Category: অগ্নিকান্ড

  • সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল

    সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল

    (বিশেষ প্রতিনিধি),

    চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তৃণমূল থেকে উঠে সাবেক সফল ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম আমিন।

    রবিবার (১২ জুন”২০২২ইং) দুপুরের দিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

    এসময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং খোঁজ খবর নেন এবং নিজ উদ্যোগে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালাক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা: রাজিব, ডা: রফিক উদ্দিন, ডা: রেজোয়ানুল রায়হান, ডা: নাবিলা নুর, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবলু, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ, জুয়েল, মুনতাসীর সহ আরও অনেকেই।

    কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় রোগী এবং রোগীর অভিভাবক সহ সর্বমহলেই প্রশংসা করেছেন এবং তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • চট্টগ্রামের সিতাকুন্ডের অগ্নিকান্ডে বাঁশখালীর ৭ জন প্রাণ হারালেন।

    চট্টগ্রামের সিতাকুন্ডের অগ্নিকান্ডে বাঁশখালীর ৭ জন প্রাণ হারালেন।

    রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

    চট্টগ্রামের সিতাকুন্ডে বিএম ডিপোতে অগ্নিকান্ডের দূর্ঘটনায় বাঁশখালীর ৭ জনের প্রাণ হারালেন বলে খবর পাওয়া গেছে,
    এছাড়া আরও অনেক নিহতদের সন্ধান মিলেনি।

    গত ৪ জুন শনিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা টি শুরু হলেও পরের দিন আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে সেনাবাহিনীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী ৫ জুন রাত ১০ টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশ্বস্ত করিয়েছেন। ইতিমধ্যে বাঁশখালীর ৭জনে প্রাণ হালেও আমাদের হাতে ৫ জনের নাম টিকানা পেয়েছি, ১/শেখেরখীল মোশারফ আলী সিকদারের বাড়ীর মরহুম শাহ আলম চৌধুরীর ৪র্থ সন্তান মোঃ আব্দুর রহমান, ২/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ মহি উদ্দিন, ৩/ পুঁইছড়ির পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা মোঃ তোফাইল আহমদ তোহা, ৪/ পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা (সাবেক ইউপি সদস্য জসিম মেম্বারের একমাত্র সন্তান) মোহাম্মদ রুবেল (৩০), ৫/ ছনুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মুবিনুল হক, আরও অনেকের সন্ধান মিলেনাই।

  • সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মহান আল্লাহর সাহায্য কামনা করে জামিয়ায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

    সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মহান আল্লাহর সাহায্য কামনা করে জামিয়ায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জামিয়া দারুল উলূম হাটহাজারীতে এক বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

    আজ (০৫ জুন ২২) রবিবার বাদ যোহর জামিয়ার কেন্দ্রীয় জামে বায়তুল কারীমে এই দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)।

    মুনাজাতে জামিয়ার শিক্ষবৃন্দসহ হাজার হাজার শিক্ষার্থী ও মুসল্লীগণ শরীক হন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুনাজাতরত হাজার হাজার আলেম ও শিক্ষার্থীকে মহান আল্লাহর সাহায্য কামনা করে অঝোরে কাঁদতে দেখা যায়।

    মুনাজতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামিয়া প্রধান হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.) বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানীর ঘটনায় পুরো জাতি উৎকণ্ঠিত ও শোকাহত। ইতিমধ্যে বহু লাশ উদ্ধার করা হয়েছে এবং পাঁচশতাধিক আহতকে উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহনী, ফায়ারসার্ভিসের বহু ইউনিট, পুলিশসহ সর্বস্তরের জনতা জানবাজি রেখে আগুন নিভানো ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অনেকে রক্ত ও ঔষধ দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের ব্রাউজ করুন partner-sponsored Glasses, অনলাইনে কেনার জন্য উপলব্ধ প্রতিটি স্বাদ এবং বাজেট অনুসারে বিভিন্ন বিকল্পের সাথ

    তিনি বলেন, দেশ ও জাতির নানাবিধ সংকটের মধ্যে সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা এক বিশাল জাতীয় দুর্যেোগ। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি সম্পদেরও বিশাল ক্ষতি হয়েছে। এই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা মহান আল্লাহর গায়েবি মদদ কামনা করবো।

    আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.) এ ঘটনায় উদ্ধার তৎপরতাসহ নিহতদের দাফন, শোকাহতদের সান্ত্বনাদান এবং আহতদের চিকিৎসায় যার যার সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতাদান ও পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • বাঁশখালী গন্ডামারায় আগুনে পুড়ে লন্ড ভন্ড ৩ ভাইয়ের বসতবাড়ি

    বাঁশখালী গন্ডামারায় আগুনে পুড়ে লন্ড ভন্ড ৩ ভাইয়ের বসতবাড়ি

    মোঃরেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

    ১৭মে (মঙ্গলবার) দিবাগত রাত ১টার সময় চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মরহুম ইউসুফ আলী সিকদার বাড়ি সংলগ্ন মোনাফ সিকদারের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের বসতবাড়ি পুড়ে লন্ডভন্ড।

    আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল এলাকার লোকজন।
    আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের দিকে রওনা হয় ফায়ার সার্ভিস। কিন্তু রাস্তাঘাটের বেহাল দশার কারণে সময় মত পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে মুহুর্তেই পুড়ে যায় অসহায় মানুষগুলোর সব সহায় সম্বল। এ দায় জনপ্রতিনিধিরা কিছুতেই এড়াতে পারেনা। তা ছাড়া বাঁশখালীর বিভিন্ন এলাকায় অনুন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে ফায়ার সার্ভিস সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপকারভোগীরা।