Category: অপরাধ

  • বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা কাটলা ইউনিয়নে ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাসকে (২১) না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা।

    বুধবার (২৭ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলামের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে একলাস হোসেনের বাবা কৃষক আতিয়ার রহমান। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মাদকাসাক্ত একলাস হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত একলাস হোসেনের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলে একলাস হোসেনকে
    না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দেন একলাসের বাবা-মা। পুলিশ মাদকাসাক্ত একলাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত একলাসকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বুধবার দুপুরে কারাদন্ড প্রাপ্ত একলাস হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

  • হাতিবান্ধায় ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

    হাতিবান্ধায় ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

    শরিফা বেগম শিউলী স্টফ রিপোর্টারঃ-

    হাতিবান্ধায় ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বুধবার ২৭ এপ্রিল ২০২২ইং র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের খানের বাজার মোড়স্থ মরহুম হাজী হাফেজ আব্দুল গফ্ফার সড়ক টু উত্তর সিংগীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ০৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামিম ইসলাম (২৫), পিতা-মোঃ সহিদার রহমান, জেলা-লালমনিরহাট থেকে গ্রেফতার করেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।##

  • টেকনাফে বিজিবি’র অভিযানে ৫ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ

    টেকনাফে বিজিবি’র অভিযানে ৫ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ

    নিজস্ব প্রতিবেদকঃ-

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ৫ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যমানের ১.০৫৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০,০০০ পিস ইয়াবা এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়েছে।

    অদ্য ২৫ এপ্রিল ২০২২ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র বিশেষ টহলদল বিআরএম-৫ থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ দক্ষিণে বেড়ীবাঁধ সংলগ্ন জিন্নাহ খাল সালাম মেম্বারের ঘের এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর তীরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ভোর ০৪০৫ ঘটিকায় টহলদল উক্ত এলাকায় কেওড়া বাগানের ভিতরে কতিপয় ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে টহলদল ০৩ জন চোরাকারবারীকে তিনটি বস্তা নিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত চোরাকারবারীদেরকে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে থামানোর চেষ্টা করে। চোরাকারবারীরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে ভীতসন্ত্রস্ত হয়ে রাতের অন্ধকারে তাদের বহনকৃত বস্তাগুলো ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। অতঃপর টহলদল উক্ত এলাকা তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ৫,৫৮,২৫,৫০০/- (পাঁচ কোটি আটান্ন লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা মূল্য মানের ১.০৫৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার আটক করতে সক্ষম হয়। মাদক চোরাকারবারীদের আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ০৫৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় মাদক চোরাকারবারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

    উল্লেখ্য, মাদক নির্মূলে বিজিবি’র প্রতিটি সদস্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো মূল্যে দেশকে মাদকমুক্ত করার ব্যাপারে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

  • বাহারছড়ার ইউপি সদস্যের মারধর কলেজ শিক্ষার্থীর উপর

    বাহারছড়ার ইউপি সদস্যের মারধর কলেজ শিক্ষার্থীর উপর

    বাহারছড়ার ইউপি সদস্যের মারধর কলেজ শিক্ষার্থীর উপর

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান
    প্রতিনিধি, টেকনাফ উপজেলা
    টেকনাফ উপজেলার অন্তর্গত ৫নং বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমান উল্লাহ আমান গত রাতে একটা সালিশের জন্য তার অফিসে যেতে বললে আনোয়ার ইসলাম তার ২ ছেলে ফারুক মাহমুদ ও সাইমুন রহমান কে নিয়ে সেখানে উপস্থিত হয়,পরে আমান উল্লাহ আমান মেম্বারের একটা কাগজ হেরে যাওয়ার বাহানা করে পুরানো একটা ঘটনা কে কেন্দ্র করে রাত ১০টা থেকে নিয়ে ২টা পর্যন্ত বেঁধে রাখে স্বার্থ উদ্ধার করে , ঠিক ২টা হলে ইউপি সদস্য মারধর করেন আনোয়ার ইসলামসহ তার বড় ছেলে ফারুক মাহমুদ যিনি কক্সবাজার সিটি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ও তার ছোট ছেলে ৯ম শ্রেণীর ছাত্র সাইমুন রহমান কে।
    পরে এই খবর মানুষের কাছে ছড়িয়ে পড়লে তাদেরকে নিয়ে স্বার্থ হাসিলের জন্য একটা ভিডিও করে ইউপি সদস্য। সেখানে তিনি অনেক কথাবার্তা জিঙ্গাসাবাদ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়,যাতে ইউপি সদস্যকে কোন ধরনের সমস্যায় পড়তে না হয়।
    ফারুক মাহমুদ আরও জানান,আমরা শিক্ষার্থী,যদি আমাদের সাথে অনৈতিকতার কাজ করে, তাহলে আমরা কোথায় স্থান নেবো।
    তিনি আরও জানান, এখন আমার পরিবারের সদস্যদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে।তাই তিনি পুলিশের সুদৃষ্টি কামনা করেন, সাথে সাথে এই ন্যাক্কারজনক মারধর কে তীব্র নিন্দা জানিয়ে প্রহারকারী ইউপি সদস্য কে শাস্তির আওতায় আনার দাবি তুলেন তিনি।

