Category: চট্টগ্রাম

  • চট্টগ্রামে হিন্দু সংগঠনের উস্কানিমূলক বক্তব্য: আইনগত ব্যবস্থা নিতে স্মারকলিপি পেশ

    চট্টগ্রামে হিন্দু সংগঠনের উস্কানিমূলক বক্তব্য: আইনগত ব্যবস্থা নিতে স্মারকলিপি পেশ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    হিন্দু সংগঠনের উস্কানিমূলক বক্তব্য: আইনগত ব্যবস্থা নিতে স্মারকলিপি পেশ

    চট্টগ্রাম হিন্দুসংঘের ব্যবস্থাপনায় হেফাজত ও ইসলামী আন্দোলন নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক শ্লোগানের প্রতিবাদে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

    বিষয়টির সুস্থ সুরাহা ও আইনি ব্যবস্থাপনার দাবিতে আজ(০ ৮ নভেম্বর২০২০) রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে দলের নেতৃবৃন্দ।

    জানা যায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নামক সংগঠনের কতিপয় উগ্র কর্মীদের চরমোনাই ও হেফাজতকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান বিষয়ে প্রতিকার প্রসঙ্গে, জেলা প্রশাসক মুহাম্মাদ ইলয়াস হোসেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দেকে আশ্বস্ত করেন যে, এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল বিষয়টি খতিয়ে দেখবেন এবং দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করবেন।

    প্রসঙ্গত : বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমি আলেম ওলামাদের বিরুদ্ধে আন্দোলন করেছে চট্টগ্রাম জাগো হিন্দু পরিষদ। এ আন্দোলনে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা ইসলামি দলগুলো নিয়ে উগ্র ও সহিংস স্লোগান দিয়েছে।

    ‘মৌলবাদের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও’, হেফজাতের আস্তানা, জালিয়ে দাও পুড়িয়ে দাও’, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হেফাজতের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘চরমোনাই’র গালে গালে, জুতা মারো তালে তালে’, কওমির দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ধইরা ধইরা জবাই কর, একটা দুইটা জবাই কর’। জাগো হিন্দু পরিষদের ফেসবুক পেজে আপলোড করা এক ভিডিওতে তাদের এসব স্লোগান দিতে দেখা গেছে।

    এ সময় হুজুরদের জঙ্গি আখ্যা দিয়ে আরও নানান উগ্র স্লোগান দিতে শোনা গেছে দলটির নেতাকর্মীদের। দলটির একজন নেতা রানা দাশ গুপ্তসহ আরও অনেক নেতারাও ইসলাম ও ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে উগ্র ও সহিংস ভাষণ দিয়েছে।

    গত কয়েকদিন ধরে দেশে একের এক নবীজি সা. ইসলাম ও কোরআন অবমাননা করে আসছে বাংলাদেশের উগ্র হিন্দুরা। ধর্ম অবমাননা করায় কয়েকজন উগ্র হিন্দুকে পুলিশ গ্রেফতারও করেছে। তারা নবী সা. হযরত আয়েশা রা. ও কোরআন শরীফ নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।

    অনেকদিন ধরে এসব উগ্র হিন্দুরা ধারাবাহিকভাবে ইসলাম অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধাচারণ করে আসছে। অপর দিকে তারাই আবার মুসলিমদের ঘৃণার পাত্র হবার অভিযোগ করছে।

    সংগঠনটির পেজে বলা হয়েছে, ‘‘বছরের পর বছর ধরে এদের ভেতর অমুসলিম-হিন্দুদের প্রতি ঘৃণা, ভিন্নমতের মানুষদের ঘৃণা ইনপুট করেছে আর প্রশাসন, সরকার নিরবে দেখে গেছে আমরা দেখেছি। এখন এরা দানবে পরিণত হয়েছে। এই দানবদের নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।’’

  • চট্টগ্রাম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ আর নেই

    চট্টগ্রাম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ আর নেই

    নিজস্ব প্রতিবেদক

     

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ ইন্তেকাল করেছেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (৭ নভেম্বর ) রাত ৮ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

    আজ রবিবার ( ৮ নভেম্বর ) দুপুর ২ টায় নিজ বাড়িতে ডুমুরিয়া- রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে।

  • নলছিটিতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ

    নলছিটিতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ

    মোঃ রাকিব,নলছিটি উপজেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১২) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনির হোসেন (২২) নামের এক যুবককে স্থানীয়রা আটক করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত মনির হোসেন নলছিটি উপজেলার মালোয়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে।

