Category: ব্রেকিং নিউজ

  • উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    নিজস্ব প্রতিবেদন।

    আমাদের দাবি মানতে হবে।
    ষড়যন্ত্রকারী জালাল আহমদ চৌধুরী নিপাতযাক, গফুর আলম স্যার জিন্দাবাদ, স্যারকে পূনরায় নিয়োগ দিতে হবে, এই স্লোগান ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফুর আলম কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমদ চৌধুরী ষড়যন্ত্র ও ১২ লাখ টাকা ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে প্রত্যহার করে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।

    ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় ২০০৭ ইংরেজি হইতে শুরু হয়ে ২০২৩ ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মোঃ গফুর আলম, ২০২২ ইংরেজিতে অত্র বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ার পর পরেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল আহমদ চৌধুরী ১২ লাখ টাকা ঘোষ চেয়েছেন, ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছেন বলে জানান অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী। শুধু তাই নয়, এমপিওভূক্ত হওয়ার পর পরেই জালাল আহমদ চৌধুরীর ছেলে ও পুত্রবধুকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, অন্য শিক্ষকদের থেকেও ঘোষ নিয়েছেন বলে প্রমাণ করতে চান তারা, পরবর্তী পাস হয়ে যাওয়ার পর মাওলানা আব্দু শুক্কুরকে টাকা ফেরত দিতে রাজি হয় বলে জানান।

    সেখান থেকে গত ২০ দিন ধরে প্রধান শিক্ষক মোঃ গফুর আলম স্যারকে বহিষ্কার করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন।

    যদি আমাদের দাবি না মানলে পূনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

  • বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন এবং শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন এবং শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

     

    অদ্য ০২ জানুয়ারি ২০২৩ তারিখ দূপুরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাস্থ কালিকচ্ছ এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন অস্ত্রের প্রতিরক্ষামূলক অবস্থান ঘুরে দেখেন এবং সৈনিকদের পেশাদারিত্ব এবং প্রশিক্ষণের মান দেখে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।‌ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্যের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

    শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বিজিবি’র জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় বিজিবি’র সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক চলতি শীত মৌসুমে দেশব্যাপী শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়ন ইতোমধ্যে অসহায় ও দুঃস্থ ৪,৬৩৮ জনকে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ এবং ৬,৭৪৯ জনকে (পুরুষ, নারী ও শিশু) চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে।

  • প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

    প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরে ফুলবাড়িতে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান। ২৭শে ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১১ পদাতিক ডিভিশন এবং ৬৬ পদাতিক ডিভিশন এর দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সময়ের সাথে তাল মিলিয়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃংখল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকান্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে। তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিরহাট এলাকা এবং ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৮০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় বলে মত প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ দিনাজপুর অঞ্চলের অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

    শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা যেমনঃ ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগ, বায়ুবাহিত বিভিন্ন রোগ, গর্ভবর্তী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ছানি, চালসে ও দীর্ঘ দৃষ্টি ইত্যাদি রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে ‘কৃষক বান্ধব ভেটেরিনারি সেবা ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশু ও হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা এবং চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খামারীদের গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করছে। সেবামূলক এই ক্যাম্পেইনটি খামারীদের মাঝে গবাদিপশু পালনে উৎসাহের সৃষ্টি এবং বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
    পরিদর্শনকালীন সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনসমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ই ডিসেম্বর

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের দিনও ঘোষণা করা হয়েছে। ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ৩ নভেম্বর “জেল হত্যা দিবসে” পৌর মেয়রের শ্রদ্ধাঞ্জলি

    ৩ নভেম্বর “জেল হত্যা দিবসে” পৌর মেয়রের শ্রদ্ধাঞ্জলি

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে ঢাকা মোড়ে বঙ্গবন্ধু মুরাল সহ জাতীয় চার নেতার মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী ।

    ৩ নভেম্বর “জেল হত্যা দিবস উপলক্ষে বিরামপুর পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, এ সময়ে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী কাউন্সিলার বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    তিনি বলেন, আজ ৩ নভেম্বর
    বাঙালি জাতির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেলহত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩রা নভেম্বর। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্ক্ষিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতমটি ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে।

    বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির পিতা বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

  • হাজী দেলোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হাজী দেলোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ ওয়াশিম চট্টগ্রাম

    বাংলাদেশ মানবাধিকার ফোরামের উপদেষ্টা হাজী দেলোয়ার হোসেনের ৬৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ চট্টগ্রামের একটি রেষ্টুরেন্টে রাত ৭টায় সময় জি,এম মাহবুব হোসেনের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
    বিশেষ অতিথি ছিলেন,
    ফোরামের উপদেষ্টা রোটারিয়ান শফিউল্লাহ,ফোরামের সহ-সভাপতি মুর্তজা জাকির হোসেন,লায়ন জানে আলম,সেলিম উদ্দিন,হাবিবুর রহমান,অলি উদ্দিন হাওলাদার ও সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
    উক্ত অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো:নাঈম উদ্দিন,সহ-সাংগঠনিক
    সম্পাদক জাহানারা আক্তার তানিয়া,রোজি আকতার,আয়শা আকতার,মনজুর আলম বাবুল,ফরিদা ইয়াছমিন,ফাতেমা আকতার ডলি,মোহাম্মদ রিদুয়ান আলম,আবদুর রউফ,সাংবাদিক মোহাম্মদ ওয়াসিম,রেহেনা আহমেদ মনি,সাংবাদিক ইমরান সোহেল,ছদরুল ইসলাম আনিস সহ ফোরামের নেতৃবৃন্দরা।

    আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয় এবং ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাজী দেলোয়ার হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন যুগ্ম-মহাসচিব আকতার উদ্দিন রানা।

  • রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    রাস্তার পাশে ড্রেন না থাকায় করইবনিয়া এলাকার রাস্তার চলমান ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে সাইট

    ব্রেকিং নিউজঃ

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আমতলী ঘাট হইতে মৌলভীর দোকান রবি টাওয়ার স্টেশন পর্যন্ত রাস্তার চলমান ঢালাই এর কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে রাস্তার সাইট।

  • উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের থাইংখালি উত্তর জামতলী এলকায় অবস্থিত হযরত আয়েশা ছিদ্দীকা (রা) বালিকা হিফ্জ খানা ও এতিমখানার বালিকা হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল (১০) মাত্র ৯ মাস ৮ দিনে পবিত্র মহা গ্ৰন্থ আল কোরআন মুখস্থ করে হেফজ সমাপ্ত করেন।

    রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উক্ত মাদ্রাসার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সমাপ্তির বিষয়টি উল্লেখ করেন, উক্ত প্রতিষ্টানের পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম।

    তিনি বলেন,আমার মাদ্রাসার শিক্ষিকা আমার সহধর্মিণী, তিনি উচ্চ শিক্ষিতা ও অনেক ভালোমানের হাফেজা,তিনি মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসেবে মাদ্রাসা সকল ছাত্রীরা যেন দ্রুত সময়ে মহাগ্রন্থ আল কুরআন হেফজ সমাপ্ত করে পিতা-মাতা, উস্তাদসহ অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এইটাই আমলে নিয়ে চেষ্টা চালিয়ে যায়।

    তিনি আরো বলেন,পবিত্র কোরআনই একমাত্র সর্বশ্রেষ্ট কিতাব, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয় মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে। আল কোরআন মুখস্থকারীদের জন্য মহান আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে নানান পুরস্কারের কথা বলা হয়েছে। হাদিসে স্পষ্টভাবে এসেছে,পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা। রাসুল (স.)বলেন,তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ ব্যক্তি,যে ব্যাক্তি নিজে কোরআন মজিদ শিক্ষা করে,এবং অন্যদের শিক্ষা দেয়।