  • কক্সবাজার ৩৪ বিজিবি রেজু গর্জনবনিয়া বিওপির অভিযানে ১কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার

    কক্সবাজার ৩৪ বিজিবি রেজু গর্জনবনিয়া বিওপির অভিযানে ১কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবাসহ ৫ আসামী গ্রেফতার

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা প্রসঙ্গে

    ১।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি বাস্তবায়নের প্রেক্ষিতে রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৬১৩ লেঃ কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির, বিএসপি, এসইউপি, পিএসসি, এলএসসি এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল গত ১৯ হতে ২২ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২২ খ্রিঃ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে রেজু গর্জনবনিয়া বিওপির আওতাধীন রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করইবনিয়া এলাকার ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এর বাড়ী তল্লাশী করে ঘরের গোপন কুঠুরি হতে অতি কৌশলে লুকায়িত অবস্থায় ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবাসহ ৪ জন আসামী যথাক্রমে (১) মোঃ মাহবুব (৩০), পিতা-মৃত-কবির আহম্মেদ, গ্রাম-পাইন্যাশিয়া (চরপাড়া), পোষ্ট-জালিয়াপালং, (২) সুফিয়া সুলতানা সুমি (প্রকাশ আক্তারা) (২৬), স্বামী-ইকবাল হোসেন, (৩) ফাতেমা বেগম (৬৫), স্বামী-আলী আহম্মেদ, গ্রাম-করাইবুনিয়া, (৪) মোঃ রফিক উল্লাহ (২১), পিতা মোঃ কালু মিয়া, গ্রাম-মধ্যম ডিগলিয়া পালং, সকলের পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারদেরকে আটক করতে সমর্থ্য হয়। একই দিনে রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল অভিযান পরিচালনা করে ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ১ জন ধৃত আসামী মোঃ রফিক আলম (৩০), পিতা-মোঃ রশিদ আহমদ, গ্রাম-বরইতলী, পোষ্ট-মরিচ্যা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান’সহ সর্বমোট ৫ জন আসামী আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    উক্ত মামলায় ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এবং তার ভাই মোঃ নুরুল আমিন ভুট্টো, উভয়ের পিতা-আলী আহমেদ, গ্রাম-করইবনিয়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া জেলা-কক্সবাজারকে পলাতক আসামী হিসেবে মামলা করা হয়েছে। একই দিনে আটককৃত ইয়াবা গডফাদার ইকবাল এর পরিবারের তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও রেজু গর্জনবনিয়া বিওপির সীমান্তের গহীন পাহাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৮,০০,০০,০০০/- (আঠার কোটি) টাকা মূল্যের ৬,০০,০০০ (ছয় লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ২০১৯ সনের পর এটিই এখন পর্যন্ত একই অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।

    ২।উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০৪,১৮,২৫,৬০০/- (একশত চার কোটি আঠার লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৩৪,৭২,৭৫২ (চৌত্রিশ লক্ষ বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৭৪,২৮,২৫,৬০০/- (একশত চুয়াত্তর কোটি আটাশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪০ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