    নলছিটি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে মনির হোসেন তাদের প্রতিবেশীর ঘরে ঢুকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করেন। ঐ কিশোরীর চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে আসে এবং ধর্ষণকারীকে আটক করেন। স্থানীয়রা মনিরকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ শুক্রবার সকালে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগীর মা।

    ভুক্তভোগীর মা মামলায় উল্লেখ করেন, তাঁর মেয়েকে এর আগেও গত ২৭ অক্টোবর রাতে মনির হোসেন দরজা খুলে ভেতরে ঢুকে একবার ধর্ষণ করেন। মেয়েটি এ বিষয়ে তার বাবা-মাকে জানালে তাঁরা লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেননি। এই সুযোগের ব‍‍্যবহার করে পরবর্তী সময়ে গতকাল বৃহস্পতিবার রাতে মনির আবারও ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, আজ শুক্রবার সকালে মেয়েটির মা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করেছে। আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার সিদ্ধান্ত নিবে।

  • হাটহাজারীতে ইসলামী আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    হাটহাজারীতে ইসলামী আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

     

    • আলমগীর ইসলামাবাদী
      চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গ চিত্র প্রকাশ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কর্তৃক ইসলাম ও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও ফ্রান্সের সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার( ২৯ অক্টোবর ২০২০ ইং) বাদ আছর হাটহাজারী ডাকবাংলো চত্বরে জেলা সভাপতি আতিকুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেকের সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম উত্তর জেলার জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন একজন মানুষের বাক স্বাধিনতা থাকতেই পারে। বাকস্বাধীনতার অর্থ এই নয় যে, ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি ও ব্যাঙ্গ চিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বের দুশো কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করবে। তথাকথিত জাতিসংঘ বিশ্বে সকল ধর্মের সহাবস্থানের মাধ্যমে একটি শান্তি পূর্ণ পরিবেশ সৃষ্টির কথা বলে যাচ্ছে। অথচ ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে জাতিসংঘ রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে। যার মাধ্যমে প্রমাণিত হয় জাতিসংঘ কর্তৃক শান্তি প্রতিষ্ঠার কথা একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

    এতে বক্তারা বাংলাদেশসহ সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ফ্রান্সের এই অপকর্মের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। এবং সাথে সাথে ফ্রান্সের পন্য কয়কট করারও আহবান জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি হাটহাজারী গুরুত্বপূর্ণ সড়র প্রদিক্ষন করেন।

    এতে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক খালেদ সুলতানী, সাবেক সদর ইঞ্জিনিয়র রফিক, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আলী কারিমী, সাধারণ সম্পাদক ও শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ফুরকান শিকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি হাটহাজারী থানার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী থানার সাধারণ সম্পাদক মাওলানা মামুন, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা হাম্মাদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক আযাদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ এমদাদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ তানভীর মাহতাব, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মহানবীর (স.) অপমান মুসলমানরা সহ্য করবে না=চট্টগ্রাম ইসলামী আন্দোলন

    মহানবীর (স.) অপমান মুসলমানরা সহ্য করবে না=চট্টগ্রাম ইসলামী আন্দোলন

     

    আলমগীর ইসলামাবাদী
    “চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রত্যাহার পূর্বক মুসলিম উম্মাহর নিকট ফ্রান্স প্রেসিডেন্টকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
    ইসলামী আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম মহানগর

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ¦ জান্নাতুল ইসলাম বলেন, “বাকস্বাধীনতার নামে ফ্রান্স ইসলামবিরোধী চরম অসভ্য ও নোংরা খেলায় মেতে উঠেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রীও এর আগে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। এসব উগ্র কর্মকান্ড প্রমাণ করে ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্স সরকারের বিরুদ্ধে অব¯’ান নেয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।” তিনি বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য দাবি জানান।
    ফ্রান্সে রাসূল সা. এর প্রকাশ্যে ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) বিকাল ৪ টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলী চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

    বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, নগর সেক্রেটারি আলহাজ¦ আল মুহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ডাক্তার রেজাউল করীম রেজা, মাওলানা সানাউল্লাহ নুরী, মাওলানা মনসুরুল হক জিহাদী, ওলামা মাশায়েখ নেতা মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, যুবনেতা তাজুল ইসলাম শাহীন, মাওলানা তরিকুল ইসলাম, ছাত্রনেতা রিদুয়ানুল হক শামসী প্রমুখ।

