Category: চট্টগ্রাম

  • বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবিতে যুববন্ধনের পর একুশে ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

    বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবিতে যুববন্ধনের পর একুশে ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    জনপ্রিয় সৃজনশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।আজ ১৯ ফেব্রুয়ারী ২১, শুক্রবার বিকাল ০৪টায় চাম্বল বাজারের দক্ষিন প্রান্তে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল। এতে একুশে ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, এডমিন এহসান উল্লাহ, মাহমুদুল হক, জিএন কবির চৌধুরী, সাকিব, ফারুকুল ইসলাম, রহিম, আবরার আবদুল্লাহ,ইসলামী আন্দোলন নেতা হাফেজ শেখ কাইছার ইকবাল সহ বিভিন্ন পেশার সাধারন জনতাও মানববন্ধনে অংশগ্রহন করেন।
    উল্লেখ্যঃ চলতি বছরের শুরু থেকে হঠাৎ অাশংখাজনক হারে বাঁশখালীর প্রধান সড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার পরও প্রশাসিনক নিরবতায় জনমনে ক্রমান্বয়ে ক্ষোভের সঞ্চার হতে থাকে। সোস্যাল মিডিয়ার বিভিন্ন অঙ্গনে সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের দাবীতে ব্যাপকহারে আবেদন-অনুরোধ ও প্রস্তাবনা সহ লেখালেখি হয়ে আসলেও আজোবধি প্রশাসনিক কার্যকরী কোন পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে নিরাপদ সড়কের দাবী উম্মুক্ত আন্দোলনে রুপ নিচ্ছে। বাঁশখালীর প্রধান সড়কের উপর থেকে কাঁচা বাজার ও ফুটপাত তুলে দেওয়া, সড়ক প্রশস্তকরনের আগে এস আলম, সান লাইন পরিবহনের মত দ্রুত গতির গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, গাড়ি পার্কিংয়ের নিদ্দৃষ্ট জায়গায় মিনি টার্মিনাল নির্মান, অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের প্রতিরোধ, প্রধান সড়কের যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রন, হেলমেটবিহীন বাইক ড্রাইভিংসহ গতি নিয়ন্ত্রনে প্রশাসনিক পদক্ষেপ, প্রধান সড়কের গুরুত্বপুর্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ নিয়োগ সহ লবন ও মাছ পরিবহনের গাড়ির পানিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়া নিয়ন্ত্রনে প্রশাসনিক কঠোর পদক্ষেপের দাবীতে উম্মুক্ত প্রতিবাদ ক্রমান্বয়ে গন আন্দোলনে রুপ নেওয়ার ধারাবাহিকতায় একুশে ফাউন্ডেশনের আয়োজনে আজকের এ মানববন্ধন অনুষ্টিত হল। মানববন্ধন থেকে একুশে ফাউন্ডেশন নেতৃবৃন্দ বাঁশখালীর প্রধান সড়ক থেকে লাশের মিছিল থামাতে অনতিবিলম্বে আলোচিত দাবী বাস্তবায়নের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

  • কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি

     

    শিক্ষার আলোয় আসছে কক্সবাজার সদরের ঝরেপড়া ২১০০ শিক্ষার্থী। ওই জেলা সদরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রামের আওতায় তাদের শিক্ষা দেয়া হবে। আর এই কর্মসূচি বাস্তবায়ন করছে এনজিও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

    মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ক উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে সদর উপজেলা প্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
    তিনি বলেন, একটি শিশুও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

    সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাস’র চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা। এসময় জেসমিন প্রেমা জানান, সদর উপজেলার ২১০০ জন শিক্ষার্থীকে শিক্ষার আলোয় নিয়ে আসা হবে।

    আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের পরিচালনায় এসময় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, ঝিলংজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার, পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ, ইসলামপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ভারুয়াখালীর ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান প্রমুখ।

  • কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    কক্সবাজারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য সারা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কক্সবাজার জেলা শাখার সকল দায়িত্বশীলকে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করার পাশাপাশি সকলের কাছে গণ দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল হিসেবে আমাদের উপর অর্পিত হয়েছে এক গুরুদায়িত্ব। আজকে জেলার সকল দায়িত্বশীল শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এ পথে অগ্রযাত্রা শুরু হল। দেশের মানুষকে কাঙ্খিত মুক্তি ও সত্যিকারের স্বাধীনতার সুফল দিতে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামের প্রশান্তির আলোকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য জেলা কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী উপরোক্ত কথা বলেন।
    আজ 16 ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার 2021- 22 সেশনের জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান জেলা সভাপতি মওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    উপস্থিত জেলা দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
    শপথ গ্রহণকারী জেলা দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন যথাক্রমে সভাপতি মওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুল গফুর নদীম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা শুয়াইব কবির, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল জাফর, সহ: অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন, সরকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ওসমান আল হুমাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিদওয়ানুল কবির, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লাহ সিকদার, সদস্য আলহাজ্ব নুরুল আমিন, সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য কমিশনার নূর মোহাম্মদ মাঝু, সদস্য মোহাম্মদ ফারুক এবং সদস্য মোহাম্মদ তকী উদ্দিন সিকদার।

  • কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    আনোয়ারা ( চট্টগ্রাম)প্রতিনিধি

     

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী একটি নৌকা ডুবে সৈকত বড়ূয়া (২৮) নামে এ ব্যাক্তি নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গল বার সকাল ৯ টায় যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা কর্ণফুলী উপজেলার ১২ নম্বর ঘাট থেকে ১২-১৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য যাওয়ার পথে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এসময় আস-পাশের নৌকার সহায়তায় যাত্রীরা উদ্ধার হলেও সৈকত বড়ুয়া (২৮), মো. সালাউদ্দিন (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে ৩ যাত্রীকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৈকত বড়–য়াকে মৃত ঘোষনা করেন। নিহত সৈকত বড়ূয়া বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ূয়ার ছেলে । তবে এখন কয়েকজন যাত্রী নিখোঁজ থাকতে পারে স্থানীয়রা জানায়।

    কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, যাত্রীবাহী ডুবে যাওয়া নৌকা ও যাত্রীদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ২ টি টিম কাজ করছে। ডুবে যাওয়া নৌকা ভেসে উঠেছে। তল্লাশি অভিযান চলছে।

  • বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

    বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    ১৬ ফেব্রূয়ারী’২১ ইং, এখনো দিনের অর্ধেক সময় পার হয়েছে। সকাল ৯ টায় তৈলারদ্বীপ সেতুর টোলপ্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিস বনাম স্পেশাল সার্ভিসের জমজমাট মুখোমুখি লড়াইয়ে দুটি ষাঁড়ের শিং ভেঙ্গেছে-কপাল ফেটে খানখান হয়েছে-হৃৎপিন্ডে মারাত্বক
    আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ী দুটি বর্তমানে আইসিইউ’র কোমায় রয়েছে।

    এর রেশ শেষ হতে না হতেই ড্যাম্পার ট্রাকের লড়াই ছোট্ট মিনি সিএনজি’র সাথে। চেচুরিয়া ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি ঘাঁটায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি লড়াইয়ে(সংঘর্ষ) আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন!
    চলুক সড়কে গাড়ী নামক দানবের লড়াই। প্রশাসন দেখতে থাকুক। জনগন মরুক নির্বিচারে, অঙ্গহানী ঘটুক। এতে কার কি এসে যায়–!!! রাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখি আর কত লড়াইয়ের খবর আপনাদের জানানো যায়। আর আপনারাও আমাদের বন্ধুদের পোস্ট দেখে দেখে শুধু হা-হুতাশ করতে থাকুন। আপনারা পারবেননা বন্ধুরা-? সড়ক দুর্ঘটনা রোধে লাগাতার বড় একটা আন্দোলন গড়ে তুলতে? এছাড়া আর যে কোন বিকল্প দেখা যাচ্ছেইনা বন্ধুরা। আন্দোলন আর প্রতিবাদের আওয়াজ তুলুন প্লিজ।

