Category: অপরাধ

  • বাঁশখালীর চাম্বলে দুরবিত্তদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক যুবক খুন

    বাঁশখালীর চাম্বলে দুরবিত্তদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক যুবক খুন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।
    নিহত নুরুল ইসলামের বয়স (৩৪) পূর্ব চাম্বল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। গতকাল (১৬ মার্চ ২১) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চাম্বল বাজার স্কুল রোডের মুরগির দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় দুরবিত্তদের এলোপাতাড়ি চুরির আঘাত করে। ঘটনার পরপরই তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    বাঁশখালী হাসপাতালের চিকিৎসক সহকারী পলাশ বলেন, রাত ১১টার দিকে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রোগীকে মৃত ঘোষনা করেন। নিহতের উরুর বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

    বাঁশখালী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, কি কারনে ঘটনাটি ঘটেছে এখনো নিশ্চিত না। আমি এখনো হাসপাতালে আছি। ঘটনার বিস্তারিত জেনে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

  • ভোলার দৌলতখানে মাদ্রাসার সহকারী শিক্ষক কতৃক কলেজ ছাত্রীকে লাঞ্চিত অভিযোগ

    ভোলার দৌলতখানে মাদ্রাসার সহকারী শিক্ষক কতৃক কলেজ ছাত্রীকে লাঞ্চিত অভিযোগ

    বিশেষ প্রতিনিধি( ভোলা)

     

    দৌলতখান:: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে রিতু বেগম (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সে হালিমা খাতুন ডিগ্রি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। সোমবার উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। আহত রিতু বেগম বর্তমানে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে ওই গ্রামের মৃত শেখ ফরিদের মেয়ে।

    হাসপাতালে চিকিৎসাধীন রিতু বেগম দৈনিক আমাদের সংগ্রামকে জানান, প্রায় একমাস ধরে আজিজুল ইসলামের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে দোকান থেকে খাওয়ার জন্য রুটি কিনতে গেলে আজিজুল ইসলাম ওই জমির সূত্র ধরে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। গালমন্দের প্রতিবাদ করতে গেলে আজিজুল ইসলাম, মুজাহিদ, ইব্রাহিম ও সিরাজ তাকে বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। এ ঘটনায় তারা আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

    অন্যদিকে আজিজুল ইসলাম জানান, আমরা রিতু বেগমকে কোন মারধর করেনি। উল্টো তারা আমাদের মারধর করে। এতে আমি ও ইব্রাহিম আহত হই।

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

  • ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না৷ -ইশা ছাত্র আন্দোলন,চট্টগ্রাম মহানগর

    ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না৷ -ইশা ছাত্র আন্দোলন,চট্টগ্রাম মহানগর

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    দাওয়াতি কাজ চলাকালীন নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ বরদাশত করা হবে না।

    গতকাল (১৪ মার্চ’২১) রবিবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে চকবাজার থানার একটি প্রতিনিধি দল কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষের কার্যক্রমের অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে। এসময় আচমকা ছাত্রলীগের এক দল কর্মী তাদের উপর ঔদ্ধত্যপূর্ণ সন্ত্রাসী আচরণ করে। যা সুস্পষ্ট রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন হুমকি ধামকি সহ ইশা ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করে। এই হামলায় নগর অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুন রসিদ, চকবাজার থানা সভাপতি আফসার উদ্দিন ইফতি সহ ৩ জন গুরুতর আহত হন।

    ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক নেতা-কর্মীদের উপর এই হামলার মধ্য দিয়ে আবারও জাতির সামনে দেশের আইন শৃংখলার ভঙ্গুর চিত্র উঠে এসেছে। যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ও উদ্বেগের; যার দায় ক্ষমতাসীন দল কোনভাবেই এড়াতে পারে না।

    ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ছাত্রলীগের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন। আসেন আদর্শিক রাজনীতি চর্চার মাধ্যমে দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চা করি। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে ইশা ছাত্র আন্দোলন চট্টলার ছাত্র-জনতাকে সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দেবে ইনশাআল্লাহ।

  • অমানষিক নির্যাতনের শিকার ছাত্র ইয়াসিনের প্রতি হাটহাজারী ইউএনও রুহুল আমিনের অনুপম ‘ভালোবাসা

