Category: অপরাধ

  • কলাপাড়ায় স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার

    কলাপাড়ায় স্কুল ছাত্রী দুই ঘন্টা পর উদ্ধার

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নবম শ্রেনীর ছাত্রী মোসা.তামান্না আক্তার (১৫) কে অপহরনের দুই ঘন্টা পর উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টার সময় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা মো.সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরনকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে ২৪ ফেব্রুযারি বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অপহরনকারীকে গ্রেফতার করেছেন। অপহরনকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো.শাহআলী সর্দারের ছেলে ।
    কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আলামিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় তামান্না তার পিতার দোকান থেকে বাড়ী যাওয়ার সময় পথিমধ্যে তাকে মুখ চেপে অপহরন করে নেয় মিরাজ সর্দার। ঘটনাটি জানা জানি হলে তামান্নার পিতা ত্রিপল নাইন নম্বর ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষন পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরনকারী মিরাজক গ্রেফতার করে।
    তামান্না স্হানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী । তার বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায় ।

  • কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে ৬ বসতঘর পুড়ে ছাই

    কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে ৬ বসতঘর পুড়ে ছাই

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

     

    চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্যাস সিলিন্ডারের আগুনে ৯ পরিবারের ৬বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে দগ্ধ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

    ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আগুন লেগে নয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে শিকলবাহার ৬ নং ওয়ার্ডে ওয়াহিদ আলীর পুরান বাড়ি ফকিরা মসজিদ এলাকায়
    এই দূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
    পরে আগুন ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে যায়।

    খবর পেয়ে রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমখল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়ির অনেকাংশ পুড়ে যায়।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
    রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

    কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
    উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    এম ডি জসিম উদদীন :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালান ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এএস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিন প্রকাশ আলো(১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করে।এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৯ শত পিচ ইয়াবা উদ্ধার করেন।আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে।সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন,আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলায় পলাতক আরও ৩ আসামী রয়েছে।

  • নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের জন্য ১৯ দফা দাবীতে ‘যুব বন্ধন’ এর অায়োজন করে ইসলামী যুব অান্দোলন বাঁশখালী উপজেলা শাখা।

    অদ্য ১১ ফ্রেব্রুয়ারী-২১ ইং (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় শাখা সভাপতি এম মোবারক হোসাইন অাসিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টিত যুব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অান্দোলন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, যুব নেতা মাও. জাওয়াদুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছত্র আন্দোলন বাঁশখালী থানার সাবেক সভাপতি ছাত্রনেতা অব্বাস উদ্দীন, সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম।

    বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা-রোধে ও যানযটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে যুব অান্দোলনের ১৯ দফা দাবী সমূহ মধ্যে রয়েছেঃ-
    ১. রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩` (ফিট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
    ২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও অান্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
    ৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধকের ব্যবস্থা করতে হবে।
    ৪. স্পীড ব্রেকারে সবসময় সচ্চ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহ্নের ব্যবস্থা করতে হবে।
    ৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি ও অবৈধ স্থাপনা সরাতে হবে।
    ৬. প্রধান সড়কের পাশে বাজার বসা ও মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে।
    ৭. সড়কের প্রতিটি বাজার ও জনসমাগমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
    ৮. মোটর সাইকেলে দুইজনের অধিক চলা নিষেধ।
    ৯. হেলমেটবিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
    ১০. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
    ১১. অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা নিষিদ্ধ করতে হবে।
    ১২. যানবহনে চালক-যাত্রী সকলের ধুমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
    ১৩. গাড়ীতে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।
    ১৪. ট্রাফিক অাইন অমান্যকারীদের যথযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    ১৫. বাস, ট্রাক, পিকঅাপ ও সিএনজির টার্মিনাল করতে হবে।
    ১৬. মারাত্মক ঝুকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে।
    ১৭. শব্দ ও বায়ু দূষনযুক্ত সকল যানবাহনকে দণ্ডায়িত করতে হবে।

    যুব বন্ধন শেষে মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

  • ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    স্টাফ রিপোর্ট,ভোলা

     

    ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ীর ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী ফরহাদ সহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহত আকলিমা বেগমের পরিবার। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা আজিজুল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। গতকাল বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।
    এঘটনায় ফরহাদ ও তার পরিবারবর্গ পলাতক রয়েছে।

    এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত আকলিমা বেগমের লাশ স্বামীর বাড়িতে রয়েছে। স্থানীয়রা তজুমদ্দিন থানায় জানান।

  • ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

    ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

     এম ডি জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ইয়াবা সহ যুবক আটক।
    নাইক্ষ্যংছড়ি থানার ওসি
    আলমগীর হোসেন এর নির্দেশে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মোখলেছুর রহমান ও এস আই রবিউলের বিশেষ অভিযানে সোমবার ৮ ফেব্রুয়ারী বিকাল ০৩টা ১৫ মিনিটে ৫৬০০ পিচ ইয়াবা সহ মোঃ জুনায়েদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে।
    আটক কৃত রোহিঙ্গা যুবক কে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।উক্ত বিষয়ের সত্যতা নিচ্ছিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার মহোদয়।

  • বোরহানউদ্দিনের হাসান নগরে দূধর্ষ ছাগল চুরি! থানায় মামলা: আটক ৫

    বোরহানউদ্দিনের হাসান নগরে দূধর্ষ ছাগল চুরি! থানায় মামলা: আটক ৫

    বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

     

