Category: নির্বাচন

  • চাম্বল ২নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কায় ভোট চেয়েছেন-মেম্বার প্রার্থী জনাব মোক্তার আহমদ

    চাম্বল ২নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কায় ভোট চেয়েছেন-মেম্বার প্রার্থী জনাব মোক্তার আহমদ

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম (১৬) বাঁশখালী উপজেলার আওতাধীন ১০নং চাম্বল ইউনিয়নে ২নং ওয়ার্ডের ভোটারদের টিউবওয়েল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন অত্র ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোক্তার আহমদ। আগামী ১৫ জুন বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    শনিবার ২৮ মে সকাল ১০ঘটিকা হইতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী জনাব মোক্তার আহমদ চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিশাল মিছিল সহকারে জনসংযোগ করেন।

    চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রতিটি গ্রামে জনসংযোগ করে যাচ্ছেন প্রতি নিয়ত।

    ০২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনাব মোক্তার আহমদ সাংবাদিকদের জানান,আমি অত্র গ্রামের সন্তান আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা, বিগত আমলে আমি ১৫ বছর এই ২নং ওয়ার্ডে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান এর দায়ীত্ব পালন করেছি,আলহামদুলিল্লাহ। আমি অত্র ওয়ার্ডে দায়িত্ব পালন করার সময় আমার জানা মতে এক টাকা দুর্নীতি করেছি কেউ বলতে পারবেনা,ইনশাআল্লাহ।

    আসন্ন ইউপি নির্বাচনে চাম্বল ইউনিয়নে ২নং ওয়ার্ডের আমি মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার প্রতীক টিউবওয়েল।

    আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামীতেও আগের মতো এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন,জনগনের নাগরিক সুবিধা প্রদান, মসজিদ-মাদরাসা ও মন্দিরসহ জনকল্যাণমুখী সকল কাজে অত্র ওয়ার্ড বাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ।

    এ সময় তিনি টিউবওয়েল প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।

  • বাঁশখালী ইউপি নির্বাচনে কে কোন প্রতীক পেলেন দেখে নিন

    বাঁশখালী ইউপি নির্বাচনে কে কোন প্রতীক পেলেন দেখে নিন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের বাঁশখালী ১৪টি ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (২৭ মে) বাঁশখালীর ১৪ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