    ৩।সর্বোপরি বিজিবি, সেক্টর সদর দপ্তর, রামু এর অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২২ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮,০৩,০৭,৫০০/- (একশত আটষট্টি কোটি তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের ৫৬,০১,০২৫ (ছাপ্পান্ন লক্ষ এক হাজার পঁচিশ) পিস ইয়াবা এবং ১৬৭,৭৫,০০,০০০/- (একশত সাতষট্টি কোটি পচাত্তর লক্ষ) টাকা মূল্যের ৩৩.৫৫০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ৩৩৫,৭৮,০৭,৫০০/- (তিনশত পয়ত্রিশ কোটি আটাত্তর লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪৩৪ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

  • পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

    রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড বাসীদের প্রতি ভিন্ন ভিন্ন ঈদের জামাত না করে এক সাথে সালাত আদায় করার আহবান করেন।

    আজ ২২শে এপ্রিল ( জুমাবার) সৈয়দ বাহার উল্লাহ পাড়া হাফেজ মকবুল আহমদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে কমিটি এবং মুসল্লীদের প্রতি এ আহ্বান জানান।

    কমিটি এবং মুসল্লীরা পাড়ার মসজিদের ঈদগাহ ছেড়ে যেতে রাজি না হলে মেয়র সাহেব বলেন, পুরো বছরে আমাদের একসাথে জমায়ত হওয়ার সুযোগ হয় না। আর এক জামাতে যত মুসল্লী বেশী হবে তত সওয়াবও বেশি হবে। বেশি সওয়াবের দিক বিবেচনা করে হলেও সবাইকে একসাথে ঈদের সালাত আদায় করার আহ্বান করেন।

    অবশেষে কমিটি বলেন :- মুসল্লিদের জোরপূর্বক আমরা পাঠাতে পারব না যাদের ইচ্ছা হবে তারা যাবে, ইনশাআল্লাহ

  • নিজ বাড়ী হতে ইয়াবা ট্যাবলেট  ও  হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

    নিজ বাড়ী হতে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

    এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ(২১ এপ্রিল)১৩ঃ৩০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীন ৪নং ওয়ার্ডস্থ ইসলামপাড়া গ্রামে নিজ বসত বাড়ির আঙ্গীনা হতে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৬ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ সোলাইমান হোসেন (৫০), পিতা-মৃত আব্দুল আজিজ, গ্রাম- ইসলামপাড়া, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১০, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

  • ডাকাতের অমানবিক নির্যাতন শিলখালীতে

    ডাকাতের অমানবিক নির্যাতন শিলখালীতে

    মোহাম্মদ কফিল উদ্দিন আরমান,
    প্রতিনিধি,টেকনাফ উপজেলা

    আজ (২০ ই) রমজান টেকনাফ উপজেলার অন্তর্গত বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (৩নং) ওয়ার্ডের বাসিন্দা জনাব জাফর সওদাগরের দোকানে প্রায় রাত ২ ঘটিকার সময় একটা ডাকাতের দল সমবেত হয়ে দোকানের কর্মচারীর আঙ্গুল কেটে ফেলা হয়। সাথে সাথে ডাকাতি করে ৪/৫ লাখ টাকা এবং জমিনের খতিয়ান ও তার পুত্র বধুর গলার হার ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।
    স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনা কে তীব্র নিন্দা জানিয়ে বলেন,এই অমানবিক নির্যাতন যারা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, না হয় বাহারছড়া ইউনিয়নের জনগণ সুখে-শান্তিতে জীবন-যাপন করতে পারবে না বলে জানান তারা। এবং ছিনিয়ে নেওয়া জিনিস গুলো দোকানদার জাফর ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তার পরিবার ও স্থানীয়রা।

  • বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    বাঁশখালীতে মন্দির ভাংচুর নামের নাটকীয় মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসের পর বাঁশখালী কোর্ট হাজিরায় একসাথে আনন্দ ভাগাভাগি।

    মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী প্রতিনিধি)

