Category: নির্বাচন

  • চট্টগ্রামের ১৬ ইউপি’র ১৪ নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়

    চট্টগ্রামের ১৬ ইউপি’র ১৪ নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়ার দুই ইউপিতে নৌকাকে হটিয়ে স্বতন্ত্রের জয় সপ্তম ধাপে অনুষ্ঠিত সাতকানিয়ার ১৬ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় নৌকার প্রার্থীরা। এছাড়া বাকি দুটিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

    বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন— চরতি ইউনিয়নে মো. রুহুল্লাহ চৌধুরী (নৌকা), আমিলাইশ বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, নলুয়ায় মো. লেয়াকত আলী (নৌকা), কাঞ্চনায় রমজান আলী (নৌকা), খাগরিয়ায় মো. আকতার হোসেন (নৌকা), কালিয়াইশে হাফেজ আহমদ (নৌকা), ঢেমশায় মির্জা আসলাম সরওয়ার রিমন (স্বতন্ত্র), ধর্মপুরে নাছির উদ্দিন টিপু (নৌকা), বাজালিয়ায় তাপস কান্তি দত্ত (নৌকা), পশ্চিম ঢেমশায় রিদুয়ানুল ইসলাম সুমন (বিদ্রুহী)। এরআগে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় কেওঁচিয়া ইউনিয়নে ওচমান আলী (নৌকা), পুরানগড়ে আ.ফ.ম. মাহবুবুল হক সিকদার (নৌকা), মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম (নৌকা) ও সাতকানিয়া সদরে মোহাম্মদ সেলিম (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

    এরআগে ভোটের আগের রাত থেকেই বিছিন্নভাবে সাতকানিয়ার ইউপি নির্বাচনের উত্তাপ ছড়ায়। সেই উত্তাপ আরও বাড়ে সকালে ভোট শুরুর পর। সহিংসতার তীব্রতা এতোই বেশি ভয়ানক ছিল যে, ভোটে মাঠে প্রাণ গেছে শিশুসহ দুজনের।

    এভাবেই দফায় দফায় সংঘর্ষ আর দুজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে সাতকানিয়ার ১৬ ইউপির ভোট গ্রহণ। সকাল থেকে প্রায় সব ইউপিতে থেমে থেমে দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে নৌকা ও বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে।

    ভোটের শুরুতেই খাগরিয়ার গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের বাইরে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনা ঘটে। এরপরই ভোটগ্রহণ বন্ধ করে দেয় প্রিজাইডিং অফিসার।

    এরপর দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিতে প্রতিপক্ষের সমর্থক মনে করে তাসিব (১৩) নামে এক শিশুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এছাড়া বাজালিয়ার ২ নম্বর ওয়ার্ডে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলিতে আব্দুর শুক্কুর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

    অন্যদিকে সকাল থেকে কালিয়াইশ, সোনাকানিয়া, কাঞ্চনাসহ কয়েকটি ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর দফায় দফায় সংর্ঘষের কারণে ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন।

    এদিকে সোনাকানিয়া ইউনিয়নে সকালে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বিদ্রোহী প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী। এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের বের করে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভরার অভিযোগ উঠে পোলিং অফিসারদের বিরুদ্ধে।

    এ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে পুরানগড়, কেঁওচিয়া, সাতকানিয়া সদর ও মাদার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।

  • সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২,আহত অনেক

    সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২,আহত অনেক

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক কিশোরসহ দু’জন নিহত করছেন, পৃথক দুই ইউনিয়নে আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

    সবশেষ ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর শুক্কুর (৩৫)। তার আগে নিহত কিশোরের নাম তাসিফ (১২)।
    আজ সোমবার (৭ ফেব্রুয়ারি২২) দুপুরে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুর শুক্কুর নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী ছিলেন।

    চট্টগ্রাম প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, বাজালিয়ার নির্বাচনী সহিংসতায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে।

    কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, বাজালিয়া থেকে নির্বাচনী সহিংসতায় শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