    তার মধ্যে যথাক্রমে “পুকুরিয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোঃ আক্তার হোসেন (মোটরসাইকেল) ২. মোঃ আসহাব উদ্দীন (আনারস) ৩. বোরহান উদ্দীন মাহমদ নওয়াজ (নৌকা)। “সাধনপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা) ২. মোঃ আহসান উল্লাহ চৌধুরী (মোটরসাইকেল) ৩. খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দীন কামাল (অটোরিক্সা) ৪. চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস) ৫. আরিফ উল্লাহ চৌধুরী (টেবিলফ্যান)। “খানখানাবাদ” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ১. মোঃ জসিম উদ্দিন হায়দার (নৌকা) ২. ইছরাত জাহান পিনন (দুটিপাতা) ৩. ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া) ৪. মোহাম্মদ জাহেদুল হক (অটোরিক্সা) ৫. মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস) ৬.জিয়াউল হক চৌধুরী (মোটরসাইকেল) ৭. মোঃ আকবর হোছাইন (চশমা)।
    “বাহারছড়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. তাজুল ইসলাম (নৌকা) ২. মোহাম্মদ লোকমান (আনারস) ৩. মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিক্সা) ৪. এম বখতেয়ার উদ্দীন চৌধুরী (চশমা) ৫. মোঃ মুজিবুর রহমান চৌধুরী (মোটরসাইকেল)। “কালীপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাঃ শাহাদাত আলম (নৌকা) ২. আমিনুর রহমান চৌধুরী (মোটরসাইকেল) ৩.মোঃ খালেকুজ্জামান (ঘোড়া) ৪. মোহাম্মদ রহিম উদ্দীন (অটোরিক্সা) ৫.মোঃ নোমান (আনারস) ৬.কায়সার হামিদ ( টেলিফোন)। বৈলছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ কপিল উদ্দিন (নৌকা) ২. মোহাম্মদ ইব্রাহিম (অটোরিক্সা) ৩. মুহাম্মদ মনছুরুল আলম (মোটরসাইকেল) ৪. আবদুল ওয়াহ্হাব (আনারস) ৫. মুহাম্মদ ইউসুফ (চশমা)। “সরল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. রশিদ আহমদ চৌধুরী (নৌকা) ২. জাফর আহমদ (অটোরিক্সা) ৩. মিজানুর রহমান চৌধুরী (চশমা) ৪. মোহাম্মদ লেয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল) ৫. মোহাম্মদ সালাহউদ্দীন কাদের (আনারস)। “কাথরিয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোঃ শাহ জাহান চৌধুরী (ঘোড়া) ২. মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা) ৩. ইবনে আমিন (নৌকা) ৪. আরিফুল ইসলাম চৌধুরী ( মোটরসাইকেল) ৫. সেলিনা আক্তার শেলী (আনারস)। “শীলকুপ” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ মহসিন (অটোরিক্সা) ২. মোঃ কায়েশ সরওয়ার (নৌকা) ৩. আলহাজ্ব মাওঃ জাফর আহমদ (চশমা) ৪. মিজানুর রহমান সিকদার (মোটরসাইকেল) ৫. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস)।
    “গন্ডামারা” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাম্মদ লেয়াকত আলী (আনারস) ২.মোহাম্মদ শিহাব উল হক সিকদার (নৌকা) ৩.মোঃ আজিজুল হক (মোটরসাইকেল) ৪. জেসমিন আক্তার (টেলিফোন) ৫.মোঃ দিদার হোসাইন (চশমা) ৬. সেলিম (অটোরিক্সা)।
    “চাম্বল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মুজিবুল হক চৌধুরী (নৌকা)
    ৩.ফজলুল কাদের (আনারস) ৪. মোহাম্মদ এরশাদুর রহমান (মোটরসাইকেল) ৫.সাহেদা বেগম নূরী (চশমা)। “শেখেরখীল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ ইয়াছিন (নৌকা), ২. মোঃ মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা) ৩. ফজলুল কাদের চৌধুরী (অটোরিক্সা) ৪. শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী (মোটরসাইকেল) ৫. মোঃ আতাউর রহমান (ঘোড়া) ৬.আজিজুর রহমান (আনারস)। “পুঁইছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.জাকের হোসেন চৌধুরী (নৌকা) ২.রেজাউল আজিম চৌধুরী (টেবিলফ্যান) ৩. মোহাম্মদ সোলাইমান (ঢোল) ৪. মোহাম্মদ তারেকুর রহমান (অটোরিক্সা) ৫. মুহাম্মদ মুবিনুল হক (চশমা) ৬.কবির আহমদ (ঘোড়া) ৭.শাকের উল্লাহ (ডাব) ৮. নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী ( আনারস) ৯.তফাজ্জল হোসেন চৌধুরী (মোটরসাইকেল)।
    “ছনুয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোঃ মুজিবুর রহমান (নৌকা) ২. এম.হারুনুর রশীদ (মোটরসাইকেল) ৩. রেজাউল হক চৌধুরী (চশমা) ৩. মোহাম্মদ আলমগীর কবির (ঘোড়া) ৪. মোঃ আমিরুল হক (আনারস) ৫. সাজ্জাদুল হক (ডাব) ৬. আনিছ উল হক চৌধুরী (অটোরিক্সা)।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • বাঁশখালী ইউপি নির্বাচনে ৮৩৩ মনোনয়নপত্র ‘বৈধ, প্রতীক বরাদ্দ শুক্রবার

    বাঁশখালী ইউপি নির্বাচনে ৮৩৩ মনোনয়নপত্র ‘বৈধ, প্রতীক বরাদ্দ শুক্রবার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৬ মে ২২)। শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।

    মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ জনসহ মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

    জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউপি’র তিন পদে এবার বৈধ প্রার্থীর সংখ্যা ৮৩৩ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৭৮ জন। এছাড়া সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ৫৯২ জন এবং সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীর সংখ্যা ১৬৩ জন।

    এবার বাঁশখালীর ১৪টি ইউপির প্রত্যেকটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের একক প্রার্থী।

    এর আগে গত ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬২৭ জনসহ মোট ৮৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

    জানতে চাইলে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, শুক্রবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক নিতে আসার সময় কোনো শোডাউন, মিছিল বা মাইকিং করা আইনত অপরাধ বলে বিবেচিত হবে এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে।

    প্রসঙ্গত, বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কর্মকর্তা বলেন, আমরা আগামী ১৩ জুন থেকে ইভিএম ভোটিং পদ্ধতি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু করবো।

  • ৬নং বৈলছড়ির ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন মাওলানা মোঃ ফয়জুল্লাহ

    ৬নং বৈলছড়ির ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন মাওলানা মোঃ ফয়জুল্লাহ

    ৬নং বৈলছড়ির ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন জমা দিলেন মাওলানা মোঃ ফয়জুল্লা

    মোঃ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি
    বাঁশখালী ৬নং বৈলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শীর্ষ স্থানিয় আলেমেদ্বীন মাওলানা নুরুল আলম সাহেবের সুযোগ্য সাহেবজাদা মাওলানা মোঃ ফয়জুল্লাহ আজ ১৬মে সোমবার বিকাল ৬ ঘটিকার সময় মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন। তখন সাথে ছিলেন; বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ এহসানুল হক ও মাওলানা মোহাম্মদ ইয়াকুল সাহেব।

    প্রার্থী বলেন :- আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী এলাকার সমস্ত শীর্ষ স্থানিয় আলেম ওলামা ও মান্যগন্য ব্যাক্তি বর্গ এবং সাধারণ মানুষের সুপরামর্শে আমি আমার ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র আজকে সোমবার বিকাল ৬ ঘটিকার সময় জমা দিলাম। আমি আশাবাদী আমার নির্বাচনী এলাকায় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং এলাকা সমস্ত আলেম ওলামা ও সর্বসাধারণ মানুষের দোয়া ও সমর্থনে আমি বিপুল ভোটে বিজয় হবো ইনশাল্লাহ।

    আরও অসংখ্য সমর্থকরা বলেন, আমাদের এলাকায় এমন একজন দ্বীনদার, পরহেজগার, আমানতদার, ন্যায় নীতিবান সৎ যোগ্য আলেমকে প্রার্থী হিসেবে বেচে নিয়েছি, একজন আলেম যেমনি মসজিদে ইমাম তেমনি সমাজেও একজন আলেম ইমাম হলে(ইমাম অর্থাৎ নেতা) এলাকার সমস্ত অনৈতিক কর্মকান্ড জুলুম ব্যবিচার বন্ধ হবে, এজন্য আমরা চাই সমাজে একজন দক্ষ আলেম যিনি ন্যায় বিচারক এবং সৎ ব্যাক্তি প্রতিনিধি বানাতে। আমরা এলাকা বাসি এতটুকু বিশ্বাসী যে, একজন আলেম যদি সমাজের নেতৃত্বদানকারী থাকে তাহলে সেই সমাজের মানুষ সুখী হবে এবং সরকারি বাজেট প্রাপ্য জনগনের দারে দারে পৌছে দিতে কোন ভুল হবে না। তাই আমরা এবার বুঝে শুনে একজন আলেম কে প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ।

