Category: অপরাধ

  • ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধি

    হিন্দুপ্রধান রাষ্ট্র ভারতে আবারও ইসলাম বিদ্বেষের ঘটনা।মুসলিম হিসেবে ইসলামের বিধান অনুসারে মুখে দাড়ি রাখায় এক মুসলিম পুলিশ সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত করলো ভারতের উত্তরপ্রদেশ বাগপত রামালা  থানার সুপার অভিষেক সিং।

    মুখে দাড়ি রাখার অপরাধে বরখাস্ত হওয়া মুসলিম পুলিশকর্মীর নাম  ইন্তেজার আলি।

    কি কারণে বরখাস্ত করা হয়েছে? সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, দাড়ি রাখার অনুমতি শুধুমাত্র শিখরাই পান, বাকিদের দাড়ি রাখার কোনো নিয়ম নেই। কেউ যদি রাখতে চায় তাহলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিস পাঠিয়ে অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।

    এদিকে বরখাস্তকৃত পুলিশকর্মী ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসলেও তাকে অনুমতি দেয়া হয়নি।

    উক্ত ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশকর্মীকে অনুমতি দেয়া হয়নি,সেই প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।

  • কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

    কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

    কক্সবাজারের পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বখাটে যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

    রবিবার দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টুইল্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

    আটক দুই যুবক হলেন, টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসা পাড়ার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৮) ও জুমপাড়ার মো. পেঠানের ছেলে নুরুল আমিন (১৭)।

    ভিকটিমের বাবা জানায়, আমার মেয়েসহ চার শিশু টুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে যায়। এ সময় তিন যুবক এসে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। জসিম উদ্দিন আমার মেয়ের মুখ চেপে ধরে। এ সময় চিৎকার দিলে স্থানীয় কয়েকজন নারী পুরুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়

  • প্রফেসর মোজাফফর আহমদ স্যার কে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হামলা ও হত্যার চেষ্টা

    প্রফেসর মোজাফফর আহমদ স্যার কে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হামলা ও হত্যার চেষ্টা

    মাষ্টার মুক্তার আহমদের প্রতিবেদক

    উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের এনামুল হক-এর ছেলে এবং চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারী কলেজের প্রফেসর জনাব মোজাফফর আহমদ স্যার মাদক ও সন্ত্রাসী প্রতিরোধ বক্তব্য এবং মাদক মুক্ত এলাকা করার লক্ষে কঠোর অভিযান চালান।
    সেই দূষে স্যারকে গতকাল উখিয়া স্টেশন থেকে ফেরার পথে গয়ালমারা স্টেশনের পূর্ব দিকে ইয়াবা গডফাদার সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয় এবং গুরুতর আঘাত করেন।
    স্যার বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় আছেন বলে জানান স্যারের ছোট ভাই গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুক্তার আহমদ এনান।

    সন্ত্রাসী হচ্ছ একয় এলাকার ১ জাহাঙ্গীর কবির
    পিতা সৈয়দ কাশেম।
    ২ মঞ্জুর আলম পিতা আজিজুর রহমান।
    ৩ সাদ্দাম হোসেন পিতা আবুল হোছাইন।
    ৪ মঞ্জুর আলম পিতা মোঃ আবু তাহের।

    ইয়াবা গডফাদার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় গলা টিপে রক্তাক্ত

    উখিয়া রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় গলা টিপে রক্তাক্ত

    নিজস্ব প্রতিবেদক

    উখিয়া রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশে আব্দুল করিমের পুত্র বিদেশ প্রবাসী মোস্তাক আহমদের স্ত্রীকে বিদ্যুৎ এর মেইন সুইজ বন্ধ করে দিয়ে সকাল ১০ টার দিকে খানা খাওয়ার সময়তে হাঠাৎ করে একজন ধর্ষক টেনে নিয়ে যায়। সেসময় মহিলা চিৎকার করতে চাইলে গলা টিপে ধরে গাল থেকে রক্তাক্ত করেন ধর্ষক মামুন। তখন মহিলা ও তার ২ ছোট কন্যা চিৎকার করলে আশে পাশের মানুষ জমায়ত হতে না হতে ধর্ষক মামুন পালিয়ে যায়।

