Category: শিক্ষা প্রতিষ্ঠান

  • নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশেরহার ৯৭.৫৭%

    নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশেরহার ৯৭.৫৭%

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আজ ২৫ডিসেম্বর২০২২ রোজ রবিবার দুপুর ১টার দিকে, বো‌র্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

    বোর্ডের মুহতারম চেয়ারম্যান আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহিয়া সাহেব (হাফি.) এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলেদেন বোর্ডের মুহতারম মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (হাফি.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মাদ আলী সাহেব (হাফি.)।
    ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের মজলিসে আমেলা ও শুরার সদস্যগণ এবং বোর্ডের সিনিয়র কর্মকর্তাগণসহ বিভিন্ন সংবাদ কর্মীগণ।

    বোর্ডের অধীনে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৫১৩৫৪০জন। অনুপস্থিত মোট ১০১৩জন। মোট পাশ ৫১০৩২২জন। মোট ফেল ২১১৫জন। মোট জি.পি.এ ২৭৭৩২জন।
    মোট প্রতিষ্ঠান ৭৫৪০টি। মোট কেন্দ্র ২২২৬টি।
    পাশেরহার ৯৭.৫৭%
    আল্লাহ তা’য়ালা সকলকে কবুল করুক।

  • উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    কক্সবাজারের দক্ষিণ,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন’র থাইংখালী উত্তর জামতলী এলাকায় অবস্থিত হজরত আয়েশা ছিদ্দিকা (রা) মহিলা হিফ্জ খানা ও এতিম খানায় এক বছরে পাঁচজন মহিলা শিক্ষার্থী হিফয সমাপ্তি করাই দোয়া মাহফিল এর আয়োজন সমাপ্তি করা হয়।

    অদ্য ১৬ই নভেম্বর ২২ইং বুধবার বিকাল ২ঘঠিকা থেকে মাদ্রাসা হল রুমে পবিত্র কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত দিয়ে এই আয়োজন শুরু করা হয়।

    এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার প্রবিণ মুরব্বি,হাফেজ আব্দুল হাকিম।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, থাইংখালি দারুত তাহ্জীব কওমী  মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুস সত্তার, পালংখালী রহমানিয়া মাদ্রাসার পরিচালক, মাওলানা জিয়াউর রহমান।

    এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজার  এর উখিয়া উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক দুরন্তের সহকারী পরিচালক সাংবাদিক ওমর ফারুক, পালংখালী ইউনিয়ন এর ইউপি সদস্য মোফিদুল আলম সিকদার সহ প্রমূখ।

    অত্র মাদ্রাসা থেকে ২২ সালের শিক্ষাবর্ষে যারা হিফ্জ সমাপ্তি করেছে তারা হলো প্রথম জন, টেকনাফ উপজেলার  হোয়্যাইক্যং ইউনিয়ন’র লম্বাবিল এলাকার হাফেজ আব্দুল গণির বড় মেয়ে খুদে হাফেজা শফিকা আক্তার(১৪)।  দ্বিতীয় জন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন’র মনখালী গ্রামের আক্তার হোসেন’র বড় মেয়ে খুদে হাফেজা তৌহীদা ইয়াসমিন।
    তৃতীয় জন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর জামতলী এলাকার আবুল বশরের মেয়ে খুদে হাফেজা ফাহিমা আক্তার কাজল।
    ৪র্থ জন, পালংখালী ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামাল হোসেন এর মেয়ে খুদে হাফেজা  ছালেহা খাতুন কামাল( কোবরা)।
    ৫ম জন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন এর দরগাহ পাড়া এলাকার মুহাম্মদ নুর এর মেয়ে খুদে হাফেজা হারেসা আক্তার।

    এ-ব্যাপারে অত্র মাদ্রাসার প্রধান পরিচালক বলেন, এ- মাদ্রাসাটি ২০২০ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে সম্পূর্ণ পর্দা সহকারে পাঠদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ গত ২১ সালে ৫ জন হিফ্জ সমাপ্ত করে দস্তর(পাগড়ি) দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে।

    বর্তমান চলিত বছরে ৫জন হিফ্জ সমাপ্তি করেছে আলহামদুলিল্লাহ।

    সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসা আরো দীর্ঘ করে নির্মাণের কাজ চলতেছে।এতে আপনার সহযোগীতায় আরো মহিলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন  হিফ্জ করার সুযোগ পাবে আশা রাকি ইনশাআল্লাহ।

    এতে মাদ্রাসায় সহযোগীতা করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করোন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম। মোবাইলঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া স্টেশন থেকে কলেজ বাস সার্ভিস শুভ উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উখিয়ার ছাত্র-ছাত্রীদের কক্সবাজার সরকারি কলেজ যাতায়াতের সুবিধার্থে ৩ নভেম্বর ২০২২ইং, সকাল ০৮ টায় উখিয়া উপজেলা গেইটের সামনে কলেজ বাস সার্ভিসটি উদ্বোধন করা হয়েছে।

    কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক মহিব উল্লাহ। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল হাসান মোস্তাক, যুগ্ম আহ্বায়ক সাহেদুর রহমান, সাকিব ও মনসুর।
    উখিয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক ও উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষথেকে উপস্থিত ছিলেন জুলহাস উদ্দিন টিপু, মোঃ ইব্রাহিম, সালাউদ্দিন, জামাল উদ্দিন, মিজানুর রহমান আরিয়ান সহ অসংখ্য কলেজ যাত্রি ছাত্র-ছাত্রীরা।

  • উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    উখিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত-UkhiyaVoice24.Com

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস-২০২২, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উখিয়া উপজেলা শিক্ষা একাডেমির তত্বাবধানে দিবসটি পালন করা হয়েছে।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা শিক্ষা অফিসার গোলসান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে,
    মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,

    এছাড়া এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায়, আবৃত্তি, বৃক্ষরোপন ও পুরষ্কার বিতরণে অংশ নেন নেতৃবৃন্দ ও প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগন উপস্থিত ছিলেন।

  • হাফেজ আবু রাহাত কে অভিনন্দন জানিয়েছেন, সাংবাদিক আলমগীর ইসলামাবাদী

    হাফেজ আবু রাহাত কে অভিনন্দন জানিয়েছেন, সাংবাদিক আলমগীর ইসলামাবাদী

    ডেস্ক রিপোর্টঃ

    আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কুয়েত প্রতিযোগিতা বাংলাদেশের হয়ে অংশ গ্রহন করে ১১৭ টি দেশ থেকে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি হাফেজ আবু রাহাত কে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
    বৃহস্পতিবার (২০ অক্টোবর ২২) সকালে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, হাফেজ আবু রাহাত দেশের জন্য যে বিশাল সম্মান ও মর্যাদা বয়ে এনেছে তা আমাদের সকলের জন্য অনেক গৌরবের। তাঁর এই বিজয়ে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে বাংলাদেশের সুনাম ও খ্যাতি বয়ে এনেছে। আমি হাফেজ আবু রাহাত কে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তার সাফল্যমণ্ডিত ও বরকতময় ভবিষ্যত জীবনের জন্য দোয়া করছি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআন হৃদয়ে ধারণের পাশাপাশি তাকে যেন একজন যোগ্য ও মুত্তাকী আলেম রূপে গড়ে ওঠে ইসলামের বৃহৎ পরিসরে খেদমত করার তাওফীক দান করেন, সে জন্যও দোয়া করছি।
    সাংবাদিক আলমগীর ইসলামাবাদী
    আশা প্রকাশ করে বলেন, শত বাধাবিপত্তির মধ্যেও বাংলাদেশের মুসলমানদের মাঝে ধর্মের প্রতি টান ও ভালবাসা দিন দিন বাড়ছে। ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। নূরানী মাদ্রাসার বদৌলতে দেশব্যপী লাখ লাখ শিশু সন্তান ছোটবেলা থেকেই বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও ইসলামের আবশ্যকীয় মাসআলা মাসাইল শিখতে পারছে। অভিভাবকদের মাঝে সন্তানদেরকে হফেজে কুরআন ও আলেম রূপে গড়ে তোলার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এখন প্রতি পাড়ায় পাড়ায় প্রচুর হাফেজে কুরআন দেখা যায়। এভাবে ইসলামের প্রচার-প্রসারের সাথে সাথে দেশের শান্তি-শৃঙ্খলা ও কল্যাণের দিক থেকেও এটা খুবই ইতিবাচক। কারণ, যারা কুরআনী শিক্ষা ও দ্বীনি শিক্ষা লাভ করেন, তারা আদর্শ নৈতিকতার শিক্ষা আয়ত্ব করে বেড়ে ওঠেন এবং শিক্ষাজীবনে সেমতে অনুশীলন করে নিজেদেরকে গড়ে তুলেন। আর এসব দ্বীনি শিক্ষায় শিক্ষতদের নৈতিকতা, সততা ও আমনতদারিতার ফলে দেশ ও জাতি উপকৃত হয়ে থাকেন এবং ইনসাফ ও আদর্শপূর্ণ পরিবার ও সমাজ গড়ে ওঠে।
    সাংবাদিক আলমগীর ইসলামাবাদী
    হাফেজে কুরআন আবু রাহাত জয়ে দেশবাসীর আনন্দ ও খুশি উদযাপনের প্রশংসা করে বলেন, এতে দেশবাসীর মনে ইসলামের প্রতি, কুরআনের প্রতি ও আলেম-উলামার প্রতি ভালবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। এই উদযাপনের ফলে ইসলামী শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়বে এবং এতে করে ইনসাফ ও শান্তিপূর্ণ জাতি গঠনে সহায়ক হবে।