  • বাঁশখালী গন্ডামারা ইউপিতে নতুন ভাবে নৌকা প্রতিক পেল শিহাব উল হক সিকদার

    বাঁশখালী গন্ডামারা ইউপিতে নতুন ভাবে নৌকা প্রতিক পেল শিহাব উল হক সিকদার

    মোঃ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী),

    চট্টগ্রামের বাঁশখালী আসন্ন ইউপি নির্বাচনে গত ১৩ মে জুমাবার গণ ভবনে সংঘটিত বৈঠকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতিক ঘোষণা করার পর ২য় দিনেই নৌকা প্রতিক হারালেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম চৌধুরী মার্শাল। অবশেষে আজ ১৫ মে রবিবার ভাগ্যের চাকা ঘুরে নৌকার মাঝি হলেন গন্ডামারা ইউনিয়নের সাধারণ সম্পাদক
    ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা শিহাব উল হক সিকদার।

  • বাঁশখালীতে আসন্ন ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন।

    বাঁশখালীতে আসন্ন ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন।

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীর প্রায় ১৪ টি ইউনিয়ন থেকে নৌকার প্রতিকের জন্য আবেদন করেছেন প্রায় ৪৯ জন প্রার্থী। তারমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় যারা নৌকা পতিক পেয়েছেন ;
    ১নং পুকুরিয়া- বোরহান উদ্দিন।
    ২নং সাধনপুর – মহিউদ্দিন খোকা।
    ৩নং খানখানাবাদ- জসিম হায়দার।
    ৪ নং বাহারছড়া – তাজুল ইসলাম।
    ৫নং কালিপুর – আনম শাহাদাত আলম।
    ৬নং (ক) বৈলছড়ী- কফিল উদ্দিন।
    ৬নং (খ) কাথারিয়া- ইবনে আমিন।
    ৭নং সরল- রশিদ আহমদ চৌধুরী।
    ৯নং (ক)গন্ডামারা- জাহেদুল ইসলাম মার্শাল।
    ৯নং (খ) শীলকূপ -কায়েস সরওয়ার সুমন।
    ১০নং চাম্বল- মুজিবুল হক চৌধুরী।
    ১১নং পুইছড়ী- তারেক রহমান।
    ১২ (ক) শেখেরখীল – মোহাম্মদ ইয়াছিন।
    ১২নং (খ) ছনুয়া- মুজিবর রহমান।

  • বাঁশখালী ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন

    বাঁশখালী ইউপি নির্বাচনে যারা নৌকা পেয়েছেন

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালীর প্রায় ১৪ টি ইউনিয়ন থেকে নৌকার প্রতিকের জন্য আবেদন করেছেন প্রায় ৪৯ জন প্রার্থী। তারমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় যারা পেয়েছেন ;
    ১নং পুকুরিয়া→ বোরহান উদ্দিন।
    ২নং সাধনপুর → মহিউদ্দিন খোকা।
    ৩নং খানখানাবাদ→ জসিম হায়দার।
    ৪ নং বাহারছড়া → তাজুল ইসলাম।
    ৫নং কালিপুর → আনম শাহাদাত আলম।
    ৬নং (ক) বৈলছড়ী→ কফিল উদ্দিন।
    ৬নং (খ) কাথারিয়া→ ইবনে আমিন।
    ৭নং সরল→ রশিদ আহমদ চৌধুরী।
    ৯নং (ক)গন্ডামারা→ জাহেদুল ইসলাম মার্শাল।
    ৯নং (খ) শীলকূপ -কায়েস সরওয়ার সুমন।
    ১০নং চাম্বল→ মুজিবুল হক চৌধুরী।
    ১১নং পুইছড়ী→ তারেক রহমান।
    ১২ (ক) শেখেরখীল → মোহাম্মদ ইয়াছিন।
    ১২নং (খ) ছনুয়া→ মুজিবর রহমান।

  • রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ

    রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

    রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ।আগামী ২৯ শে মে, ২০২২ইং অনুষ্ঠেয় রংপুর টাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন২০২২-২০২৪ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে আগ্রহী প্রার্থীরা। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল ১০ মে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত।

    রংপুর কর আইনজীবিদের আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ ফজলুল হক ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ তোফাজ্জল হোসেন জানান, আসন্ন নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে মনোনয়নপত্র
    জমা পড়েছে ২২টি।

