Category: অপরাধ

  • উখিয়ায় বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন

    উখিয়ায় বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি খুন

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামে রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

    কামরান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করে।পরে রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ৮ এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা জানান, বালুখালী ক্যাম্পে ভেতরে আজিমুল্লাহ মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।
    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝি মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • স্বরূপকাঠিতে ফুপার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

    স্বরূপকাঠিতে ফুপার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

    পিরোজপুর প্রতিনিদি মোঃ আশ্রাফুল ইসলাম

    পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুপার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিন্না গ্রামে মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই দিন রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

    বুধবার দুপুরে নিহতের স্বজনরা লাশ নিয়ে স্বরূপকাঠি বাসষ্ট্যান্ডে পৌঁছালে নেছারাবাদ থানা পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

    স্থানীয় ইউপি সদস্য বাবুল বাহাদুর ও প্রতিবেশিদের মাধ্যমে জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মো. আলিমের ঘরে তার মেয়ের ননদ মুন্নি বেড়াতে আসে। সেই ঘর থেকে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় ওই ঘরে আলিমের বোনের ছেলে সাগর উপস্থিত ছিল। এ সূত্র ধরে আলিমের ছেলে নাঈম তার ফুপাতো ভাই সাগরের কাছে মোবাইলের বিষয়ে জিজ্ঞাসা করলে এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। তাদের কথা কাটাকাটির মধ্যে সাগরের বাবা কাঞ্চন মিয়া এসে উপস্থিত হয়। এক পর্যায়ে কাঞ্চন ছেলের পক্ষ নিয়ে একটি কাঠের বাটলা দিয়ে নাইমের মাথায় আঘাত করে। সাথে সাথে নাইম মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে স্বজনরা নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার ডাক্তার সাগরের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলে। রাতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কাঞ্চন ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে।

    নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, লাশের সুরাতহাল করা হয়েছে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চট্টগ্রামে জোনায়েদ সাকি ও রাশেদের ওপর হামলা

    চট্টগ্রামে জোনায়েদ সাকি ও রাশেদের ওপর হামলা

    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গন অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদসহ তাঁর রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে জোনায়েদ সাকিসহ সাতজন আহত হয়েছেন।

    আজ ০৭ জুন মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এ হামলা চালিয়েছে। হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন।

    আহত অন্যরা হলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্যসচিব ফরহাদ জামান; ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল; গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    সম্প্রতি বাম গণতান্ত্রিক ফ্রন্ট থেকে বেরিয়ে সাত দল ও সংগঠনকে নিয়ে ‘গণতন্ত্র মোর্চা’ গঠনের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ দুপুরে ওই সাত দল ও সংগঠনের নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থল বিএম কনটেইনার ডিপো দেখতে যান। সেখান থেকে বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তাঁরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোন জোনায়েদ সাকিসহ অন্যরা। তাঁরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন, সে সময় সাত–আটজনের একটি দল জোনায়েদ সাকিসহ অন্যদের ওপর হামলা চালায়।

  • বরিশাল বিভাগে বাকেরগঞ্জ থানায় গাঁজার বাগানের সন্ধান, ২৯টি গাছসহ গ্রেপ্তার-১

    বরিশাল বিভাগে বাকেরগঞ্জ থানায় গাঁজার বাগানের সন্ধান, ২৯টি গাছসহ গ্রেপ্তার-১

    পিরোজপুর প্রতিনিদি মোঃ আশ্রাফুল ইসলাম

    বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি বড় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে থানা পুলিশ। ওই বাগানের ২৯ টি গাঁজার গাছসহ চাষী নাছির খান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
    রবিবার (৫ জুন) দুপুর ২ টার সময় থানার এস আই মনির, এএসআই হাফিজ ও এএসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাছির খান বিরঙ্গল গ্রামের জাফর খানের পুত্র। সে পেশায় একজন ভ্যান চালক।
    বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী নাছির খানকে গ্রেফতার করা হয়েছে। সে গাঁজা সেবন করার উদ্দেশ্যেই তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছের চাষ করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।

  • উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    উখিয়ার সিংগাপুরের জাফর আলম কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)বিজিবির হাতে দুই লক্ষ ইয়াবা নিয়ে আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কোটি টাকা মূল্যমানের ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর স্পেশাল টহলদল গত ২৪ মে থেকে ৩০ মে ২০২২ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রেজুআমতলী, রেজুপাড়া, ঘুমধুম এবং পালংখালী বিওপি’র বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১২,০০,০০,০০০/- (বার কোটি) টাকা মূল্যমানের ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী যথাক্রমে (১) মোঃ নুরুল হক, পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-তুলাতলী, পোষ্ট-উখিয়া, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার এবং (২) মোঃ জাফর আলম (৫৭), পিতা-মৃত মকবুল আলম, গ্রাম-করবুনিয়া, পোষ্ট- চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়।

    আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীবিহীন আটককৃত মাদকের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উদ্ধারকৃত ইয়াবা মামলায় ১১ জন পলাতক আসামী রয়েছে।

  • টেকনাফে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মহিলা শাখার ইনচার্জ সমুদা বেগম গ্ৰাহকের ১লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    টেকনাফে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মহিলা শাখার ইনচার্জ সমুদা বেগম গ্ৰাহকের ১লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    প্রেস বিজ্ঞপ্তি,

    টেকনাফে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামের ভূয়া কাগজ পত্র সৃজন করে এক লাক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
    উক্ত টাকা এবং ইন্সুরেন্সের ডুকুমেন্ট পত্র না পেয়ে গ্ৰাহক আব্দুল জব্বার, পিতা আবু তাহের,
    সাং মাধ্যম জালিয়া পাড়া। ৮নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা। প্রাইম ইন্সুরেন্সের ইনচার্জ সমুদা বেগম,পিতা মৌলভী আব্দুল জলিল,
    স্বামী মোঃ জলিল,সাং আলিয়াবাদ ৫নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা। বারবার তাকিদ দেওয়ার সত্ত্বেও উক্ত টাকা এবং ডুকুমেন্ট না দেওয়ায় অবশেষে গত ২১-৪-২২ইং তারিখ গ্ৰাহক আব্দুল জব্বার বাদী হয়ে ইন্সুরেন্সের ইনচার্জ সমুদা বেগম কে প্রধান বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।

    মামলা তদন্ত কারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল বহুবার বিবাদিকে বাদীর সাথে বসে লেনদেন সেড়ে ফেলার তাকিদ দেয়। কিন্তু ঐ সমুদা বেগম বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আজ দেবে কাল দেবে সময় ক্ষেপণ করে আসছে। এ বিষয়ে বাদী এখনো পর্যন্ত টাকা এবং ইন্সুরেন্সের কোন ডুকুমেন্ট পত্র না পেয়ে এর যথাযত পতিকার চেয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। অন্যতায় এর যথাযত পতিকার না পেলে ইন্সুরেন্সের গ্ৰাহক আব্দুল জব্বার প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মহিলা শাখার ইনচার্জ সমুদা বেগমের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিবে বলে গ্ৰাহক আব্দুল জব্বার জানান।

  • পীরগাছায় কাচা মাল ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা আটক ২ জন্য

    পীরগাছায় কাচা মাল ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা আটক ২ জন্য

    পীরগাছা প্রতিনিধি,

    রংপুরের পীরগাছা কাঁচামাল ব্যবসায়ী কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে১১টায় অনন্তরাম সরকারটারি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম দেলোয়ার হোসেন(৪০)

    নিহত দেলোয়ার সবুর উদ্দিনের ছেলে।ঐ রাতেই পীরগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
    নিহতের পরিবার জানায় শুক্র বার রাতে ১০ টা ৩০ মিনিটে দেলোয়ার কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের বাড়ির মৃত আ.সামাদের ছেলে ফারুক হোসন। হঠাৎ করে দেলোয়ারের চিৎকার শুনে আশেপাশে এবং তার পরিবারের লোকজন ছুটে আসে।তখন ৭থেকে ৮ জন দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    তার পরিবারের থেকে জানা যায় পীরগাছা কাঁচামাল দোকানের জায়গা নিয়ে ফারুকের সাথে দীর্ঘ দিন ধরে দণ্ড চলে আসতেছিলো এবং ফারুক তাকে ডেকে নিয়ে যায়
    আজ শনিবার সকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল সি) এবং পিবিআই এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারের সাথে কথা বলেন।

    রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল সি) আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় বেশ কিছু প্রমান পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত কাজ করছে। শীঘ্রই হত্যাকান্ডের সাথে জড়িতরা আইনের আওতায় আসবে।

