Category: অপরাধ

  • আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

    আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুকে নিয়ে কটুক্তি ও বিষোদগারের জন্য ফটিকছড়ি আওয়ামীলীগ নেতা শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে দেশবাসী ও ফটিকছড়ির সর্বস্তরের তৌহিদি জনতা শাহজাহানকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এদেশের লক্ষ কোটি মুমিন মুসলমানের প্রাণের স্পন্দন। আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহকে নিয়ে শাহজাহানের দেওয়া আক্রমণাত্বক বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানাচ্ছি। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীনকে নিয়ে শাহজাহানের এমন বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। দেশের শীর্ষ একজন আলেমকে নিয়ে এমন বিষোদগারপূর্ণ বক্তব্য-ই প্রমাণ করে শাহজাহান কতটা নিম্নশ্রেণীর ও ইতর প্রকৃতির মানুষ। বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ববোধ থাকলে তার বাবার বয়সের শ্রদ্ধেয় একজন মুরুব্বি আলেমকে নিয়ে কখনো এমন মন্তব্য করতো না এই কুখ্যাত শাহজাহান।

    শাহজাহানের মনে রাখা উচিত-
    আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরী ফটিকছড়ির কৃতি সন্তান হলেও তিনি এশিয়ার গৌরব,গোটা বাংলাদেশের গৌরব। মুসলিম বিশ্বের অন্যতম ইসলামি ব্যক্তিত্ব। সত্যের আহবানে সদাজাগ্রত একজন বীর তিনি। আল্লামা বাবুনগরী একটি ইতিহাস,একটি বিপ্লব। তিনি এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার প্রাণের স্পন্দন,সাহসের প্রতীক ও আশার আলো। ঈমানী চেতনায় বলিয়ান বাতিলের বিরুদ্ধে এক সাহসী বীর আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী হকের পক্ষে আপোষহীন একজন বীর সিপাহসালার। ন্যায় ও সত্যের পক্ষে তিনি নির্ভিক। বাতিলের রক্তচক্ষু কখনো ভয় করেন না। মাঠে ময়দানে ঈমানদীপ্ত বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলে যাচ্ছেন তিনি। যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ লক্ষ কোটি মুমিন মুসলমানের আস্থা বিশ্বাস ও ভালবাসার পাত্রে পরিণত হয়েছেন। লক্ষ কোটি মুমিনের প্রাণের স্পন্দন আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য অনতিবিলম্বে শাহজাহান যদি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

    কুলাঙ্গার শাহজাহান! মনে রেখো।
    আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি আবারো ময়দানে আসার ডাক দেন তাহলে ২০১৩ সালের ৬ এপ্রিলের লংমার্চ আর ৫ ই মে’র ঢাকা অবরোধের মতো লক্ষ লক্ষ তৌহিদি জনতা জান বাজি রেখে রাজপথে নেমে আসবে। তখন তোমার মতো শাহজাহানের কোন হদিস পাওয়া যাবে না।

    এদেশে আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে গড়া হাজার হাজার ছাত্র,
    ভক্তবৃন্দ,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রয়েছে। শাহজাহানের এমন আক্রমনাত্মক বক্তব্যে সকলের মনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আল্লামা বাবুনগরীর ভক্তবৃন্দ ফুঁসে উঠলে চুনোপুঁটি শাহজাহানদের অস্তিত্বও ফটিকছড়িতে খোঁজে পাওয়া যাবে না। অতিদ্রুত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে ফটিকছড়িবাসী শাহজাহানকে বয়কট করবে,এবং তাকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে।

    আমরা শান্তিপ্রিয়,দেশে শান্তির পরিবেশ চাই। আমরা কখনো আগ বাড়িয়ে সংঘাতে জড়াই না। তবে কেহ গায়ে পড়ে সংঘাতে জড়াতে এলে আমরা তার দাঁতভাঙা জবাব দেই। ছাত্রলীগ, যুবলীগ সহ শাহবাগীরা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। তবে ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এই বাঁধ ভেঙে গেলে আমরা ইটের জবাব পাটকেল দিয়ে দেবো।

    সুস্পষ্ট ভাষায় বলছি-অনতিবিলম্বে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে অশালীন ও বিষোদগারপূর্ণ বক্তব্যের এই ঘৃণ্য খেলা বন্ধ না হলে দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা সমুচিত জবাব দেবে,ইনশাআল্লাহ।

