Category: আইন আদালত

  • মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ


    মানুষ ও মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মদ ও জুয়া। কোরআন ও হাদিসে এই দুই বিধ্বংসী শয়তানী হাতিয়ারের ব্যপারে সতর্ক করা হয়েছে অতি নিখুঁতভাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ” নিশ্চয় শয়তান তোমাদের পরস্পরের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়”

    এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের উপর মদ ও জোয়া হারাম করেছেন” সুতরাং যে জিনিস স্বয়ং আল্লাহ তাআলা এবং তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সাব্যস্ত করেছেন, তা কোনোভাবেই আল্লাহ তায়ালার খাঁটি বান্দাগণ করতে পারেন না।

    তাই মদ ও জোয়ার প্রকাশ্য মহড়া কিভাবে বন্ধ করা যায়,এবং কীভাবে এর সয়লাব ঠেকানো যায় সেই লক্ষ্যে আজ কুতুপালং কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন সমাজের সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং উক্ত সভায় সকল সদস্যবৃন্দ মদ ও জুয়া প্রতিরোধে একমত পোষণ করেন।

    তাই আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে এই ধ্বংসাত্মক মহামারী থেকে রক্ষা করতে একতাবদ্ধ হয়ে জনমত গড়ে তুলি। এবং একটি সুন্দর স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করি।

  • ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত-১ আহত-৩

    ঈদগাঁও ইসলামাবাদের খবর।

    কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার রাতে ইসলামাবাদ ফাঁসিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি  ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন,  খুশিটা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।

    নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানের লোকজন।

    “এসময় গুলিত গুরুতর আহত আমার স্বামীকে হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার জানান সে মারা গেছে” বলেন খুশিদা বেগম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    এ ঘটনায় আহত আমেনা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন দাবি করে বলেন, চেয়ারম্যান প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

    নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্ন ভাবে হুমকি দেন। এবং সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে।

    সূত্র,,,, টিটিএন

  • নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত নারী পুরুষসহ আটক

    নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত নারী পুরুষসহ আটক

    নিউজ ডেস্ক: www.ukhiyavoice24.com

    গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং নারী মাদক ব্যবসায়ী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স অগ্রগামী ভূমিকা পালন করে।

    অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে, জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

  • টঙ্গী ময়দানে গভীর রাতে সা’দ পন্থীদের অতর্কিত হামলায় নিহত ৩

    টঙ্গী ময়দানে গভীর রাতে সা’দ পন্থীদের অতর্কিত হামলায় নিহত ৩

    www.ukhiyavoice24.com

    টঙ্গী ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত ভাবে আলেম ওলামাদের উপর হামলায় ৩জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সকাল এগারোটা থেকে কাকরাইলে জরুরি ওলামা সম্মেলন চলছে।

    So far, three people have been killed in the attack of the Saad Panthis in Tongi Maidan, and at least a hundred people have been seriously injured and admitted to the hospital. An emergency Ulama conference is going on in Kakrail from eleven o’clock in the morning.

  • পাওনা টাকা চাইতে গিয়ে ঘুমধুমের অবৈধ ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার নেতৃত্বে হামলায় রক্তাত্ব যুবক

    পাওনা টাকা চাইতে গিয়ে ঘুমধুমের অবৈধ ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার নেতৃত্বে হামলায় রক্তাত্ব যুবক

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

    নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমের ফাত্রাঝিরি গ্রামে এসআরবি নামের এক অবৈধ ইটভার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার জসিম উদ্দিন নামের এক যুবক।

    শনিবার (০৮ এপ্রিল ) নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ফাত্রাঝিরি গ্রামে এসআরবি ইট ভাটা নামক স্থানে রাত ৯ টার দিকে উক্ত ইট ভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে কাছে পাওনা টাকা চাইতে যায় ঘুমধুম বড়বিল এলাকার বদিউর রহমানের ছেলে মোঃ জসিম(৩০)। এতে ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়া টাকা না দিয়ে অশ্লিল ভাষায় গালমন্দ করতে করতে এক পর্যায়ে অনিত্য বড়ুয়া এবং অনিত্য বড়ুয়ার ম‌্যানেজারসহ ৫/৬ জন ইট দিয়ে জসিমের মাথায় আঘাত করলে মাথার ডান পাশে চোখের উপরে কেটে যায়। এতে আহত জসিম মাটিতে লুটিয়ে পড়ে।

