Category: চট্টগ্রাম

  • ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ইসলাম ও ধর্ম বিরোধী পাঠ্য বই বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে-আল্লামা আবদুল আউয়াল

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অনেক বিজ্ঞ প্রফেসর ডারউইনের বিবর্তন মতবাদকে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে প্রমাণ করেছেন। ইতিমধ্যে রোমানিয়া, সাউথ কোরিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, বৃটেন, আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্রে সিলেবাস থেকে এই থিউরি বাদ দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশে ইংলিশ মাধ্যমের শিক্ষা; যা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির সিলেবাস অনুযায়ী প্রবর্তিত, সেখানে এ লেভেল পযন্ত এই বিবর্তনের উল্লেখই নেই। ৬ষ্ঠ শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ অনুশীলনী বইয়ে বিবর্তনবাদের ইতিহাস উল্লেখ করে বানর থেকে ধারাবাহিকভাবে মানুষে রুপান্তর হওয়ার অবৈজ্ঞানিক এবং অবান্তর চিত্র দেখানো হয়েছে। বিবর্তনবাদ নিয়ে নুতন করে বলার কিছু নেই। এটা স্পষ্টত ইসলামসহ বিশ্বের সকল ধর্মের মৌলিক ধারণার বিরুদ্ধে। এই বিবর্তনবাদকে বাংলাদেশের কোমলমতি বাচ্চাদের মনে চাপিয়ে দেয়া আদতে কোন বিজ্ঞান চর্চা না বরং ইসলাম ও ধর্ম বিরোধী একটি এজেন্ডা। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরণের কোন বিতর্কিত ধারণা বাংলাদেশের শিক্ষার্থীদের শিখতে দেয়া যাবে না।

    আজ ০৩ ফেব্রæয়ারী ২০২৩ইং শুক্রবার, বাদ জুমা, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেইটে ওয়াসা চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল কবির ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি, শ্রমিকনেতা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নগর সংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতী ইবরাহীম আনোয়ারী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর এর সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুহাম্মদ শরীফ চৌধুরী, ডবলমুরিং থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন শিপন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

    প্রধান অতিথি আরো বলেন, সাম্প্রতি সুইডেনে ও নেদারল্যান্ডে যেভাবে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। ইসলামের সাথে পশ্চিমাদের আচরনে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি। সুইডেনে ও নেদারল্যান্ডে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।
    জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বর থেকে লালখানবাজার হয়ে দেওয়ানহাট মোড়ে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।

  • চুনতীর লাম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ১লক্ষ ঘনফুট বালু জব্দ

    চুনতীর লাম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ১লক্ষ ঘনফুট বালু জব্দ

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়া হতে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১১টি স্তুপে প্রায় ১লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

    ০১ ফেব্রুয়ারি”২০২৩ইং বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে ১১টি স্তুপে প্রায় ১লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের সময় স্পটে কাউকে পাওয়া যায়নি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদার সহ সার্বিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

    জনস্বার্থে ও জনকল্যাণে পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানকালে উপস্থিত ছিলেন, চুনতি সাতগড় বিট কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, ডলুবিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

  • বাঁশখালীতে প্রিয় নবীর অবমাননাকারী শাহেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    বাঁশখালীতে প্রিয় নবীর অবমাননাকারী শাহেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