  • Untitled post 2355

    বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের মায়ের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    বাঁশখালীর সাবেক এমপি এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর সহধর্মীনি ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি সাহেবের মমতাময়ী আম্মাজান অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    মহীয়সী নারী বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় দারুল কারীম মাদরাসায় খতমে কোনআন এবং দোয়া মাহফিল
    আজ (১৪ ফেব্রুয়ারি ২১)রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী। উপস্থিত ছিলেন,সমাজ সেবক মমতাজ উদ্দীন, শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক, মাওলানা হাফেজ হামিদ উল্লাহ, মাওলানা হাফেজ মাহমুদুল হাছান, মাওলানা হাফেজ আজম, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাস্টার ইসমাঈল, মুহাম্মদ মনছুর প্রমুখ।
    এসময় বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের জন্য ১৯ দফা দাবীতে ‘যুব বন্ধন’ এর অায়োজন করে ইসলামী যুব অান্দোলন বাঁশখালী উপজেলা শাখা।

    অদ্য ১১ ফ্রেব্রুয়ারী-২১ ইং (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় শাখা সভাপতি এম মোবারক হোসাইন অাসিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টিত যুব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অান্দোলন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, যুব নেতা মাও. জাওয়াদুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছত্র আন্দোলন বাঁশখালী থানার সাবেক সভাপতি ছাত্রনেতা অব্বাস উদ্দীন, সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম।

    বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা-রোধে ও যানযটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে যুব অান্দোলনের ১৯ দফা দাবী সমূহ মধ্যে রয়েছেঃ-
    ১. রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩` (ফিট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
    ২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও অান্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
    ৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধকের ব্যবস্থা করতে হবে।
    ৪. স্পীড ব্রেকারে সবসময় সচ্চ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহ্নের ব্যবস্থা করতে হবে।
    ৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি ও অবৈধ স্থাপনা সরাতে হবে।
    ৬. প্রধান সড়কের পাশে বাজার বসা ও মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে।
    ৭. সড়কের প্রতিটি বাজার ও জনসমাগমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
    ৮. মোটর সাইকেলে দুইজনের অধিক চলা নিষেধ।
    ৯. হেলমেটবিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
    ১০. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
    ১১. অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা নিষিদ্ধ করতে হবে।
    ১২. যানবহনে চালক-যাত্রী সকলের ধুমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
    ১৩. গাড়ীতে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।
    ১৪. ট্রাফিক অাইন অমান্যকারীদের যথযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    ১৫. বাস, ট্রাক, পিকঅাপ ও সিএনজির টার্মিনাল করতে হবে।
    ১৬. মারাত্মক ঝুকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে।
    ১৭. শব্দ ও বায়ু দূষনযুক্ত সকল যানবাহনকে দণ্ডায়িত করতে হবে।

    যুব বন্ধন শেষে মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

  • সাতকানিয়া-লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

    সাতকানিয়া-লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
    অজ (০৭ ফেব্রুয়ারী২১) রবিবার সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া – লোহাগাড়ায়ও পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, দেশে টিকা আসার পর এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল অনেকের মনে।

    নেতিবাচক কিছু রাজনৈতিক প্রচারও তার সঙ্গে যুক্ত হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে নানা কথা। চিকিৎসকরা অভয় দেওয়ার পরও অনেকের মাঝে ভীতি আর শঙ্কা থেকে যায়। অথচ ইতিমধ্যে যারা টিকা নিয়েছেন তারা কোনো সমস্যা বোধ করেননি। অন্যান্য টিকার ন্যায় সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকাটা স্বাভাবিক। তিনি করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে সবাইকে নির্ভয়ে-নির্দিদ্বায় কোভিড-১৯ টিকা গ্রহনের জন্য আহবান জানান।

    সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুী, ডাক্তার মনজুর মোর্শেদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সারওয়ার উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, স্থানীয় সাংসদ সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসেন সাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আলমগীর, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইদ্রিছ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমূখ।

    সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন, স্বাস্থ্য কর্মী মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্টাচার্য, নার্স আলো দাশের টিকা গ্রহনের মাধ্যম কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    দুপুর বারটায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আরমান বাবু রোমেল, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসাইন মিনহাজসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

    লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফের ভ্যাকসিন টিকা গ্রহণের মধ্যদিয়েই টিকা গ্রহন কার্যক্রমের উদ্বোধন হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, ওসি জাকের হোসাইন মাহমুদ টিকা গ্রহন করেন।