    ধর্ষক হচ্ছে, একয় গ্রামের সুলতান আহমদ হেড কেরানী (প্রকাশ সুলতান মুন্সির ২য় পুত্র মামুন, সেই ধর্ষক মামুনের আরো অনেক অনেক ধর্ষণের ঘটনা রয়েছে।
    গত ছয় সাঁত বছর পূর্বেও ৯ বছরের এক মেয়ে খামড় থেকে আসার সময় আমতলী ঘাটে ধর্ষণ করে রক্তাক্ত করেছিলেন। মহিলার বাবাকে বড় অঙ্কের টাকা দিয়ে সেই ঘটনা চুপি ফেলেছেন।
    বাংলাদেশে ধর্ষণকারীর কোন স্হান নেই।
    ধর্ষণকারী মামুনের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে হবে।

  • ধর্ষণ-ব্যভিচার রোধে বিশ্বনবী মুহাম্মদ সা. এর নির্দেশনা শীর্ষক সেমিনার

    ধর্ষণ-ব্যভিচার রোধে বিশ্বনবী মুহাম্মদ সা. এর নির্দেশনা শীর্ষক সেমিনার

    আল্লামা মুফতী সাখাওয়াত হোসেন রাজি

     

    ধর্ষণ-ব্যভিচার রোধে বিশ্বনবী মুহাম্মদ সা. এর নির্দেশনা শীর্ষক সেমিনার
    স্থান : জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হল (২য় তলা)
    তারিখ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০, সময় : বেলা ২:৩০ মিনিট

    আমন্ত্রিত মেহমান : মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মহাসচিব : তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। মাওলানা আবু তাহের জিহাদী, আমীর : ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি বাংলাদেশ।

    আলোচকবৃন্দ-
    মাওলানা আব্দুল মতিন, বিষয় : রাসূল মুহাম্মদ সা. এর যুগে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি
    মুফতী মুজিবুর রহমান, বিষয় : ধর্ষণ-ব্যভিচার রোধে রাসুল মুহাম্মদ সা. এর ওয়াজ ও নসিহত
    মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, বিষয় : বিচারক ও বিচারকের জবাবদিহিতা
    মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, বিষয় : ধর্ষণ রোধে প্রচলিত আইন বনাম ইসলামী আইন
    মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, বিষয় : ধর্ষণ রোধে সামাজিক সচেতনতা কতটা জরুরি?

    মুফতী রাফি বিন মনির, বিষয় : ধর্ষণ বৃদ্ধির কারণ কী এবং দায় কার?
    মুফতী শামসুদ্দোহা আশরাফী, বিষয় : পর্দাহীনতা ও অশালীন পোশাক ধর্ষণের জন্য কেন দায়ী?
    মুফতী রিজওয়ান রফিকী, বিষয় : অশ্লীলতা ও অবাধ মেলামেশা ধর্ষণের জন্য কেন দায়ী?
    মুফতী রেজাউল করীম আবরার, বিষয় : ইসলামের দৃষ্টিতে সাক্ষ্য ও প্রচলিত সাক্ষ্য আইন
    মুফতী আল-আমীন সরাইলি, বিষয় : ফাঁসির বিধান ও ইসলামের দৃষ্টিভঙ্গি
    মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, বিষয় : অপরাধ দমনে প্রচলিত আইন বনাম ইসলামী আইন
    ব্যবস্থাপনায় : রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন

  • ধাওয়া করে ৯ রোহিঙ্গা ডাকাতকে ধরল র‌্যাব

    ধাওয়া করে ৯ রোহিঙ্গা ডাকাতকে ধরল র‌্যাব

    মোঃ শহিদ কক্সবাজার থেকে

    কক্সবাজারের টেকনাফে ধাওয়া করে ৯ জন রোহিঙ্গা ডাকাতসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফের চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গত কয়েকদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। এতে গোলাগুলিতে ৪ জন রোহিঙ্গাও মারা যায়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