    ভোলার বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নে দূধর্ষ ছাগল চুরির ঘটনা ঘটেছে। (৮ই ফেব্রুয়ারি) সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে উপজেলার ফুলকাচিয়া ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্দিরের কাছে বোরহানউদ্দিন থানার টহলরত পুলিশ একটি এক মাস বয়সের রাম ছাগলের বাচ্চাখাশি সহ ৫ জন চোরকে আটক করে। ছাগলের মালিক (হাসান নগর ৭নং ওয়ার্ড নিবাসী) মোঃ মিন্টু ব্যাপারি সংবাদ পেয়ে থানায় যায়, তিনি বলেন তার ৫টি ছাগলের মধ্যে একটি ছাগল খুঁজে না পাওয়ায় ভিবিন্ন যায়গায় খোজাখুজির পর জানতে পারলাম ছাগল সহ চোর থানায় আটক আছে। চোরদের আমি চিনতে পেরেছি। এবং জানতে পেলাম ফরিদ দালাল ওরপে (ফরিদ পাটওয়ারীর) ছেলে ফারদিনের নেতৃত্বে আমার ছাগল চুরি করে। এব্যাপারে আমি বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-০৩, তারিখ-০৯/০৩/২০২১ইং।

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ বশির জানান, এব্যাপারে একটি মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আটককৃত আসামীদের নামঃ
    ১| রাহীম (১৮) পিতা: সিরাজ, ২| সাহিদ (২০) পিতা: মৃত মাকসুদুল্যাহ, ৩| মো: সোহাগ (২৫) পিতা: মো: জামাল, ৪| মো: বাপ্পী (২০) পিতা মো: মনির দালাল- সর্ব সাং হাসান নগর ৮নং ওয়ার্ড, ৫| মো: ফারদিন (১৮) পিতা: ফরিদ পাটওয়ারী- সাং হাসান নগর ২নং ওয়ার্ড বোরহানউদ্দিন, ভোলা।

  • ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ইউপি সচিবের মারধর ॥ আতঙ্কিত শিক্ষার্থী

    ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে ইউপি সচিবের মারধর ॥ আতঙ্কিত শিক্ষার্থী

    ভোলা প্রতিনিধি

     

    ভোলায় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে মারধর ও অর্কত্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে দৌলতখানের ভবানীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে। রবিবার (১০ জানুয়ারী) বিকালে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারের নাজিউর রহমান কলেজের পেছনে মীর বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি সচিব কর্তৃক মারধরের শিকার এসএসসি শিক্ষার্থী সোহাগ বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও স্যারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
    সূত্রে জানা গেছে, পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা মোঃ সিরাজ উদ্দিন মোল্লার ছেলে পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ সোহাগ প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে তার সহপাঠি বন্ধু মিতুলের সাথে কথা বলছিলো। এসময় ওই পথ দিয়ে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেন আরও একজন লোকসহ যাচ্ছিলো। শিক্ষার্থী মিতুল সহপাঠি মোঃ সোহাগকে সাইড দিতে বলে। সোহাগ সচিব আলমগীরকে সাইড দেয়। সচিব আলমগীর ও তার সাথে থাকা লোক কিছু দূর চলে যায়। সোহাগ তার সহপাঠি বন্ধু মিতুলের উদ্দেশ্যে বলে মানুষই তো যাইতেছে, গাড়িতো আর যাইতেছে না যে মাইরা দিয়া চলে যাবে। ভয়ের কি আছে। দুই বন্ধুর সাথে চলা এই কথা দুর থেকে শুনতে পেয়ে ইউপি সচিব আলমগীর হোসেন উত্তেজিত হয়ে তেঁড়ে এসে এসএসসি পরীক্ষার্থী সোহাগকে মারধর করে। সচিব আলমগীর উত্তেজিত মেজাজে বলে তোর বাড়ি কোথায়, বাপের নাম কি, তোর বাপেরে বাড়ি থেকে এনে তোকে ও বাপকে পিঠাবো। আমাকে চিনিস? এসময় শিক্ষার্থী সোহাগ ও মিতুল সচিব আলমগীর হোসেনকে উদ্দেশ্যে করে বলে আপনাকে তো কিছু বলি নাই। আপনি কেনো এমন করছেন। আলমগীর হোসেন আরও উত্তেজিত হয়ে সোহাগকে অর্কত্য ভাষায় গালিগালাজ করে। একজন ইউপি সচিবের এমন আচরণে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থী সোহাগ ও মিতুল।
    নির্যাতনের শিকার শিক্ষার্থী মোঃ সোহাগের বড় ভাই এম শাহরিয়ার জিলন বলেন, দুই বন্ধুর কথোপকথনকে কেন্দ্র করে ইউপি সচিব আলমগীর হোসেন আমার ভাই সোহাগকে মারধর ও অশোভন আচরণের ঘটনায় আমরা ব্যথিত হয়েছি। একজন ইউপি সচিবের কাছ থেকে এমন ন্যাক্কারজনক ঘটনা আশা করিনি। আমার ভাই এসএসসি পরীক্ষার্থী সোহাগ এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে। আমি এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও স্যারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি।
    এ ব্যাপারে অভিযুক্ত ভবানীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেন বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারা রাস্তা অবরোধ করে রাখছিলো। তারা দুজন কথা বলছিলো, আমি ডাক দিলে কথা না শুনায় সোহাগকে থাপ্পর দিয়েছি।
    বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন বলেন, এসএসসি পরীক্ষার্থী সোহাগকে মারধরের ঘটনাটি খুবই দুঃখজনক। তুচ্ছ কারণে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একজন সরকারী চাকুরীজীবি ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ কেউ আশা করে না। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
    উল্লেখ্য, দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমগীর হোসেনের আগেও একাধিক লোকের সাথে এমন অশোভন আচরণ করেছেন বলে জানা গেছে।