    এতে সভাপতি পদে এ্যাড. নুরুজ্জামান ও এ্যাড. দীপক কুমার সাহা, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নাফ ও মোঃ সাইফুল হক, সাধারণ সম্পাদক পদে এ্যাড. শফিকুল ইসলাম মুকু ও এ্যাড. কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাবেদ চৌধুরী ও হারুনার রশিদ (মনু), কোষাধ্যক্ষ পদে মোঃ জাফর রিয়াজ ও আফরোজা শারমিন কনা এবং কার্যকরী সদস্য পদে সৈয়দ আব্দুর রব বাবুল, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মোঃ মশিয়ার রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম মন্ডল, মোঃ মাসুদুর রহমান চৌধুরী, মোঃ আহসান হাবীব, দেবাশীষ কুমার সাহা, রেজাউল ইসলাম সুজন, সাইদুর রহমান রনি, মোঃ মাজহারুল ইসলাম মারুফ, এ.কে.এম রহমতুল্লাহ অপু, মোঃ লাল মিয়া (রফিকুল) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    উল্লেখ্য যে, সর্বশেষ সভাপতি মোঃ মাসুম খান ও সাধারণ সম্পাদক মোঃ মতলুব হোসেন পদাধিকার বলে কার্যকর কমিটির সদস্য থাকবেন। নির্বাচন কমিশনার জানান, আগামী ১১ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ মে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ১৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯মে দুপুর ১২টা হইতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।##

  • রংপুর মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

    রংপুর মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

    শরিফা বেগম শিউলীঃ -স্টাফ রিপোর্টার রংপুর,

    মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির (২০২২-২৫) শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ই ফেব্রুয়ারী) রাতে নগরীর মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচিত সভাপতি শালেহ আহমেদ মোল্লাসহ ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহ মোঃ আশরাফুদ্দৌলা আরজু। মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রামকৃঞ্চ সোমানী, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ কাশেম, জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, আইন বিষয়ক সম্পাদক আজিজ উল্লাহ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, মাহিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ রফিক, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল।

    উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ এমদাদুল হক, সদস্য হাশেম আলী, আবদুর রহিম পাঠান, মোঃ শামসুল আলম, এ কে এম শাইফুল ইসলাম আজাদ,আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদ পারভেজ টিটু। তানবীর হোসেন আশরাফীসহ বক্তারা বলেন, মাুিহগঞ্জ দোকান মালিক সমিতি এখানকার ব্যাবসায়ীদের প্রাণের সংগঠন। নতুন নেতৃত্ব এই সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যাবসায়ীদের উন্নয়ন,অধিকার ও স্বার্থ রক্ষায় অগ্রনী ভ’মিকা পালন করবে। এক্যবদ্ধ হয়ে সকল সংকট মোকাবেলা করা হবে।

    গত ১৪ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • সাতকানিয়ায় ১৬টি ইউপি নির্বাচন সম্পন্ন

    সাতকানিয়ায় ১৬টি ইউপি নির্বাচন সম্পন্ন

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সাতকানিয়া উপজেলার ১৬টি ইউপির মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ১২টিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে আওয়ামী- লীগের প্রার্থী ৮টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪টিতে জয় পেয়েছেন।

    ০৭ ফেব্রুয়ারী”২০২২ইং সোমবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পরথেকে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে বাজালিয়া ও নলুয়া ইউনিয়নে দুইজন নিহত হয়। পরে রাতে ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

    চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় ইউনিয়নে মো. ওসমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড় ইউনিয়নে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

    এদিকে নির্বাচিত প্রার্থীরা হলেন- চরতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. লেয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রমজান আলী, খাগরিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আকতার হোসেন, কালিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাফেজ আহমদ, ধর্মপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নাছির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী তাপস কান্তি দত্ত এবং সোনাকানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন জয় পেয়েছেন।

    অন্যদিকে ৪টি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আমিলাইষ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মির্জা আসলাম সরওয়ার রিমন, পশ্চিম ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিদুয়ানুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুর রহমান জয় লাভ করেছেন।