    বাঁশখালীতে কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে আয়োজিত আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রিয় নবিজী (সাঃ) কে অবমাননাকারী কু লা ঙ্গা র শাহেদ বিন কাসেমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা শাহ শাহ ফিরোজ আহমদ মসরুর। দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন, পুকুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মামলার বাদী ও বাঁশখালী ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা ওসমান গণি, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, রাজনীতিবীদ এম মনসুর আলী, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ আহমদ, মনকিচর মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ, নদওয়াতুল ওলামা মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন, সরল মদীনাতুল উলুম পরিচালক মুফতি নুরুল আমিন, আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুনুর রশীদ, কনজুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সোহাইল মাহমুদ, বৈলছড়ি মারকাজুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা কারী ইমরান, মনসুরিয়া তাজবীদুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক, বৈলছড়ি মারকাজুন নুর মাদরাসার পরিচালক মাওলানা ইউনুস, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাধনপুর জমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা খালেদ, মাওলানা ইসমাইল, শিল্পী মাওলানা আজগর হোসাইন ফাহিম প্রমুখ।
    এসময় বক্তারা অবিলম্বে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে কটুক্তি ও ইসলাম ধর্মের অবমাননাকারী শাহেদ বিন কাসেমকে গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবী জানান। একই সাথে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিতে যারা এই ঘটনায় ইন্দন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে দাবী জানানো হয়েছে। পরে মাওলানা ফিরোজ আহমদ মসরুর সাহেবের মুনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ছাত্র ও যুব সমাজের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং ছাত্র ও যুব সমাজের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদের প্রতিবেদন।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের পূর্ব অঞ্চলের স্বনামধন্য সংগঠন, পূর্ব ডিগলিয়া পালং, করইবনিয়া ছাত্র ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ১ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করা হয়।

    উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব আলহাজ্ব মরহুম মীর কাশেম চৌধুরীর সুযোগ্য সন্তান তিন তিনবার নির্বাচিত সফল জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক ও সৎ যোগ্য শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী। প্রধান বক্তার আলোচনা পেশ করেন, ঢাকা খিলগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এইচ এম হাবিবুল্লাহ মিসবাহ সাহেব।

    আমরা মুসলিম জাতি কখনো কারো ধর্মের উপর আঘাত করি না কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান বিধর্মীরা আমাদের ধর্মের উপর আঘাত করে কেন, কিছুদিন আগেই সুইডেন ও নেদারল্যান্ডে আমাদের পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আমরা মুসলিম জাতি কখনো থাদের গীতা ও বাইবেল আগুন জ্বালিয়ে দিয় নাই, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম জাতিকে জুলুম নির্যাতন হত্যা করছেন অমুসলিমরা, পরিমনি মদের বোতল নিয়ে অপরাধে জেলখানায় গেলে মেহেদী সাজে আর সত্য কথা উচ্চ কন্ঠে বলতে গিয়ে হাজারো আলেম ওলামা জেলখানায় বন্দী করে জুলুম নির্যাতন করে।
    শুধু তাই নয় যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কোরআনুল কারিমের আইন বাস্তবায়ন না হবে, সুশাসন সুশাসনকারী নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি ফিরে আনা সম্ভব নয়।

    তোমরা মনে করিওনা এইদিন চিরদিন, ক্ষমতা চিরদিনের জন্য নয়, এই দেশ আলেম ওলামার, এই দেশ মুসলিম জাতির দেশ, যে দেশের সূর্য উঠে আজানের ধ্বনিতে, সূর্য ডুবে আজানের ধ্বনিতে সেই দেশে শিক্ষাক্রমে লিখা হয়েছে মানুষ নাকি বানরের বাচ্চা।

    শিক্ষাক্রম পাঠ্য বইয়ের মধ্যে দেখা যায় মন্দির গীর্জার ছবি, প্রধানমন্ত্রীর দেওয়া মডেল সরকারি মসজিদের একটি ছবিও দিতে তারা ব্যার্থ হয় বলে প্রধান বক্তার আলোচনায় তিনি এসব একথা বলেন।

    নিউজ ডেস্কঃ উখিয়া ভসেস২৪ ডটকম।

  • জামিয়া পটিয়ায় ৩০ জানুয়ারি২৩-সোমবার বাইতুল মুকাদ্দাস-এর সম্মানিত খতীবের শুভাগমন

    জামিয়া পটিয়ায় ৩০ জানুয়ারি২৩-সোমবার বাইতুল মুকাদ্দাস-এর সম্মানিত খতীবের শুভাগমন

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    আগামী ৩০শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার বাদে যোহর মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের সম্মানিত খতীব আল্লামা শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী (হাফিজাহুল্লাহ)তাশরীফ আনবেন।

    এই মহান ব্যক্তিত্বের আগমনে আল-জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে একটি ইসলামিক কনফারেন্সের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