    গত ১৩/১০/২০২১ ইং কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও সকলের জবানবন্দিতে বলেছেন তারা নির্দোষ।
    সেই মামলায় এমন ঘটনা ঘটছে বলে জানান, তাদের এমন নিরাপরাধ ব্যক্তিদের গ্রেফতার করেন বাস্তবে কোথায় মিছিল হয়ছে সেও জানে না। যেমন চন্দনাইশ,আনোয়ারা থানা থেকে এনে বাঁশখালী থানায় মামলা দিয়েছে। একজন ইউটিউবারের বক্তব্য হুবহু তুলে ধরা হল, বাঁশখালী জলদিতে যে মিছিলটি সংগঠিত হয়েছিল সেই মিছিল আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ দিয়েছিলাম, তবে সেই মিছিলে কোন ভাংচুর হয়নি আমার জানা মতে, আর সে মিছিলের শুরু হতে শেষ পর্যন্ত থানার বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে কোরআন অবমাননার বিচারের দাবী জানিয়ে মিছিল শেষ করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ঘন্টাহানিক পর এমন দূরদর্শী একটি মিছিল এসে পূজা মন্ডপের গেইট ভাঙচুর করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা জলদিতে ভাংচুর করছে, তাদের কেউ গ্রেফতার হয় নাই।

    এ মামলায় দীর্ঘ কারাবাসের পরে বাঁশখালী জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম হাজিরায় সবাই একে অপরের সাথে দেখা পেয়ে আনন্দে ভাগাভাগি করেন। তাদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। সেই মামলার হাজিরায় উপস্থিত ছিল বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী,মাওলানা মোক্তার সিকদার বড়ঘোনা, মাস্টার জালাল উদ্দিন, মোঃ খোরশেদুল আলম চন্দনাইশ, মোহাম্মদ রেজাউল আজিম প্রমুখ,,,,,,,

  • ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, জুয়া সহ গ্রেফতার ১৪

    ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, জুয়া সহ গ্রেফতার ১৪

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    (১১ এপ্রিল) ভোররাত্রিতে বিরামপুর থানার বিভিন্ন এলাকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও অন্যান্য মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৯ জন ও ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে সাজা প্রাপ্ত ৫ জন সহ সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো জিআর মামলা নং-৩৪৮/২০১৯ এর মোঃ সিরাজুল (৬৩), মোঃরেজাউল(৪৬),
    উভয় পিতা-মৃত চান মিয়া, মোঃ মোকলেছুর রহমান(২২), পিতা-মোঃ রেজাউল, সর্ব সাং-কেশবপুর (মুকুন্দপুর ইউপি), এনজিআর মামলা নং-১০৪/২১ এর আসামী মোঃ আছির উদ্দিন(৫২), পিতা-মৃত তনছের আলী, মোছাঃ রেহেনা বেগম ওরফে সুন্দরী (৪৮), স্বামী-মোঃ আছির উদ্দিন, উভয় সাং-কসবা সাগরপুর, দায়রা ৭৩১/২০২১ মামলার মোঃ গোলাম রব্বানী ওরফে ধলু (৩২),
    পিতা- মোঃ আখতারুজ্জামান ওরফে জমিদার, সাং-শিমুলতলী
    এসটি ৫০/২০২১ মামলার মোঃ আখিরুজ্জামান ওরফে অনিক (২২), পিতা-মোঃ মনোয়ার হোসেন, সাং-চাঁদপুর মধ্যপাড়া, এসটি- ৪৯৬/২০১৭ মামলার শ্রী কৈল্লাশ (৩৬), পিতা-মৃত কৃষ্ণদাস, সাং-ইসলামপাড়া জিআর মামলা নং- ৩২৫/২০২১ এর মোঃ মোস্তফা ওরফে মোস্ত (৫৫),
    পিতা-মৃত ইছাহাক আলী, সাং-কোচগ্রাম সর্ব থানা-বিরামপুর, জেলা- দিনাজপুর এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ মাস করে সাজাপ্রাপ্ত মোঃ রায়হান (২৩), পিতা- মৃত আজাদ,সাং-ইসলামপাড়া মোঃ মানিক রহমান মিঠু(২৭), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-তৈয়বপুর বিরামপুর পৌরসভা, শ্রী অজিত রায়(২২), পিতা-শ্রী সুকুমার রায়, মোঃ শাকিল(২৩), পিতা-মোঃ তাজ উদ্দিন, সাং-পূর্বপাড়া ও মোঃ নূর আমিন (২৪), পিতা- মোঃ হোসেন আলী, সাং-ভগবতীপুর ০৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন) সর্ব থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালত ও দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

    অভিযান চলমান আছে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।