    সমাবেশে বক্তারা আরও বলেন, “ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহ’র কলিজায় আঘাত করেছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।

  • আনোয়ারায় ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    আনোয়ারায় ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালী পুকুরিয়া রওজা পাড়ার হানিফ ড্রাইবার এর সিএনজির সাথে আনোয়ারা শোলকাটায় ট্রাকের মুখামুখি সংঘর্ষ। জায়গায় নিহত হানিফ ড্রাইবার।আজ ভোর ৫ঃ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার (পিএবি)সড়কের শোলকাটার পরে কালাবিবির মোড়ে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার কালাবিবির মোড়ে এই দূঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।

  • নাজিরহাট মাদরাসার শুরা মিটিংএ হাবিবুর রহমান কাসেমী মুহতামিম হন,সলিমুল্লাহসহ ১৩ জন বহিষ্কার

    নাজিরহাট মাদরাসার শুরা মিটিংএ হাবিবুর রহমান কাসেমী মুহতামিম হন,সলিমুল্লাহসহ ১৩ জন বহিষ্কার

    আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    নাজিরহাট মাদরাসা থেকে ১৩ জন বহিস্কার, হাবিবুর রহমান কাসেমীকে মুহতামিম নির্ধারণ
    স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত নাজিরহাট বড় মাদরাসার মজলিসে শুরার সিদ্ধান্তক্রমে অবশেষে নাজিরহাট বড় মাদরাসা বিষয়ে সিদ্ধান্তে এসেছেন মাদরাসা সংশ্লিষ্টরা।

    দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে মজলিসে শুরার বৈঠকের মাধ্যমে মাদরাসাটির মুহতামিম নির্ধারণ করা হয়েছে মুফতি হাবিবুর রহমান কাসেমীকে এবং মাদরাসার সাবেক মুহতামিম দাবিদার ও আল্লামা শফী রহ. এর সময়ে বিতর্কিতভাবে নির্ধারণ করা মুহতামিম মাওলানা সলিমুল্লাহ ও তার সমর্থকসহ সর্বমোট ১৩ জনকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

    এছাড়াও আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার মুতাওয়াল্লি নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে।
    আরও পড়ুন : সরকারের কথায়ই আমি জুনায়েদ বাবুনগরীর পক্ষে আছি : এমপি মাইজভাণ্ডারি
    আজ ২৮ অক্টোবর সকাল ১০ টা থেকে প্রশাসনিক কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হওয়া শুরা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে মাদরাসার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি সূত্র।
    সূত্র থেকে জানা গেছে – প্রশাসনের পক্ষ থেকে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ, র‍্যাব ও ডিবি পুলিশের সদস্যরা।

    শুরা বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, নাজিরহাট থানার ওসি বাবুল আকতার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
    তবে সার্বিক সকল কিছুই তদারকি করছেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি ঘোষণা দিয়েই আল্লামা জুনায়েদ বাবুনগরীর সমর্থনের কারণে মাওলানা হাবিবুর রহমান কাসেমীর পক্ষে ছিলেন। যদিও তিনি এর আগে মাওলানা সলিমুল্লাহর পক্ষে ছিলেন। নিজের অবস্থান পরিবর্তনের বিষয়ে তিনি জানিয়েছিলেন – “সরকার আমাকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষে থাকতে বলেছেন বলেই নাজিরহাট মাদরাসা ইস্যুতে আমি জুনায়েদ বাবুনগরী ও মহিববুল্লাহ বাবুনগরীর পক্ষে আছি।”

    আরও পড়ুন : আল্লামা বাবুনগরীর পেছনে সারাদেশ কাতারবন্দি : নজিবুল বশার মাইজভান্ডারী
    নাজিরহাট মাদরাসার শুরা কমিটির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন – আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নোমান ফয়জী, আল্লামা আব্দুল হালিম বোখারী, মুফতী হাবিবুর রহমান কাছেমী, মুফতী মাহমুদুল হাসান।, মাওলানা হাফেজ কাসেম।, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা উমর ফারুক।, মুফতী আরশাদ রহমানী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা খুবাইব, জিরি মাদরাসা।

    আজ মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২০ সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত মজলিশে শুরার মিটিং থেকে আরও যেসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে তা হলো –