    সালামান্তে
    আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্ হাফিজাহুল্লাহ্
    মুহতামিম
    আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

  • বাঁশখালীতে রাসুল (সা:)কে নিয়ে শাহেদ নামে এক যুবকের কটুক্তি,থানায় মামলা

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

    বাঁশখালীর বাহারছড়ায় শাহেদ নামে এক যুবক রাসুল (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছে। মামলা নং ৩৪ তারিখ, ২৯.০১.২০২৩। এই ঘটনায় পুলিশ এমটি মোরশেদ তালুকদার নামে একজনকে গ্রেফতার করেছে। সে বাহারছাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দিঘীরপাড় এলাকার নাজিম উদ্দীনের পুত্র।
    এই ঘটনায় মুল অভিযুক্ত শাহেদ বিন কাশেম উপজেলার বাহারছড়া ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে প্রশাসন তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অভিযুক্ত শাহেদকে দ্রুত গ্রেফতারের আশ্বাস ও মামলা রুজু করে। গত শনিবার বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাহারছড়া বশির উল্লাহ মিয়াজী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার কামরুল হাছান, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী ও ওসি কামাল উদ্দীন পিপিএম এর নেতৃত্বে প্রশাসন ঘটনাস্থলে পৌছে নিজেরাই বক্তব্য রেখে জনতাকে শান্ত করেন। তারা শাহেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে আইন হাতে তুলে না নিতে জনতার প্রতি আহবান জানান। জনগন প্রশাসনের আশ্বাসে রাজী হয়ে বিক্ষোভ স্থগিত করে। পরে বাহারছড়া বড় মাদরাসার পরিচালক মাওলানা নুর মোহাম্মদ সাহেবের ছেলে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গণি বাদী হয়ে বাঁশখালী থানায় তথ্য প্রযুক্তি আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শাহেদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা হবে।
    জানা গেছে, গত শুক্রবার শাহেদ বিন কাশেম নামের এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এতে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। এর প্রতিবাদে গত শনিবার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজীর বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জনতা। তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ স্থলে হাজির হন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরুল সুমন, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, ইউএনও সাঈদুজ্জামান চৌধুরী।

    ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে প্রিয় নবী (সাঃ) কে কটুক্তি মামলায় পুলিশের হাতে গ্রেফতার এমটি মোরশেদ তালুকদার।

  • মেধা তালিকায় উত্তির্ণ দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার ৭ ছাত্র পটিয়া ৪৩ তম হিফজুল কুরআন প্রতিযোগীতায়

    মেধা তালিকায় উত্তির্ণ দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার ৭ ছাত্র পটিয়া ৪৩ তম হিফজুল কুরআন প্রতিযোগীতায়

