সাথে কথা হলে তিনি বলেন, জনগনকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমি চেষ্টা করবো আমাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে তা সঠিক ভাবে পালন করতে।

    তিনি আরও বলেন, আমরা জনপ্রতিনিধিরা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই সরকারের সকল কাজই জনগণের কল্যানে আসবে বলে জানান তিনি।

    এসময় সকল ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • লাশ ঘরে মৃত নারীদের সঙ্গে যৌনাচার, গ্রেফতার সেলিমের তিন দিনের রিমান্ড

    লাশ ঘরে মৃত নারীদের সঙ্গে যৌনাচার, গ্রেফতার সেলিমের তিন দিনের রিমান্ড

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে মৃত নারীদের সঙ্গে যৌনাচার করার অভিযোগ গ্রেফতার পাহাদার সেলিমকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আব্দুল হালিম আদালতে আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে সিআইডি।

    আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এসআই কৃঞ্চ কমল ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে লাশ ঘরে রাখা মৃত নারীদের সঙ্গে যৌনাচার করার অভিযোগে সেলিমকে চমেক হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    এরপর তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়।

  • গণটিকা কার্যক্রমে চসিক-এর উদ্যোগে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লাখ টিকা প্রদান

    গণটিকা কার্যক্রমে চসিক-এর উদ্যোগে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লাখ টিকা প্রদান

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন
    আজ ২৬ ফেব্রুয়ার- শনিবার কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম পরিচালনা করে। চসিক মেয়র মো. রেজউল করিম চৌধুরী লালদীঘি পাড়স্থ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত থেকে টিকাগ্রহণকারীদের টিকা দানের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ টিকা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত একটানা এই কার্যক্রম চলে। গণটিকার আওতায় নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ বছর এবং তদুর্ধ্ব জনসাধারণকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। যার মধ্যে ১২ থেকে ১৭বছর বয়সী শিশুদের ফাইজার টিকা প্রদান করা হয়েছ। অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এম এ আজিজ স্টেডিয়াম ও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার আরকান রোডে টিকা দেয়া হয়।

    এম.এ আজিজ স্টেডিময়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে বইমেলা মঞ্চে গণটিকা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও আকাক্সক্ষা অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় যে পদক্ষেপ নিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁর সহযাত্রী। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে পৃথিবীর উন্নত দেশগুলো যখন তাদের নাগরিকদের প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করতে পারেনি। তখনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সিংহভাগ মানুষকে টিকার আওতায় আনেন এবং ইতোমধ্যে যারা টিকা গ্রহণ করেনি তাদের টিকার আওতায় আনার জন্যই আজ সারাদেশে গণটিকার আয়োজন করেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফলতা।

    পরে বইমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠনে গান পরিবেশন করেন দেশের খ্যামিতান শিল্পীবৃন্দ। এতে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বইমেলা কমিটির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গবেষনা কেন্দ্রর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বইমেলা কমিটির যগ্ম আহবায়ক মো. শাহ আরম নীপু, চসিক উপ-সচিব ও বইমেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, আবু তালেব বেলাল প্রমুখ।

  • কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরীর ‘আহত গোলাপের গল্প’ নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন

    কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরীর ‘আহত গোলাপের গল্প’ নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন

    মোঃ শাহীন আলমঃ -ফেণী সোনাগাজী প্রতিনিধি,

    চট্টগ্রাম অমর একুশে বইমেলা প্রাঙ্গনে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরী রচিত মানবাধিকার বান্ধব ” আহত গোলাপের গল্প ” নাট‍্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মূখার্জী বিংকু বলেন “সাহিত্য ছাড়া মানুষের উৎকর্ষ সম্ভব নয়। সাহিত‍্যের মাঝে মানুষের সুখ-দুঃখ, কান্না-হাসি, মান-অভিমান, মায়া-মমতা, ভালোবাসা প্রকাশ পায়। বলা হয়- সাহিত্য জীবন ও সমাজের প্রতিচ্ছবি।

    কবি ও নাট‍্যকার মহিউদ্দীন চৌধুরী তাঁর আহত গোলাপের গল্প নাট‍্যগ্রন্থের মাধ্যমে সমাজের মানুষের জীবনের আঁকা-বাঁকা চড়াই-উতরাই পথ পেরিয়ে সাফল্যের সম্ভাবনার নতুন দিগন্ত আবিস্কারের চমৎকার কাল্পনিক রুপরেখা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের খুলসীর সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক বৈদ‍্যনাথ অধিকারী, মঞ্চমুকুট নাট‍্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট‍্যগোষ্ঠীর দলপ্রধান নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ কুলগাঁও সিটিকর্পোরেশন উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক ও ছড়াকার আবু রাহেল ফয়সাল, নারী উদ্যোক্তা ও সংগঠক উম্মে কলসুম কেয়া, বীজন নাট‍্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব,ফ্যাশন ম্যাগাজিন গ্রীনলিফ এর সম্পাদক তসলিম রিদয় আবৃত্তিকার ও ফ‍্যাশন ডিজাইনার নাছরিন তমা, নাট‍্যকার বীনা দাশ গুপ্তা, প্রান্তশর্মা, সৌরভ পাল, শাহীন আলম, অক্ষরবৃত্ত প্রকাশন এর নির্বাহী পরিচালক কাজী জোহেব, ফ‍্যাশন ডিজাইনার মোঃ হাসান আল বান্না, সমাজকর্মী মোঃ লুৎফর রহমান, মোঃ হেলাল হোসেন, মোঃ ওমর শরীফ সবুজ, মোঃ জাহেদুল আলম, মোঃ রাশেদুল আলম প্রমূখ।