  • বাঁশখালী প্রধান সড়ক এখন কাঁচাবাজারের দখলে

    বাঁশখালী প্রধান সড়ক এখন কাঁচাবাজারের দখলে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রাম শহরের সাথে বাঁশখালীর যোগাযোগের একমাত্র বিকল্প রোড় দীর্ঘ ৬৫ কিলোমিটারের ব্যস্ততম বাঁশখালী পিএবি প্রধান সড়কের দুই পার্শ্বের ফুটপাত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও কাঁচাবাজারের দখলে থাকায় নিত্য যানযটে ভোগছে সাধারন পথচারীরা। সড়কের ফুটপাত দখল করে কাঁচাবাজার বসায় নিত্যদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন জনগণ কে। বিশেষ করে গুনাগরী ,বৈলছড়ী কেবি বাজার শীলকূপ টাইমবাজার ও চাম্বল সহ পুরো প্রধান সড়কের ফুটপাত কাঁচাবাজারের দখলে থাকায় বাজার বারে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এতে সড়ক পথেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। যথা সময়ে সরকারী-বেসরকারী চাকুরীজীবিরা পৌঁছাতে পারছেনা তাদের কর্মস্থলে। এমনকি এ কারণে স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন না পথচারীরা। যান চলাচলে ঘটছে ব্যাঘাত, ঘন্টার পর ঘন্টা লেগে থাকছে জট।

    সরেজমিনে দেখা যায়, চাঁনপুর বাজার , গুনাগরি,রামদাশ মুন্সিরহাট, বৈলছড়ি কেবি বাজার, জলদী মিয়ার বাজার ও উপজেলা সদর থেকে শীলকূপ টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, পুইঁছড়ি প্রেমবাজার পর্যন্ত প্রধান সড়কের ফুটপাত কাঁচাবাজার ও অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের দখলে। বিশেষ করে এ সব বাজারে নিত্য যানযটের শিকার হচ্ছে সাধারণ যাত্রী ও পথচারিরা। প্রধান সড়ক কে কেন্দ্র করে গড়ে উঠা কাঁচাবাজার গুলো ফুটপাত ও রাস্তা দখলে চলে গেছে। সেখানে বসেছে শতাধিক শাকসবজি, ফলমূল, তরিতরকারি ও মাছের দোকান। ফুটপাত এত সরব হয়ে গেছে যে হেঁটে চলাও যাচ্ছে না। ফুটপাত দখল করে অনেক দোকান বসছেন স্থায়ীভাবেই। আর যারা ফুটপাতে জায়গা পাচ্ছেন না, তারা মালামাল নিয়ে বসে পড়েছেন রাস্তার ওপরই। এমনকি রাস্তার ওপরেও রাখা আছে ফলের ঝুড়ি, সবজির বস্তা প্রভৃতি। ফলে ঝুঁকি নিয়ে পথচারীদের চলতে হচ্ছে মূল সড়কে নেমে মাঝপথ বরাবর।

    বাঁশখালী প্রধান সড়কে চলাচলকারী যাত্রীবাহী এস.আলম বাস সার্ভিস, সানলাইন সহ চট্টগ্রাম শহর থেকে আসা কার্গো সার্ভিস সহ বড় বড় ট্রাক গুলো একটা আরেকটাকে ক্রস করে যেতেও হিমশিম খাচ্ছে। ফুটপাত দখল করার কারণে দিন দিন সরু হয়ে যাচ্ছে বাঁশখালী-চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র বিকল্প সড়ক বাঁশখালী প্রধান সড়কটি। তাছাড়া বে-আইনিভাবে প্রধান সড়কে থমকে দাঁড়িয়ে আছে পল্লী বিদ্যুতের খুঁটি। প্রশাসনের নজরে দৃষ্টিগোচর করার পরেও সরছে না খুঁটি গুলো। এতে নিত্য দূর্ঘটার শিকার হচ্ছে যাত্রী সাধারণ। সড়ক দখল করেই সিএনজি-অটোরিকশার পার্কিং যেন দেখার কেউ নাই।