  • জাতীয় শীর্ষ তিন আলেমকে হয়রানির অপচেষ্টা তৌহিদী জনতা প্রতিহত করবে: মাওলানা মুসা বিন ইযহার

    জাতীয় শীর্ষ তিন আলেমকে হয়রানির অপচেষ্টা তৌহিদী জনতা প্রতিহত করবে: মাওলানা মুসা বিন ইযহার

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, নাস্তিক্যবাদের দোসর, ব্রাহ্মণ্যবাদী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন কারী, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভুঁইফোড় সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানীত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করে হয়রানির অপচেষ্টা দেশের আপামর তৌহিদি জনতা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

    মাওলানা মুসা বিন ইযহার আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে ভুঁইফোড় এই সংগঠনটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশপ্রেমিক বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে তাদের একের পর এক সন্ত্রাসমূলক জঙ্গি তৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

    তিনি বলেন, মানুষকে ভ্রান্তি, কুফর শিরক ও বিদআত থেকে মুক্ত রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায় থেকে মানুষের প্রতিকৃতি ও ভাস্কর্য নির্মাণের মত একটি জঘন্য গুনাহের কাজের বিরোধিতা করায় ওলামায়ে কেরামের মানহানি এবং অকথ্য ভাষায় গালমন্দ ও সমালোচনা করার মাধ্যমে একটি মহল কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধান এর বিরোধিতা করে প্রকাশ্যে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়েছে। জাতীয় জীবনে ও সাম্প্রদায়িক ক্ষেত্রে উস্কানিমূলক অপতৎপরতার মাধ্যমে বিভাজন সৃষ্টি কারি এই মহলের ঘৃন্য কর্মকাণ্ড দেশের আপামর তৌহিদী জনতা রুখে দিতে বদ্ধপরিকর।

    পার্টির সিনিয়র নায়েবে আমীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, ঢাকা মহানগর নায়েবে আমির মুফতি মাওলানা আব্দুস সাত্তার, তসলীমুদ্দীন আহমদ, ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব ইহতিশামুল হক সাখী এবং ছাত্রনেতা রাজু আহমেদ প্রমুখ।

    সভায় আগামী ২৮ জনুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে জাতীয় সম্মেলন কে সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

  • ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক।।। উখিয়া ভয়েস

    ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক।।। উখিয়া ভয়েস

     

    শুক্রবার ৪ ডিসেম্বর রাত ১১ টা ২০ মিনিটের দিকে সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে। পরে রোহিঙ্গা মাদককারবারী আজিজ উল্লাহ’র কাছ থেকে উদ্ধার করা ৩৫০০ পিস ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে।

    আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইংখালী ঘোনাপাড়া ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি। গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • আনোয়ারা উপজেলা যুবলীগের সাম্প্রদায়িক বিরোধী বিক্ষোভ সমাবেশ

    আনোয়ারা উপজেলা যুবলীগের সাম্প্রদায়িক বিরোধী বিক্ষোভ সমাবেশ

    আমজাদ হোসেন,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

     

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আনোয়ারায় উপজেলা যুবলীগের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    সোমবার (৩০ নভেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজারে যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    যুবলীগের সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, শফিউল আলম,এডভোকেট আলম, আলী আকবার, জামশেদুল আলম, এরশাদুল আলী সোহেল, মোহাম্মদ জামাল, জালাল উদ্দিন,রাশেদ ও ফোরকান।

    সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগর বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

  • কক্সবাজার-টেকনাফ সড়কে সী-লাইন উল্টে নিহত ১

    কক্সবাজার-টেকনাফ সড়কে সী-লাইন উল্টে নিহত ১

    মোঃ শহিদ কক্সবাজার থেকে

     

    কক্সবাজার-টেকনাফ সড়কের রামু’র দক্ষিণ মিঠাছড়ি কামারঘোনা স্টেশনে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টা ১০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সী লাইন পরিবহনের একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে সী-লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের মৃত সুলতানের পুত্র মো: নুরুল ইসলাম (৫৫) ঘটনাস্থলে মারা যায়। আহতরা হলো সৈয়দ হোসেন, মো: আবুল কাসেম, বেলাল, জয়নাল উদ্দিন, ওসমান গণি, মটর সাইকেল চালক সাইফুল ইসলাম। এদের ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

  • কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

     

    চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহিদ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাসির উদ্দিন।