    অমানষিক নির্যাতনের শিকার ছাত্র ইয়াসিনের প্রতি হাটহাজারী ইউএনও রুহুল আমিনের অনুপম ‘ভালোবাসা

    আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    গতকাল (০৯ মার্চ ২১০ মঙ্গলবার হাটহাজারী উপজেলার কনক কমিউনিটি সেন্টার ও পশু হাসপাতালের পিছনে কামাল পাড়া মারকাযুল কোরআন ইসলামিক একাডেমিতে এক শিশু শিক্ষার্থীকে শিক্ষকের অমানুষিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বুধবার (১০ মার্চ) রাত ১২টার সময় দৃষ্টিগোচর হয় উপজেলা নির্বাহী অফিসার জনাব রুহুল আমিনের। ভিডিওটি দেখার সাথে সাথে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। তবে শিশুটির অভিভাবক মামলা করতে রাজি না হলে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষক ছাত্র ইয়াসিনকে বাহির থেকে ধরে এনে শ্রেণিকক্ষে ঢুকিয়ে অমানবিকভাবে পেটাচ্ছেন। ভিডিওটি মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়ে। কাকতালীয়ভাবে আহত শিশু ইয়াসিনের গতকাল ছিল জন্মদিন।
    এ বিষয়টি জানার পর জন্মদিনের উপহারসহ শিশু ইয়াসিনের বাসায় ছুটে যান জনদরদী হাটহাজারী উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

    এ বিষয়ে তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, “৮ বছরের ইয়াসিনের গতকাল জন্ম দিন ছিল। আজ সকালে জানার পরে খেলনা উপহার নিয়ে গেলাম বাসায়। জিজ্ঞাস করলাম, ‘খেলনা পছন্দ হয়েছে?’
    ছেলেটির ঝটপট উত্তর- খেলনা পছন্দ হয়েছে আরও দুইটা জিনিস আমার ভালো পছন্দ।
    আমি জিজ্ঞাস করলাম কী কী? গুল্লি(খেলনা বন্দুক) এবং নিমোট (রিমোট) গাড়ি।
    আচ্ছা রাতে কিনে নিয়া আসব? তাহলে দুইটা করে আনবেন। দুইটা করে কেন?
    আমার ছোট ভাইয়ের জন্যও আনবেন। আচ্ছা “

    ইউএনও আরো লিখেন, ছেলেটার শরীরের ব্যাথা নয় মনের ব্যাথা কমানোর চেষ্টা করছি, শরীরের ব্যাথা হয়তো নাপা খেলেই সেরে যাবে। ইয়াসিন দ্রুত ভুলে যাক এই জন্মদিনের স্মৃতি।

    গতকাল শিক্ষকের এমন অমানবিক আচরণের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন উলামায়ে কেরাম, লেখক ও ইসলামী চিন্তাবিদগণ।

    বিঃদ্রঃ
    প্রশিক্ষণবিহীন, দাওরা হাদিস ও কামিল পাশবিহীন হাফেজ দারা হিফজ খানা ও মাদরাসা পরিচালনা করলে জাতি এর চাইতে বেশি কিছু আশা করতে পারেনা,

    ওলামা হযরতদের প্রতি আকুল আবেদন,
    অতিসত্বর দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্টান ও প্রাইভেট হিফজ খানার দিকে নজর জন্য।

  • ভোলা আলীনগরে একশো পঁচিশ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক- ২

    ভোলা আলীনগরে একশো পঁচিশ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক- ২

    ভোলা প্রতিনিধি।।

     

    আজ ০৯-০৩-২০২১ তারিখ ৫:৩৫ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন আলীনগর ৫নং ওয়ার্ড এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১৷ মোঃ হাচনাঈন সম্রাট (২৮), পিতা মোঃ শফিউর রহমান, ২৷ মোঃ আমজাদ হোসেন (২০), পিতা মোঃ শেখ ফরিদ, উভয় সাং- সাচিয়া ০৫নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন থানা ও জেলাঃ ভোলাদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ১২৫ (একশত পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এব্যাপারে প্রচলিত আইননুসারে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ভোলা আলীনগরে ডিবির অভিযানে ৫০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    ভোলা আলীনগরে ডিবির অভিযানে ৫০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    ভোলা প্রতিনিধি।।