    মুফতি হাবিবুর রহমান কাসেমীকে মাদ্রাসার মহাপরিচালক নিযুক্তের পাশাপাশি মাওলানা ইয়াহিয়া বিন আবু তাহেরকে সহকারী পরিচালক ও মাওলানা ইসমাইল বিন শামসুদ্দিনকে সহযোগী পরিচালক নির্বাচিত করা হয়েছে।
    মাদ্রসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ নদভীকে শিক্ষা পরিচালক এবং ইফতার জিম্মাদার মাওলানা রবিউল হাসান কে সহকারী শিক্ষা পরিচালক নিযুক্ত করা হয়েছে।
    এছাড়াও মদরাসার প্রবীণ শিক্ষক ও মুহতামিম দাবিদার মাওলানা সলিমুল্লাহ সহ মোট ১৩ জনকে সর্ব সম্মত ভাবে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।
    বহিস্কৃতরা হলেন – মাওলানা সলিমুল্লাহ, মুফতি হাশেম, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল আলম নছিরী, মাওলানা মিজান, মাওলানা মাহফুজ, হাফেজ আব্দুল কাদের, মাওলানা মামুনসহ মোট ১৩ জন।
    তবে তাদের মধ্যে কাকে কোন দোষে এবং কোন কারণে বহিস্কার করা হয়েছে তা বিস্তারিতভাবে জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে মাওলানা সলিমুল্লাহ মাদরাসায় দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া তার ব্যাপারে অর্থনৈতিক অনিয়মসহ বেশ কিছু অভিযোগও রয়েছে।

    আরও পড়ুন :
    নাজিরহাট মাদরাসায় গোলযোগ : যা বলছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী
    মাদরাসা রক্ষার জন্যই আমি আল্লামা শফীর বিরুদ্ধে মামলা করেছি : মুফতী হাবিবুর রহমান

    আল্লামা শফীর বিরুদ্ধে মামলা : আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতিবাদ বিবৃতি
    অপরদিকে শুরা বৈঠক নিয়ে নজিরবিহীন নিরাপত্তা ও কঠোরতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। নাজিরহাট বড় মাদ্রাসার শূরা কমিটির বৈঠককে কেন্দ্র করে সবধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা সভায় নাজিরহাট বাজারের সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি মঙ্গলবার বিকালে সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।

    আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার রাত থেকে নাজিরহাট এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বুধবার সকাল থেকে নাজিরহাট বাজারের ১ বর্গ কিলোমিটার এলাকায় সবধরণের যানচলাচল ও জনচলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।

    প্রসঙ্গত : নাজিরহাট বড় মাদরাসা নিয়ে দীর্ঘদিন ধরেই একটি বিরোধ চলে আসছিলো। গত ২৭ মে মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করলে মাদরাসার মুহতামিম পদ নিয়ে মাওলানা সলিমুল্লাহ ও মুফতী হাবিবুর রহমানের মধ্যে দ্বন্ধও দৃশ্যমান হয় দীর্ঘদিন ধরে। এমনকি বিষয়টি মামলা ও আদালত পর্যন্তও গড়িয়েছে। যে দ্বন্ধে আল্লামা শফীপুত্র আনাস মাদানী মাওলানা সলিমুল্লাহর পক্ষ নিয়েছিলেন এবং আল্লামা শফী রহ. এর স্বাক্ষর নিয়ে মজলিসে শুরার সিদ্ধান্ত দিয়ে তাকে মুহতামিম ঘোষণা করেছিলেন যদিও সেই সিদ্ধান্ত মুফতী হাবিবুর রহমান কাসেমী অংশের লোকজন মানেনি। পরবর্তিতে আল্লামা শফীর ইন্তেকালের পর আল্লামা জুনায়েদ বাবুনগরী মুফতী হাবিবুর রহমানের পক্ষে দাড়ান এবং তাকে সমর্থন দেন।

  • আওয়ামী জনপ্রতিনিধিদের বাসা-বাড়ী-অফিস নির্যাতনের টর্চার সেল- ডা. শাহাদাত

    আওয়ামী জনপ্রতিনিধিদের বাসা-বাড়ী-অফিস নির্যাতনের টর্চার সেল- ডা. শাহাদাত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডিজিটাল বাকশালী আওয়ামী দু:শাসনে জনজীবন আজ বিপন্ন। আওয়ামী জনপ্রতিনিধিদের বাসা-বাড়ী-অফিস নির্যাতনের টর্চার সেল। বিনা ভোটের সরকারের আসল ফ্যাসিবাদী চরিত্র আজ দেশবাসীর কাছে দৃশ্যমান।