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার উদ্যোগে ৪৩তম পটিয়া হিফজুল কুরআন প্রতিযোগীতায় চট্টগ্রাম পাঁচলাইশ দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার মেধাবী ছাত্র রহমতুল্লাহ বিন আলমগীর ইসলামাবাদীসহ ৭ জন মেধা তালিকায় উত্তির্ন হয়ে সম্মাননা সনদ ও আকর্ষনিয় পুরস্কার প্রদান করেছেন।
    পরিস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্ হাফিজাহুল্লাহ্, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া পটিয়ার শায়খুল হাদীস আল্লামা শাহ্ আহমদ উল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ্ সহ জামিয়ার শিক্ষক বৃন্দ। বিভিন্ন মাদরাসা থেকে আগত ছাত্র ও শিক্ষকবৃন্দের প্রতি আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্ হাফিজাহুল্লাহ্ নসিহত করেন
    নবীদের উত্তরসূরি হিসেবে কুরআন- সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেয়া আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য। কল্যাণের প্রতি আহ্বান জানানো ও অকল্যাণের পরিণতি সম্পর্কে সজাগ করতে আলেমদের স্বয়ং আল্লাহ ও মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন। মানুষের ঈমান-আকিদার হেফাজত করা, মানুষকে পরকালমুখী করা, প্রচলিত শিরক-বিদআত ও কুসংস্কারসমূহ রদ করা এবং শরিয়তবিরোধী সব কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালনের শিক্ষার পাশাপাশি দেশপ্রেম এবং জাতির প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার শিক্ষা দেয়া আলেমদের অন্যতম জিম্মাদারী। তাই কোনো অবস্থাতেই আলেম সমাজের পক্ষে এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাঁরা বলেন, ইসলামী চিন্তাধারার অনুসারীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে। একে অন্যকে অভিযুক্ত করার প্রবণতা পরিহার করে মতপার্থক্যের যে সব বিষয় রয়েছে সেগুলোকে সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি ও সংশোধন করা গেলে মুসলিম উম্মাহকে কার্যকর ঐক্যবদ্ধ ও স্বাতন্ত্র্যমণ্ডিত করে তোলা সম্ভব। ওবায়দুল্লাহ হামযাহ্ হাফিজাহুল্লাহ্ বলেন, উম্মাহর ক্রান্তিলগ্নে সব মুসলিমকে একত্রিত করার দায়বদ্ধতাকে বিশেষভাবে উপলব্ধি করতে হবে। সংযমের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সাদৃশ্যের বন্ধনকে জোরদার করতে হবে এবং পরিত্যাগ করতে হবে শত্রুতা ও বিভাজনের প্রবণতা। একই সাথে চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাসবাদের সকল রূপ প্রত্যাখ্যান করতে হবে এবং অন্যান্য ধর্মের অনুসারীদের সাথেও মুসলমানদের সর্বোত্তম পদ্ধতিতে সহযোগিতা করতে হবে।
    চট্টগ্রাম পাঁচলাইশ দারুল হিদায়া তাহফিজুল কুরআন মাদরাসার মেধাবী প্রতিযোগী ছাত্ররা হলেন যতক্রমে ৩০পারা গ্রুপে মোহাম্মদ রহমত উল্লাহ বিন আলমগীর ইসলামাবাদী ১ম গ্রুপে ১ম বিভাগে উত্তির্ন,মোহাম্মদ হাসান মুহাম্মাদ সাবিত ২য় বিভাগে উত্তির্ন,মুহাম্মদ সিফাত ৩য় বিভাগে উত্তির্ন, মুহাম্মদ মাহফুজ ২য় বিভাগে উত্তির্ন,মুহাম্মাদ জুনাইদুল ইসলাম ২য় বিভাগে উত্তির্ন,মুহাম্মদ হাম্মাদ ৩য় বিভাগে উত্তির্ন,মুহাম্মাদ সাকিবুল হাসান জাওয়াদ১ম গ্রুপে ২য় বিভাগে উত্তীর্ণ, মুহাম্মাদ ফাহাদ১ম গ্রুপে ২য় বিভাগে উত্তীর্ণ, মুহাম্মাদ ফাহিম মুনতাসির ২য় গ্রুপে ২য় বিভাগে উত্তীর্ণ।
    ১৮,১৯,২০ জানুয়ারি ২০২৩ খৃষ্টাব্দ (বুধ, বৃহস্পতি ও জুমাবার) বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে ৩ দিনব্যাপী ৪৩তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৬৩৪ টি মাদরাসা থেকে প্রায় ১২৬৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছে।
    হল বিন্যাস :
    তিনটি হলে ছাত্রদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    (১) শিক্ষা ভবন ৩য় তলা (সম্মেলন কক্ষ), সেখানে ৩০ পারা গ্রুপের ১নং সিরিয়াল থেকে ৮৩৯ সিরিয়াল পর্যন্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    (২) আল-জামিয়ার জামে মসজিদ ৩য় তলা, সেখানে ১৫ পারা গ্রুপের ২ নং সিরিয়াল থেকে ৮৪১ সিরিয়াল পর্যন্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    (৩) জামাতে শাশুমের দরসেগাহ, সেখানে ৩০ পারা গ্রুপের ৮৪২ নং সিরিয়াল থেকে ১২৬৮ এবং ১৫ পারা গ্রুপের ৮৪৩ সিরিয়াল থেকে ১২৬৬ পর্যন্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ৮ঘটিকা থেকে প্রত্যেক হলের প্রতিযোগিতা আরম্ভ হয়েছে।