    গতকাল ০৯মার্চ২০২১ তারিখ ০২.০৫ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন আলী নগর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড এলাকা হইতে মাদক ব্যবসায়ী ১৷মোঃ আব্বাস (২৮), পিতা- শাহে আলম বাদশা, সাং- গাজীর চৌমুহনী ৭নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়ন, থানা ও জেলাঃ ভোলাকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পন্চাশ) পিছ ইয়াবা সহ গ্রেফতার করেন। মাদক মামলা হয়েছে ।
    এবিষয়ে ভোলা সদর থানায় প্রচলিত মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

  • দৌলতখানে ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ইউএনও বিচার ও অপসারণের দাবি

    দৌলতখানে ইউপি সদস্যর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ইউএনও বিচার ও অপসারণের দাবি

    ভোলা প্রতিনিধি

     

    ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. কাওসার হোসেন কতৃক ইউপি মেম্বার সহ তার ছোট ভাইয়ের উপর বে’আইনি ভাবে মারধর ও হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে,ও একজন জনপ্রতিনিধি ইউপি সদস্যকে লাঞ্চিত করার প্রতিবাদে এবং ইউএনও এর অপসারণ দাবিতে দৌলতখানে বিক্ষোভ করে অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ জনগণ।

    আজ বিকেলে এই ঘটনার বিচার ও প্রতিবাদ জানিয়ে দফায় দফায় এনিয়ে নিন্দা বিক্ষোভ এবং ঐ নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানায় ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা সহ দৌলতখান উপজেলার সাধারণ জনগন।

    স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৭ই মার্চ রবিবার রাত আনুমানিক ১১ঘটিকায়, ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার মোঃ মতিন ও তার ছোট ভাই মনির মাঝির উপর অমানবিক নির্যাতন করেন,দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন। বর্তমানে ইউপি সদস্য মতিন মেম্বার ও তার ভাই মনির মাঝি গুরুতর অবস্থায় দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা বেডে চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনার এক বর্ননায় হাসপাতালের চিকিৎসারত মো. মতিন মেম্বার অভিযোগ করে বলেন,গতকাল তার ভাইয়ের শ্বশুর লক্ষীপুর আলেকজান্ডার হওয়ায় মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে পরিবারের সবাইকে নিয়ে নদী পারহতে খেয়া যোগে যায়। পরে ফেরার পথে তার ছোট ভাই মনির সহ এক প্রতিবন্ধীকে আটক দৌলতখান খালে ইউএনও নেতৃত্বে আটক করে দৌলতখান উপজেলার দায়িত্বরত কয়েকজন আনসার সদস্যরা।
    এসময় তারা ইউএনও এর কাছে খেয়া পাড়ের ঘটনা খুলে বলে। তবে কোন পিছু উপেক্ষা নাকরে দায়িত্বরত ঐ ইউএনও নেতৃত্বে আনসার সদস্যগণ ইউপি সদস্যর ভাইকে বেধড়ক মারধর করে উপজেলায় নিয়ে যায়। এদিকে উক্ত ঘটনা শুনে ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মতিন মেম্বার ঘটনাস্থলে পৌছে উপজেলার নির্বাহীকে মারধরের ঘটনাটি জিজ্ঞেস করলে বা তাদের উপর কেন এ হামলা এবং তার অপরাধ ব্যাখার কারন জানতে চায়। তবে একপর্যায়ে ইউএনও কোন কারন ব্যখ্যা নাকরেই তার উপরেও ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য মতিন মেম্বারকেও আনসার বাহিনী কতৃক ব্যাপক মারধর করে। মারধরের ফলে তার ডান হাত ভেংগে যায় এবং রক্তাক্ত অবস্থায় দৌলতখান থানার পুলিশের কাছে হস্তান্তর করার কথা বলে,তবে এঘটনা শুনে স্থানীয় জনগন ও ইউনিয়নের অন্যন্য ইউপি সদস্যসহ সাধারণ জনগনের তোপের মুখে পরলে ঐ নির্বাহী কর্মকর্তা তার সরকারি গাড়ি থেকে তাদের নামিয়ে দিয়ে স্থান ত্যাগকরে চলে যায় বলে জানায় তারা।