  • বাসার সামনে গলি নিয়া দক্ষিণ বাহারছড়া১১নং ওয়াড়ে দুই গ্রুপে সংঘর্ষ খবর পাওয়া গেছ

    বাসার সামনে গলি নিয়া দক্ষিণ বাহারছড়া১১নং ওয়াড়ে দুই গ্রুপে সংঘর্ষ খবর পাওয়া গেছ

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি- মোঃ হোসেন সুমন,

     

    আদ্য২৪/০৫/২০২২ইং অনুমানিক রাত১২টা থেকে ৩ঘন্টা মারামারি করে২য় পক্ষ বেলাল হোসেন (৩৩) ১মপক্ষ মোঃরাসেল এর সাথে।অভিযোগ কারীকে রাতে অনধিকারে ঘরে প্রবেশ কর, বিবাদীরা শরিলের বিভিন্ন ভাবে, লাঠি,হাতুড়ি, কিল,ঘুসিসহ এলোপাতার পিঠানো হয়।

    এক পর্যায়ে রাসেল পিঠা সহিতে না পারিয়া পাশের একবাসাতে ডুকে পড়ে,বাসার মালিক হলেন মোঃ হাফেজ আহম্মাদ। এবং তাঁহার স্ত্রীকে স্বামী কে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও একসাথে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলেছেন ঐ এলাকার লোকজনে বলেন। আসামী হলেন১/বেলাল হোসেন (৩৩) পিতা-মৃত রুহুল আমিন।২/চম্পা (২৫)স্বামী বেলাল হোসেন,অজ্ঞতা ৫/৮জন আছে।এই লোকগুলি দেশের প্রচলিত আইনকানুন কিছু তোয়াক্কা করেনা, এই লোকটি প্রাকৃতিক একজন সন্ত্রাসী, চাঁদবাজ,বিভিন্ন মাদকাসক্তি প্রকৃতির লোক । আভিযোগকারীকে প্রকাশ্যে ভাড়াটিয়া, সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, দিয়া প্রাণনাশের হুমকি দিতেছে বলে খবর শুনা যায়।এই সন্ত্রাসী এলাকার মানুষর এর সাথে প্রায়ই এই ধরনের ঘটনা করে আসতেছে বলেন এলাকার জনসাধারণ। এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ২৬/০৫/২০২২তারিখে।সমাজের কোন লোকে বেলাল হোসেনকে নিষেধ করতে চাইলে তাকেও একইভাবে নির্যাতন চালায়।

    এই বেলাল হোসেনকে আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তি ও বিচার করতে হবে বলতেছে ঐ এলাকার জনসাধারণ। তাই কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি।

  • হ্নীলায় গভীররাতে ব্যাংক ডাকাতি

    হ্নীলায় গভীররাতে ব্যাংক ডাকাতি

    টেকনাফ প্রতিনিধি

    টেকনাফ উপজেলার হ্নীলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংক এবং দোকান চুরির ঘটনা ঘটেছে। সিসির টিভির ফুটেজে চোর সনাক্ত করা গেলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    সুত্র জানায়,শ্রমিক দলের প্রচার সম্পাদক,মোঃ আলম প্রকাশ (মিত্রুি মোঃ আলম)
    গতকাল হ্নীলাতে রাত ১২ টা দিকে গ্রামীণ ব্যাংক ও মালিক ফার্নিচার মাঠের দরজা তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ থানায় সাধারণ ডায়েরি করেছেন হ্নীলার জামাল মার্কেটের মালিক জামাল আহমেদ। জামাল আহমদ নিজের ফেসবুকে পোস্টে জানান,হ্নীলাতে গ্রামীন ব্যাংক ডাকাতি, মালেক সওদাগরের দোকান চুরি, ডাকাত পশ্চিম শিকদার পাড়ার মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ আলমকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হোক।

    এই রকম অপরাধীদের কে দ্রুত আইনের আওতায় না আনলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে জানান স্থানীয়রা।

  • উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    নিজস্ব প্রতিবেদক,

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২২ তারিখ রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৩,০০,০০,০০০/- ( তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২২ খ্রিঃ রবিবার রাতে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন বিজিবির এর অধিনস্থ পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাষ্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে রাত আনুমানিক ০২০০ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।

    এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।