Category: অপরাধ

  • কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২জন গ্রেফতার

    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২জন গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি,

    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ০২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল সহ দুইজন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

    গত ৩১ জানুয়ারি ২০২২ খ্রিঃ দিবাগত রাত ১.৪৫ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ উত্তর টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামী ১। শহিদুল ইসলাম প্রকাশ ভাগিনা(২৩), পিতা-নুরুল আবসার, সাং-পূর্ব মোহাজের পাড়া, ২। মোহাম্মদ আমির খান(২০), পিতা-হানিফ, সাং- আলমগীর টাওয়ার(গয়ম বাজার), থানা ও জেলা-কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ০২ টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    উল্লেখ্য যে, আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ০৪(চার) টি ও আমির খান এর বিরুদ্ধে ০৫(পাঁচ) টি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামিদ্বয় মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ক্লুলেস মামলার ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

    ক্লুলেস মামলার ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

    শরিফা বেগম শিউলীঃস্টাফ রিপোর্টার রংপুর,

    র‍্যাব ১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর কর্তৃক দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকা হতে চাঞ্চল্যকর কিশোর হত্যার ক্লুলেস মামলার ০৩ জন আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ।

    দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

    দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে একজন ১৬ বছরের কিশোরের পায়ের রগ কেটে ও জবাই করে দূর্বৃত্তরা হত্যা করে রেখে যায়। ঘটনাটি ২৯ জানুয়ারি শনিবার এলাকার লোকজনের মুখে মুখে প্রচার হতে থাকে এবং সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হয় যা চাঞ্চল্যের সৃষ্টি করে।

    উক্ত ঘটনাটি একই এলাকার মোছাঃ রুমিজা খাতুন (৪১) এর কাছে পৌঁছালে সে উক্ত স্থানে হাজির হয় এবং লাশটি দেখে সে চিনতে পারে এবং তার একমাত্র ছেলে মোঃ রিসফু হু ইয়া ইয়া ওরফে রিসান (১৬) বলে শনাক্ত করেন। মোছাঃ রুমিজা খাতুন বলে যে, তার ছেলে দিনাজপুর জেলার রাণীগঞ্জ বাজার আল-হেরা ইসলামী প্রি-ক্যাডেট স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনার পাশাপাশি রাণীগঞ্জ বাজারে একটি ভ্রাম্যমান খাবার হোটেলে পার্ট টাইম কাজ করত। তিনি আরও জানায় ২৮ জানুয়ারি তারিখ রোজ শুক্রবার রাতে তার পিতার ঔষধ আনার জন্য রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর দীর্ঘসময় চলে গেলেও সে বাসায় না ফেরায় তার জন্য অপেক্ষা করতে করতে বাড়ীর সবাই ঘুমিয়ে পরে। পরের দিন সকালে লোাকজনের মুখে শুনে সেই স্থানে গিয়ে তার একমাত্র ছেলের লাশ দেখতে পায়।

    ঘটনাটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ভিকটিমের লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পর্বর্তীতে ভিকটিমের মা মোছাঃ রুমিজা খাতুন (৪১) নিজে বাদী হয়ে ২৯/০১/২০২২ ইং তারিখে অজ্ঞাতনামা আসামী ভিকটিমকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে এজাহার দায়ের করে, যার মামলা নং-১০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

    এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে গত ৩০ জানুয়ারি ২০২২ ইং তারিখে ২৪ ঘন্টার মধ্যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা হতে চাঞ্চল্যকর কিশোর হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত আসামী মোঃ স্বাধীন উদ্দিন (১৯), পিতা-বিল্লাল উদ্দিন, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর এবং আরও ০২ জন ১৬ ও ১৪ বছর বয়সি কিশোর উভয় জেলা-দিনাজপুরদ্বয়’কে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ স্বাধীন উদ্দিন (১৯) উক্ত ঘটনাটি সম্পূর্ণ বর্ণনা করে যে, সে প্রায় দশ মাস আগে ভিকটিমকে প্রতি মাসে সুদের বিনিময়ে টাকা ধার দেয়। ভিকটিম প্রথম তিন মাস সুদের টাকা পরিশোধ করলেও পরিবর্তীতে সুদের টাকাসহ মূল টাকা দিতে ব্যর্থ হয়। উক্ত টাকাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভিকটিমের সাথে মোঃ স্বাধীনের দ্বন্দ হয়। এছাড়াও ভিকটিমের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, ভিকটিমের মায়ের ২০,০০০/- টাকা ভিকটিমের কাছে গচ্ছিত ছিল। এ ঘটনাও ঘাতকদের কাছে অজানা ছিল না। এরই জের ধরে গত ২৭ জানুয়ারি ইং তারিখে মোঃ স্বাধীন উদ্দিন এবং তার ০২ জন কিশোর বন্ধুকে সাথে নিয়ে ভিকটিকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২৮ জানুয়ারি ২০২২ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় আসামী স্বাধীন তার কিশোর বন্ধুদের মাধ্যমে ভিকটিমকে রাণীগঞ্জ বাজারে তার পানের দোকানে ডেকে নিয়ে আসলে তাদেরকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন কশিগাড়ী গ্রামের পঁাচ মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে যেতে বলে। পরবতর্ীতে হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন তার পানের দোকান বন্ধ করে আনুমানিক ১০.২০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে যায়। সেখানে আসামী স্বাধীন ভিকটিমের কাছে পাওনা টাকা ফেরত চেয়ে না পেলে রাগান্বিত হয়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে গলা কেটে দেয়।

    ভিকটিম চিৎকার করলে স্বাধীনের এক কিশোর বন্ধু ভিকটিমের মুখের ভিতর বালু দিয়ে চেপে ধরে। এ সময় অপর কিশোর তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের পায়ের রগ কেটে দেয়। পরবর্তীতে আনুমানিক ১০.৪০ ঘটিকায় ভিকটিমকে রেখে তারা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীগণকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।##

  • চট্টগ্রামে ০১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের ৪৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭

    চট্টগ্রামে ০১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের ৪৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রামের আনোয়ারা থানার দোভাষী বাজারের একটি গ্যারেজের ভেতর থেকে ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে তাকে আটক করা হয়।

    জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৪৬ লাখ টাকা। আটক মোহাম্মদ সৈয়দ (৬১) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পশ্চিম রায়পুরা এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

    এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে আনোয়ারার দোভাষী বাজারের গ্যারেজের ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

    মোহাম্মদ সৈয়দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে পরে তা চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছেন। আটক ব্যক্তিকে ও জব্দ করা ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • হবিগঞ্জের ফান্দ্রাইলে আফজাল হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিপিসি-১

    হবিগঞ্জের ফান্দ্রাইলে আফজাল হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ সিপিসি-১

    আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের পাচ পীরের মাজারে গভীর রাতে হামলা চালিয়ে আফজাল চৌধুরীর কে হত্যা করে দুর্বৃত্তরা।

    স্থানীয় সুত্রে জানা যায় পুরাতন একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরী কে হত্যা করা হয়।

    হত্যার ঘটনার পরে র‌্যাবে-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় আসামী বিজয়কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন।

    শুক্রবার (১৪ জানুয়ারি) তারিখ ভোর অনুমান ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ–আল নোমান এর নেতৃত্বে জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামের জনৈক আলিম (২৫), পিতা-মোঃ আব্দুস সমেদ এর বসত বাড়ী হইতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার এজাহার নামীয় একজন আসামী বিজয় চৌধুরী (২২) কে গ্রেফতার করা হয়।

    বিজয় চৌধুরী ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে।

    পরবর্তীতে গ্রেফারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং ০৬, তারিখ ১২/০১/২০২২, ধারাঃ-১৪৩/১৪৪/৩২৩/৩২৪ /৩২৫ /৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ মূলে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

  • পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

    এইচ এম সাইফুল নূর, পটুয়াখালী প্রতিনিধি:-

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী থানায় একটি মামলা করা হয়।

    নির্যাতনের শিকার ছাত্রীর বয়স আনুমানিক ১২ বছর। স্থানীয়রা জানায়, ওই ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের কাছিয়াবুনিয়া গ্রামে অবস্থিত দাদা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

    নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্রীর দাদার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দাদাবাড়ি সংলগ্ন গোমাবুনিয়া খালের পাড় থেকে গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায় ওই কিশোরী।

    এসময় জোরপূর্বক তাকে টেনেহিঁচড়ে খালের কিনারায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আবু সালেহ। এসময় হাতেনাতে কয়েকজন তাকে ধরলেও তাদের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায় সে।
    ঘটনার পর রাতেই রাঙ্গাবালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করা হয়। পরে শুক্রবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদি হয়ে একজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।