    পরবর্তীতে আহত জসিমের আত্বীয় স্বজনরা খবর পেলে গিয়ে আহত জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন‌্য হাসপাতালে নিয়ে যায়।

    হামলাকারীরা হল: ইটভাটার মালিক উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পাড়ার সুদীর বড়ুয়ার ছেলে – অনিত্য ও মরিচ্যা বউ বাজার, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ‌্যা বউ বাজার এলাকার ঝুমু বড়ুয়ার ছেলে মিমু বড়ুয়া।

    এদিকে আহত জসিম উদ্দিনের পরিবারের সদস‌্যরা সাংবাদিকদের জানান, ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি সন্ত্রাসী হামলা করে জসিমকে আহত করে আমরা থানায় মামলা করব এবং এর ন‌্যায় বিচার চাই।

    এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার কাছে এই নাম্বারে 01730629820 যোগাযোগের চেষ্টা করাহলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব‌্য নেয়া সম্ভব হয়নাই।

    উল্লেখ‌্য: ইটভাটার মালিক অনিত‌্য বড়ুয়ার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও গাছ কেটে পরিবেশ ধবংস করার বিস্তর অভিযোগ উঠেছে। অনিত‌্য বড়ুয়া অদৃশ‌্য শক্তির যোরে ঘুমধুমে দাপটের সাথে এসব অবৈধ কাজ কর্ম করে বেড়াচ্ছে বলে সুত্রে যানাযায়।

  • র‍্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে কর্ণফুলী হতে ৫,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক

    র‍্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে কর্ণফুলী হতে ৫,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ০৩.০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাব সদস্যরা একটি বাস তল্লাশীকালে ০১ জন ব্যক্তি গাড়ি হতে নেমে সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ হাফেজ উল্লাহ (৬৩), পিতা- মৃত তমিম গোলাল, সাং- ডেইল পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত বাসের মালামাল রাখার সাইডবক্সের ভিতরে রক্ষিত তার ট্রলি ব্যাগের ভেতর হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে শপিং ব্যাগ দ্বারা দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৫,১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

    গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি

    ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ৩০১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ‍ওই মূর্তিটি উদ্ধার করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা।

    ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আলমগীর কবির জানান, ২৯ বিজিবির অধীন সীমান্ত এলাকায় আমড়া গ্রামের বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম নিজ জমিতে মাটি খননের সময় ৩০১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির সন্ধান পান। তিনি আমড়া সীমান্ত ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ি কমান্ডার সুবেদার মো. শুকশাহের নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে ২৯ বিজিবি সদর দফতরে জমা দেন।

    মূর্তিটির আনুমানিক বাজারদর ৩ কোটি ১ লাখ টাকা বলে জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক।

  • টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার, অপহরণ ,চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ আটক-২২

    টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার, অপহরণ ,চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ আটক-২২

    ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার, অপহরণ ,চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ আটক- ২২ আসামি কে
    আটক করা হয়েছে।
    বুধবার (২ অক্টোবর) বিকেলে এ তথ‍্য নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার (ওসি) আব্দুল হালিম বলেন,
    কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার,
    মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), মহোদয় এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল,মোঃ শাকিল আহমেদ, বিপিএম মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত ০১ জন সন্দিগ্ধ আসামী ১। হায়দার আলী (৩৬), পিতা-আবদুর রহিম, সাং- মহেশখালীয়া পাড়া, ৬নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, অপহরণ মামলার ০১ জন এজাহার নামীয় আসামী ২। আব্দুল জলিল (২৫), পিতা- আব্দুল হাকিম, মাতা-ছখিনা খাতুন, সাং- নাইক্ষ্যংখালী, মৌলভী বাজার, ০২নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, চুরির সাথে জড়িত ০১ জন সন্দিগ্ধ আসামী ৩। মোঃ ইউনুছ (১৯), পিতা-রফিকুল ইসলাম, মাতা-হাজেরা বেগম প্রকাশ বৈদ্যনী, সাং-পুরান পল্লান পাড়া, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, পুলিশ এ্যাসল্ট মামলায় ০৪ জন সন্দিগ্ধ আসামী ৪। আনোয়ারা সাদেক প্রকাশ সেলিম (২০), পিতা-আনু মিয়া প্রকাশ নাগু, ব্লক-ডি, শেড-৭৪৯/৪, এমআরসি-৩৩৯৮৩, ৫। আবুল হোসেন (২১), পিতা-মৃত আমিন প্রকাশ মোহাম্মদ, ব্লক-ডি, শেড-৭৫৮/১,২, এমআরসি নং-২৭০৫৩, ৬। নুরুল আমিন (২০), পিতা-আব্দুল জলিল, ব্লক-বি, শেড-৭৪৯/২,এমআরসি-৬১২৮৭, সর্ব সাং-নয়াপাড়া, রেজিঃ রোহিঙ্গা ক্যাম্প, ৭। মোঃ ছলিম (২১), পিতা-আবুল বশর, ব্লক-বি, সর্ব থানা-টেকনাফ, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, ১২ (বার) টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে ৯। মোঃ ইব্রাহীম, পিতা-হোসাইন, মাতা-মোমেনা খাতুন, সাং-নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, ১০। জসিম উদ্দিন (২৬), পিতা- মৃত মোঃ ইসমাইল, সাং- দরগাপাড়া, হ্নীলা ইউপি, ১১। জাফর আলম (২৮), পিতা- জহির আহম্মদ, সাংগ- পুরান পল্লান পাড়া (২টি ওয়ারেন্ট), ১২। মোঃ জাকারিয়া (২৭), পিতা- মৃত রহমত উল্লাহ, সাং-নাইট্যংপাড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ১৩। সানজিদা বেগম, স্বামী-বশির আহমদ, সাং-কে কে পাড়া, ১৪। লাল মিয়া (৪৮), পিতা-মৃত নাজির হোসেন, সাং-শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, ৮নং ওয়ার্ড, ১৫। জালাল উদ্দিন (৩০), পিতা-মৃত নুর আহমদ, সাং-পূর্ব রঙ্গিখালী, ১৬। আরফাত উদ্দিন (১৯), পিতা-সামছুল আলম, মাতা-আমিনা খাতুন, সাং-কানজর পাড়া, ৫নং ওয়র্ড, ১৭। আক্তার হোসেন (৩৪), পিতা-আবুল বশর, মাতা-সামছুন নাহার, সাং-ঝিমংখালী, ৬নং ওয়ার্ড, ১৮। মোঃ ইউসুফ (৩৩), পিতা-আবুল মনজুর, মাতা-মরিয়ম খাতুন, সাং-উনচিপ্রাং, ৩নং ওয়ার্ড, ১৯। কামরুল ইসলাম (৩২), পিতা-মৃত জাফর ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, সর্ব ইউপি-হোয়াইক্যং, ০১টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ২০। ধল্যা মিয়া (৩২), পিতা-দিল মোহাম্মদ, সাং-জাদিমুড়া, হ্নীলা ইউপি, ০২ জন পুলিশ আইনের ৩৪(৬) ধারা মোতাবেক ২১। মোঃ সুলতান আহমেদ প্রকাশ বতাইশা (৪০), ২২। মোঃ আব্দুর রহমান (৩০), উভয় পিতা-মৃত হাজী মকবুল আহমদ প্রকাশ মিঠা হাজী, সাং-রঙ্গিখালী স্কুল পাড়া, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার সহসর্বমোট ২২ জন আসামীদের গ্রেফতার করিয়া পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    টেকনাফে মালায়েশিয়াগামী ট্রলার ডোবে নিহত ৩ এবং উদ্ধার ৪৫

    মোস্তাক আহমদ টেকনাফ:

    কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হল বনিয়া সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে নারী পুরুষসহ, শেষ খবর পাওয়া পর্যন্ত চার দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং তিন (৩) জনকে সমুদ্র সৈকত ভাসমান মৃত্যু অবস্থা পাওয়া যায়।

    গত সোমবার ( ৩ অক্টোবর) সন্ধ্যা অবৈধ ভাবে ট্রলার যোগে গোপনের মাধ্যমে মালায়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে সমুদ্র উপকূলে এই দুর্ঘটনাটি হয় বলে জানা যায়। স্থানীয় দালালের মাধ্যমে গোপনে বিভিন্ন আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ কে সংগ্রহ করে মালায়েশিয়া পাচার করা হয়।

    উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, বিশেষ করে নারীরা বলে যে, তাদের স্বামীরা মালায়েশিয়া বসবাস করে সেজন্য তারা সেখানে পাড়ি জানাচ্ছে। তারা বলে লোকাল দালালরা ক্যাম্প থেকে আমাদেরকে (রোহিঙ্গাদের) নিয়ে প্রথমে তারা গোপনের বিভিন্ন পাহাড়া বা ঘরের মধ্যে লুকিয়ে রেখে সন্ধ্যা নামলে সেখান থেকে তাদেরকে ছোট ছোট ট্রলার যোগে নিয়ে যাওয়া হয়।