    তিনি জানান, সে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নপাড়া কালাগাজীর বাড়ি এলাকার ছিদ্দিক আহমদের পুত্র। তার বাবাকে নিয়ে নগরের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলো। তার বাবা একটি সিএনজিতে আর সে মোটরসাইকেল চালিয়ে। ফকিনীরহাট এলাকায় আসলে একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইমুন এন্টারপ্রাইজের (কুষ্টিয়া-ট ১১-০৫৬১) কাভার্ড ভ্যানটি জব্দ রয়েছে।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা

    উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা

    সন্ত্রাসী হামলার শিকার NGO কর্মকর্তা

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা। অভিযোগ পাওয়া গেছে, স্হানীয় সাবেক ইউপি সদস্য পুর্বাঞ্চলীয় জনপদের ইয়াবার সিন্ডিকেট হিসেবেখ্যাত মোরশেদ আলমের নেতৃত্বে তার গুনধর ইয়াকারবারী পুত্রদ্বয় ইকবাল ও হারুন রাস্তার কাজে বাঁধা প্রদান করে নিমার্ণ শ্রমিকদের তাড়িয়ে দেয়। এক পর্যায় ইয়াবাকারবারী বাপপুতরা তাঁদের লোকজন নিয়ে রাস্তার কাজে তদারকিত থাকা  ESDO এনজিওর দুই তিন কর্মকর্তার উপর হামলা চালিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতদেরকে স্হানীয় লোকজন রক্তাত্ত অবস্হায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এমন ঘটনাটি ঘটেছে,আজ ২৮ নভেম্বর বেলা ১২ টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া- করইবনিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় গ্রামবাসী ও রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকেরা। ঘটনার বিররণে জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সেকান্দরের পুত্র হারুনের বাড়ি হতে করইবনিয়া কবর স্হান সংলগ্ন মসজিদ পর্যন্ত মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ চলছে। গত ১৮ নভেম্বর থেকে অবহেলিত রাস্তাটির কাজ পুরোদমে শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হবে চলতি মাসের ৩০ নভেম্বর। এ রাস্তার উন্নয়নে কাজে অর্থ ব্যয় করেছেন এনজিও সংস্হা কানাডা ESDO

     

    সূত্র,,,, সাংবাদিক গফুর মিয়া চৌধুরীর আইডি থেকে

  • ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ,  বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া।

    ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া।

    মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধি

     

    ঢাকার বায়তুল মোকাররম গেটে মাদরাসা শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে আজ সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়ক টি.এ রোড বিক্ষোভে উত্তাল ছিল। সেখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছে কওমী মাদরাসার শিক্ষার্থীরা।

    বিক্ষোভ চলাকালীন সময় শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে।

    এসময় ব্রাম্মনবাড়িয়া থানা ব্রিজের সামনে এক প্রতিবাদী সভায় বক্তারা বলেন, ঢাকায় গ্রেফতার হওয়া ছাত্রদের দ্রুত মুক্তি দিতে হবে। তানাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

  • বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে আর্থিক দন্ড করেছে ভ্রাম্যমান আদালত

    বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে আর্থিক দন্ড করেছে ভ্রাম্যমান আদালত

    পারভেজ, বরিশাল প্রতিনিধি

     

    বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩জন ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

    জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ (দ্বিতীয় দফা সংক্রামন) ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    শরীফ মো. হেলালউদ্দিনের ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোট ৫৩জন ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

    জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন।

  • বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার ০৩জন

    বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার ০৩জন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বাঁশখালী থানার এস আই(নিরস্ত্র) নাজমুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২৩/১১/২০২০খ্রি: বিকাল ০৩.৩৫ টায় থানাধীন পুইছড়ি এলাকায় বাশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ওলকচুর ভিতর লুকিয়ে পাচারকালে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ আসামী- ০১.রামিছা বেগম( ২২),স্বামী-ছৈয়দ কাসিম, সাং চরপাড়া, ঈদগড়, থানা- রামু, আসামী ২.জহুরা বেগম(৫০) স্বামী- মৃত নবী হোসেন, সাং- সোয়া জাইন্যা পাড়া, থানা- চকরিয়া ও আসামী ৩. মোঃ নাছির(৪০)পিতা- উকিল আহাম্মদ, সাং-সুতিপাড়া, থানা- পেকুয়া, সর্ব জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।