    বাঁশখালী হাসপাতালের এ্যামুলেন্স চালক মোঃ আলমগীর বলেন, বাঁশখালী প্রধান সড়কে র্বতমানে যে হারে যানজট লেগে থাকে তাতে সাধারন রোগীরা চরম দুর্ভোগ পোহাতে হয়। একেক যানজটে ২-৩ ঘন্টা লেগে যায়। অনেক সময় ডেলিভারী সহ অতি মুমূর্ষ রোগী নিয়ে কঠিন পরিস্তিতির মুখোমুখি হতে হয়। যার কারণে তীব্র যানজটে অতিষ্ট হয়ে পড়ে রোগীরা। যেই হারে বড় বড় গাড়ি বেড়েছে,
    সেই তুলনায় আমাদের বাঁশখালী সড়কটি অতি ছোট,২ টি এস আলম সার্ভিস একসাথে ক্রস করতে পারে না। যার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।
    রাস্তাটি আরো বড় করা উচিত।

    চাম্বল এলাকার এক বেসরকারী
    চাকুরীজিবী মোঃ বেলাল উদ্দীন বলেন, ‘রাস্তা দখল করে কাঁচাবাজার বসার কারণে সড়ক জুড়ে দীর্ঘ যানজট লেগে থাকে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারন জনগন ও চট্টগ্রাাম শহরগামী সাধারণ মানুষ সহ চাকরিজীবীদের।’ এস.আলম, সানলাইন, স্পেশাল, সুপার সার্ভিস ও সিএনজি অটোরিকশার বেশ কয়েকজন চালক বলেন, ‘রাস্তা দখল করে কাঁচাবাজার এইটা কোন দেশের আইন আমাদের বুঝে আসেনা। কেউ কিছু বলেও না। রাস্তা হয়েছে গাড়ি চলানোর জন্য কিন্তু তারা কাঁচাবাজার ও দোকানপাট বসিয়ে অবৈধভাবে ফুটপাত গিলে খেয়েছে। এরকম যানজটের কারণে আমরা বাঁচি না।’

    চট্টগ্রাম জজ কোর্টের আইনজিবী এডভোকেট সাজ্জাদ হোসেন তালুকদার বলেন, ‘এই পথেই আমাদের নিয়মিত যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমানে ফুটপাতের পুরো অংশেই বাজার বসে গেছে। চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে পৌঁছতে দেড়-দুই ঘন্টার পথ পাড়ি দিতে অনেক সময় তিন-সাড়ে তিন ঘন্টারও বেশী সময় লাগে। দীর্ঘ জ্যামে আটকা পড়ে যায় যানবাহনগুলো। হেঁটে চলাচলের আর কোনো উপায় নেই। প্রশাসনের হস্তক্ষেপ ও সওজ কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকলে এরকম জনদূভোগের কিছুটা লাগব হতো।’

    ক্যাপশনঃ বাঁশখালী প্রধান সড়কের ফুটপাত দখল করে বসেছে শিলকুপ টাইমবাজার।

  • ড. আবু রেজা নদভী এমপি বাংলাদেশ-সৌদি সংসদীয় মৈত্রি গ্রুপের সদস্য নির্বাচিত

    ড. আবু রেজা নদভী এমপি বাংলাদেশ-সৌদি সংসদীয় মৈত্রি গ্রুপের সদস্য নির্বাচিত

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।

     

    চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের দুইবাের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বাংলাদেশ – সৌদি আরব সংসদীয় মৈত্রি গ্রুপের সদস্য নির্বাচিত করা হয়েছে। ময়মনসিংহ-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ রুহুল আমিন মাদানীকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট এই বাংলাদেশ – সৌদি আরব সংসদীয় মৈত্রি গ্রুপ গঠন করা হয়। গত ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক এ.জে.এম মুজাহিদ আল মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
    কমিটির অপরাপর মাননীয় সংসদ সদস্যরা হলেন, ময়মনসিংহ- ৬ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোসলেম উদ্দিন, গাইবান্ধা- ৪ আসনের সংসদ সদস্য জনাব মনোয়ার হোসেন চৌধুরী, ঝালকাঠি-১ আসনের সদস্য জনাব বজলুল হক হারুন, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম- ২ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, রংপুর- ৩ আসনের সংসদ সদস্য জনাব রাহগির আলমাহি এরশাদ, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম উম্মে ফাতেমা নাজমা ও বেগম নার্গিছ রহমান।

    বার্তা প্রেরক
    (স্বাক্ষরিত)
    অধ্যাপক শাব্বির আহমদ
    প্রেস সচিব, মাননীয় সাংসদ।