    এদিকে এমন অন্যায় ও ন্যাক্যারজনক ঘটনার প্রতিবাদ জানাতে দৌলতখান উপজেলার শতশত বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে পড়েন। এবং দফায় দফায় মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়ক অবরোধ করে রাখেন।উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ইউএনও সহ উপজেলার আনসার সদস্যদের অপসারণ দাবি করেন।এসময় অভিযোগ তারা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই তুচ্ছ কারণ দেখিয়ে সাধারণ জনগণের ওপর চাড়াও হন উপজেলার এই নির্বাহী কর্মকর্তা। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে ক্ষমতার অপব্যবহার করে একজন স্থানীয় ইউপি সদস্যকে এভাবে নির্যাতনের ঘটনা নিন্দনীয় ও বে-আইনি অপরাধ এর শামিল। তারা অভিযোগ করে বলেন এর আগেও তিনি কারণে-অকারণে অনেক নিরপরাধী সাধারণ মানুষকে জেল-জরিমানা এমনকি চর-থাপ্পর মারতেও কখনো ভাবে নাই যাহা সরকারি ক্ষমতার অপব্যবহার বলে তাদের দাবি। তাই একজন নির্বাহী সরকারি কর্মকর্তা এমন আচরণ ও অন্যায়ের প্রতিবাদে, সাধারণ জনগন তার বিচার অপসারণ দাবি জানায়। এবং ইউএনও কতৃক ইউপি সদস্য উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা ভোলা দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল সহ ভোলা জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বিক্ষুব্ধ এ জনতা।

    এদিকে উক্ত ঘটনার সসত্যতা জানতে ও অভিযোগের ভিত্তিতে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তার কাওসার হোসেনকে একাদিক বার যোগাযোগ করতে এবং তার সরকারি ও ব্যক্তিগত মোবাইলে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।তাই এবিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্বব হয়নি।।

  • আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

    মঙ্গলবার (৩ মার্চ)উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করেছে।

    আটককৃত নাছির উত্তর চাতুরী গ্রামের মৃত জালাল সওদাগরের পুত্র। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ৬ টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ, জেল সুপারের বিরুদ্ধে মামলা

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ, জেল সুপারের বিরুদ্ধে মামলা

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপম কান্তি নাথ নামের এক বন্দিকে বৈদ্যুতিক শক এবং বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে জেল সুপার, জেলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রূপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

    সোমবার (০১ মার্চ ২১) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি।
    মামলায় সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।

    বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্ত্রী নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ (১) (২) এর (ক) (খ) (গ) ধারায় মামলা দায়ের করেছেন।
    আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য রেখেছেন। মঙ্গলবার (আজ) আদেশ হতে পারে।

    মামলার এজহারে বাদী ঝর্ণা রানী দেবনাথ উল্লেখ করেন, এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় (জিআর মামলা নং ৩৩২/১৮) গত ১৫ ডিসেম্বর কারাগারে যান ভুক্তভোগী রূপম কান্তি দেবনাথ।

    গত ২৪ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে বাদিনির স্বামী ও বন্দি রূপম কান্তি নাথকে অন্যায়ভাবে বিচারাধীন মামলায় নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করার জন্য এবং মানসিকভাবে স্থায়ীভাবে ভারসাম্যহীন করার জন্য শারীরিকভাবে নির্যাতন ও বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য পুশ ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছেন।

    এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রূপম কান্তি নাথকে উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী ঝর্ণা রানী দেবনাথ। সেসময় আদালত আবেদনটি মঞ্জুরও করেন। অন্যদিকে আসামিরা নিজেদের অপরাধ থেকে রক্ষা পেতে রূপম কান্তি নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, “মামলা হয়েছে শুনেছি। তবে আদেশ হয়নি। আদেশ কি হয় দেখে পরবর্তী যা করণীয় তা আইনিভাবে মোকাবেলা করবো।”

  • সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

    সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

    আনোয়ার প্রতিনিধি:

     

    আনোয়ারা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৭ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

    আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম. নুরুল ইসলাম, নির্বাহী সদস্য খালেদ মনছুর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন। এসময় উপস্থিত ছিলেন ,সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল, সদস্য রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জু, সাংবাদিক রানা সাত্তার, মো. নিজাম উদ্দিন, রফিক আহমদ ও এস.এম গোফরান।

    বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে তারা সারা দেশে সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতন করে বন্ধ করে সকল হত্যাকান্ডের বিচার দাবি করেন।