    বার্তার শেষ দিকে সাংবাদিক আলমগীর ইসলামাবাদী অভিভাবকদের প্রতি নিজ নিজ সন্তানদেরকে শিশুকালে নূরানী মাদ্রাসায় ভর্তি করিয়ে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও প্রয়োজনী ইসলামী জ্ঞান শিক্ষাদান এবং হিফজুল কুরআন মাদ্রাসায় পড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে করে পরকালে যেমন আল্লাহর কাছে জবাবদেহীতা থেকে মুক্ত হতে পারবেন, তেমনি সন্তানদেরকে ইসলামী শিক্ষাদানের মাধ্যমে সৎ ও আদর্শ নাগরিক গড়ার কাজে ভূমিকা রেখে দেশ ও জাতির সেবা করার মহৎ উদ্দেশ্যও অর্জিত হবে এবং সকলে উপকৃত হবেন।

  • উখিয়ার মরিচ্যা বাজার উত্তর স্টেশনে মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা

    উখিয়ার মরিচ্যা বাজার উত্তর স্টেশনে মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা

    শিক্ষা বার্তা।

    উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে প্রতিষ্ঠিত, স্বল্পসময়ে সাড়াজাগানো প্রতিষ্ঠান, মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা।

    ছাত্রদের হলের মনোরম পরিবেশ ও নিরিবিলি পরিবেশ দেখার মত। ছাত্ররা যেন পরীক্ষায় সর্বোচ্চ সফলতার সাথে উত্তীর্ণ হয়, সেজন্য সকলের নেক দোয়া প্রত্যাশা করছি।

    মহান আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নিন, ছাত্রদেরকে দুনিয়া ও আখেরাতে সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত করেন, সেজন্য সকলের কাছে দোয়া চায়।

    প্রিয় দেশবাসী, আপনাদের কোমলমতি সন্তানকে ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষায় পারদর্শী করে তুলতে আমাদের উপর আস্থা রাখতে পারেন।
    ইনশাআল্লাহ আপনাদের সন্তানের ব্রাইট ফিউচার গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

  • বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম কে জেলা ও উপজেলা প্রশাসনের সংবর্ধনা

    বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম কে জেলা ও উপজেলা প্রশাসনের সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদন।

    সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত সালমান বিন আব্দুল আজিজ ৪২ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে উপজেলা প্রশাসন, নাগরপুর এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

    এসময় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট, বই, জায়নামাজ, পোশাক ও আর্থিক সম্মাননা ( জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ও উপজেলা প্রশাসনের ৫০ হাজার টাকা) প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি স্যার, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, নাগরপুর উপজেলা পরিষদ, উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন, টাঙ্গাইলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    উপজেলা প্রশাসন,নাগরপুর, টাঙ্গাইল বিশ্বজয়ী নাগরপুর উপজেলার এই কৃতি সন্তানকে সম্মানিত/সংবর্ধনা করতে পেরে আনন্দিত ও গর্বিত। একইসাথে এ সম্মাননার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনবে এই প্রত্যাশা ও তার সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

  • ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব নিযুক্ত হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

    ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব নিযুক্ত হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব নিযুক্ত হলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

    বুধবার(২৮ অক্টোবর২২) “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ” এর কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত বোর্ডের বাৎসরিক সাধারণ সভা, মজলিসে শূরার অধিবেশন এবং পরীক্ষা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বোর্ডের সিনিয়র সহসভাপতি মুফতী হাফেজ আহমদুল্লাহ-এর সভাপতিত্বে ও ইত্তেহাদের দপ্তর সম্পাদক মাওলানা সাঈদুল হক এর সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠান আরম্ভ হয় এবং ইত্তেহাদের অন্যান্য দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
    উল্লেখ, চলতি বছরের ২১জুন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব মুফতী আব্দুল হালিম বোখারী ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।
    মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ এতদিন ইত্তেহাদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • আগামী-১৯ ও ২০ নভেম্বর উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা ৪র্থ তম বার্ষিক সভা

    আগামী-১৯ ও ২০ নভেম্বর উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা ৪র্থ তম বার্ষিক সভা

    এইআ এম শাহাবউদ্দিন তাওহীদ,উখিয়া।

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্ব অঞ্চলের নবগঠিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা”র ৪র্থ তম বার্ষিক সভা ও ইসলামী সম্মেলন।

    উক্ত ৪র্থ তম বার্ষিক সভা ও ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, দেশবরেণ্য মোফাচ্ছিরে কোরআন বর্তমান সময়ের সাড়াজাগানো বক্তা, সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা বরিশাল)।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল কবির চৌধুরী।

    উক্তা সভায় এছাড়া আরো দেশবরেণ্য ওলামায়েকেম ও বুজুর্গানে দ্বীনগন তাশরিফ আনবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

    নিবেদকঃ
    হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব
    পরিচালক অত্র মাদ্রাসা, উখিয়া কক্সবাজার।
    যোগাযোগ ০১৮১২-৭৬৬৮৯৩