    তিনি আরও বলেন, “অভিযান টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে মঙ্গলবার সকাল তাদেরকে ধাওয়া করতে করতে টেকনাফের চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি ৪টি অস্ত্র, ২০ রাউন্ড ও কিছু কিরিচ উদ্ধার করা হয়।”

    মেজর মেহেদী হাসান বলেন, “আটক ৯ জনই রোহিঙ্গা ডাকাত। তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হবে।

  • দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুব আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

    দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুব আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম বলেন, একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার দায় এড়াতে পারেন না। সরকারের মন্ত্রীবর্গের বক্তব্য ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে। ১০দিনে উল্লেখযোগ্য ৫টি ন্যাকারজনক ঘটনা মিডিয়ায় প্রকাশ পেয়েছে, আরো অপ্রকাশিত বহু ঘটনা গুন্ডাবাহিনীর ভয়ে আড়ালেই থেকে যাচ্ছে। তাই শুধু প্রতিবাদ নয়, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাতের ভোটে নির্বাচিত সরকার এসব ধর্ষক, গুন্ডা ও চোর-বাটপারদের পুষে ক্ষমতায় টিকে থাকতে চায়।

    গতকাল ০৫ অক্টোবর’২০ সোমবার বিকাল ৪.৩০ টায় দেওয়ানহাট চত্বরে দেশব্যাপী ধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধূকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে ইসলমী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর সভাপতি তাজুল ইসলাম শাহীনের সভাপতিত্বে আয়েজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
    প্রধান অতিথি আরো বলেন, আন্দোলনকারীদের আশ্বস্ত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করে, কিন্তু তারা আইনের ফাঁকফোঁকর দিয়ে বেড়িয়ে আসে। তাই অপরাধীরা আরো ভয়ংকর হয়ে উঠছে।
    সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম শাহীন বলেন, শুধু ধর্ষকদের গ্রেফতার ও শাস্তিতে ধর্ষণ কমবে না, ধর্ষক সৃষ্টির উৎসপথ বন্ধ করতে হবে। ইন্টারনেটে অশ্লীল সাইট, ওয়েব সিরিজ নামে প্রাপ্তবয়স্কদের শয্যাদৃশ্য, নাটক সিনেমার নামে লিভ-টু-গেদার ও সমকামিতার চর্চা, বিজ্ঞাপনে নারীদের পণ্য বানানো বন্ধ করতে হবে। কর্মহীন যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চরিত্রবিধ্বংসী অপকর্ম ও মাদকতা থেকে বিরত রাখতে হবে।
    মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম, সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ইবরাহীম খলিল, নগর ইশা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নাজিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের নগর অর্থ সম্পাদক সোলায়মান বাপ্পী, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক আসহাব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক ডা. দিদারুল ইসলাম, উপসম্পাদক মাহফুজুর রহমান, ইকবাল হোসাইনসহ নগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উখিয়ার কুতুপালং এর বৃহৎ শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নিহত ২

    উখিয়ার কুতুপালং এর বৃহৎ শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নিহত ২

    নিজস্ব প্রতিবেদক 

     

    কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কুতুপালং এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন কুতুপালং ক্যাম্প ওয়েস্ট এর ডি ৫-ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩২) এবং ডি ব্লকের মৃত ইউনুস এর পুত্র শামসুল আলম (৪৫)

    আজ রবিবার (৪ অক্টোবর) ভোর চারটা থেকে মাদক কারবারিরা ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছে।
    আহতদের কি উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প পার্শ্ববর্তী হাসপাতাল গুলোর মধ্যে ভর্তি করা হয়েছে।

    নিহত দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    জানা যায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিচালনা কমিটির চেয়ারম্যান হাফেজ মাওলানা জালাল আহমদ জানান মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল অনেকদিন থেকে এর আগেও দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