    অবাক হওয়ার বিষয় হলো,বিপুল সংখ্যক কোরআনের হাফেজ/হাফেজাদের কোরআন মজিদ মুখস্থ কারার নির্দিষ্ট কোনো বয়স নেই।
    কেউ বুড়ো বয়সে,কেউ কিশোর বয়সে, কেউ আবার শিশু অবস্থায় কোরআন মুখস্থ করছেন। এমনকি অন্ধ নর/নারীরা মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনে শুনে মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার নজির রয়েছে।মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার যেমিন নির্দিষ্ট কোনো বয়স নেই,তেমনি দিনে কিংবা মাসে কে কতটুকু মুখস্থ করবে তার কোন বিধি-নিষেধ নেই। এভাবেই সমগ্র পৃথিবীতে অল্প বয়সে,কম সময়ে পবিত্র মহা গ্ৰন্থ আল-কোরআনের হাফেজ/ হাফেজা হচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় মাত্র ৯ মাস ৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজা হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন উখিয়ার ফাহিমা আক্তার কাজল।

    ফাহিমা আক্তার কাজল’র বাড়ি উখিয়া উপজেলা ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী আবুল বশর এর মেয়ে ফাহিমা আক্তার কাজল।

    বাবা,আবুল বশর তার মেয়ে অল্প সময়ে কুরআনের হাফেজ হওয়ায় মাদ্রাসার কতৃপক্ষ ও মহান আল্লাহ তা’য়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং তিনি তার মেয়ে হাফেজা ফাহিমা আক্তার কাজল’র জন্য দোয়া প্রার্থনা করেন দেশ বাসীর কাছে।

    হযরত আয়েশা ছিদ্দীকা(রা) বালিকা হিফ্জ খানা ও এতিম খানার হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল এর এর হেফজের শেষ সবক শোনেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষিকা।

    উক্ত প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম জানান, অল্প সময়ের মধ্যেই নাজেরা সহিহ শুদ্ধভাবে শেষ করে হিফজ শুরু করেন। হিফজ শুরুর পরই তার শিক্ষিকা, তার মাঝে মেধার শক্তি দেখতে পান। সে ধারাবাহিকতায় তার শিক্ষিকা অনেক চেষ্টা চালিয়ে মাত্র ৯ মাস ৮ দিনে কোরআনের হিফজ সমাপ্ত করার সহযোগিতা করেন,এতে হাফেজা ফাহিমা আক্তার খানমের শিক্ষিকা তার ছাত্রীর জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকুরিয়া আদায় করেন,এবং তাঁহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

    উক্ত মাদ্রাসার শিক্ষিকা বলেন, গত ২০২১ সালে অত্র মাদ্রাসা থেকে ৫ জন হাফেজা হেফজ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে। এবং চলিত বছরের ২০২২ সালে আরো ৫ জন’ হিফ্জ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হবে।

    প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম শেষ পর্যায়ে চলিত বছরের যারা হিফ্জ সমাপ্তি করবে তাদের সময় নির্ধারণ করলে বলেন আগামী নবেম্বর মাসে ৫ জনের হিফ্জ পুর্ণাঙ্গ ভাবে শেষ হবে।

    যারা সমাপ্তি কারি আছেন, তৌহিদা ইয়াছমিন(১১)পিতা মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম মনখালী,বাহাস ছড়া,টেকনাফ শফিকা আক্তার (১৪)পিতা হাফেজ আব্দুল গনি হোয়্যাইক্ষ্যং লম্বাবিল, হ্নীলা, টেকনাফ, ।হারেসা আক্তার(১৩)পিতা মুহাম্মদ নুর গ্রামঃ দরহা পাড়া, হ্নীলা, টেকনাফ। সালেহা খাতুন কামাল(কোবরা)(১২)পিতা মোহাম্মদ কামাল উদ্দিন (বর্তমান মেম্বার ৬নং ওয়ার্ড , রহমতের বিল, পালংখালী উখিয়া।

    উল্লেখ্য উখিয়ার শেষ সিমান্ত ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী শুক্রর মেম্বার বাড়ির সংলগ্ন অবস্থিত আবাসীক ও অনাবাসিক বালিকা হিফ্জ মাদ্রাসা ও এতিম খানা’ মাদ্রাসাটি ২০২০সালে প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি প্রতিষ্ঠতা করেন, অত্র এলাকার কৃতি সন্তান মৃত সোনালী সিকদার এর ছোট সন্তান মাওলানা মুহাম্মদ সেলিম। এতে ৪০ জন ছাত্রী ২ জন শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়।
    মাদ্রাসা যোগাযোগ নাম্বারঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়- স্পীকার।

    বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়- স্পীকার।

    জাতীয় ডেস্কঃ-

    বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়। এসবের প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণ উৎসাহহের সাথে অংশগ্রহন করে তাঁদের মতামত প্রদান করেন।

    এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু হার হ্রাস, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যগণের মতামতের গুরুত্ব দেওয়া হয়।

    আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় “ফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য আইসিডি এজেন্ডা এ্যাজ এ্যান এক্সিলারেটর ফর দ্য এসডিজি’স” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ,ফ,ম রুহুল হক এমপি। এছাড়াও ডা. আব্দুল আজিজ এমপি,আনোয়ারুল আবেদীন খান এমপি,মেরিনা জাহান এমপি,অপরাজিতা হক এমপি কর্মশালায় বক্তব্য প্রদান করেন।

    কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র চিফ অফ হেল্থ ড. ভিভাভেন্দ্রা রাঘুভানশি, ইউএনএফপিএ’র পিপিআর প্রধান এম শহীদুল ইসলাম পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোঃ মাঈনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যগণ মূল্যবান মতামত প্রদান করেন।

    স্পীকার বলেন, বিভিন্ন দেশের সরকার মাতৃমৃত্যু হ্রাস,শিশু মৃত্যু হ্রাস,কারিগরী শিক্ষা প্রদান,যুব উন্নয়ন,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। কিন্তু জাতীয় সংসদ এগুলো নিয়ে কাজ করে এমন উদাহরণ বিশ্বে কম। সেক্ষেত্রে বাংলাদেশের সংসদ অনেক এগিয়ে আছে।

    উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক সফরকালীন স্পীকারের সাথে ইউএনএফপিএ এবং ইউএনডিপি এর প্রতিনিধির সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশ জাতীয় সংসদের এ কার্যক্রমের প্রশংসা করেন।

    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম এর সভাপতিত্বে হাবিবুর রহমান এমপি, এস এম জগলুল হায়দার এমপি,উম্মে কুলসুম স্মৃতি এমপি,এম এ মতিন এমপি, প্রান গোপাল দত্ত এমপি,আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি,খঃ মমতা হেনা লাভলী এমপি,আদিবা আনজুম মিতা এমপি এবং সংসদ সদস্যবৃন্দ ও ইউএনএফপিএ’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    স্বাক্ষরিত
    (মোঃ তারিক মাহমুদ)
    পরিচালক (গণসংযোগ)
    মোবাইল-০১৯৫৭২০৬৫৮৬

  • গাবতলীতে হিন্দু থেকে নবমুসলিম হওয়া এক গৃহবধূর মৃত্যু

    গাবতলীতে হিন্দু থেকে নবমুসলিম হওয়া এক গৃহবধূর মৃত্যু

    স্টাফ রিপোর্টার রাকিব মাহমুদ ডাবলু

    : বগুড়ার গাবতলীতে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা মাইশা আকতার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামে।
    একাধিকসূত্রে জানা গেছে, গাবতলীর নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের ব্রজ গোপাল সরকারের মেয়ে গত ৫/৬বছর আগে একই উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সজিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাধবী সরকার ২০২১সালের ১৪নভেম্বরে আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মাইসা আক্তার রেখে ওইদিনই সজিব হোসেনকে বিয়ে করেন। দীর্ঘ ৯মাস তারা খুব ভালোভাবেই ঘর সংসার করে আসছিল। গত রোববার রাতে খাবার শেষে সজিব হোসেন ও তার স্ত্রী মাইসা আক্তার নিজঘরে ঘুমিয়ে পড়েন। এরপর দিবাগত রাতে মাইসা আক্তার বুকে ব্যথা অনুভব করলে তাকে সিএনজিযোগে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাবতলী থানা পুলিশ সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছে। এ ব্যাপারে মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান,লাশ মর্গে আছে।ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।বগুড়া সদর থানা পুলিশ লাশের ময়না তদন্ত করবে।