    চারিদিকে শুধু, ধর্ষণ, খুন, গুম, লুটপাট ও দখলের হরিলুট ব্রেকিং নিউজ। তিনি এ সময় আরো বলেন, একনায়কতন্ত্রের হাত থেকে দেশবাসী ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার একমাত্র হাতিয়ার জাতীয়তাবাদী শক্তি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অবহেলিত যুবসমাজকে উৎপাদনমূখী রাজনীতিতে সক্রিয় করতে ও ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করতে আজ থেকে ৪২ বছর আগে নিজ হাতে গঠন করেছিলেন জাতীয়তাবাদী যুবদল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় শহীদ জিয়ার যুবদল আজ দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে।

    তিনি আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২০) দুপুর ১২ টায় সৌরভে গৌরবে মহিয়ান ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে ভাস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ ঐতিহাসিক বিল্পব উদ্যানে র‌্যালী ও পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী যুবদল। যুবদলের সাংগঠনিক রাজনীতির মাধ্যমেই দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করেই আমি আজ নগর বিএনপির সাধারণ সম্পাদক। শহীদ জিয়ার হাতে গড়া যুবদল আজ সুশৃংখল সাংগঠনিক ইউনিট হিসেবে সারাদেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে চট্টগ্রাম মহানগর যুবদল দিপ্তী ও শাহেদের নেতৃত্বে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সি: সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, যুবকদেরকেই আরো দায়িত্বশীল হয়ে গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে।

    বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের সমন্বয়ে কেন্দ্রঘোষিত যে কোন কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ এ সময় নগর যুবদলের সুশৃংখল ও সাংগঠনিক রাজনীতি চর্চার ভূয়সী প্রশংসা করেন।

    জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াছ, মো. জাহাঙ্গির আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মনিরুল হাসান সিদ্দিকী, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, মো. হুমায়ুন কবীর, মো. তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, মো. তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গণি সিকদার, শাহজাহান পলাশ, আহাদ আলী সায়েম, জাফর আহমদ খোকন, মোহাম্মদ ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, আজিজুল হক মাসুম, আলাউদ্দিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এনামুল হক এনাম, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. ইকবাল, ওমর ইমতিয়াজ টিটু, সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন মানিকসহ প্রমুখ।

  • সংখ্যা ভারী কেন্দ্র কমিটি নয় নিবেদিত কেন্দ্র কমিটি চাই= আ জ ম নাছির উদ্দীন

    সংখ্যা ভারী কেন্দ্র কমিটি নয় নিবেদিত কেন্দ্র কমিটি চাই= আ জ ম নাছির উদ্দীন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করতে হলে আমাদেরকে সমন্বিতভাবে পরিকল্পনা নিতে হবে। বিগত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচনে দলের নেতাকর্মীদেরকে কাজে লাগাতে হবে। নির্বাচনী কেন্দ্র কমিটিগুলো তৈরি করার সময় তৃণমূল নেতাকর্মীদেরকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে।যাতে করে বিতর্কিত,ভিন্ন মতাবলম্বী কেউ কেন্দ্র কমিটিতে স্থান না পায়।নির্বাচনী মৌসুমে সংখ্যা ভারী কেন্দ্র কমিটি করে নেতাদের প্রিয়ভাজন হবেন। অথচ ভোটের বাক্সে ভোট পড়বে না- এমন কাজ আর করতে দেয়া হবে না।
    বিগত সংসদ উপনির্বাচনে চট্টগ্রাম মহানগরের একটা কেন্দ্রের দৃষ্টান্ত দিয়ে বলা যায়, এই কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য তৃণমূল থেকে ১০১ সদস্যের একটা কেন্দ্র কমিটি মহানগর আওয়ামী লীগের কাছে পাঠানো হয়।কিন্তু ঐ কেন্দ্রটিতে আওয়ামীলীগের প্রার্থী ভোট পেয়েছিল মাত্র ৫৬টি। কেন্দ্র কমিটির সদস্যরাও যদি প্রার্থীকে ভোট দিত তাহলে ঐ কেন্দ্রে আওয়ামীলীগের অন্তত ১০১টি ভোট পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত হয়েছে।তাই তৃণমূল নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি। কেন্দ্রকমিটি করার সময় ত্যাগী,নিবেদিত,পরীক্ষিত ও প্রকৃত নেতাকর্মীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সংখ্যা ভারী কেন্দ্র কমিটি গঠন করে কোন লাভ নেই। নিবেদিত কেন্দ্র কমিটি করতে হবে।
    আজ মঙ্গলবার ২৭ অক্টোবর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ আওতাধীন ১নং,২নং ও ৩ নং ইউনিট আওয়ামীলীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।
    সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,ক্রীড়া সম্পাদক দিদারুল আলম,উপপ্রচার সম্পাদক শহীদুল ইসলাম,সদস্য বেলাল আহমেদ,আবদুল লতিফ টিপু,পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক ইউনুস কোম্পানি, ইউনিট নেতা সেলিম মিয়া, মো. হারুন,শওকত হোসেন,বেলাল হোসেন বাপ্পী,জিয়াউর রহমান, নিজাম কাদের, সরোয়ার আলম ভুঁইয়া, জাহাঙ্গীর আলম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

  • পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ= শূরার বৈঠক কাল সোমবার

    পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ= শূরার বৈঠক কাল সোমবার

    আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের নাজিরহাট বড় মাদরাসার সৃষ্ট সংকট নিরসনে শূরার বৈঠক চেয়ে মাদ্রাসার ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে মাদরাসায় অবস্থায় গ্রহণ দুপুর থেকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের দাবানল পুরো মাদরাসা সহ আশপাশে ছড়িয়ে পড়ে।আন্দোলনের পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ।তবে ছাত্ররা দ্রুত শূরার বৈঠক আহ্বানের জন্য আন্দোলন তীব্রতর করে।পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলার পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে সেজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করে।আন্দোলনরত অবস্থায় সন্ধ্যার কিছুপর মাদরাসায় প্রবেশ করেন ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর, বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ফটিকছড়ি নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন, ইনচার্জ অফিসার বাবুল আক্তার,নাজিরহাট পৌর মেয়র সিরাজুদ্দৌলা সহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। আন্দোলনকারী ছাত্র জনতার দাবী মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, হক সব সময় বিজয়ী হয়।যদিও সত্যের বিজয় পেতে দেরী হলেও সময়ের পরিপ্রেক্ষিতে সত্যের বিজয় সুনিশ্চিত। দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার ধ্বংশ অনিবার্য তা আমরা বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। মাদরাসার অভ্যন্তরীণ সমস্যা নিরসনে শূরা সর্বোচ্চ নিয়মতান্ত্রিকতা রক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।শূরার বৈঠক সুষ্ঠু এবং পরিবেশ নিয়ন্ত্রণ করতে আমাদের প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

    বিভিন্ন মাদরাসা থেকে আগত শূরা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান। তিনি শূরার আয়োজন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।।

    মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর বক্তব্যে বলেন, ফটিকছড়ি সাংসদ দায়িত্বশীলতার জায়গা থেকে এবং আমাদের সংকট নিরসনে এগিয়ে আসায় তাঁর (ফটিকছড়ি সাংসদ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সকল যৌক্তিক দাবী আমরা বিবেচনা করে আগামী শূরার বৈঠকে এবিষয়ে আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আন্দোলনের তীব্রতা এবং পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত ২৮ তারিখের অনুষ্ঠিতব্য শূরার বৈঠক পরিবর্তন করে বৈঠকের তারিখ আগে নিয়ে আসা হয়েছে।এতে করে আগামী ২৬ তারিখ সোমবার সকাল ১০টায় মাদরাসায় শূরার বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।তিনি ছাত্রদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

    স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহের রোষানলে এবং তার ষড়যন্ত্রের স্বীকার হয়ে যেসকল সম্মানিত শিক্ষক মাদরাসা ছেড়েছেন সকলে বর্তমানে মাদরাসায় অবস্থান করছেন।তাঁদের স্বাদর অভ্যর্থনা এবং যথাযথ সম্মান প্রদর্শন করেন মাদরাসা ছাত্র জনতা। বর্তমানে মাদরাসা পরিবেশ শান্ত রয়েছে।শূরার বৈঠক অনুষ্ঠিত হওয়া অবধি আইনশৃঙ্খলা বাহিনী মাদরাসার বাহিরে-ভেতরে কঠোরভাবে দায়িত্ব পালন করবে।এক্ষেত্রে মাদরাসার ছাত্ররা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানান ছাত্ররা।