Category: অপরাধ

  • কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩

    কক্সবাজারের উখিয়া কুতুপালং চাচাতো জেঠাতো ভাইয়ের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত-৩

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় চাচাতো জেঠাতো ভাইয়ে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমির ও নারীসহ নিহত ৩

    কক্সবাজারের উখিয়ায় ‘জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষে দূরবৃত্তদের হামলায় জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমির ও নারীসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

    অদ্য ৬ এপ্রিল-২০২৫ খ্রি: রবিবার দুপুরে স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার নাজির হোছাইনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছাইনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। ঘটনায় উভয়পক্ষ কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

    মৃত মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির ও কুতুপালং বাজার স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব। নিহত তিনজনই পরস্পর আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। স্থানীয়দের বরাতে ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে বিবাদমান একপক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো চুরি দা’সহ লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    তিনি বলেন, সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

    উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছি। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান বলেও জানান তিনি।

  • মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ


    মানুষ ও মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মদ ও জুয়া। কোরআন ও হাদিসে এই দুই বিধ্বংসী শয়তানী হাতিয়ারের ব্যপারে সতর্ক করা হয়েছে অতি নিখুঁতভাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ” নিশ্চয় শয়তান তোমাদের পরস্পরের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়”

    এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের উপর মদ ও জোয়া হারাম করেছেন” সুতরাং যে জিনিস স্বয়ং আল্লাহ তাআলা এবং তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সাব্যস্ত করেছেন, তা কোনোভাবেই আল্লাহ তায়ালার খাঁটি বান্দাগণ করতে পারেন না।

    তাই মদ ও জোয়ার প্রকাশ্য মহড়া কিভাবে বন্ধ করা যায়,এবং কীভাবে এর সয়লাব ঠেকানো যায় সেই লক্ষ্যে আজ কুতুপালং কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন সমাজের সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং উক্ত সভায় সকল সদস্যবৃন্দ মদ ও জুয়া প্রতিরোধে একমত পোষণ করেন।

    তাই আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে এই ধ্বংসাত্মক মহামারী থেকে রক্ষা করতে একতাবদ্ধ হয়ে জনমত গড়ে তুলি। এবং একটি সুন্দর স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করি।

  • শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    www.ukhiyavoice24.com

    উখিয়া উপজেলার বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সাহেবকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কারণ ছাড়া এই চাকুরীচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্বসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। UkhiyaVoice24.Com

  • উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।
    উৎপাদন করে বাজারে বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্যের ঝুঁকিতে এলাকাবাসী, কক্সবাজার উখিয়া উপজেলা কুতুপালং উত্তর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বন ভুমি জায়গায় দালান নির্মাণ করে অনুমোদন বিহীন অবৈধভাবে জনি ফুড নামে একটি চানাচুর তৈরির কারখানা গড়ে উঠেছে।কারখানায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে বিভিন্ন রকমের ভেজাল পণ্য তৈরী করে বাজারে বিক্রি করে যাচ্ছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার চানাচুর তৈরি করে বিভিন্ন হাটবাজারে ও গ্ৰামে গিয়ে গঞ্জে বিক্রি করে আসছে।ফলে এসব চানাচুর খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে এলাকাবাসী। এই বিষয়ে খবর পেয়ে
    বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আনন্দ টিভির উখিয়া সাংবাদিক প্রতিনিধি নুরুল আলম কে প্রাণ নাসে হুমকি দেয় এই বিষয়ে নিউজ না করার জন্য প্রতিরোধ করে কারখানার মালিক জনি কতৃক তার সহযোগীরা মিলে ।এক পর্যায়ে নিউজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।
    এই বিষয় নিয়ে কক্সবাজার বিএসটিআইয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিক পরিদর্শক,তিনি জানান,উখিয়া চানাচুর কারখানায় কোন ট্রেড লাইসেন্স নাই বলে জানাই ,তবে অবৈধভাবে কারখানা খুলে চানাচুর বাজারে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে শিশু অপহরণকারী ও তার সহযোগী ধরাছোয়ার বাইরে।