    অভিযুক্ত ব্যক্তির নাম আবু সালেহ মিস্ত্রী (৩৮)। তিনি কাছিয়াবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। তবে এখনও তিনি গ্রেপ্তার হননি।

    পুলিশ জানায়, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ।

    এদিকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • কলাপাড়ায় পাচারকালে জাটকা ও চাপিলা মাছ আটক

    কলাপাড়ায় পাচারকালে জাটকা ও চাপিলা মাছ আটক

    এইচ এম সাইফুল নূর
    কলাপাড়া প্রতিনিধিঃ-

    উপজেলার কুয়াকাটা নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ মন জাটকা ও তিন মন চাপিলা মাছ আটক করেছে।
    বুধবার ভোর রাতে কলাপাড়া উপজেলার চাপলীবাজার স্ট্যান্ড থেকে চারটি ডোলে রাখা এ পরিমান মাছ জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।
    কুয়াকাটা নৌ-পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ জানান, কাউয়ার চর সাগর মোহনা থেকে ট্রলারে করে মাছ শিকার করে অন্যত্র পাচারের জন্য রাতের বেলা চাপলী বাজারে এ মাছ নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিমান মাছ জব্দ করা হয় । জব্দ করা মাছ বুধবার দুপুরে কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা মাছের মূল্য আনুমানিক এক লাখ টাকা।
    কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আপু সাহা জানান,
    অবৈধ সুক্ষ্মফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
    ##
    এইচ এম সাইফুল নূর
    কলাপাড়া
    ১২.১.২০২২

  • হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

    হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এস,আই মোঃজাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে সুরমা চা বাগানের ২০ নং লালটিলার সামনে থেকে ৪৬ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

    রবিবার ৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রাত ১২.৫ ঘঠিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬টা প্লাস্টিকের মোড়ানো বস্তা থেকে ৪৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী দের গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃতরা সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে
    রবি প্রধান(২৫) রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা(২২) ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান।

    আটককৃতদের বিষয় টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচর্জ আঃ রাজ্জাক তিনি জানান
    মাদক ব্যবসায়ী দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    মাদক আইনে মামলা দায় করে আদালতে প্রেরণ করা হবে।

  • কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-২

    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-২

     

    নিজস্ব প্রতিবেদক

    অদ্য ৭ জানুয়ারি ২০২২ খ্রিঃ শুক্রবার রাত ১.১৫ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভাস্হ লালদীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ১, তারেক (২০), পিতা- মোহাম্মদ হেলাল, সাং-আদর্শ গ্রাম ২, ইয়াসিন আরাফাত(১৭), পিতা- আব্দুর রহিম, সাং-জেলগেট থানা ও জেলা কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ০১(এক)টি এক নালা দেশীয় তৈরি এলজি বন্দুক ও ০১ (এক) রাউন্ড কার্তুজ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ একজন মাদক কারবারি গ্রেফতার

    উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ একজন মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি।

    বৃহস্পতিবার ৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ বিকাল ১৬.৪০ ঘটিকার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কক্সবাজারের উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা হইতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ১, মোঃ আজিজুল হক জলু (৫২), পিতা-মৃত বাচা মিয়া, সাং বালুখালীর ছরা, (০১ নং ওয়ার্ড), ০৫ নং পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ৫০০০ হাজার পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, মাদকসহ ২ পাচারকারী গ্রেফতার

    উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, মাদকসহ ২ পাচারকারী গ্রেফতার

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, প্রকাশক

    কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজী বন্দুক, ১ টি রাম’দা, ১ টি চাকু, ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও মোট ৪,৪০০ (চার হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার, দুজন গ্রেফতার।

    ৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিশ পাগলির বিল এলাকা হইতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ১, আলাউদ্দিন (৩৩), পিতা-আব্দুল মান্নান, সাং-পশ্চিম পাগলির বিল, (২ নং ওয়ার্ড), এর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ০১ টি রাম‘দা, ০১ টি চাকু ও ২, ২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা এবং রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০২। মোহাম্মদ আলী (৪৫), পিতা-আলী আহাম্মদ, সাং-হাজামপাড়া, (৮ নং ওয়ার্ড), উভয় থানা-উখিয়া জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।