    প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহণকারীদেরকে সান্ত্বনা পুরস্কার এবং তাদের শিক্ষকমণ্ডলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

  • সাতকানিয়া-লোহাগাড়া কারাতে একাডেমি’র ১০ম কারাতে ২২জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান

    সাতকানিয়া-লোহাগাড়া কারাতে একাডেমি’র ১০ম কারাতে ২২জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া কারাতে একাডেমির ১০ম কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় ২২জন শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    সোমবার (২৩ জানুয়ারী”২০২৩ইং) উপজেলা শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে (এস এল কে এ)’র সভাপতি ও লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ্।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া শিল্পকলা একাডেমির পরিচালক বাবু রুপন কান্তি নাথ, লিডারশিপ স্কুলের পরিচালক মোঃ ইমরান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন, একাডেমি সাবেক ছাত্র রমিজ উদ্দিন, মাওলানা মোছা তুরাইন, মোঃ জুবায়ের, মোহাম্মদ জিকু সহ একাডেমির অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ’রা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ছোট ছোট বাচ্চাদের শরীরচর্চার চেয়ে ডিভাইসের প্রতি আসক্তি বেশি। এ কারণে অনেকেই নানান রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন। কারাতে হতে পারে শারীরিক, মানসিক ও আত্মবিকাশের অন্যতম একটি মাধ্যম বলেও জানান তারা।

    অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিচিত্রা দেবী।
    সার্বিক পরিচালনায় ছিলেন, অত্র একাডেমির প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক (এস এল কে এ)’র মোঃ সলিম উদ্দিন।

  • লোহাগাড়ায় পানিতে ডুবে এক হেফজখানার ছাত্র’র মৃত্যু

    লোহাগাড়ায় পানিতে ডুবে এক হেফজখানার ছাত্র’র মৃত্যু

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ তাহাসান (০৭) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।

    সোমবার (২৩ জানুয়ারী”২০২৩ইং) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন ২নং ওর্য়াডের পুরাতন থানা বরকত আলি সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি।

    মারা যাওয়া মোঃ তাহাসান উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেপারী পাড়ার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। বর্তমানে শিশুটির মাতা তাসমিন সোলতানা ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকার আসহাব মিয়া মাস্টারের কলোনীতে ভাড়াটিয়ে বাসায় বসবাস করছেন।

    জানা যায়, ঘটনার দিন হেফজখানায় পড়ুয়া ছাত্র মোঃ তাহাসান হেফজখানায় যায়নি। উপরে উল্লেখিত যেকোন এক সময় পুকুরে ডুবে মৃত্যু হয়। তাহাসানকে খোজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। তখন স্থানীয়’রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

    শিশুটি আজ বাদে আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন আল্লামা নূরুল হুদা ফয়েজী হাফিজাহুল্লাহ্

    হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন আল্লামা নূরুল হুদা ফয়েজী হাফিজাহুল্লাহ্

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী সাহেব হুজুর এর নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় একটি প্রতিনিধি দল হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ ইয়াহইয়া দাঃ বাঃ, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ দা.বা., আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব ও আল্লামা মুফতি শামশুদ্দীন জিয়া সাহেব ও আল্লামা আবু তাহের নদভীও কাসেমী সহ প্রমুখ হুজুরদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলকে আগামী ১৫-১৬-১৭ ফেব্রুয়ারী -২৩ চরমোনাই ফাল্গুন এর মাহফিলের দাওয়াত প্রদান করেন।

    একইসাথে কেন্দ্রীয় সভাপতি এর নেতৃত্বে নেতৃবৃন্দ মরহুম আল্লামা মুফতি আজিজুল হক রহ.,শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ., হযরত আল্লামা রফিক আহমদ রহ. সহ জামিয়ার মাকবারায় (কবরস্থান) শায়িত সকল মরহুম শায়েখদের মাকবারা জিয়ারতে করেন।