    স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে শিশু অপহরণকারী ও তার সহযোগী ধরাছোয়ার বাইরে।

    www.ukhiyavoice24.com

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার নুর হোসেন প্রকাশ চেয়ারম্যান এর ছেলে (১২) অপহরণ করেন একয় এলাকার আমির হামজা সওদাগরের ছেলে মোঃ সোহেল রানা ও তার সহযোগীরা। অপহরণকরা ঐদিন থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন কিন্তু পরদিন সকালে এলাকার একজন কৃষক তার চাষাবাদ ধান চাষ পরিদর্শন করতে গিয়ে দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। সেখান থেকে তাহাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশু অপহরণ হওয়া স্কুল ছাত্রের পিতা নুর হোসেন প্রকাশ চেয়ারম্যান থানায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও প্রশাসন নিরব, একদিনও অভিযান পরিচালনা করতে দেখেনি বলে উখিয়া ভয়েস২৪ ডটকমকে জানান। স্কুল ছাত্র শিশু অপহরণের ঘটনার পর থেকে নিয়মিত স্কুল মাদ্রাসা ও প্রাইভেটসহ জরুরি কোন কাজে যেতে শিশু কিশোর এবং এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পিতা মাতারা নিজের সন্তানকে হারানোর ভয়ে স্কুল মাদ্রাসা ও জরুরি কাজেও বের দিচ্ছে না। অপহরণকারীরা এভাবে ধরাছোঁয়ার বাইরে তাকলে ভবিষ্যৎ শিশু কিশোরের আরো অপহরণের ঘটনা ঘটাতে পারে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হোসেন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয়কে আকুল আবেদন করেন যে দ্রুত খুব শীঘ্রই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।

  • উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের করইবনিয়া এলাকার নুর হোসেন (প্রকাশ) এর ছেলে মোঃ রিদুয়ান খলিল (১২) একয় এলাকার আমির হামজা সওদাগরের ছেলে মোঃ সোহেল রানা (১৮) গত ১৮ মার্চ ২০২৫ খ্রি: মঙ্গলবার তারাবির নামাজের সময় আনুমানিক ৮.৪৫ ঘটিকার দিকে করইবনিয়া নতুন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে হাঠাৎ মুখ বন্ধ করে নিয়ে যায়।

    তারাবির নামাজ শেষে খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মিলেনিই, তখন এলাকার দোকানপাট ও এলাকার মানুষ জমিয়ত ঝড়ো হলে অপহরণকারী স্থানত্যাগ করে অন্য স্থানে অবস্থান করেন এবং উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় কিন্তু পরবর্তীতে ফজরের পর এলাকাবাসী যৌত অভিযান পরিচালনা পরিদর্শন করেন এলাকার পূর্ব পাশে গহীন জঙ্গলের পাহাড়, গহীন জঙ্গলে নিয়ে হাত পা ও মূখ বেঁধে ১ কোটি টাকা দাবি করা অপহরণকারী মোঃ সোহেল রানা।

    সকাল ১০ ঘটিকার দিকে করইবনিয়া এলাকার পূর্ব অঞ্চলেরর গহীন জঙ্গলের পাহাড়ের পাশে আমতলী ঝিরি নামক ঘোনাতে চাষাবাদী চাষের মালিক আব্দুস সালাম চাষ পরিদর্শন করতে গিয়ে হঠাৎ ছোট্ট কান্নার শব্দ শুনতে পায়, তখন সে হৈচৈ চিৎকার করে মানুষকে ডাকাডাকি করলে অপহরণকারী পালিয়ে যায়, সেখান থেকে স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে আহত অবস্থায় জীবিত হাত পা বাঁধা উদ্ধার করা হয়। এ বিষয়ে উখিয়া থানায় অভিযোগ মামলা দায়ের করলেন বলে ভিকটিমের পিতার কাছ থেকে জানা যায়।

    এলাকায় আতঙ্কে থমথমে দিন কাটছে শিশু ও শিশুদের পিতা মাতারা। এবিষয়ে প্রশাসন শিশু অপহরণকারীকে গ্রেফতার করা না হলে ভবিষ্যৎ এলাকা আরো ঝুঁকিপূর্ণ ও ভয়ংকর হয়ে উঠবে এবং অপহরণকারী মোঃ সোহেল রানাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও সহযোগীদের নাম প্রকাশ করার জোর দাবি করছি।

  • উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি।

    উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি।

    তানভীর শাহরিয়ার, উখিয়া।

    কক্সবাজারের ব্যস্ততম উখিয়া সদর স্টেশনের সিএনজি পার্কিং নিয়ন্ত্রণ নিতে রোববার সকাল ৯ ঘটিকায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের দু গ্রুপের মধ্যে দিবালোকে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
    জানাগেছে, আওয়ামী সরকার পতনের পর উখিয়া সদর স্টেশনের প্রায় ১২ শতাধিক সিএনজি ও টমটমের চালক’রা চাঁদাবাজ মুক্ত হলেও সাধারণ ড্রাইভার’রা একটু স্বস্তি ফেলেছে। দুঃখজনক হলেও সাম্প্রতিক সময়ে উখিয়ার ১০ টি লাইনে সাধারণ চালকেরা প্রতিনিয়ত ফের টোকেন বাণিজ্যের কবলে পড়েছে। রোববার সকাল ৯ ঘটিকায় সিএনজি সমিতির নবনির্বাচিত সভাপতি ও উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মনির এবং সাধারণ সম্পাদক ছাত্রদলের উখিয়া কলেজের সাবেক সভাপতি বিএনপি নেতা মোরশেদের নেতৃত্বে সিএনজি লাইন নিয়ন্ত্রণ নিতে আসলে সাধারণ চালক শ্রমিক, ড্রাইভার, শ্রমিক নেতা ও উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদারের গ্রুপের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ১০/১৫ জন গুরুতর আহত হয়েছে।
    উখিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিএনজি সমিতির সভাপতি আহসান উল্লাহ মনির গণমাধ্যমে বলেন, আমরা সমিতির দায়িত্বে রয়েছি, দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের প্রভাব বিস্তার করে সাইফুল সিকদার সিএনজি লাইন থেকে ওপেন চাঁদাবাজি করে যাচ্ছে, আমাদের সমিতির নেতৃত্ববৃন্দ অভিযোগ পাওয়ায় ঘটনা স্থলে চাঁদাবাজদের দমন করতে গেলে যুবদল নেতা সাইফুল সিকদারের নেতৃত্বে আমার সাধারণ সম্পাদক মোরশেদের উপর হামলা করে। এসময় আমাদের ৫/৬ জন গুরুতর আহত হয়েছে।
    সিএনজি সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোরশেদ গণমাধ্যমে জানান, যুবদল নেতা সাইফুল সিকদার চাঁদা দাবি করে, আমরা সমিতির নেতৃত্ববৃন্দরা প্রতিবাদ করলে ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে।
    যুবদলের আহবায়ক সাইফুল সিকদার গণমাধ্যমে জানান, সিএনজি লাইনে ড্রাইভারা দীর্ঘ ৪০ বছর ধরে লাইন পরিচালনা করে যাচ্ছে, হঠাৎ বিএনপি নেতা আহসান উল্লাহ মনির ও ছাত্রদল নেতা মোরশেদ কমিটি একটা এনে সিএনজি লাইনে দখল-বেদখলে লিপ্ত হয়। এবং সাধারণ শ্রমিকদের জিম্মি করে টোকেন বাণিজ্য ও চাঁদাবাজির অপচেষ্টা করলে আমরা শান্ত প্রিয় উখিয়াকে চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রতিরোধ করার চেষ্টা করি, এসময় সাধারণ সিএনজি চাকল সহ ৭/৮ জন গুরুতর আহত হয়েছে। পাশাপাশি যুবদল নেতা সাইফুল সিকদার জেলা প্রশাসক ও উখিয়া থানার ওসিকে চাঁদাবাজদের কঠোর ভাবে দমনের জন্য অনুরোধ করেন।
    এদিকে দিবালোকে উখিয়া সদর স্টেশনে টোকেন বাণিজ্য, চাঁদাবাজি সহ নানান অপরাধ পরিচালনা হলেও স্থানীয় প্রসাশন নিরব! পাশাপাশি উখিয়ার আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি লক্ষ্য করা গেছে।
    উখিয়া থানার ওসি জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, টোকেন বাণিজ্য ও চাঁদাবাজদের দমনে আমরা কঠোর। পাশাপাশি উখিয়া গুরুত্বপূর্ণ স্টেশনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

  • ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও ইসলামাবাদের খবর।

    কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার রাতে ইসলামাবাদ ফাঁসিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

    নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।

    “এসময় গুলিত গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান সে মারা গেছে” বলেন খুশিদা বেগম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    এ ঘটনায় আহত আমেনা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

    নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

    সূত্র,,,, টিটিএন

  • টঙ্গী ময়দানে গভীর রাতে সা’দ পন্থীদের অতর্কিত হামলায় নিহত ৩

    টঙ্গী ময়দানে গভীর রাতে সা’দ পন্থীদের অতর্কিত হামলায় নিহত ৩

    www.ukhiyavoice24.com

    টঙ্গী ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত ভাবে আলেম ওলামাদের উপর হামলায় ৩জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকাল এগারোটা থেকে কাকরাইলে জরুরি ওলামা সম্মেলন চলছে।

    So far, three people have been killed in the attack of the Saad Panthis in Tongi Maidan, and at least a hundred people have been seriously injured and admitted to the hospital. An emergency Ulama conference is going on in Kakrail from eleven o’clock in the morning.

  • ঈদগাঁও‌ র ইসলামাবা‌দে দ‌রিদ্র কৃষকের উপর বখা‌টে আমজা‌দের হামলা

    ঈদগাঁও‌ র ইসলামাবা‌দে দ‌রিদ্র কৃষকের উপর বখা‌টে আমজা‌দের হামলা

    ঈদগাঁও প্রতিনিধি,

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউছুপেরখীল গ্রা‌মে উন্মুক্ত ফসলি জমি থেকে গৃহপা‌লিত গরু`র ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দ‌রিদ্র কৃষক জাফর আলমের উপর লা‌ঠি-‌সোটা ও ক্রিকেট ব‌্যাট দি‌য়ে সন্ত্রাসী হামলা চালায় একই গ্রা‌মের আমজাদ না‌মের এক বখা‌টে যুবক। আমজাদ গ্রা‌মের একজন চি‌হ্নিত বখা‌টে হি‌সে‌বে প‌রি‌চিত। হামলায় আহত হওয়া কৃষক জাফর আলম ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ড কৃষকলী‌গের সভাপ‌তি।

    ১৮ জুন (মঙ্গলবার) সন্ধ‌্যায় ইউছু‌পেরখীল গ্রা‌মের বাইল্লা ঘোনা নামক এলাকায় উ‌দ্যেশ‌্যপ্রণো‌দিত এ হামলার ঘটনা‌টি ঘ‌টে।

    গুরুতর আহত হওয়া কৃষক জাফর আলম‌কে ঘটনাস্থল থে‌কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার ক‌রে প্রথ‌মে ঈদগাঁও`র এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে কক্সবাজার জেলা সদর হাসপাতা‌লে উন্নত চি‌কিৎসার জ‌ন্যে রেফার করা হয়।
    বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কা জনক ব‌লে জানা যায়। রি‌পোর্ট লিখা পর্যন্ত সে কক্সবাজার সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌ছে। চি‌হ্নিত বখা‌টে আমজা‌দের বি‌রো‌দ্ধে খুব শীঘ্রই ঈদগাঁও থানায় এজাহার দা‌য়ের কর‌া হ‌বে জানায় ভুক্ত‌ভোগী জাফর আল‌মের প‌রিবার।

    এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানায় আমজাদ এলাকার একজন চি‌হ্নিত বখা‌টে। বখা‌টে আমজাদ প্রতিনিয়ত পে‌শিশ‌ক্তি ও কি‌শোর গ‌্যাং‌দের মাধ‌্যমে গ্রা‌মের নিরীহ মানুষের উপর নির্যাতন করে। নির্যাত‌নের পর জা‌নে মে‌রে পেলারও হুম‌কি ধম‌কি দি‌য়ে থা‌কে। আমজাদ এলাকার কি‌শোর গ‌্যাং লিডার ও বখা‌টে হওয়ায় নানান অপরাধ ক‌রেও পার পে‌য়ে যায় বারবার।

    ভুক্ত‌ভোগী প‌রিবা‌রের সদস‌্যরা উক্ত ঘটনা ও তার বখা‌টে কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করে, তার বিরুদ্ধে প্রচ‌লিত আই‌নে ব্যবস্থা গ্রহ‌নের জন্যে সং‌শ্লিষ্ট প্রশাস‌নের প্রতি দাবি জানিয়েছেন।