    এর আগে উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের নাম তাসিফ।

    নিহত তাসিফ মরফলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মরফলা আর এনএম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মারফলা বোর্ড অফিসে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে। তখন তাসিফও দৌড় দেয়। এরই একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে খুন করে। এরপর কেন্দ্রটির বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানা গেছে।

    ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বহিরাগতরা।

    এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, নলুয়ায় একজন মারা গেছে বলে জানতে পেরেছি। সত্যতা যাচাইয়ের জন্য আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

  • সাতকানিয়ায় দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

    সাতকানিয়ায় দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির পরে দুইটি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

    আজ (০৭ ফেবু্রুয়ারী২২) (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুইটি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
    চট্টগ্রাম প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

    তিনি বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার পরে গণিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই দুইটি কেন্দ্রে আজ আর কোনো ভোটগ্রহণ হবে না। পরে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    ভোট শুরুর কিছু সময় পরেই খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। কেন্দ্র দখল নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    জানা গেছে, নির্বাচনে নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

    ঘটনাস্থল থেকে তিনি চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, খাগরিয়া গণিপাড়া কেন্দ্রটিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল। ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

    উল্লেখ্য, চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    এ চার ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদ, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • বিরামপুর প্রেসক্লাবের নির্বাচনে আকরাম সভাপতি সাধারণ সম্পাদক মশিউর জয়লাভ

    বিরামপুর প্রেসক্লাবের নির্বাচনে আকরাম সভাপতি সাধারণ সম্পাদক মশিউর জয়লাভ

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান।

    (৩০জানুয়ারি) রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক।

    ভোট গণনা শেষে ১৭ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন,তার নিকটতম প্রতিদ্বন্দী আবু তাহের ইসলাম পেয়েছেন ১০ ভোট ও ফরিদ হোসেন পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সহকারী অধ্যাপক মশিহুর রহমান,তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। যুগ্ন-সাধারণ পদে আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী মাজারুল ইসলাম তামিম পেয়েছেন ১৪ ভোট।

    নির্বাচনে প্রেসক্লাবের ৩০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • উখিয়ার উপজেলার ৫ ইউপিতে নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ

    উখিয়ার উপজেলার ৫ ইউপিতে নবনির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অদ্য ২৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া উপজেলা চত্বরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত শপথ গ্রহন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি,

    বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    উখিয়া থানা অফিসার ইনচার্জ জনাব আহমদ সন্জুর মোর্শেদ, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ।

    শপথগ্রহণ অনুষ্ঠানে শপথগ্রহণ করেন ৫ ইউপি সদস্যদের মধ্যে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল কবির মেম্বার, ২ নং ওয়ার্ডের সালাহউদ্দিন মেম্বার, ৩ নং ওয়ার্ডের সৈয়দ হামজা মেম্বার, ৪নং ওয়ার্ডের মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, ৫নং ওয়ার্ডের সরওয়ার কামাল পাশা, ৬নং ওয়ার্ডের আব্দুল হক মেম্বার, ৭নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত জনাব আব্দুর রহিম মেম্বার, ৮নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত ইকবাল মেম্বার ও ৯নং ওয়ার্ডের ইন্জিনিয়ার হেলাল উদ্দিন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোকসানা আকতার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য খুর্শিদা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জনাবা শামশুন নাহার প্রমুখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শপথ অনুষ্ঠান আয়োজন করেন উখিয়া উপজেলা প্রশাসন, উখিয়া, কক্সবাজার।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন

    ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন

    ইমরান তৌহিদ রানা, বার্তা সম্পাদক।

    আগামীকাল ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ রবিবার অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার ইউপি নির্বাচনের অংশ হিসেবে চকরিয়া উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে অদ্য ২৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শনিবার ৯ ঘটিকার দিকে চকরিয়া থানা প্রাঙ্গণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার সদস্য, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এর উপস্থিতিতে ব্রিফি সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম, কক্সবাজার উক্ত সভায় উপস্থিত সকলকে নিরপেক্ষতা, সতর্কতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান।

  • রাজাপালং ৯নং ওয়ার্ড কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে গণ সংবর্ধনা সভার আয়োজন

    রাজাপালং ৯নং ওয়ার্ড কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে গণ সংবর্ধনা সভার আয়োজন

    নিজস্ব প্রতিনিধি।

    গত ১১ নভেম্বর ২০২১ খ্রিঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী টানা তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় ২৪ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার বিকেল ৩ ঘটিকা হইতে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৃহত্তর কুতুপালংবাসীর পক্ষ থেকে বিশাল গণ সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত বিশাল গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হোছাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগের সভাপতি জনাব মুজিবুল হক মুজিব, সহ-সভাপতি এড. এটিএম রশিদ আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক, রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব সাংবাদিক নুরুল হক খাঁন, জনাব হেলাল উদ্দিন মেম্বার।

    প্রধান অতিথি কে বৃহত্তর কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব নুরুল হক খাঁন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

    এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে চকরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে চকরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি।

    কক্সবাজারের চকরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে চকরিয়া থানাধীন ভেওলা মানিকচর ইউনিয়নের সকল চেয়ারম্যান পদপ্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী, সাধারন সদস্য পদপ্রার্থীসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৬ নভেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার বিকাল ২ ঘটিকার দিকে অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব তৌফিকুল আলম, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল, কক্সবাজার জেলা, জনাব মুহাম্মদ ওসমান গনি, অফিসার ইনচার্জ, চকরিয়া থানা,
    আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার (রির্টানিং অফিসার, ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১) জনাব সুপম দাস।

    উক্ত সভায় প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি যথাযথ প্রতিপালন, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হয়।
    ইহাতে প্রত্যেক প্রার্থীগন সহ সর্বস্তরের জনসাধারন নির্বাচন আচরন বিধি যথাযথ প্রতিপালন পূর্বক আগামী ২৮/১১/২০২১ ইং তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

  • ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল হক খাঁনের গণসংযোগ ও শেষ নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিনত

    ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল হক খাঁনের গণসংযোগ ও শেষ নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিনত

    নিজস্ব প্রতিনিধি।

    দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জননেতা জনাব নুরুল হক খাঁনের আপেল মার্কার সমর্থনে আয়োজিত পাতাবাড়ী ফুটবল খেলার মাঠে  অদ্য ৮ নভেম্বর ২০২১ খ্রিঃ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার দিকে বিশাল গণসংযোগ ও শেষ নির্বাচনী জনসভা মুহাম্মদ আব্দুল্লাহ’র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং কমুতুষ বড়ুয়ার সভাপতিত্বে শুরু হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপেল মার্কার মেম্বার পদপ্রার্থী জননেতা জনাব নুরুল হক খাঁন, রাজাপালং ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল হক মেম্বার, জনাব সুনিল বড়ুয়া, নলবনিয়াবাসীর পক্ষ থেকে জনাব মুহাম্মদ আব্দুল্লাহ, জনাব সংজিৎ বড়ুয়া কালু, জনাব কমুতুষ বড়ুয়া, জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া আরো নেতাকর্মী ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ ভোটারদেরকে নৌকা ও আপেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে
    আপনাদের পাশে থাকার সুযোগ দিন বলে সমাপ্তি ঘোষণা করেন।

    Exif_JPEG_420
  • রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর গণসংযোগকালে রহিম মেম্বার

    রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর গণসংযোগকালে রহিম মেম্বার

    ৮ নভেম্বর ২০২১ খ্রিঃ সোমবার দুপুর ২ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ৭নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা ডেইলপাড়া, তুলাতলী পাড়া, টাইপালং ও করইবনিয়া নিজ এলাকায় গণসংযোগ করেন।

    দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী (বর্তমান সফল মেম্বার) জননেতা জনাব আব্দুর রহিম মেম্বারের শেষ গণসংযোগকালে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মেম্বার, ৭নং ওয়ার্ডের চার চারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব আলী আহমদ মেম্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব ফরিদুল আলম মেম্বার, জনাব মুক্তার সিকদার, জনাব আক্তার সিকদার, জনাব আবুল কালাম সওদাগরসহ স্হানীয় সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।