    বৃহৎ শরণার্থী ক্যাম্প কুতুপালং আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক আতিক রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    উখিয়া থানার নবাগত ওসির আহমদ সঞ্জুর মোর্শেদ জানান, দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    একাধিক রোহিঙ্গারা জানাই সম্প্রতি পুলিশি কার্যক্রম স্থবিরতার কারণে ক্যাম্পের অভ্যন্তরে সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে।
    ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের জন্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন রোহিঙ্গা মাঝিরা।

    ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

    উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

    মুহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ রিপোর্টার

     

    উখিয়ার কুতুপালং বাজারস্থ ফেমাস চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবক হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজির পাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোঃ বেলাল (২৫)

    কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুতুপালং ফেমাস ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

    আটককৃত আসামির উদ্ধারকৃত ইয়াবা ও মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

  • উখিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে বেঁধে রাতভর নির্যাতন

    উখিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে বেঁধে রাতভর নির্যাতন

    মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার 

     

    উখিয়ায় গরু চুরির অপবাদে ছৈয়দ আহমদ (১৭) নামের এক যুবককে বেঁধে রাতভর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠেছে। গলায় ঝুলানো হয়েছে জুতোর মালা! শুধু তাতে শেষ নয়, কোদাল দিয়ে তার মাথার চুলও উপড়ে ফেলা হয়েছে। অমানবিক দৃশ্যটি উপভোগ করেছে নির্যাতনকারীসহ বেশ কিছু লোক।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং পশ্চিম সোনার পাড়া মোনাফ মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ভিকটিম ছৈয়দ আহমদ পশ্চিম সোনার পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। একই এলাকার শামসুল আলমের ছেলে জালাল উদ্দিন (৩৫) এ ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। জালাল উদ্দিন মানবপাচারসহ বহু মামলার আসামি।

    ঘটনার প্রসঙ্গে জালিয়া পালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল্লাহ জানিয়েছেন, ছৈয়দ আহমদ একজন ক্ষুদ্র দোকানদার। মুহাম্মদ নামের এক ব্যক্তির গরুর চুরির অভিযোগে তাকে বাজার থেকে ধরে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে তিনি নিজেই গিয়ে বিস্তারিত খোঁজ নেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তাৎক্ষণিক মৌখিক অবগত করেন।

    তিনি জানান, যে গরুটি চুরির অভিযোগ করা হয় সে গরুটি মুহাম্মদের বাড়িতেই ছিল। তবু অপরাধী হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মারধর না করতে অনুরোধ করেন মেম্বার রফিকুল্লাহ। তা মানে নি। গরুর মালিক মুহাম্মদের ডাকে পাশের বাড়ির বাসিন্দা জালাল উদ্দিন সেখানে গিয়ে উল্টো বিতর্ক করে বসে। তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাকবিতণ্ডার পর বাড়িতে চলে যান মেম্বার।

    শনিবার সকালে খবর পান, কোদাল দিয়ে ছৈয়দের মাথা মুড়িয়ে দেয়া হয়েছে। রাতভর মারধরসহ অমানুষিক নির্যাতন করেছে। এমন একটি ভিডিও হাতে পান তিনি। এরপর মেম্বার রফিকুল্লাহ গ্রাম পুলিশ (চৌকিদার) জাহাঙ্গীর, আবু সিদ্দিককে সাথে নিয়ে মুহাম্মদের বাড়ি থেকে ছৈয়দ আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি তিনি থানার ওসিকে জানিয়েছেন। অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    তিনি জানান, এলাকায় যাতে আর কোন সময় গরু চুরির মতো ঘটনা না ঘটে, পুরো এলাকাবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এটি করা হয়েছে। তাতে অন্য কোন উদ্দেশ্য নাই।

    এ বিষয়ে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে ফোন দিলে থানার অপারেটর মুঠোফোন রিসিভ করেন। নতুন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন, তাই কাজের ব্যস্ততার জন্য কথা বলতে পারেননি ওসি।