    রহিম নামের এক ব্যক্তি বলেন আমরা প্রায় প্রথমে ১২-১৫ মতো সন্ধ্যায় ট্রলারে উঠি তারপর ট্রলার কিছু দূর যেতে না যেতে আরও কিছু স্থান থেকে লোক আমাদের ট্রলারে ওঠে। কিন্ত আমি দেখেছি যে, সেখানের ধারণ ক্ষমতা থেকে বেশি ট্রলারে ওঠায় কিছু দূর যেতে ট্রলারটি ডোবে যায় আমি আর কিছুই জানি না সবাই চিৎকার দিয়ে উঠেছিল।

    স্থানীয় একজন বলে আমি সকালে সমুদ্র তীরে এসে দেখতে পারি যে, বিভিন্ন লোকজন তীরে ছোটাছুটি করতেছে তখন আমি কোস্টগার্ডকে খবর দিয়। তারপর তারা এসে মালায়েশিয়াগামীদেরকে(রোহিঙ্গা) বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সমুদ্রে তীরে এক জায়গায় জড়ো করে তারপর তারা তাদের স্পিড বোট দিয়ে বাকীদেরকে উদ্ধারের কাজ করে।

    স্থানীয়রা আরও বলেন মিয়ানমারের বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে যখন তুমুল লড়াই চলছে। সেখানকার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ( রোহিঙ্গা গোষ্ঠী)। মিয়ানমারের অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হচ্ছে। সে হিসেবে ভয়ভীতির মধ্যে এই দুঘর্টনা হতে পারে।

    এ বিষয়ে বাহার ছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুর মোহাম্মদ বলেন খবর ফেরে আমাদের পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।
    কোস্টগার্ড স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার শুরু করে দিয়েছি এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের কে আমরা সমুদ্র তীরে একত্রিত করে ঝাউ বাগানে রেখেছি, এ পর্যন্ত নারী পুরুষ চার দালালসহ ৪৫ কে জীবিত উদ্ধার ও সমুদ্রর তীরের বিভিন্ন জায়গা থেকে তিন জনের মরা দেহ উদ্ধার করা হয়েছে।

  • ভূজপুরে মাকে মারধর করায় দায়ে ছেলে গ্রেফতার

    ভূজপুরে মাকে মারধর করায় দায়ে ছেলে গ্রেফতার

    সংবাদকর্মী ★
    তালহা চৌধুরী রুদ্র।

    চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে নিজের মা কে মারধর করার মামলায় জানে আলম নামের এক ছেলেকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভূজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভূজপুর পূর্ব হাছনাবাদ জাহাঙ্গীরের বাড়ির আব্দুল গণির ছেলে এবং বাদী রাহানাজ বেগম একই এলাকার আব্দুল গণির স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী।

    মামলা সূত্রে জানা যায়, পূর্বে থেকেই বিবাদীর (জানে আলম)’র সাথে পারিবারিক কিছু ঝামেলা চলছিল এবং এ বিষয়ে কোর্টে মামলা দায়ের করেছিল বিবাদীর ভাই। পরে ওই বিষয়ে আদালত থেকে বিবাদী জামিন পাওয়ার পর পরিবারের সবার সাথে আরো বেপরোয়া আচরণ করতে থাকে। পরবর্তীতে গত ৭/৯/২২ সন্ধ্যা ৭টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। টাকা না দেয়ায় বিবাদী তার মাকে কিল-ঘুষি মেরে হত্যার হুমকি দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে বিবাদীর(জানে আলম) পিতা ও আশপাশের লোকজন এগিয়ে এসে বাদীনি (রাহানাজ বেগম) কে উদ্ধার করে। এসময় বিবাদী এ বিষয়ে কোন মামলামোকদ্দমা করলে মাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে রাহানাজ বেগম ওই ছেলে জানে আলমের বিরুদ্ধে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং- ২৬৬/২২। এ মামলায় বিবাদীর গ্রেফতারী ওয়ারেন্ট জারী করে আদালত।

    এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘মাকে মারধরের মামলায় জানে আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামি এখনো থানায়। পরবর্তীতে কোর্টে প্রেরণ করা হবে।